ভ্রমণ:- হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনী ঘুরতে যাওয়ার মুহূর্ত।

in hive-129948 •  6 days ago 

IMG_20240218_134030.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করবো। আসলে ঘুরতে যেতে কমবেশি আমরা সবাই পছন্দ করি। আর আমি মনে করি মাঝেমধ্যে ঘুরতে গেলে মন ফ্রেশ থাকে। সেই জন্য আমি চেষ্টা করি কাজের ফাঁকে মাঝেমধ্যে ঘুরতে যাওয়ার। তেমনি আজকেও আপনাদের সাথে ঘুরতে যাওয়ার কিছুটা মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে।

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব অনেকদিন আগে আমি চট্টগ্রাম ডিসি পার্কে ঘুরতে গিয়েছিলাম। মূলত ডিসি পার্ক জায়গাটি এতই সুন্দর ওই জায়গার নাম শুনলে যে কেউ ওইখানে ঘুরতে যাবে। এবং ডিসি পার্কে সৌন্দর্য মানুষকে এমনি মুগ্ধ করে। কারণ ডিসি পার্ক অনেক বড় আমাদের আশপাশ এলাকা এত বড় পার্ক নেই। আমাদের ফেনী এলাকায় এত বড় কোন পার্ক নেই। কিন্তু চট্টগ্রামে এই পার্ক অনেক বড়। যদিও পার্ক আমাদের বাড়ি থেকে অনেক দূরে। তারপরও সবাই চেষ্টা করেছি ওই পার্কে ঘুরতে যেতে। কারণ মোবাইলে এবং ইউটিউবে দেখতাম এই পার্কের সম্বন্ধে অনেক কিছু। তবে এর আগে আমি আপনাদের মাঝে ডিসি পার্কে ঘুরতে যাবার দুই পর্ব শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের মাঝে আরেকটি পর্বটি শেয়ার করব।

মূলত ডিসি পার্কের ভিতর ঐতিহ্যবাহী হাজার বছরে নৌকা আছে। কারণ এই নৌকাটি নাকি হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা। তবে নৌকাটি দেখলে এখনো নতুন মনে হয়। কারণ নৌকার সৌন্দর্য সত্যি অসাধারন। কারণ নৌকার সামনে গেলে মন জুড়িয়ে যায়। যদিও তারা অনেক খানি জায়গার মধ্যে নৌকাটি রেখেছে এবং চারপাশে জায়গাটি অনেক সুন্দর করেছে। আর জায়গাটি এমনিতেই সৌন্দর্য আবার চারপাশে সুন্দর করার কারণে দেখতে বেশ ভালো লাগছে। সত্যি বলতে এই পার্কে যখন গেলাম আমার মন জুড়িয়ে গেল। কারণ চারপাশের সৌন্দর্য এতই চমৎকার না দেখলে বিশ্বাস করা যায় না। কারণ এইখানে বিভিন্ন ধরনের ফুল গাছ হতে শুরু করে চমৎকার দিঘী এবং অন্যান্য সৌন্দর্য সবকিছু মানুষকে আকৃষ্ট করে।

IMG_20240218_134253.jpg

IMG_20240218_134022.jpg

যদিও ঐতিহ্যবাহী নৌকাটি বড় পুকুরের অপর পাশে। প্রথম আমি ঐতিহ্যবাহী নৌকাটি খেয়াল করি নাই। আমার ওয়াইফ সাথে ছিল সেই এখানে ঐতিহ্যবাহী নৌকা আছে সে জানে। এবং আমাকে বলার সাথে সাথে আমি আর আমার ওয়াইফ দুইজন একসাথে ঐতিহ্যবাহী নৌকা দেখতে গেলাম। সত্যি বলতে নৌকার সৌন্দর্য পাশে ফুলের সৌন্দর্য আমার কাছে অসম্ভব ভালো লাগলো। এক পাশে মনে হচ্ছে ফুলের রাজ্য বসে রইল। অন্যপাশে হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা। এবং নৌকাটির উপরে ও চারপাশে এমনভাবে সৌন্দর্য করেছে দেখলে খুব ভালো লাগলো। আমার মন চাইলো ওইখানে বসে বসে সৌন্দর্য উপভোগ করতে। আর এসব জায়গাতে গেলে মন ভাল হয়ে যায়। সত্যি বলতে আমরা যতজন গেলাম সবাই এই জায়গা দেখে সত্যি অনেক খুশি হয়েছে।

তবে এই জায়গাতে যখন নৌকাটি হাজার বছর লেখা আছে দেখে আমি অনেকক্ষণ তাকিয়ে রইলাম। কারণ এই হাজার বছরের নৌকাটি এখনো একদম নতুন। তবে দেখে দেখে ভাবতে লাগলাম এই নৌকা এত দিনের আগের তারপরও দেখতে নতুন লাগলো। এবং একপাশে ফুলের সৌন্দর্য অন্যপাশে অন্য নৌকার সৌন্দর্য দেখে অত্যন্ত ভালো লাগলো। তবে মজার বিষয় হচ্ছে কিছুক্ষণ ঘুরাঘুরি করার পর আমার ওয়াইফ বলছে তার ক্ষুধা লেগে গেল। যদিও খাওয়া-দাওয়ার দোকানগুলো একদম গেটের সামনে। এই কারণে আমরা আরেকবার গেটের সামনে আসতে হলো।

IMG_20240218_134415.jpg

IMG_20240218_134336.jpg

তারপর দ্বিতীয়বার যাওয়ার পর আমি এই ফটোগ্রাফি গুলো করেছিলাম। তবে ফটোগ্রাফি গুলো করার সময় আমার কাছে খুব ভালো লাগলো। কারণ এসব জায়গাগুলোতে যে কোন সময় মন চাইলে যাওয়া যায় না। কারণ একদিকে জায়গাটি আমাদের থেকে অনেক দূরে অন্যদিকে সময়েরও ব্যাপার স্যাপার আছে। তবে হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকাটি দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেলাম অন্যদিকে ভালোই সময় কাটলো। আর সময় পেলে এই নৌকাটি দেখতে যে যাবে তার কাছে ভালো লাগবে। এবং সত্যি বলতে ডিসি পার্কে গিয়ে আমার কাছে খুব ভালোই লাগলো। আশা করি আমার এই পোস্ট দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20240218_134313.jpg

IMG_20240218_134303.jpg

device : Huawei

লোকেশন

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Screenshot_20241121_144146.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Screenshot_20250214_091904_com.android.chrome.jpg

Screenshot_20250214_091533_com.twitter.android.jpg

হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনী ঘুরতে যাওয়ার মুহূর্ত শেয়ার করেছেন। নৌকাটি বেশ সাজানো গোছানো। আসলে নৌকা ভ্রমণ আমার কাছে সব থেকে নিরাপদ ভ্রমণ মনে হয়। নৌকায় না আছে কোন দূর্ঘটনা না আছে কোন ধরনের চিন্তা। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনার নৌকা ভ্রমণের মূহুর্ত শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

হ্যাঁ ভাই ওই নৌকাটি বেশ সাজানো গোছানো আছে ওইখানে। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো।

হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী নৌকা ছবিতে নৌকাটা দেখে কিন্তু একেবারে মনে হচ্ছে না। মনে হচ্ছে এই তো নতুন তৈরি হয়েছে। আসলে মেন্টেন করলে কোন জিনিস তা নতুনের মতন থাকে। খুব ভালো লাগলো আমি এরকম ধরনের পুরনো জিনিসপত্র দেখতে প্রচন্ড ভালোবাসি।

হ্যাঁ আপু নৌকাটি দেখলে মনে হয় নতুন হয়েছে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ তাই অনেক আগে থেকেই নৌকার প্রচলন রয়েছে। নৌকা প্রদর্শ নিতে বিভিন্ন রকমের পুরনো এবং ঐতিহ্যবাহী নৌকা গুলো দেখানো হয়েছে। এতে করে আমরা এই সম্পর্কিত ধারণা পাই। আপনি আজকে খুব সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে আমার পোস্ট নিয়ে মন্তব্য করার জন্য।

ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনীতে ঘুরার মুহূর্তটা আপনি আজকে অনেক সুন্দর ভাবে সবার মাঝে শেয়ার করেছেন। এই নৌকা গুলো দেখে আমার কাছেও অনেক ভালো লেগেছিল। পুরো সময়টা সত্যি অনেক ভালো কেটেছিল। সব মিলিয়ে আমি তো দারুন উপভোগ করেছিলাম। ঘুরাঘুরি করার পাশাপাশি সুন্দর ফটোগ্রাফিও করেছেন দেখে ভালো লাগলো।

হ্যাঁ আপু পুরো সময়টি সুন্দর এবং ভালো সময় কেটেছিল আমাদের। ভালো থাকবেন আপু।

হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনী ঘুরতে যাওয়ার মুহূর্ত পোস্ট করেছেন আপনি। আসলে ডিসি পার্কের হাজার বছরের নৌকাটি দেখতে একদম নতুন মত মনে হয়। আর জায়গাটি ও বেশ চমৎকার। ফুল এবং ডিগি সব মিলে ডিসি পার্কের সৌন্দর্য অসাধারণ। যাইহোক খুব সুন্দর করে পোস্টটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

হ্যাঁ ওই জায়গা পার্কের সৌন্দর্য সত্যি অসাধারণ চারপাশ খুব ভালো লাগলো। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর করে আপনি আজকে হাজার বছরের ঐতিহ্যবাহী নৌকা প্রদর্শনীতে ঘুরাঘুরি করার মুহূর্ত শেয়ার করেছেন। আমার কাছে তো এটা দেখে ভালোই লাগলো। এই মুহূর্তটা খুবই সুন্দর ছিল। বেশ দারুণ কিছু ফটোগ্রাফি করলেন দেখে অনেক ভালো লাগলো। ঘুরাঘুরি করার সময় এভাবে ফটোগ্রাফি করতে ভালোই লাগে। আপনার কাটানো মুহূর্তটা ভালোভাবেই উপভোগ করলাম পোস্টটি পড়ে।

ধন্যবাদ ভাইয়া আমার পোষ্টটি পড়ে অসাধারণ মন্তব্য করার জন্য।