দিপুদের সংসার খুবই সুখের কাটছিলো । দিপু ক্লাসের ফাস্ট বয় ছাত্র হিসেবে অসাধারণ তার বাবা ব্যবসায়ী তাদের বাজারে দুটো বড় দোকান দিপুরা দুই ভাই দিপু বড় অপু ছোট । দিপু যখন ক্লাস সেভেনে তখন তার বাবা মারা যায় সংসারের সকল দ্বায়িত্ব দিপুকে বহণ করতে হয় অপু তখন অনেক ছোট সবেমাত্র ক্লাস ওয়ানে । একসময় দিপুদের ব্যবসায় লোকসান হতে শুরু করে এক পযার্য়ে দিপু দোকান গুলো ছেড়ে দেয় ।
তখন সে কি করবে বাবা মারা যাওয়ার সময় যে অপুকে তার হাতে তোলে দিয়ে গেছে । তখন দিপু ঠিক করল বেলুন বিক্রি করবে তাই শুরু করল এভাবেই তাদের দিন কাটে অপু লেখা পড়া করে অনেক বড় হয়ে গেছে । এক সময় এক লোক এসে দিপুর মাকে বলে দিপুকে বিদেশে পাঠিয়ে দাও । দিপুর মাকে লোকটি কে বলে কিভাবে পাঠাব আমাদের তো কোন টাকা পয়সা নাই । লোকটি বলল দিপুকে বিয়ে করিয়ে তার যৌতুক বাবদ বিদেশে পাঠিয়ে দাও । দিপুর মা রাজী হয়ে গেল কিন্তু বউয়ের একটা সমস্যা আছে ।
সে প্রতিবন্ধী তাতেও রাজী দিপুর মা ভাই । দিপুকে জিজ্ঞেস করল দিপুর মা দিপু দ্বিমত করলনা কারণ সংসারটা যে তাকেই টানতে হবে । দিপুর সব স্বপ্ন মাটি চাপা দিয়ে পারি জমালো হাজারো হাজার মাইল দূরে । একসময় পৌছে যায় সেই স্বপ্নের দেশে কাজ হল রং মিস্তিরি চল্লিশ তলায় বসে জীবনকে বাজী রেখে রং করে যাচ্ছে মা ভাইদের জীবন রাঙ্গাতে । আর নিজের জীবনের সব রং মুছে দিয়ে ।
এভাবেই দিপুর জীবন থেকে চলে গেল সাত টি বছর । এই সাত বছরে সে ভাই কে অনেক শিক্ষায় শিক্ষিত করেছে বাড়ি করেছে দালান করেছে । আজ দিপু বাড়ি আসার সময় । সে বাংলাদেশে এসেছে কিন্তু তাকে এগিয়ে আনার জন্য কেউ গেলনা । এমন কি তার ভাই এবং মা মোবাইল নম্বর টা ও বন্ধ করে রেখেছে । দিপু বাড়ি আসলো তাকে বাড়িতে ঢুকতে দেয়া হলনা কারণ দিপুর ভাইয়েরা ভেবেছে দিপু তার শ্বশুর বাড়ি টাকা পাঠিয়েছে ।
তারা দিপুকে বলে তোমার শ্বশুর বাড়ি যাও আমাদের এখানে তোমার জায়গা হবে না । দিপু তখন ভাবতে লাগলো জীবনের সব স্বপ্ন মাটি চাপা দিয়ে যে ভাইকে মানুষ করলাম যাদের জন্য নিজের নিশ্বাস বেলুনে ভরে বিক্রি করেছি আজ তাদের কাছে আমার জায়গায় নেই ।
সত্যি যোগফল শূণ্য। এই ব্যাপার গুলো আমার খুব খারাপ লাগে। যারা তাদের সকল কিছু মাটি করে দিয়ে পরিবারের কথা চিন্তা করে তাদের সাথে এরকম না পারতো। আমাদের সমাজে এই বিষয়টি বেশি দেখা যায় এখন। আপনার গল্পটি ভালো লেগেছে আবার খারাপ ও লেগেছে। আপনি চাইলে গল্পটি সম্পর্কে নিজস্ব মতামত লিখে ফিনিশিং দিতে পারতেন। যাইহোক শুভকামনা আপনার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit