বিকেলের ঘুরাঘুরি। 10% for shy-fox and 5% for abb-school.

in hive-129948 •  3 years ago 

অনেক দিন হয়ে গিয়েছে বিকেলে ঘুরতে যাওয়া হয় না । যদিও এটা এখনকার কথা নয়। রমজান এর আগের কথা বলছি। রমজান মাসে এমনিতেই অনেক ব্যস্ত থাকতে হয়। তারপর আবার অফিসে কাজের চাপও রমজান মাসে অনেক বেশিই থাকে। বলতে গেলে রমজান মাসে অন্যান্য মাসের চেয়ে একটু বেশিই ব্যস্ত থাকতে হয়। তা প্রায় মাস খানেক আগের কথা। বাসায় মেহমান এসেছিলো। মেহমান বলতে আমার বন্ধুরা । গ্রাম থেকে ৩ জন বন্ধু আসে। আসলে গ্রামে যাওয়া হয়না প্রায় ২ বছর হয়ে গিয়েছে। ওদের কোনো একটা কাজে ওরা ঢাকায় এসেছিলো , তাই ভাবলাম দেখা হয়না অনেক দিন আজ না হয় একটু ভালোভাবেই আড্ডা দেয়া যাক।

ওদের বলেছিলাম দুপুরে আসতে কিন্তু ওদের নাকি কাজ সারতে সারতে দেরি হয়ে গিয়েছিলো। তাই বিকেলে এসে বাসায় পৌঁছায়। ওরা আসার কিছুক্ষন পরই আমরা বেরিয়ে পড়ি। ওরা বলছিলো আজ রাতেই চলে যাবে। আমি বললাম " এত দিন পর দেখা , তারপর আবার এত দূর থেকে এসেছিস অন্তত একটা দিন থেকে যা " অনেক জোর করার পর রাজি হয় যে আজ রাতটা ওরা এখানেই কাটাবে। বিকেলে বের হওয়ার পর আচ্ছা ছিলোনা দূরে কোথাও যাবো তাই বাসায় সামনেই একটু ঘুরা ঘুরি করি। তারপর মাথায় আসে হাতিরঝিল এর কথা। দেরি না করে রওয়ানা হয়ে যাই। হাতিরঝিল আমার বাসা থেকে বেশি একটা দূরে নয়। হেটে গেলে ২০ মিনিট এর রাস্তা হবে।

IMG_20211230_192134.jpg

IMG_20220106_154900.jpg

বিকেল বেলা হাতিরঝিল এত খালি হবে আমি ভাবতেও পারিনি। সাধারণত হাতিরঝিল এ প্রচুর মানুষ জন থাকে কিন্তু ঐদিন হাতিরঝিল পুরোটা মোটামোটি খালিই ছিল। আর হাতিরঝিল এর পরিবেশটা অনেক মনুমুঘ্ধকর ছিল। প্রায় ঘন্টা খানেক এর মতো সেখানে বসে আড্ডাই দেই। মনে হচ্ছিলো যে কোনো নদীর কিনারে এসে বসে আছি। না ছিল কোলাহল , না ছিল মানুষজনের ভিড়। সত্যি অসাধারণ ছিল মুহূর্তটা। তার সাথে আবার বন্ধুদের সাথে আড্ডা। আহা , কোথায় পাবো এই সুখ ?

IMG_20211226_145403.jpg

IMG_20220111_175313.jpg

হাতিরঝিল এ ঘুরাঘুরি শেষে। চিন্তা করি একটা রেস্টুরেন্ট এ যাওয়া যাক। বাসায় পাশেই অনেক রেস্টুরেন্ট আছে। সেখানে যাই। বেশি একটা দূরে যাওয়ার ইচ্ছা ছিল না। আমার এই ছবি গুলো হয়তো একটু খারাপ হয়েছে। আসলে তারা হুরা করে তুলেছিলাম তাই এইরকম হয়েছে। খাবার শেষে আবারো ৪ বন্ধু মিলে বাসার উদ্যেশে রওয়ানা হয়। ঐদিনটি জীবনের বিশেষ একটা দিন ছিল। সাধারণত বন্ধুবান্ধবদের সাথে বেশি একটা সময় কাটানো হয়না। কিন্তু ঐদিন পুরোটা সময় বন্ধুদের সাথে ছিলাম। মনে হচ্ছিলো আমাদের শৈশব মনেহয় আবার ফিরে এসেছে।

লোকেশন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ও আপনি দারুন সময় কাটিয়েছেন। হাতিরঝিল আমার প্রিয় একটি জায়গা সন্ধ্যাবেলায় জায়গাটি অনেক সুন্দর লাগে। বন্ধুদের সাথে কাটানো সময় গুলো দারুন কাটুন তাদের অনেকদিন পর কাছে পেলে ছাড়তে ইচ্ছে করে না। আপনি বন্ধুদের সাথে মহা মূল্যবান সময় কাটিয়েছেন এবং রেস্টুরেন্টে বসে খাওয়া-দাওয়া করেছেন যা আপনাদের গভীরতা আরো বাড়িয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অনুভূতি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনাকেও ধন্যবাদ আপু।

মন ফ্রেশ রাখতে আমাদের ঘোরাঘুরি করা একান্ত প্রয়োজন। তবে সেটা যদি হয় উদ্দেশ্যহীন কিন্তু কাজে আসবে না। আমার অনেক সময় রয়েছে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি গুলোই মন ফ্রেশ রাখতে সহায়তা প্রদান করে।

ঘোরাঘুরি তাও আবার বন্ধুদের সাথে ..ধন্যবাদ ভাইয়া।

আমিও কয়েকবার হাতির ঝিলে গিয়েছিলাম, খুবই সুন্দর একটি জায়গা। হাতিরঝিল ঘুরতে গেলে অনেক ভালোই লাগে। আর আপনি আজকে আপনার বন্ধুদেরকে নিয়ে বিকেলবেলা ঘুরতে বেরিয়েছেন এবং সেই মুহূর্ত আমাদের সাথে শেয়ার করেছেন। ভালো সময় কাটিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে।

জি ভাইয়া। স্মরণীয় একটা দিন।

বিকেলে ঘুরতে গিয়েছেন শুনে অনেক ভালো লাগলো ভাইয়া। বন্ধুদের সাথে ঘুরতে যেতে সত্যি অনেক ভালো লাগে। এছাড়া হাতিরঝিল জায়গাটি আমি কখনো যাইনি। তবে আপনার কাছ থেকে শুনে অনেক ভালো লাগলো। ইচ্ছে করছে যেতে। এছাড়াও আপনি দারুন রেস্টুরেন্টে খাবারের কথা বলেছেন শুনে জিভে জল চলে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মুহুর্ত শেয়ার করার জন্য।

তবে আপনার কাছ থেকে শুনে অনেক ভালো লাগলো ।

জি আপু , অনেক সুন্দর একটি জায়গা। সময় হলে গিয়ে দেখে আসতে পারেন। মন ভালো হয়ে যাবে।

বিকেলবেলায় অনেক ঘোরাঘুরি করেছেন দেখছি। অনেক সুন্দর সময় কেটেছে আপনার বিকেল বেলায়। এমনিতেও ঘুরাঘুরি করতে আমি খুবই ভালোবাসি। আপনার ঘোরাঘুরি দেখে আমার খুবই ঘুরতে ইচ্ছে করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার কাটানো এত সুন্দর কিছু মুহূর্ত আমাদের সকলের সঙ্গে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।