হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আমি আমার বাংলা ব্লগের একজন নতুন সদস্য। প্রতিনিয়ত চেষ্টা করছি নতুন কিছু করার এমন কি শেখার। এখানে আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয় এমনকি এই প্রতিযোগিতায় অনেক পুরস্কার দেওয়া হয়। এবারে দেখলাম আচার রেসিপি প্রতিযোগিতা দিয়েছে। যদিও আচার খেতে আমি ভীষণ পছন্দ করি। কিন্তু তৈরি করা আমার জন্য ভীষণ মুশকিল। তারপরেও সবার এত সুন্দর সুন্দর রেসিপি পোস্টগুলো দেখে আমারও ইচ্ছে করল জয়েন করব। আমি এবারে প্রথম একটা প্রতিযোগিতায় জয়েন করতে যাচ্ছি। এমনকি প্রথম রেসিপি পোস্ট করতে যাচ্ছি। জানিনা কি রকম হবে। যদিও এই রেসিপিটা তৈরি করতে আমার স্ত্রী @bdwomen আমাকে সাহায্য করেছে। তা না হলে কখনোই এই রেসিপিটা করা আমার পক্ষে সম্ভব হতো না।
আজকের প্রতিযোগিতায় জয়েন করার জন্য আমি চালতার আচার রেসিপি তৈরি করেছি। চালতায় কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ এমনকি ভিটামিন রয়েছে। যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যদিও চালতার আচারটা খুবই এভেলেবেল। কিন্তু এই আচারটা খেতে আমার কাছে বিষণ মজা লাগে। তাই চেষ্টা করলাম সুন্দর ভাবে উপস্থাপন করার। আশা করি আমার করা প্রথম রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন।
উপকরণ :
চালতা
চিনি
গুড়
পাঁচফোড়ন
সরষে
জিরা
মরিচের গুঁড়া
রসুন বাটা
ভিনেগার
সরিষার তেল
বিট লবণ
তেজপাতা
দারুচিনি
লবন
এলাচ
শুকনা মরিচ
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি চালতাটাকে কেটে ছোট ছোট টুকরো করে নিলাম। এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম।
ধাপ - ২ :
এরপরে একটি কড়াই এর মধ্যে চালতা গুলো দিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণে পানি এবং লবণ দিয়ে দিলাম। এরপর চালতা সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম।
ধাপ - ৩ :
এরপরে প্রায় ১০ থেকে ১৫ মিনিটের মতো চালতাটা সিদ্ধ করে নিব।
ধাপ - ৪ :
চালতা সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটা ছাকনির মধ্যে ছেঁকে পানি সরিয়ে নিলাম।
ধাপ - ৫ :
এরপর আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম হয়ে গেলে এর মধ্যে শুকনা মরিচ, তেজপাতা, দারুচিনি, এলাচ এই সবগুলো দিয়ে দিলাম।
ধাপ - ৬ :
এরপর আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই মসলাগুলো কিছুক্ষণ কষিয়ে নিব।
ধাপ - ৭ :
এরপরে আমি এর মধ্যে সিদ্ধ করার চালতার টুকরো গুলো দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিব।
ধাপ - ৮ :
এরপর এখানে আমি লবণ এবং বিট লবণ দিয়ে দিলাম। তারপর এখানে চিনি এবং গুড় দিয়ে দিলাম। দুইটাই ব্যবহার করলে এটা খেতে সুস্বাদু হয়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এইভাবে হালকা আছে রান্না করব।
ধাপ - ৯ :
এ পর্যায়ে আমি এখানে গুঁড়ো করা পাঁচফোড়ন এমনকি গুঁড়ো করা জিরা এবং সরষে দিয়ে দিলাম। তার সাথে ভিনেগার দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব।
ধাপ - ১০ :
এইভাবে আরো কিছুক্ষণ রেখে ভালোভাবে আচারটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছি আচারটা হয়ে গেছে। এইজন্য চুলা থেকে নামিয়ে নিলাম।
শেষ ধাপ :
এখন আমি খুব সুন্দর ভাবে পরিবেশন করলাম। চেষ্টা করলাম সুন্দরভাবে উপস্থাপন করার। আশা করবো আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
আমার পরিচয়
আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
আপনি খুবই সুস্বাদু ও মজাদার চালতার আচার রেসিপি তৈরি করেছেন। রেসিপিটা দেখে জিভে জল চলে আসলো। আসলে লোভনীয় রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আমার চালতার আচার রেসিপি নিয়ে খুব সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চালতা ফলটা যে কেমন হয় তা স্বচক্ষে আজ আমার দেখা হয়নি। কিছুদিন আগেও লক্ষ্য করলাম কোন এক ভাই এই কনটেস্টে অংশগ্রহণ করেছে এবং চালতা ফল দিয়ে আসা তৈরি করে দেখিয়েছে। তিনিও বেশ সুন্দর রেসিপি করেছিলেন। আপনার রেসিপিটাও বেশ ভালো লেগেছে দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে আমার চালতার আচার রেসিপি আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চালতার আচার খুবই জনপ্রিয় লোভনীয় এমনিতে আচার এর কথা শুনলেই আমাদের লোভ লেগে যাই খুব ভাল হয়েছে আপনার রেসিপিটা।ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চালতার আচার আমারও খুব প্রিয় তবে রেসিপিটি করতে আমার ওয়াইফ আমাকে খুব হেল্প করেছেন। ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চালতার আচার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। চালতার আমার খুবই প্রিয় আর আপনার রেসিপির পরিবেশনে খুবই ভাল হয়েছে। খুব সহজে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করলেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে আমার চালতার আচার নিয়ে মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার চালতার আচারের রেসিপি দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন ছোটবেলায় স্কুলে পড়তাম। তখন স্কুলের গেটের কাছে একজন আচারওয়ালা দাঁড়িয়ে থাকতো আচার নিয়ে। তার কাছের সেই চালতার আচারের স্বাদ যেন এখনো মুখে লেগে আছে। আপনার রেসিপিটি দেখে এখন চালতার আচার খেতে ইচ্ছে করছে। এখন কি করি?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কমেন্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া।
যদি আচার পাঠানো যেত তাহলে কিছুটা বক্স করে আপনার জন্য পাঠিয়ে দিতাম।
এত সুন্দর কমেন্টের জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit