প্রচেষ্টা। 10% for shy-fox and 5% for abb-school.

in hive-129948 •  3 years ago 

কে বলেছে মানুষ যা চায় তা পায় না ? অবশ্যই পায় যদি সে সেটার যোগ্য হয়। এখানে যোগ্য বলতে আমি কোনো ছেলের জন্য মেয়ে বা মেয়ের জন্য ছেলে ওই রকম কিছু বুঝাচ্ছি না। এখানে যোগ্য বলতে আপনার পরিশ্রম কে বুঝাচ্ছি। এই পৃথিবীতে কোনো কিছু অর্জন করতে হলে আপনাকে অবশ্যই সেটার মূল্য বুঝতে হবে। অন্যথায় আমরা সেটার যোগ্যই না। আপনি যদি আমাদের আসে পাশের সমাজের মানুষের দিকে লক্ষ করেন তাহলে কত জন তাদের জীবনের লক্ষ অর্জন করেছে ?১০০ জনের মধ্যে ৩ জন ? হয়তো তার থেকে ও কম। সবাই চায় জীবনের প্রতিটা মুহূর্ত ভালো ভাবে ও শান্তি পূর্ণ ভাবে কাটাতে। কিন্তু বেশির ভাগ মানুষ সেটা অর্জনের জন্য পরিশ্রম করতে নারাজ।

পরিশ্রম শব্দটির পর আসে প্ৰচেষ্টা। হ্যা , কয়েকজন আছে যারা চায় জীবনের কিছু করতে এবং তারা তারা কষ্ট করতেও প্রস্তুত কিন্তু কতক্ষন ? কতবার ? সাফল্য কখনই ১ বার চেষ্টায় আসে না। এখানে ধৈয সব থেকে বড় একটা ভূমিকা পালন করে। পৃথিবীতে যারা আজ সর্বোচ্চ সাফল্যের তালিকায় নাম লিখিয়েছেন তাদের প্রায় সবার জীবন কাহিনীর লেখা বই গুলো আমি পড়েছি। অবাক করা বিষয় হলো তাদের সেই সাফল্যের বইয়ে সবার আগে ব্যর্থতার গল্প গুলোই লেখা ছিল। এটার দ্বারা উনারা আমাদের অনেক মূল্যবান একটা উপদেশ দিয়ে গিয়েছেন , "ব্যর্থতাই হলো সাফল্যের চাবিকাঠি" আমার কাছে তাই মনে হয়েছে।

আমাদের সমাজের মানুষ গুলো সব সময় অনেক সাফল্যের হিংসা করে। তারা কখনই অন্যের ভালো দেখতে পারে না। হয়তো আপনার সামনে আপনার সাথে অনেক ভালো ব্যবহার করবে কিন্তু সত্যি সত্যি উনারা আপনাকে হিংসাই করে। সমাজের সেই লোক গুলোর মধ্যে কিন্তু আমরাও একজন। হিংসা এবং অহংকার এই দুটোই পতনের মূল। কখনই অন্যের সাফল্যের হিংসা করা উচিত নয়। হিংসা না করে বরং আমাদের তার কাছ থেকে অনুপ্রেনা বা উৎসাহ নেয়া উচিত। আর সত্যি কথা বলতে মাইলফলক ছাড়া জীবনে আগানো সম্ভব না।

তো , সব শেষে এতোটুকুই বলার ছিল ব্যর্থতা মানেই শেষ না। ব্যর্থতা মানেই হেরে যাওয়া না। বরং ব্যর্থতাই হচ্ছে সাফল্যের অগ্রিম বার্তা। তাই আমার মতে আমাদের সেই ব্যর্থতা গুলো থেকে শিক্ষা নিয়ে সামনে অগ্রসর হওয়াটাই সব থেকে শ্রেয়।

Image source

Capture5.JPG

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

জানিনা কতটা কি বোঝাতে চেয়েছেন, তবে এটাই বলব সবার ভাগ্যে শব জুটে না। তবে আপনার এত সুন্দর সচেতনমূলক একটি পোস্ট পড়ে আমার খুবই ভালো লেগেছে। আশা করি এমন পোস্ট পুনরায় আমাদের মাঝে শেয়ার করবে।

তবে এটাই বলব সবার ভাগ্যে শব জুটে না

আসলে আমি মনে করি , ভাগ্য সব সময় নিজের হাতে গড়তে হয়। যারা পৃথিবীতে বড় হতে পেরেছেন তারা ভাগ্যে বিশ্বাসী ছিলেন না। ধন্যবাদ ভাইয়া।

আসলে সত্যি কথা বলতে ভাই আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে একটুও ভেজাল আছে। কারণ এই সময়ে কেউ কারো ভালো দেখতে পারে না। যদি কেউ ভালো করে তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়। আর সবচেয়ে বড় কথা হল প্রচেষ্টার নামই হচ্ছে সফলতা। যদি আমরা সারাদিন শুয়ে শুয়ে স্বপ্ন দেখি তাহলে হবে না। আমাদেরকে কাজ করতে হবে। পরিশ্রম ছাড়া কখনো সফলতা আসবে না। ধন্যবাদ খুব সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন ভাই। শুভকামনা রইল আপনার জন্য।

ধন্যবাদ ভাইয়া।

আপনি এখন ভেরিফাইড ইউজার । এখন শুধুমাত্র সাইফক্স বেনিফিট দিলেই হবে । ধন্যবাদ।

ওহ , আচ্ছা ভাইয়া , ধন্যবাদ। 😊😊