অনুভূতি :- নদীর পাড়ে বন্যার পানি দেখতে যাওয়ার মুহূর্ত। (শেষ পর্ব)

in hive-129948 •  27 days ago 

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আজকে একটি লেখার পোস্ট এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করবো। কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অথবা কোথাও ঘুরতে গেলে ওইসব বিষয় নিয়ে পোস্ট লিখতে অনেক ভালো লাগে। বেশিরভাগ সুন্দর মুহূর্ত গুলোর পোস্ট পড়তে এবং লিখতে অনেক ভালো লাগে। সব সময় চেষ্টা করি আমার সুন্দর মুহূর্তের অনুভূতি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। ঘুরতে গেলে নিজে মনটাও ফ্রেশ থাকে। তাই সবসময় চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার হাসিখুশির মুহূর্তটা আপনাদের মাঝেও শেয়ার করার জন্য। আশা করি আপনাদেরও পোস্টটি অনেক ভালো লাগবে।

IMG-20240824-WA0036.jpg

আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নদীর পাড়ে বন্যার পানি দেখতে যাওয়ার মুহূর্ত। কিছুদিন আগে আমাদের পাশের এলাকায় বন্যায় অনেক পানি ছিল। আমরা হচ্ছি নদীর একপাশে এবং আমাদের নদীর অন্য পাশে এলাকায় অনেক বন্যা হয়েছে। যদিও ওই এলাকাটি আমাদের এলাকা থেকে আলাদা একটা গ্রাম। তবে ওই গ্রামের পানি গুলো ফেনীর শহরের ওই পাশ থেকে আসলো অনেকে বলতেছে। আমরা যখন ওখানে গেলাম পরিস্থিতি দেখার জন্য। তবে অনেক মানুষ তাদের ঘর বাড়ি নিয়ে আহাজারি করতেছে। আর কিছু লোক শুধু মাছ ধরার জন্য তালবাহানা করতেছে। যদিও আমাদের এলাকায় বন্যা হয় নাই। সামান্য পানি ছিল তার নরমাল ভাবে ধরা যায়।

আমাদের পাশে কাজির হাটের দিকে অনেক বন্যা হয়েছে। এমনকি রাস্তাঘাট বাড়ি পর্যন্ত ডুবে গেল। এবং তাদের বাজার কাজিরহাট এর মধ্যে মাজা পর্যন্ত পানি হয়েছে। তবে আমরা যখন ঘুরে ঘুরে জায়গাগুলো দেখতেছি। তখন কয়েকজন লোক আমাদেরকে বলতেছে। দেখেন আপনারা কোন অনুদান দিলে দিতে পারেন। তবে দয়া করে কোন ভিডিও বা ফটো তুলবেন না। কারণ বন্যার কারণে আমাদের এলাকা একটু ক্ষতি হয়েছে। সকাল ধরে কিছু লোক আসতেছে সামান্য কিছু দিয়ে তারা ফটো এবং ভিডিও করতেছে। যদিও আমরা বলতেছি আমরা কিছুই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবো না।

IMG-20240824-WA0037.jpg

IMG-20240824-WA0027.jpg

আসলে কিছু কিছু মানুষের কথা শুনলে হৃদয় মধ্যে লাগে। কারণ অনেক মানুষ আছে সামান্য কিছু দিয়ে ফটো এবং ভিডিও করে। মানুষকে দেখানোর জন্য। আমি গত পর্বে বাড়ির মধ্যে পানি থাকা ফটোগ্রাফি শেয়ার করেছিলাম আপনাদের মাঝে। আজকে আমি যে জায়গাগুলো ফটোগ্রাফি করেছি এই জায়গাগুলো হচ্ছে সম্পূর্ণ চাষাবাদ জমি। আর জমির পাশে গাছগুলো দেখতেছেন তার থেকে অনেক দূর জায়গাতে নদী। অথচ এই জায়গাগুলোর মধ্যে মাথার উপরে পানি। আর নদীর পাশে জমিগুলোর মধ্যে মানুষ মাছ ধরতেছে। যদিও কিছু লোক মাছ ধরে বিভিন্ন লোকের কাছে বিক্রি করতেছেন।

তবে এ মাছগুলোর কেজির দাম একদম কম। ৫০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে এ মাছগুলো বিক্রি করতেছে। যদিও এক একজন ২০ থেকে ৩০ কেজি পর্যন্ত মাছ ধরতেছে। তবে নদীর পাশে যাদের জমি তারা বারবার বলতেছে। পানির নিচে আমাদের ধান চাষ করা আছে। হয়তোবা পারি নেমে গেলে আমাদের ফসলগুলো টিকতে পারে। তবে এখানে কৃষকগুলো মনে মনোবল রেখে কথাগুলো বলতেছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে একটি লোক ও তাদের কথাগুলো শুনতে চায় না। তারা সবাই মাছ ধরার জন্য চেষ্টা করতেছে। তারা চিন্তা করতেছে 50 থেকে 100 টাকার মধ্যে এক কেজি মাছ বিক্রি করতে পারলে সেটি তাদের লাভ হয়।

আমার ফটোগ্রাফির মধ্যে দেখবেন অনেকে মাছ ধরতে এতই পারফেক্ট তারা শুধু জাল মারতেছে এবং মাছ ধরতেছে। তবে আমার মতে ফসলের জমিগুলোতে জাল না মারলে ভালো। কারণ কৃষকগুলো জাল মারতেছে এটি তাদের কাছে দেখে খারাপ লাগতেছে। তবে এই ফসলগুলো বন্যার পানির কারণে নষ্ট হয়ে যাবে। কারণ পানির অনেক নিচে তাদের ফসলগুলো। তারপরও যখন লোকগুলো বলতেছে তাদের ফসল আছে জমিতে সেই হিসেবে মাছ না ধরলেই ওখানে ভালো। তবে কিছু কিছু লোক এই কৃষকদেরকে পাগল বলেও কথা বলতেছে। এবং লোকদের প্রথম উদ্দেশ্য হলো মাছ ধরা। আমি নদীর ধারে ঘুরতে যাওয়ার শেষ পর্বটি আপনাদের মাঝে শেয়ার করলাম। এবং আমার পোস্টটি পড়ে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG-20240824-WA0038.jpg

IMG-20240824-WA0028.jpg

IMG-20240824-WA0033.jpg

IMG-20240824-WA0013.jpg

IMG-20240824-WA0010.jpg

IMG-20240824-WA0009.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

বন্যার পানিতে ধান ক্ষেতের মধ্যে যারা মাছ ধরছে তারা সত্যি অন্যায় করছে। কেননা একসময় ঠিকই পানি সরে যাবে আর তখন যদি ধানগুলো হয় তাহলে ধান ক্ষেতের মালিকের কিছুটা উপকার হবে। শুধুমাত্র ৫০ বা ১০০ টাকার জন্য মাছ ধরার লোক গুলো খুবই খারাপ কাজ করছে। নদীর পাড়ে বন্যার পানি দেখতে যাওয়ার শেষ পর্বটি পড়ে বেশ ভালো লাগলো । ধন্যবাদ ভাইয়া।

হ্যাঁ আপু বন্যার পানিতে ধান ক্ষেতের মধ্যে যারা মাছ ধরতেছে তারা আমার কাছে মনে হচ্ছে অন্যায় করতেছে। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।

নদীর পাড়ে যারা বসবাস করে তারা আসলেই ভীষণ কষ্টে তাদের জীবন পাড় করে। বন্যা মানুষের অনেক ক্ষয়ক্ষতি নিয়ে আসে। বন্যার পানির মধ্যে গ্রামের সবাই মিলে মাছ ধরছে। মুহূর্তগুলো দেখে ভালো লাগলো। আপনার কাটানো মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

আসলে নদীর পাড়ে মানুষগুলো সব সময় টেনশন থাকে বন্যা নিয়ে। সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

এতো এতো মাছ পেলে তো মাছের দাম কম হবেই। তবে মাত্র ৫০-১০০ টাকা কেজি মাছ, এটা জেনে বেশ অবাক হলাম। নদীর পাড়ে বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে তো দেখছি বেশ ভালোই ফটোগ্রাফি করেছেন। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ভাই বন্যার কারণে এখানে মাছ একদম দাম কমে গেল। ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শোনে।

"ধন্যবাদ সবাইকে! 👍❤️ Your support means everything to us! 🤗 I love seeing all the creativity and innovation on this platform, and it's amazing to see everyone striving for excellence. 💡 Let's keep pushing boundaries and exploring new ideas together! 🔥 If you're inspired by what you've seen here, be sure to engage with the content and share your thoughts - we'd love to hear from you! 🤗 And if you haven't already, please consider voting for @xpilar.witness by heading over to https://steemitwallet.com/~witnesses. Your vote will help us continue growing and contributing to this amazing community! 🙏 Thanks again for being part of this journey - let's keep shining together! ✨"