//আমার তোলা এলোমেলো কিছু ফটোগ্রাফি//

in hive-129948 •  2 months ago 

IMG_20241028_192415.jpg

সবাইকে আজকে আমার পোস্টে স্বাগতম!
আজকের তারিখঃ , সোমবার অক্টোবর ২৯,
আসসালামু আলাইকুম আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগণ আমি@jahidulislam01 বাংলাদেশ থেকে আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সত্য আছে মহান আল্লাহতালার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি আজ আমি আপনাদের মাঝে এলোমেলো কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছে আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে। বাস্তবতা আসলেই অনেক কঠিন পিতা অসুস্থ হওয়ায় বর্তমানে এখন আমি বাস্তবতা সম্পর্কে অনেকটাই বুঝতে পেরেছি কারণ সংসারের কিছু হাল ধরতে হচ্ছে আমাকে এবং পিতামাতাকে সারা জীবন নিজের জীবনের চাইতে বেশি ভালবাসতে চাই আশা করি আপনারা দোয়া করবেন।

IMG_20241028_145333.jpg

আপনারা অনেকেই জানেন আমার পিতা ডায়াবেটিসের রোগী তিনি তেমন পরিশ্রম করতে পারেন না কিন্তু এর আগে তিনি অনেক পরিশ্রম করেছেন বড় ভাইকে লেখাপড়া শেষ করিয়ে সৈনিকের চাকরি দিয়েছেন বোনটা লেখাপড়া শেষ আমি বিয়ে ফাস্ট ইয়ার। বর্তমানে আমি পড়ালেখার পাশাপাশি রাজমিস্ত্রি কাজ করতেছি। তাই আপনাদের সাথে তেমন একটা আড্ডা এবং কথা বলা হয় না কিন্তু আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে নিজেকে আমি অনেক কিছু মনে করি। এই ব্লগে কাজ করে আমি পিতা-মাতার পাশে দাঁড়াতে পারি এখান থেকে কিছু আর্ন করে। প্রতিমাসে আমার পিতার জন্য ডায়াবেটিসের ইনসুলিন দেওয়া হয় সকালে এবং বিকেলে। সবাই আমার পিতার জন্য দোয়া করবেন তিনি যেন ভালো থাকেন।

IMG_20241016_141026.jpg

রাস্তার পাশে আপনারা সুন্দর একটি কলাগাছ দেখতে পারছেন। আসলে আগে শুনেছি মানুষ খাওয়ার জন্য পরের বাড়িতে কাজ করতো। ঠিক তেমনি একটা দিন মনে হচ্ছে আমরাও দেখতে পাবো কারণ কাঁচা কলার দাম 70-80 টাকা কোনদিন শুনিনি। যে কলা ৫ থেকে ১০ টাকা দামে আমি কিনেছি সে কলায় এখন বর্তমানে 70 থেকে 80 টাকা কেজি কাঁচা কলা। ফটোগ্রাফিগুলো আপনাদের হয়তো ভালো লাগবে। বর্তমানে সবজির দাম আকাশ ছোঁয়া গরিব মানুষের জন্য টিকে থাকা অনেক কষ্টকর।

IMG_20241016_141014.jpg

বর্তমানে আমরা বাংলাদেশের নাগরিক অন্যান্য এলাকার মানুষজন বন্যাকবলিত সমস্যায় অনেক কষ্ট পেয়ে থাকে মহান আল্লাহতালার অশেষ রহমতে আমরা মোটামুটি ভালোই আছি আল্লাহতালার কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। এ বছরে কৃষকের অনেক সমস্যা কারণ কি সব কিছু টাকা লাভের আশায় ফসল ফলায় গরু-ছাগল পালন করে বর্তমানে এবার ধানের পোয়ালের দাম ৭০০ টাকা পণ। দুঃখের বিষয় আমার দুইটা শখের ছাগল গত দুইদিন আগে মারা গেছে আমি অনেক কষ্ট পেয়েছি কারণ গৃহপালিত পশু ছোট থেকেই নিজে হাতে লালন পালন করতে হয় তাদেরকে অনেক জ্বালাতন করে ছাগলে। একটি ছাগল তার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক হয়ে গিয়েছিল সেই ছাগলটি আগে মারা যায় তারপরও আমি হতাশ হয়নি ভেবেছে আল্লাহতালা হয়তোবা আমাকে পরীক্ষা নিয়েছে একটু ক্ষতি করে। ভেবেছি সামান্য ক্ষতি হয়েছে হয়তোবা মহান আল্লাহতালা বড় কোন ক্ষতি থেকে আমাকে রক্ষা করেছেন।

IMG_20241016_141009.jpg

এটা হচ্ছে ধানের মাঠের ফটোগ্রাফি মাঝে মাঝে আমি ধান খেতে গিয়ে থাকে ধানে কোন পোকা আক্রমণ হয়েছে কিনা দেখতে? সে ক্ষেত্রে আমি মাঠের ভিতরে যেতে পারিনি কারণ অনেক পানি জমে রয়েছে ধানের ফসলের মাঠে।

IMG_20241016_140949.jpg

এই ফটোগ্রাফিটি আপনারা দেখতে পারছেন এটা হচ্ছে ছোট ছোট শালিক পাখি এই পাখি আমাদের এলাকায় এর আগে অনেক দেখা যেত এখন আর কেমন দেখা যায় না এখন সব থেকে বেশি দেখা যায় ঘুঘু কারণ ঘুঘু এর আগে শিকারিরা মারতো কিন্তু বর্তমানে এখন ঘুঘু মারতে দেখা যায় না তাই আমাদের এলাকাতে শালিকের থেকে ঘুঘু বেশি দেখা যায়। এর আগে শালিক জ্বালাতন করত মানুষের ঘরে বর্তমানে এখন ঘুঘু মানুষের খুব নিকটে থাকে।

IMG_20241028_192415.jpg

আমাদের বাসাতে বিড়াল ছানার বাচ্চা উঠেছে বিড়াল ছানাগুলো দেখতে বেশ সুন্দর তিনটা বিড়াল ছানার বাচ্চা রয়েছে কিন্তু একটা বিড়াল থানার বাচ্চা হয়তোবা মারা গিয়েছে না হলে কুকুরে খেয়েছে অনেক দেখাশোনা করি আমি পশুপাখির আমার অনেক ভালো লাগে পশু পাখির সাথে সময় কাটাতে মানুষের সাথে অনেক সময় কাটিয়ে দেখেছি মানুষ প্রয়োজন পর্যন্ত আপনার সাথে ভালো ব্যবহার করবে প্রয়োজন শেষ আপনার সাথে ভালো ব্যবহার ও শেষ কিন্তু একটি কুকুর আপনি পারবেন দেখবেন কুকুরটিকে এক সময় মারবেন তারপরও আপনার ছেড়ে যাবে না কিছুক্ষণ পরে আবার সেই আপনার কাছে চলে আসবে কিন্তু সারা জীবন যাকে ভালবাসবে সে মানুষটিকে আপনি একটা কথা বলবেন সে আপনার কাছে দ্বিতীয়বার আর আসবেনা তাই আমার ভালো লাগে আশা করি আমার পোস্ট আপনাদের ভাল লেগেছে ধন্যবাদ সবাইকে।

পোস্ট বিবরণী



শ্রেণীফটোগ্রাফি
ক্যামেরাস্মার্ট ফোন
পোস্ট তৈরি#jahidulislam01
কান্ট্রিবাংলাদেশ
ক্যামেরা8m
লোকেশনhttps://maps.app.goo.gl/pgPrAswr14oyXhmW6
ডেট২৯-১০-২০২৪
✨💞আমার নিজের পরিচয়💞✨

45406254-503f-44d8-8a5d-79dda79fe316.jpg

আমি মোঃ জাহিদুল ইসলাম আমি মেহেরপুর জেলার গাংনী থানা জুগীরগোফা গ্রামে আমি বসবাস করি। আমি একজন বাংলাদেশের সুনাগরিক, বর্তমানে আমার বিএ ফার্স্ট ইয়ারে পড়াশোনা চলছে। আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় কথা বলতে অনেক ভালোবাসি। আমার শখ ভ্রমণ করা এবং আর্ট করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন।


(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

abb2.png

abb.png

bwith.png

VOTE @bangla.witness as witness

bwithness.png

SET @rme as your proxy

rproxy.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

image.png

ভাই ফটোগ্রাফি গুলো মোটামুটি ঠিক ছিল তবে সব সময় চেষ্টা করবেন স্বচ্ছ ভাবে কোন নির্দিষ্ট বিষয়বস্তুর সৌন্দর্য তুলে ধরতে তাহলে সেই ফটোগ্রাফির মান অটুট থাকে।

বিভিন্ন ধরনের রেনডম টাইপের ফটোগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আর আমার প্রার্থনা রইলো যে আপনার বাবা যেন সুস্থ হয়ে যান। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি গুলো আমার কাছে বেশি ভালো মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার তোলা এলোমেলো ফটোগ্রাফি গুলো আসলেই অনেক ভালো লাগলো ভাইয়া। ছবিতে লোকেশন দেওয়ার চেষ্টা করবেন ভাইয়া ।ধন্যবাদ ভাইয়া শুভকামনা রইল।

দারুন কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। অসাধারণ ছিল আপনার তোলা প্রতিটি ফটোগ্রাফি।আমার কাছে বিড়ালের ফটোগ্রাফি অনেক বেশি ভালো লেগেছে। কারণ আমি পশু পাখি ভীষণ পছন্দ করি। এছাড়াও প্রকৃতি ও ভালো লাগে।সব মিলিয়ে অসারদারণ ছিল পোস্টটি।কিন্তু লোকেশন দিলে ভালো হতো।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আজকে আপনি অসাধারণ এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আসলে আপনার ফটোগ্রাফির মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখতে পেলাম। তবে আপনার বিড়ালের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লাগলো। আমাদের বাড়ি তো বিড়াল ছানা আছে। এটি ঠিক অনেক সময় কুকুরে বিড়ালছানা মেরে ফেলে খেয়ে ফেলে। ভালো লাগলো আপনার ফটোগ্রাফি গুলো দেখে।