"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৬৬ || আমার করা সেরা শীতকালীন ফটোগ্রাফি shy-fox

in hive-129948 •  4 days ago 

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। প্রতি সপ্তাহে বেশ সুন্দর সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারেও খুব সুন্দর ভাবে শীতকালীন ফটোগ্রাফির প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমি তো সবসময়ই ফটোগ্রাফি করতে বেশ ভালোবাসি। ফটোগ্রাফি আমি সবসময় করার চেষ্টা করি। চারপাশের সুন্দর প্রাকৃতিক ফটোগ্রাফি এবং ফুলের ফটোগ্রাফি আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এখন তো শীতকাল তাছাড়া শীতকালের ফটোগ্রাফি তো আরো সুন্দর হয়। কারণ শীতকালের চারপাশের প্রাকৃতিক পরিবেশ ভীষণ সুন্দর লাগে। তাই আমি নিজের মতো করে চেষ্টা করলাম চারপাশ থেকে সুন্দর কিছু ফটোগ্রাফি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। প্রতিবারই চেষ্টা করি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তাই এবারেও দেরি হলেও চেষ্টা করেছি নিজের মতো করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আশা করি আমার ফটোগ্রাফি গুলো আপনাদের সবার অনেক ভালো লাগবে।

ফটোগ্রাফি - ১ :

এটি হচ্ছে কুয়াশার মাঝে পাকা ধান ক্ষেতের ফটোগ্রাফি। এখন শীতকাল এই কারণে জমিতে পাকা ধান আছে। আর শীতকালে রাত্রেবেলা অনেক কুয়াশা পড়ে এই কারণে ধানগুলো এবং ধানের ঘাস সব ভিজে থাকে। তবে সকালবেলা কুয়াশা দেখলে মনে হয় বৃষ্টি হয়েছে। কিছুদিন আগে সকালবেলা এই ধানক্ষেতের ফটোগ্রাফি করেছিলাম আমি কুয়াশার মাঝে। তবে এই জমিতে কিছু ধান কেটে রেখেছিল আর কিছু এখনো কাটা হয় নাই। কুয়াশার কারণে সকালবেলা ধানগুলো ভিজে রইলো।তাই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।

IMG_20241217_065339.jpg

IMG_20241217_065629.jpg

IMG_20241217_065547.jpg

IMG_20241217_065521.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ২ :

এই হচ্ছে শিশির ভেজা কাশফুলের ফটোগ্রাফি। কাশফুল এমনিতে দেখতে অসাধারণ লাগে। আর কাশফুলের মধ্যে যখন ফুল ফুটে তখন অনেক পশম থাকে। আর এই পশমগুলোর মধ্যে কুয়াশা পরলে দেখতে ভালো লাগে। যদিও কাশফুল গ্রাম অঞ্চলে অনেক দেখা যায়। তবে এই কাশফুল অনেক ছোট। কারণ শীতকালে কাশফুল অনেক ছোট হয়। এই কাশফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের নদীর তীরে থেকে। তাই আজকে আমি এই কাশফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করলাম। কুয়াশা ভেজা কাশফুলের ফটোগ্রাফি দেখে ভালো লাগবে আপনাদের।

20241213_071934.jpg

20241213_071928.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৩ :

এটি হচ্ছে খেজুর গাছের ফটোগ্রাফি এবং প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। শীতকাল আসলে খেজুর গাছগুলো মানুষ যত্ন করে খেজুরের রস খাওয়ার জন্য। ওই সময় খেজুরের আশেপাশে সব কিছু মানুষ পরিষ্কার করে। তবে অনেকে বলে শীতকালে অনেক শীত পড়লে খেজুরের রস পাওয়া যায়। আর অতিরিক্ত শীত পড়লে অনেক সময় খেজুরের রসচুরি হয়। তবে সকাল বেলা দূরদূরান্ত থেকে লোক আসে খেজুরের রস নেওয়ার জন্য গ্রামাঞ্চলে। এই ফটোগ্রাফি গুলো কিছুদিন আগে সকাল বেলা আমি করেছিলাম। তবে আমার ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে খেজুর গাছের ও প্রকৃতির দৃশ্যের ফটোগ্রাফি।

20241213_070254.jpg

20241213_065520.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৪ :

এই হচ্ছে বন্য গাছের মধ্যে মাকড়সার জালের ফটোগ্রাফি। তবে বন্য গাছ গুলোর মধ্যে অনেক সময় দেখা যায় মাকড়সা জাল বেঁধে রাখে। যদিও ছোট থাকতে আমরা এগুলো নষ্ট করে ফেলতাম দেখলে। তবে সকাল বেলা যখন এই মাকড়সার জালের মধ্যে কুয়াশা পড়ে তখন এগুলো দেখতে অনেক ভালো লাগে। আসলে শিশির ভেজা সৌন্দর্য সব সময় অসাধারণ হয়। এই ফটোগ্রাফিটি ও আমি নদীর ধারে বন্য গাছের মধ্যে থেকে করলাম। তাই ফটোগ্রাফি দুটি ঔ আপনাদের মাঝে শেয়ার করলাম।

20241213_071314.jpg

20241213_071652.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৫ :

এটি হচ্ছে সূর্য ওঠার ফটোগ্রাফি। সকালবেলা যখন সূর্য উঠে একদম লাল হয়ে ওঠে। আর একদম সকাল বেলা সূর্য উঠলে কৃষক মাঠে যায় কাজ করার জন্য। যদিও এখন ধানকাটা একদম শেষ হয়ে গেল। এই কারণে অনেকে অনেক ধরনের ফসল চাষ করতেছে জমিতে। তবে বড় বড় জমির মধ্যে গেলে সকালবেলা সূর্য উঠা সৌন্দর্য উপভোগ করা যায়। তবে এই ফটোগ্রাফি গুলো হচ্ছে যখন সূর্য উঠতেছে লাল বর্ণ হয়ে ওই সময় ফটোগ্রাফি। কিছুদিন আগে সকালবেলা এই ফটোগ্রাফি গুলো আমি করেছিলাম। আমার ফটোগ্রাফি এগুলো দেখে আপনাদের ভালো লাগবে।

20241213_071227.jpg

20241213_070603.jpg

20241213_070540.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৬ :

এগুলো হচ্ছে শিশির ভেজা বন্য ফুলের ফটোগ্রাফি। তবে এই ফুলগুলোর একটি নাম আছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। তবে এই বন্য ফুল গুলোর পাতা বড় এবং ফুলগুলো দেখে অন্যরকম লাগে। আবার বড় পাতা এবং ফুলের মধ্যে কুয়াশা পড়লে দেখতে বেশ ভালোই লাগে। সত্যি বলতে কুয়াশা ভেড়া অবস্থা ফুলগুলো দেখে আমার কাছে অসম্ভব ভালো লাগলো। আর গ্রামে থাকলে শীতকাল এবং কুয়াশা ভেজা সৌন্দর্য উপভোগ করা যায়। এই ফটোগ্রাফি করেছিলাম আমাদের পুকুরপাড় থেকে কিছুদিন আগে। তবে আমার এই ফটোগ্রাফি দেখে আপনাদের ভালো লাগবে অনেক।

20241213_072050.jpg

20241213_072040.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৭ :

এই ফটোগ্রাফি হচ্ছে এক ধরনের বন্যফুল ও পাতার ফটোগ্রাফি। তবে শীতকালে অনেক ধরনের ফুল ফুটে বন্য। এই ফুলগুলো গ্রামাঞ্চলে থাকলে দেখা যায়। আর গ্রামাঞ্চলে রাস্তার পাশে এবং জমির পাশে অনেক ধরনের ফুল থাকে। সত্যি বলতে ছোট ছোট পাতাগুলোর মধ্যে যখন কুয়াশা পড়া ছিল দেখে বেশ ভালো লাগলো। আর ছোট বন্যফুল গুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এই ফটোগ্রাফি গুলো আমি কিছুদিন আগে সকালবেলা করেছিলাম। এবং আমার এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাকে ভালো লাগবে।

20241213_070425.jpg

20241213_071201.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৮ :

এই হচ্ছে শীতকালীন পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি। পিটুনিয়া ফুল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে শীতকাল আসলে অনেক ধরনের ফুল ফোটে। বলতে গেলে শীতের সময় ফুলের সৌন্দর্য উপভোগ করা যায়। তবে কিছুদিন আগে আমি কিছু ফুলের ফটোগ্রাফি করেছিলাম সকালবেলা। তখন আমি এই পিটুনিয়া নিয়ে ফুলের ফটোগ্রাফি করলাম। সত্যি বলতে আমার এই দুই কালারের পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের কাছে ভালো লাগবে। তাই আজকে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম।

20241202_144737.jpg

IMG_20240118_154833.jpg

20241202_144732.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ৯ :

এই ফটোগ্রাফি গুলো হচ্ছে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি। সকালবেলা কুয়াশা ভেজা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে অন্যরকম লাগে। আর সকাল বেলা যখন কুয়াশা থাকে তখন আবহাওয়া শীতল থাকে। যদিও গ্রাম অঞ্চলে সকালবেলা কুয়াশার কারণে একদম অন্ধকার থাকে। ওই সময় সামনে কিছু দূর তাকালে ঠিকমতো দেখা যায় না। এই কুয়াশা ভেজা প্রাকৃতিক দৃশ্যের সকালবেলা করেছিলাম ।আমি আমাদের বাড়ির সামনে জমি থেকে। তাই আমার এই ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20241217_070424.jpg

IMG_20241217_065133.jpg

IMG_20241217_070421.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১০ :

এই হচ্ছেন শীতকালীন লাল ঋষি ফুলের ফটোগ্রাফি। আসলে শীতকালিন অনেক ধরনের ফুল আছে ।এই ফুলগুলো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। বিশেষ করে এই ফুলের কালার অসাধারণ। এবং ফুলের মধ্যে পাপড়ি অনেক। আর সকাল বেলা কুয়াশা ভেজা হলে সৌন্দর্য দেখলে অন্যরকম ভালো লাগে। এই ফটোগ্রাফি গুলো আমি কিছুদিন আগে একটি বাড়ির সামনে থেকে করেছিলাম সকালবেলা। এবং এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আজকে নাম না জানা ফুলের।

20241202_143958.jpg

20241202_143955.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১১ :

এটি হচ্ছে শীতকালীন লাউ ফুলের ফটোগ্রাফি। শীতকাল আসলে লাউ চাষ করা হয় কম বেশি সব জায়গাতে। তবে শীতকালে যে কোন সবজি গাছ অনেক তাজা থাকে। এবং এই ফুলগুলো যখন লাউ গাছের মধ্যে ফুটে তখন দেখতে বেশ ভালো লাগে। আর কুয়াশা মেজা যখন ফুল পাতা দেখা যায় সকাল বেলা তখন আলাদা সৌন্দর্য উপভোগ করা যায়। যদিও আমি এই লাউ ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ি থেকে। তাই এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করলাম। তবে ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

IMG_20241217_070127.jpg

IMG_20241217_070111.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১২ :

এটি হচ্ছে ভালোলাগা এবং প্রিয় ফুল। এই ফুল গুলো দেখলে এমনিতে বেশ ভালো লাগে। আর শীতকালে এমনিতে অনেক ফুল ফোটে। এবং এই ফুলের নাম হচ্ছে গাঁদা ফুল। সত্যি বলতে গাঁদা ফুল অনেক রকমের এবং অনেক জাতের আছে। গাঁদা ফুল দিয়ে মালা বানানো হয়। তবে এই ফুলগুলোর মধ্যে আলাদা একটা ঘ্রাণ আছে। গাঁদা ফুল গ্রাম অঞ্চলের সব জায়গাতে কমবেশি দেখা যায়। এই ফুলের ফটোগ্রাফি করেছিলাম আমাদের বাড়ির সামনে থেকে। তবে আমার গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে আপনাদের অনেক ভালো লাগবে।

20241202_144407.jpg

20241202_144359.jpg

device : Redme note 9

লোকেশন

ফটোগ্রাফি - ১৩ :

এইখানে দুটি শীতকালীন ফুলের ফটোগ্রাফি করেছি। একটি হচ্ছে আমাদের ভালবাসার এবং প্রিয় ফুল গোলাপ ফুল। গোলাপ ফুল ছিলেন না এমন মানুষ নেই বললে চলে। তবে অনেকে বলে গোলাপ ফুল নাকি মানুষকে ভালোবাসা দেয়। তবে এই ফুলের যেমন পাপড়ি তেমন ঘ্রাণ ভালো লাগে। অন্য ফুলের নাম আমার ইতিমধ্যে জানা নেই। তবে এই ফুলগুলো আমার খুব পরিচিত। বিশেষ করে এই ফুলগুলোর কালার কিন্তু অসাধারণ। ছোট ছোট গাছের মধ্যে এই ফুলগুলো ফুটলে দেখতে বেশ ভালো লাগে। তবে গোলাপ ফুল এবং নামা জানা ফুলের ফটোগ্রাফি আমি নার্সারি বাগান থেকে করেছিলাম। তবে আমার ফুলের ফটোগ্রাফি দুটি দেখে আপনাকে অনেক ভালো লাগবে।

IMG_20240118_160735.jpg

IMG_20240118_155050.jpg

device : Redme note 9

লোকেশন

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG_20221006_094439.jpg

আমার নাম মোঃ জামাল উদ্দিন। আর আমার ইউজার নাম @jamal7। আমি বাংলাদেশে বসবাস করি। প্রথমত বাঙালি হিসেবে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। কারণ বাংলা ভাষা আমাদের মাতৃভাষা। তার সাথে ফটোগ্রাফি করা আমার অনেক শখ। আমি যে কোন কিছুর সুন্দরভাবে ফটোগ্রাফি করার চেষ্টা করি। তার সাথে ভ্রমণ করতেও ভীষণ ভালো লাগে। বিশেষ করে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে ভীষণ ভালো লাগে। তার সাথে লেখালেখি করতে ও ভীষণ ভালো লাগে। যে কোন বিষয় নিয়ে কিংবা যে কোন গল্প লিখতে আমার কাছে অনেক ভালো লাগে। আর সব সময় নতুন কিছু করার চেষ্টা। নতুন ধরনের কিছু দেখলে করার চেষ্টা করি।
35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

LUCYMssPjPkQyKHRURTK7UFCpZwbUcpYbBon9tsJZMPaTqYWhxu7BpzErSP2az8stMTtFHQDx92xRGMhL6EEVPgc94DuDwCFtzMMQX76HL...5CPsyVF8XK2xbNA2B9jAWapehHyLx58vc66RzpDqiVnNf4z6oxfVSShL97X1ZrBSQbNCgiC9kRxNccPVjMXu9yhCMQ9TAAE2BHDisuYLu9iDEaHKQvEywUnRQ.webp

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

দারুন দারুন ফটোগ্রাফি করে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি অনেক পছন্দ করি বিভিন্ন রকম ফটোগ্রাফি। তবে শীতকালীন দৃশ্যগুলো আমারও অনেক বেশি পছন্দের। আর এই প্রতিযোগিতা টা একেবারে সময়োপযোগী ছিল। বর্ণনাটাও অনেক সুন্দর ভাবে করেছেন আপনি।

আমার ফটোগ্রাফি দারুন বলে সুন্দর মন্তব্য করাই ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

ভাইয়া আপনার ধারণ করা ফটোগ্রাফি তিন নম্বরের প্রথমটা আমার ভীষণ চেনা চেনা লাগছে। যদিও আমাদের এলাকা ভিন্ন তার পরেও বেশ চেনা লাগছে। আপনি খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। খুবই ভালো লাগলো ভাইয়া আপনার ফটোগ্রাফি গুলো দেখে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

Screenshot_20241218_172934_com.peak.jpg

Screenshot_20241218_172750_com.chrome.beta.jpg

Screenshot_20241218_172111_com.twitter.android.jpg

বাহ আপনার দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে গ্রামের মধ্যে ছোটাছুটি করছি। এতই ভালো লাগলো বিভিন্ন ক্যাটাগরি ফটোগ্রাফি গুলো দেখে। বিশেষ করে কুয়াশা ভেজা ধানের দৃশ্য গুলো দেখে ভীষণ আনন্দ পেলাম। আর আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যগুলো অসাধারণ হয়েছে। ফুলের ফটোগ্রাফি গুলো তো আরো দারুণ হলো। অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য।

আমার পোস্ট নিয়ে সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আপনি বেশ চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। শীতের সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। প্রকৃতি যেমন নতুন রূপে সেজে উঠে তেমনি বিভিন্ন ধরনের ফুলে ভরে যায় সবকিছু। আপনার প্রতিটা ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

আমি চেষ্টা করেছি সুন্দরভাবে শীতকালীন ফটোগ্রাফি দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। ভালো থাকবেন আপু।

ভাইয়া প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছেন দেখুন ভালো লাগলো। প্রতিযোগিতা মানেই শীতকালে ফটোগ্রাফি দেখা।আপনি বেশ চমৎকার ভাবে সবগুলো ফটোগ্রাফি করেছেন। শীতের সৌন্দর্য আপনার ফটোগ্রাফির মাধ্যমে অনেক সুন্দর করে ফুটে তুলেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

ভালো লাগলো আপনার সুন্দর মন্তব্য শুনে। সুন্দর মন্তব্য করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ।

অনেক অনেক ভালো লাগলো এখন আর আজকের সুন্দর এই অংশগ্রহণ দেখে। যেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি শীতকালীন বিভিন্ন সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করেছেন এবং আজকের ব্লগের মাঝে শেয়ার করেছেন। খুব সুন্দর ছিল আপনার এ ফটোগুলো।

আমার ফটোগ্রাফি সুন্দর বলে আপনি উৎসাহিতামূলক মন্তব্য করেছেন। ভালো লাগলো আপনার মন্তব্য শুনে।

শীতকালীন সেরা ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চমৎকার সব ফটোগ্রাফি নিয়ে আপনি হাজির হয়েছেন। আপনার শেয়ার করা প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতন। বিশেষ করে শিশির ভেজা সব কয়টি ফটোগ্রাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

আমার ফটোগ্রাফি নিয়ে অসাধারণ মন্তব্য করেছেন। আমার শিশির ভেজা সব ফটোগ্রাফি আপনার কাছে ভালো লাগলো শুনে খুশি হলাম।

ধান ক্ষেতের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। আর আপনি এত সুন্দর করে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে মুগ্ধ হয়েছি। ফুলের ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। অনেক ভালো লাগলো ফটোগ্রাফি দেখে।

দারুন সুন্দর সব শীতকালীন ফুলের ফটোগ্রাফি আমাদের সঙ্গে শেয়ার করেছেন ভাই। এই প্রতিযোগিতার সৌজন্যে অনেক সুন্দর সুন্দর ছবি দেখার সুযোগ পেয়ে গেলাম। আপনার প্রত্যেকটি ছবি অনেক সুন্দর হয়েছে। এই প্রতিযোগিতায় আপনি দারুণভাবে অংশগ্রহণ করেছিলেন আপনার তোলা সেরা কিছু ছবির সাহায্যে। অনেক ধন্যবাদ এত সুন্দর সব ছবি আমাদের দেখাবার জন্য।