ঈদ মানে কি আনন্দ ? 10% for shy-fox and 5% for abb-school.

in hive-129948 •  2 years ago 

সুমন আমার খুব ভাল বন্ধু। তার বাবা অনেক টাকার মালিক, সমাজে টাকা থাকলেই তো সমাজের সালিশ বিচার করার সরদার, সুমনের বাবাও একজন সরদার। আমাদের বয়স যখন সাত বছর আমি সুমনের অনেক ভাল বন্ধু সুমন ও আমার অনেক ভাল বন্ধু, সুমনের বাবা সুমনের জন্য বাজার থেকে অনেক মজা নিয়ে আসে সুমন কে দেয় খাওয়ার জন্য, সুমন চুরি করে আমাকে তার মজার ভাগ দেয়, আমিও খুব মজা করে খাই কারণ আমার বাবা একজন দিনমজুর আমি কোথা থেকে এতসব মজার খাবার পাব তাই সুৃমন আমাকে তার মজার ভাগ দিলে আমি কখনো না করিনি।কিন্তু সুমনের মা বাবা তা পছন্দ করত না। তারা চাইতো সুমন যেন আমার কাছ থেকে দূরে থাকে। কিন্তু সুমন আমাকে অনেক ভালবাসে তাই সে আমাকে ছেড়ে যাইনি।কিছু দিন পর ঈদ সুমন তার বাবাকে বলেছে ঈদে পাঞ্জাবি পায়জামা কিনে দিতে। সুমনের বাবাও বলেছে দিবে।

সুমন আমার কাছে তার ঈদের পাঞ্জাবি পায়জামার গল্প করে প্রতিদিন, তখন আমিও স্বপ্ন দেখতে শুরু করি আমাকে আমার বাবা পাঞ্জাবি পায়জামা কিনে দিবে ঈদে আমরা সকল বন্ধু একসাথে মজা করব।আমি বাড়ি এসে মাকে বলি মা সুমনকে ঈদে পাঞ্জাবি পায়জামা কিনে দিয়েছে সুমনের বাবা, আমাকে পাঞ্জাবি পায়জামা কিনে দিবানা? কথাটা বলতেই মা শাড়ির আঁচল দিয়ে মোখ ঢেকে মাথা নেড়ে জবাব দিল হ্যাঁ, আমিতো খুশিতে আত্মহারা ঈদের দিন সবাই আমরা বন্ধুরা নতুন পাঞ্জাবি পায়জামা পরব। তখন শুধু অপেক্ষা কখন ঈদ আসবে এদিকে রিয়াদের বাবাও বেতন পেয়ে রিয়াদের জন্য পাঞ্জাবি পায়জামা কিনে এনেছে, তখন আমি মাকে জিজ্ঞেস করি মা আমার বাবা কবে বেতন পাবে, কথাটা বলতেই মা কেদেঁ দিল, দিয়ে বলল বাবা তোমার বাবা প্রতিদিনই বেতন পাই, তখন কি আর বুঝতাম আমার বাবা একজন দিনমজুর, দিনমজুরা মাসিক কোন বেতন পাই না। তারা প্রতিদিনের টাকা প্রতিদিনই পাই, আর যা পায় তা দিয়ে বাজার খরচ ও ঠিক ভাবে হয়না।

তাহলে সন্তানের চাওয়া পাওয়া কি ভাবে মিঠাবে।আগামীকাল ঈদ সবার বাবাই সবার জন্য ঈদের নতুন কাপড় কিনে এনেছে, শুধু আমার বাবাই আমার জন্য কিছু কিনে আনেনি। মাকে জিজ্ঞেস করেছি, মা বলেছে রাতে এনে দিবে কিন্তু অপেক্ষার সময় যেন শেষ হচ্ছে না, আমিও সবাইকে বলে এসেছি আমার নতুন জামা কাপড় আমার বাবা রাতে এনে দিবে সকালে আমরা সবাই ঈদ গাহে নতুন জামা পড়ে ঈদের নামাজ পরবো।রাত হয়ে আসলো বাবা এখনও আসছেনা, আমার যে অনেক ঘুম আসছে কিন্তু আমি ঘুমায়নি বাবার অপেক্ষায়, অবশেষে ঘুমের কাছে পরাজয় বরণ করে আমি ঘুমিয়ে পরলাম।

রাত শেষ হয়ে সকাল হল আমি ঘুম থেকে উঠে এক লাফ মেরে মার কাছে গেলাম, মনের মাঝে অনেক খুশি নতুন জামা পড়বো, মাকে গিয়ে বললাম মা আমার নতুন জামা দেও আমি ঈদগাহের মাঠে যাব নামাজ পরব আমার সকল বন্ধুরা নতুন জামা পড়বে আজ কি মজা হবে, এ কথাটা বলতেই মা আমার গালে একটা থাপ্পড় মেরে বলে আর যদি আমার কাছে এসে বলিস যে আমার নতুন জামা দাও তাহলে একেবারে মেরেই ফেলব, এ কথা বলে মা শাড়ির আঁচলে মোখ ডেকে চলে গেল। আমি তখন কাঁদতে কাদঁতে চলে গেলাম সুমনের বাড়ির দিকে গিয়ে দেখি সুমন রিয়াদরা নতুন জামা পড়ে এ বাড়ি ও বাড়ি ঘুরছে আমি তখন সুমনদের ঘরের বাহিরে এক কোণে দাঁড়িয়ে তাদের নতুন জামা কাপড় গুলো দেখছি সাথে তাদের আনন্দ গুলো।

পরিশেষে একটি কথাই বলতে চাই আসুন না আমরা সবাই যার যার জায়গা থেকে যার যার প্রতিবেশি ছোট ছেলে মেয়েদের কে আমাদের বাজেট থেকে সামান্য কিছুটা দিয়ে তাদের ঈদ টাকে আনন্দে পরিণত করি,,, জয় হোক মানবতার।

Img source

Capture7.JPG

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ঈদ তখনি পরিপূর্ণতা লাভ করবে যখন আমরা ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে পারব। নিজেদের আনন্দ গুলো সবার সাথে ভাগাভাগি করে নেয়ার নামই হচ্ছে ঈদ। আমাদের প্রত্যেকের উচিত নিজেরা ঈদ আনন্দ করার পাশাপাশি আশেপাশের গরীব দুঃখীদের পাশে দাঁড়ানো। কিন্তু পুঁজিবাদের এই বাজারে ধনীরা যেনো আরো ধনী হচ্ছে আর গরিবরা আরও খারাপের দিকে যাচ্ছে। আমার ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই ঈদ মানে আনন্দ কথাটির পরিপূর্ণতা পাবে। ধন্যবাদ।

ধন্যবাদ আপনাকেও।

সত্যিই আপনার ঈদ সম্পর্কে গল্পটা পড়ে অনেক খারাপ লাগলো ছেলেটার জন্য। কিন্তু এটা যথার্থ বলেছেন আমরা সবাই যদি নিজেদের থেকে একটুখানি দিয়ে আশেপাশের এরকম বাচ্চা ছেলেদের সাহায্য করতে পারি তাহলেই তো ঈদের সবথেকে বড় আনন্দ। আমরা কেউ কেউ দামি জামা কাপড় পড়ে হাঁটে আবার কেউ কেউ দেখা যায় কিছুই কিনতে পারে না। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রেখে আপনার কথাগুলো যথার্থ ছিল। এরকম মূল্যবান কথাগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ আপু।

এটাই বাস্তবতা ভাই সবার ক্ষেত্রে ঈদ মানে আনন্দ নয় অনেকে ঈদের মাঝে অনেক কষ্টের মধ্যে থাকে আবার অনেকে অনেক আনন্দ উল্লাসে থাকে ।সবার কাছে মূল্যহীন হয়ে দাঁড়িয়েছে আজ সমাজের কমিউনিকেশন এর অভাবে অনেক মধ্যবিত্ত হতদরিদ্রদের কষ্টে দিন পার করতে হয়। যাইহোক, আপনার গল্প পড়ে অনেক ভালো লাগলো কিন্তু অনেক কষ্ট পেলাম।

আপনার আজকের লেখার এই কথাগুলো যদি আমাদের সকলের মধ্যে জন্ম নিতো। তাহলে আমাদের চারপাশের কেউই এই কষ্ট নিয়ে ঈদ উদযাপন করতো না। ভালো লাগলো লেখাটি

ধন্যবাদ আপু। 😊😊

আমার নাম দিয়ে লেখা শুরু । শুরু টা পড়তে খুবই ভালো লেগেছে। তবে বলবো ঈদ মানে অনেকের জন্য আনন্দ, আবার ঈদ মানে অনেকের জন্য দুঃখ বেদনা।

পরিশেষে একটি কথাই বলতে চাই আসুন না আমরা সবাই যার যার জায়গা থেকে যার যার প্রতিবেশি ছোট ছেলে মেয়েদের কে আমাদের বাজেট থেকে সামান্য কিছুটা দিয়ে তাদের ঈদ টাকে আনন্দে পরিণত করি

ঈদ সম্পর্কিত আপনার পোস্টটা খুবই সুন্দর হয়েছে তার মধ্যে উপরের এই কথাগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে আমরা যদি আমাদের প্রত্যেকের বাজেট থেকে অল্প কিছু করে হলেও আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশীদেরকে সাহায্য করি তাহলে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে তারা অনেক উপকৃত হবে এবং আমাদের নিজেদের কাছে অনেক ভালো লাগবে।