জনি এক দিনমজুরের ছেলে, লেখা পড়ায় খুব ভাল, বাবা ছেলে পড়াশোনায় অনেক ভাল বলে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। স্বপ্ন দেখে কোন একদিন তার ছেলে সমাজের একজন সম্মানী ব্যাক্তি হবে। অনেক টাকা পয়সার মালিক হবে তখন হয়তো তাদের সংসারে অভাব বলে কোন কিছু থাকবেনা।এ স্বপ্নে দিন পার করছে জনির বাবা। এভাবেই স্বপ্ন দেখতে দেখতে জনি কলেজ পেরিয়ে ভার্সিটিতে। এক সময় জনি তার পড়াশোনা শেষ করে চাকুরীতে যোগদান করল।
জনির বাবার স্বপ্ন যেন আস্তে আস্তে বাস্তবে রুপ দিতে লাগল। বেশ ভালোই চলছে জনিদের পরিবার। জনি মা বাবাকে অনেক ভালবাসে কারণ জনিতো দেখেছে তার বাবা মা তাকে কত কষ্ট করে মানুষ করেছে। আজ জনির বিয়ে। মা বাবার স্বপ্ন ছেলের বউ তাদেরকে অনেক সম্মান করবে অনেক ভালবাসবে। আর তারাও ছেলের বউকে অনেক আদর করবে অনেক ভালবাসবে। জনি বিয়ে করে বউ নিয়ে আসল তাদের সংসারে। চলছে ভালোই তাদের নতুন সংসার।
জনির বিয়ের বয়স সাত মাস যেতেই যেন সংসারে অশান্তি শুরু হয়ে গেল, জনির বউ জনির মা বাবাকে সহ্য করতে পারছেনা। তাদের কোন কিছুই তার পছন্দ হচ্ছে না। এ নিয়ে প্রতিদিনই জনির সাথে ঝগড়া শুরু করে দিল জনির বউ। এক সময় জনি সিদ্ধান্ত নিল আলাদা হয়ে যাবে জনি সংসার থেকে। বাবা মাকে বলল বাবা আমি এখন কি করব, আমি আর সহ্য করতে পারছিনা, তেমরা কি আমার মরণ চাও। এ কথা শুনে জনির বাবা মা বলল বাবা তুমি যা ভাল মনে কর তাই কর আমাদের কোন আপত্তি নেই। আমি দিন মজুর দিন মজুরী করেই তোমার মাকে নিয়ে জীবনটা না হয় কাটিয়ে দেব।
জনির বাবার স্বপ্নটা এখানেই যেন শেষ হয়ে গেল।সমাপ্তি দিয়ে দিল স্বপ্ন দেখাকে। আবার চলে গেল পুরানো দিনের সময়ে। কিন্তু পুরানো দিনের তো একটা লক্ষ ছিল যে ছেলে বড় হয়ে মা বাবার দুঃখ কষ্ট একদিন গুছিয়ে দেব। আজ তো ঐ রকম স্বপ্ন বা লক্ষ কোনটাই নেই, দিনে যা কামায় করে তাই খাই, না কামায় করলে না খেয়েই দিন পার করে। এদিকে জনির একটা ছেলে সন্তান জন্ম নেয়। তাকে নিয়ে জনি ও তার বউ স্বপ্ন দেখতে শুরু করে। ছেলে বড় হবে অনেক টাকার মালিক হবে। এই স্বপ্ন নিয়ে জনি তার যত টাকা পয়সা ছিল সব তার ছেলের পিছনে খরচ করছে।
এক সময় জনির ছেলেও বড় হয়ে চাকরী করছে আর জনি তার অবসরের টাকা গুলো সব ছেলের নামে দিয়ে শান্তিতে দিন পার করছে। ছেলের জন্য বউ দেখে ছেলেকে বিয়েও দিয়ে দিছে। চলছে তাদের সংসার। হঠাৎ জনির ছেলে ছেলের বউ ঝগড়া শুরু করে দিল এভাবেই চলতে থাকে অনেক দিন, অবশেষে জনি জনির বউ পরাজয় বরণ করে আলাদা হয়ে গেল। জনির বউ অনেক চেষ্টা করেছিল ছেলের বউকে তার শাড়ির আছলে আঠকিয়ে তার রাজত্ব সে করবে,কিন্তু না, কারণ সে ও যে এভাবেই অত্যাচার করে তার শশুর শাশুড়ী থেকে আলাদা হয়ে ছিল।নারী তুমি বড়ই অদ্ভুত বউ থাকাকালীন চাও আলাদা থাকতে আর শাশুড়ী থাকাকালীন চাও এক সাথে থাকতে। তাতে জনির কোন দুঃখ নাই জনি ও যে এভাবেই চলে এসেছিল তার মা বাবাকে ফেলে আজ তার প্রতিদান যেন পেয়েছে। অবশেষে এটাই ঠিক দুনিয়াতে তুমি যা করবে ঠিক তার প্রতিদান পাবে আজ না হয় কাল ।
যেমন কর্ম তেমন ফল তো হয়।হয়ত কেউ দুইদিন আগে পায় ফল, কেউ হয়ত দুইদিন পর।এটাই হিসাব।ছোট বেলা থেকে ই এই প্রভাত বাক্য শুনে আসছি।ভালো ছিলো জনির কাহিনী।ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
লিখাটি বেশ সুন্দর লেগেছে। আর তারচেয়েও বেশী ভালো লেগেছে এই লাইনটি। প্রকৃতি সবসময় তার বদলা নেয় ই,এটাই তার প্রমাণ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু। 😊😊
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাই। কর্ম যেমন হয় তার ফল ও তেমন হয়। হোক সেটা আজ হোক সেটা কাল। যে যা করবে সেটার ফল ভোগ করবেই। সেটা সাথে সাথেও হতে পারে আবার অনেক দিন পর ও হতে পারেন। চমৎকার লিখেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ লিখেছেন ভাইয়া। সত্যিই আপনার লিখার প্রশংসা না করে পারলাম না। নারী সত্যিই বড়ই অদ্ভুত।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু। 😄😄
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি সুন্দর একটি বিষয় আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এত সুন্দর পোস্টের মাধ্যমে মানুষ সচেতন হতে পারবে। কারণ আমাদের উচিত সমাজকে সচেতন করে গড়ে তোলা। তাই আমি মনে করি এমন সুন্দর সচেতনমূলক পোষ্ট প্রতিনিয়ত শেয়ার করা প্রয়োজন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি বলেছেন যেমন কর্ম তেমন ফল। তবে বাস্তবতা খুবই কঠিন, তবুও আমাদের মেনে নিতে হয়। আর প্রত্যেকটা মানুষেরই উচিত তার বাবা মাকে সম্মান করা, শ্রদ্ধা করা এবং মৃত্যু পর্যন্ত সাথে রাখা। আপনি গল্পটি বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। তবে আমাদের সমাজে এমনই হচ্ছে। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit