ABB Contest-55 || আমার তৈরি ৪ রকমের সেরা স্বাদের ইফতারি রেসিপি।

in hive-129948 •  9 months ago 

20240324_162935.jpg

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আমার বাংলা ব্লগের একজন সদস্য। আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তবে আজকের আয়োজনটা একদম আলাদা। রমজান মাস আমাদের জন্য খুবই স্পেশাল। আর আমরা এই মাসের সারাদিন রোজা রেখে সন্ধ্যাবেলা ইফতার করে থাকি। যেহেতু আমরা সারাদিন আর রোজা রাখি তাই জন্য আমরা চাই বিভিন্ন কিছু খাবার দিয়ে ইফতার করতে।

20240324_163227.jpg

আর আমার বাংলা ব্লগে এবারের আয়োজন ইফতার নিয়ে এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। যেহেতু আমরা এমনিতেই ইফতারের আয়োজন করে থাকি। আর এই উপলক্ষে ইউনিক কিছু রেসিপি করতে পারবো। এই জন্য আমি এবারের প্রতিযোগিতা উপলক্ষে চারটা রেসিপি নিয়ে আসলাম। এই রেসিপিগুলো হচ্ছে সাবুদানা কাস্টার্ড জেলো ডেজার্ট রেসিপি , পাউরুটির রসমালাই, মাছের চপ রেসিপি ও তোকমা আর ইসবগুলের ভুষির শরবত রেসিপি। আসলে সারাদিন রোজা রাখার পর ঠান্ডা কোন ডেজার্ট রেসিপি থাকলে বেশি ভালো লাগে।

20240324_163642.jpg

20240324_163148.jpg

তাছাড়া সাবুদানা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তার জন্য এই রেসিপিটা তৈরি করলাম। ইফতারিতে মিষ্টি কোন খাবার হলেও খুবই ভালো লাগে। তাই জন্য মূলত পাউরুটির রসমালাই তৈরি করা। এছাড়াও ভাজাপোড়া খাবার আমরা পছন্দ করি। এইজন্য আমি মাছের চপ তৈরি করলাম। এর সাথে রেখেছি শরবত রেসিপি। বিশেষ করে তোকমা এবং ইসবগুলের ভুষি আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই জন্য মূলত এই রেসিপিটাও তৈরি করেছি। সব মিলিয়ে প্রত্যেকটা রেসিপি আমার কাছে দারুন লেগেছিল। যদিও এই সবগুলো রেসিপি তৈরি করতে মুনিয়া আমাকে সাহায্য করেছে। আশা করি রেসিপি গুলো আপনাদের ভালো লাগবে।

20240324_163515.jpg

20240324_163806.jpg

রেসিপি ১ : সাবুদানা কাস্টার্ড জেলো ডেজার্ট রেসিপি

উপকরণপরিমাণ
সাবুদানা১০০ গ্রাম
দুধ৫০০ গ্রাম
ভ্যানিলা এসেন্স১ চামচ
ফুড কালার৩ টা
কাস্টার্ড পাউডার২ চামচ
চিনি৫ চা চামচ
লবণপরিমাণ মতো

IMG_20240324_225010.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি কিছুটা পরিমাণে পানি নিয়ে চুলায় বসিয়ে দিলাম। এরপরের মধ্যে পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে দিলাম। এরপরে আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে নিলাম। এভাবে পানিটা কিছুক্ষণ ফুটিয়ে নিব।

IMG_20240324_174257.jpg

ধাপ - ২ :

পানিটা কিছুক্ষণ ফোটানোর পর আমি আলাদা তিনটা বাটিতে নিয়ে নিলাম। এরপরে ভ্যানিলা এসেন্স এবং তিন বাটিতে তিনটা ফুড কালার মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব।

IMG_20240324_174316.jpg

ধাপ - ৩ :

প্রথমে আমি একটি পাতিলের মধ্যে পানি নিয়ে নিলাম। এরপর চুলায় বসিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলে এর মধ্যে সাবুদানা দিয়ে দিলাম।

IMG_20240324_224227.jpg

ধাপ - ৪ :

এটাকে কিছুক্ষণ ফুটিয়ে এরপর ছাঁকনি দিয়েছে ছেঁকে আবারো ঠান্ডা পানিতে রেখে দিব।

IMG_20240324_224244.jpg

ধাপ - ৫ :

এরপর ফ্রিজ থেকে বের করে জেলো গুলোকে দেখবো একেবারে বসে গিয়েছে। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।

IMG_20240324_224325.jpg

ধাপ - ৬ :

এরপর আমি চুলায় একটা ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুধ দিয়ে দিলাম। দুধ টাতে চিনি এবং লবণ দিয়ে কিছুক্ষণ জাল করে নিবো।

IMG_20240324_224654.jpg

ধাপ - ৭ :

এরপর একটা বাটিতে পানি নিয়ে নিলাম। এর মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম।

IMG_20240324_224710.jpg

ধাপ - ৮ :

কাস্টার্ড পাউডার মেশানো পানিটা দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ জ্বাল করে চুলা থেকে নামিয়ে নিব।

IMG_20240324_224735.jpg

ধাপ - ৯ :

এরপর আমি এর মধ্যে সাবুদানা মিশিয়ে নিবো।

IMG_20240324_224756.jpg

ধাপ - ১০ :

এরপর আমি এর মধ্যে বিভিন্ন কালারের জেলোগুলো মিশিয়ে নিলাম। এভাবেই আমি ডেজার্ট তৈরি করে নিয়েছি। এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর পরিবেশন করব।

IMG_20240324_224809.jpg

20240324_163522.jpg

20240324_163515.jpg

20240324_163555.jpg

এইভাবে পুরো রান্না করা রেসিপিটি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।

রেসিপি ১ : পাউরুটির রসমালাই রেসিপি

উপকরণপরিমাণ
দুধ৫০০ গ্রাম
পাউরুটি১ টা
পাউডার দুধ১ চামচ
ঘি২ চামচ
চিনি৫ চা চামচ
লবণপরিমাণ মতো

IMG_20240324_234902.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি ফ্রাইপ্যানে দুধ বসিয়ে এরমধ্যে চিনি এবং লবণ দিয়ে জল করে নিবো। এর সাথে এক চামচ ঘি দিয়ে দিলাম।

IMG_20240324_234918.jpg

ধাপ - ২ :

এরপর আমি পাউরুটি গুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর এগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম। নেটে ছেড়ে একটা আঠালো ভাব তৈরি করব।

IMG_20240324_234928.jpg

ধাপ - ৩ :

এরপর এই বারোটির রো দিয়ে ছোট ছোট করে কতগুলো রসমালাই এর মত তৈরি করে নিলাম।

IMG_20240324_234940.jpg

ধাপ - ৪ :

এরপর আমি চুলায় আবারো দুধ বসিয়ে দিলাম। এখান থেকে কিছুটা পরিমাণে দুধ নিয়ে এর সাথে পাউডার দুধ মিশিয়ে নিলাম। এরপর আবারো চুলায় দিয়ে দিলাম।

IMG_20240324_235002.jpg

ধাপ - ৫ :

এরপর আমি দুধটাকে কিছুক্ষন ফুটিয়ে ঘন করে নিব।

IMG_20240324_235024.jpg

ধাপ - ৬ :

এর পরের মধ্যে তৈরি করা রসমালাই গুলো দিয়ে দিলাম। এগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে তৈরি করে নিব। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব।

IMG_20240324_235103.jpg

20240324_163806.jpg

রেসিপি ৩ : সুরমা মাছের চপ রেসিপি

উপকরণপরিমাণ
সুরমা মাছ২ পিচ
আলুকয়েকটি
ডিম১ টা
ব্রেডক্রাম্বপরিমাণ মতো
কাঁচামরিচ কুচিকয়েকটি
পেঁয়াজ কুচি২ টা
লবণস্বাদমতো
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১চা চামচ
তেলপরিমাণ মত

IMG_20240325_000637.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি মাছ এবং আলু গুলোকে সিদ্ধ করে নিয়েছি। এরপর মাছের কাঁটা বেছে নিলাম। এবং সিদ্ধ করা আলু গুলোকে ম্যাশ করে নিয়েছি।

IMG_20240325_000720.jpg

ধাপ - ২ :

এরপর চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল এবং কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজকুচি দিয়ে দিলাম।

IMG_20240325_000732.jpg

ধাপ - ৩ :

এরপর লবণ এবং মসলাগুলো দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিলাম মেশ করা আলু। এগুলোকে কিছুক্ষণ ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নেব।

IMG_20240325_000750.jpg

ধাপ - ৪ :

এরপরে এগুলো দিয়ে হাত দিয়ে গোল করে কতগুলো তৈরি করে নিলাম।

IMG_20240325_000810.jpg

ধাপ - ৫ :

এরপর একটা ডিম ভেঙ্গে এর মধ্যে লবণ দিয়ে ফেটিয়ে নিলাম।

IMG_20240325_000821.jpg

ধাপ - ৬ :

একটা চপ আর ডিমের মধ্যে ডুবিয়ে তারপর আবারো ব্রেডক্রাম্পে গরিয়ে নিলাম। এভাবে সবগুলো তৈরি করে নিলাম।

IMG_20240325_000837.jpg

ধাপ - ৭ :

এরপরে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে চপগুলো দিয়ে ভেজে নিব।

IMG_20240325_000854.jpg

20240324_163456.jpg

20240324_163414.jpg

20240324_163148.jpg

20240324_163151.jpg

রেসিপি ৪ : তোকমাই দানা ও ইসবগুলের ভুষির শরবত রেসিপি

উপকরণপরিমাণ
তোকমাই দানা৪ চামচ
ইসবগুলের ভুষি৪ চামচ
চিনিপরিমাণ মতো
লবণস্বাদমতো
ব্লু ফুড কালার১চামচ

![IMG20240324144803.jpg](

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি বাটিতে কিছুটা পরিমাণে পানি নিয়ে নিলাম। এরপরের মধ্যে তোকমা এবং ইসবগুলের ভুষি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য।

IMG20240324144922.jpg

IMG20240324144938.jpg

ধাপ - ২ :

কিছুক্ষণ পর দেখবো এগুলো অনেকটা ভিজে গেছে।

IMG20240324161212.jpg

ধাপ - ৩ :

এরপর আমি এর মধ্যে আরো কিছুটা পরিমাণে পানি মিশিয়ে নিলাম। এরমধ্যে দিয়ে দিলাম লবন এবং চিনি।

IMG20240324161421.jpg

ধাপ - ৪ :

এরমধ্যে এক ফোঁটা ব্লু ফুড কালার দিয়ে দিলাম। এটা মূলত দেখতে সৌন্দর্যের জন্য দিয়েছে।

IMG20240324161508.jpg

ধাপ - ৫ :

এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিবো। এরপরের গ্লাসে ঢেলে পরিবেশন করলাম।

IMG20240324161547.jpg

20240324_163642.jpg

20240324_163714.jpg

20240324_163142.jpg

পরিবেশন :

20240324_163104.jpg

20240324_163806.jpg

20240324_162935.jpg

20240324_163522.jpg

20240324_163515.jpg

20240324_162927.jpg

20240324_163148.jpg

20240324_163207.jpg

20240324_163555.jpg

20240324_163114.jpg

20240324_163223.jpg

20240324_163126.jpg

20240324_163714.jpg

20240324_163227.jpg

20240324_163642.jpg

20240324_163252.jpg

20240324_163456.jpg

20240324_163414.jpg

আমার পরিচয়

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

চমৎকার চারটা রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। ইফতারের প্রয়োজনে আপনি খুব সুন্দর করে ইউনিক ইউনিক ভাবে রেসিপি উপস্থাপন করেছেন। দোয়া করি আপনার রোজা গুলো কবুল হোক। আর এভাবে প্রত্যেকটা রোজা যেন পালন করতে পারেন। অনেক অনেক ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা।

বাহ ভাই আপনার মন্তব্য শুনে সত্যি অনেক ভালো লাগলো। রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করা দরকার। সুন্দর মন্তব্য করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

আপনাকে অভিনন্দন জানাচ্ছি ভাইয়া আপনি এবারের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য। আমার বাংলা ব্লগ প্রতিবারের ন্যায় এইবারও অনেক সুন্দর একটি কনটেস্টের আয়োজন করেছেন। ইফতারের সুন্দর সুন্দর ইউনিক রেসিপি তৈরি নিয়ে। আপনিও তার ধারাবাহিকতায় চারটি ইউনিক ইফতারের রেসিপি নিয়ে হাজির হয়েছেন। রেসিপিগুলো খুবই দারুণভাবে তৈরি করেছেন এবং তার ধাপগুলো আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। ডেজার্ট রেসিপি ইফতারের সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাইয়া। আপনার তৈরি করার রেসিপি গুলি আমি মনে করি ইফতারের জন্য অনেক স্বাস্থ্যকর এবং খুবই মানসম্পন্ন হয়েছে।

আমার ইফতারের রেসিপি নিয়ে অনেক সুন্দর করে মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

প্রথমেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই ভাইয়া।আপনি খুবই সুন্দর সুন্দর রেসিপি ও পানীয় শেয়ার করেছেন।সবগুলোই লোভনীয় ছিল।বিশেষ করে মাছের চপটি দারুণ হয়েছে।ইসবগুল খুবই উপকারী শরীরের জন্য, ধন্যবাদ আপনাকে।

আমার সবগুলো রেসিপি লোভনীয় ছিল বলে সুন্দর করে মন্তব্য করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

চার রকম স্বাদের ইফতারি তৈরি করেছেন, দেখে আমার অনেক বেশি ভালো লাগলো। আপনার তৈরি করা প্রতিটি রেসিপি আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনি অনেক সময় নিয়ে এতো সুন্দর সুন্দর ইফতারী তৈরি করেছেন। আপনার তৈরি করা ইফতারী গুলো দেখে আমার জিহ্বায় জল চলে এসেছে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।

হ্যাঁ ভাইয়া এই চার রকম রেসিপি করতে আমার অনেক সময় লেগেছে। আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

বাপরে বাপ কতগুলো রেসিপি নিয়ে অংশ গ্রহণ করেছেন প্রতিযোগিতায়। আপনি তো দেখছি ইফতারের বন্যা বসিয়ে দিলেন। প্রতিটি রেসিপিই কিন্তুই বেশ ইউনিক এবং লোভনীয়। আপনার রেসিপিগুলো দেখেই বেশ আকর্ষনীয় মনে হচেছ। ধন্যবাদ এমন সুন্দর কিছু রেসিপি শেয়ার করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।

আমি চেষ্টা করেছি রেসিপিগুলো সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। আমার রেসিপি নিয়ে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

আপনি চারটি রেসিপি শেয়ারের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে ভালো লাগলো । তোকমা ও ইসুবগুলের ভুষির কালার টা দারুন এসেছে । অন্য সবগুলো রেসিপি অনেক সুন্দর তৈরি করেছেন । তবে সন্ধ্যার সময় ইফতারিতে পাউরুটির রসমালাই খেতে কি ভালো লাগে , মিষ্টি জাতীয় জিনিস দেখলে তখন অস্থির লাগে আমার কাছে । তারপরও আপনার প্রত্যেকটা রেসিপি কিন্তু অনেক ভালো হয়েছে ।

আসলে ইফতারের সময় অনেকে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। যাই হোক আমার ইফতারের সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি লোভনীয় লোভনীয় রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। সত্য কথা বলতেই ইফতারিতে এই ধরনের তেলে ভাজা গুলোই খেতে সব থেকে বেশি ভালো লাগে।

আপনার সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো। মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

আমার বাংলা ব্লগের ৫৫ তম প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনি ইফতারি আয়োজনের চারটি মজাদার রেসিপি তৈরি করেছেন। প্রত্যেকটা রেসিপি অসাধারণ ছিল। আসলে এরকম রেসিপি দিয়ে ইফতার করার মজাটাই অন্য রকম।

আমি রেসিপির প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আপনার মন্তব্য শুনে সত্যি অনেক ভালো লাগলো।

এইবারের ইফতারের রেসিপি কনটেস্টে সবাই একেবারে চমক লাগিয়ে দিচ্ছে।সবার নতুন সব ইউনিক রেসিপি খুবই নজর কাড়ছে। আপনার রেসিপি গুলো ও দেখতে যতটা ইউনিক লাগছে খেতেও নিশ্চই ততটাই সুস্বাদু হয়েছে।আমার ইচ্ছে করছে সব গুলো রেসিপি একটু টেস্ট করে দেখতে।আশা রাখি সেরা প্রতিযোগীদের একজন হবেন। শুভকামনা রইলো আপনার জন্য।

হ্যাঁ আপু এই রেসিপিগুলো খেতে খুব সুস্বাদু হয়েছে। তবে সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি কাটতেছে। সুন্দর মন্তব্য তারাই ধন্যবাদ আপনাকে।

প্রতিযোগিতায় এমনভাবে আপনারা অংশগ্রহণ করেন শুধু তাকিয়ে থাকতে মন চায়। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দারুন একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । যেখানে আপনি বিভিন্ন প্রকার ইফতার রেসিপি তৈরি করে হাজির হয়েছেন। সত্যিই দেখে মুগ্ধ হয়েছি। প্রত্যেকটা রেসিপি আমাকে মুগ্ধ করেছে। অনেক সুন্দর সুন্দর রেসিপি ছিল ভালো লাগলো। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

আমার প্রত্যেকটি রেসিপি আপনাকে মুগ্ধ করেছে শুনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করাই অনেক ধন্যবাদ।

ইফতার প্রতিযোগিতা পোস্টে আপনি চারটি রেসিপি নিয়ে অংশগ্রহণ করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার প্রতিটি রেসিপি অনেক সুন্দর হয়েছে ভাইয়া। রেসিপি তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

আসলে আমি চেষ্টা করেছি চারটি রেসিপি খুব সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য ।সত্যি আপনার মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

ইফতার মানেই দারুন দারুন সব খাবারের আয়োজন। আপনার তৈরি করা রেসিপি গুলো অসাধারণ হয়েছে। প্রত্যেকটা রেসিপি দেখতে অনেক ভালো লাগছে। মনে হচ্ছে খেতেও দারুন হয়েছিল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া।

হ্যাঁ আপু রমজান মানি দারুন দারুন সব খাবারের আয়োজন। তবে ইফতারগুলো খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

চমৎকার চারটি রেসিপি তৈরি করেছেন আপনি। আমি মনে করি ইফতারের জন্য এগুলো সেরা রেসিপি। কারণ আপনি ভাজাপোড়া কম করেছেন। এই ধরনের খাবার হেলদের জন্য খুবই উপকারী। চারটি রেসিপি এক সাথে তৈরি করে প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন। প্রতিটি রেসিপি খুবই স্বাস্থ্য সম্মত ভাবে তৈরি করলেন। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি গুলো নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন।

আসলে আমি চেষ্টা করেছি বিভিন্ন রকম রেসিপি করার জন্য ইফতারের। সত্যি আপনার অসাধারণ মন্তব্য শুনে অনেক ভালো লাগলো।

অনেক লোভনীয় লোভনীয় কিছু রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। রেসিপি গুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগছে। সবগুলো রেসিপিই খুব সুন্দর। তবে আমার কাছে সুরমা মাছের চাপের রেসিপিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

আমার সবগুলো রেসিপি সুন্দর হয়েছে বলে মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।আপনি প্রতিযোগিতার জন্য চার রকমের ইফতার আইটেম নিয়ে এসেছেন দেখে খুব ভালো লাগলো। আপনার প্রতিটা ইফতার আইটেম খুব ভালো লেগেছে। ইফতারিতে এমন মজাদার রেসিপি না থাকলে যেন খাওয়াটা জমে উঠেনা। তারপর বাহারি শরবত না থাকলে তো চলেই না। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইল।

আপু সবাই চাই ইফতারি বাহারি রকম। যাইহোক আপনার সুন্দর মন্তব্য শুনে খুব ভালো লাগলো। তাই ধন্যবাদ আপনাকে।