বিকেলের হাতিরঝিল। 10% for shy-fox

in hive-129948 •  2 years ago  (edited)

এখন যে একটা সময় এই সময়টাতে কোথাও ঘুরতে যাওয়াটা যেন অনেক কঠিন একটা বিষয়। এমনকি বন্ধের দিনেও যাওয়াটা কষ্টকর হয়ে যায়। অফিস এ কাজের চাপ গত কয়েকমাস যাবৎ অনেক পড়েছে। বান্ধেরদিনেও ব্যস্ত থাকতে হয়। আর এখন যেহেতো ঈদ এসেছে সেহেতো কিছুটা এখন সস্থি পেয়েছি। অনেক দিন যাবৎ ঘুরতে যাওয়া হয়না কোথায়। তাই এবার , ভাবলাম যেহেতো গ্রামেও যাওয়া হয়নি তারপর আবার ঈদ এর দিন কোথাওই ঘুরতে যাওয়া হয়নি সেহেতো আজ না হয় কোথাও বেরোনো যাক পরিবার নিয়ে। ঐদিনও আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল , তাই বেশি একটা দূরে কোথাও যাবোনা ভেবে রেখেছিলাম।

যেহেতো ভেবেই রেখেছি দূরে কোথাও একটা যাবো না। আর কাছা কাছি যাওয়ার মত বলতে একটাই জায়গা আছে। গত কয়েকদিন আগেও আমিও হাতিরঝিলকে নিয়ে একটা পোস্ট করেছিলাম , যদিও সেটা কিন্তু প্রায় ২-৩ মাস আগের ঘটনা। আর তখন তেমন বেশি একটা ঘুরে ঘুরি হয়নি বললামই তো বন্ধুদের সাথে ছিলাম , বেশি একটা ঘুরতে পারিনি। তাই আজকে ভাবলাম , আজকেননা পরিবারের সাথে কাটানো মুহূর্ত গুলো আপনাদের মাঝে শেয়ার করা যাক।

IMG_20211226_145403.jpg

ঈদ এর দিকে মতোই ঈদ এর পর দিনও বৃষ্টি বৃষ্টি ভাব ছিল আকাশটাতে। তবে বেশি একটা বৃষ্টি হবে বলে মনে হচ্ছিলোনা। তবুও মনে একটু সন্দেহ সন্দেহ নিয়ে বেরিয়ে পড়লাম। ছবিতে হয়তো দেখাই যাচ্ছে আকাশের অবস্থা। এবার ঈদ এ প্রায় অর্ধেক জনগণই হয়তো তাদের গ্রামে চলে গিয়েছে ঈদ করার জন্য। এবার ঢাকার শহরটা একটু খালি খালিই মনে হচ্ছে। খুব একটা খারাপ লাগছেনা। কোথাওই যেন মানুষের তেমন বেশি একটা কোলাহল নেই।

IMG_20211230_192126.jpg

সত্যি কথা বলতে। আমার ফোন এর ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো না। সেই জন্য ছবি দিতে পারিনি তেমন একটা। বিকেল প্রায় ৩ তার দিকে বের হয়েছিলাম। বাসায় ফিরতে ফিরতে প্রায় রাট ৮ টা বেজে গিয়েছিলো। এত দেরি করে এসেছি তাও যেন মনে ভরেনি। অনেক শান্ত ছিল হাতিরঝিল এর পরিবেশটা। আমরা প্রায় ঘন্টা খানেক এর মতো শুধু নদীর / ঝিল এর কিনারায় বসেই ছিলাম। সত্যি কথা বলতে হাতিরঝিল এমনিতেও অনেক সুন্দর একটা জায়গা। তারমধ্যে বেশির ভাগ সময় সেখানে প্রচুর মানুষ জনের সমাগম থাকে। আজ যেহেতু পরিবেশটা একটু ভিন্ন তাই আজকে সত্যিই অনেক আনন্দ হয়েছে। আজ বলতে ঈদ এর পরদিনের কথা বলছি আরকি।

লোকেশন

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বিকেলে হাতিরঝিলে সময় কাটাতে আমারও খুব ভালো লাগে মাঝেমধ্যে সেটা করা হয় আপনার ফটোগ্রাফি করে এবং বর্ণনা পড়ে বুঝতে পারলাম আপনি খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন এরকম সময় বারবার ফিরে আসুক আপনার জীবনে

ধন্যবাদ ভাইয়া।

হাতিরঝিলের সৌন্দর্য নতুন করে বর্ণনা করার কিছু নেই এর সৌন্দর্যের কথা যতই বলব ততই মনে হয় কম হয়েছে। আপনার মত আমারও সেখানে গেলে আর উঠতেই ইচ্ছা করে না। যাইহোক আমরা খুব চমৎকার করে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও , ধন্যবাদ ভাইয়া।

যদিও হাতির ঝিল যাওয়া হয়নি । তবু আপনি যেভাবে
একের পর এক বর্ণনা করেছেন মনে হচ্ছে যেনো হাতির ঝিলে বসে আছি। শুভ কামনা। মা দিবসের শুভেচ্ছা।

আপনাকেও , মা দিবসের শুভেচ্ছা ভাইয়া।

হাতিরঝিলের সৌন্দর্য আপনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। আপনি দারুন একটি সময় কাটিয়েছেন। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনাকেও , ধন্যবাদ ভাইয়া।

যদিও আমি এখন পর্যন্ত হাতিরঝিলে যায়নি তবে অনেকের মুখেই শুনেছি বিকেলবেলা হাতিরঝিল নাকি অনেক সুন্দর দেখায়। খুব ইচ্ছা আছে একদিন বিকেলবেলা হাতিরঝিলে যাবো এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে সময় অতিবাহিত করেন। আপনার এরকম সুন্দর কাটানো মুহূর্ত দেখে ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

হ্যা , ভাইয়া , সময় পেলে অবশ্যই গিয়ে ঘুরে এসেন। অনেক সুন্দর একটি জায়গা।

হাতিরঝিলে আমি আজও কখনো যায়নি তবে জায়গাটির নাম অনেক শুনেছি এছাড়াও ইউটিউবে অনেক ভিডিও দেখেছি। বিকেলে কাটানো হাতিরঝিলে আপনার মুহূর্তগুলো আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন এটি দেখে আমারও একটু অভিজ্ঞতা বেড়ে গেল চমৎকার পোস্ট করেছেন ভাইয়া।

ধন্যবাদ ভাইয়া।