লাইলাতুল কদর হলো আরবি শব্দ। আরবিতে লাইল শব্দের অর্থ রাত এবং কিন্তু ক্বাদর শব্দের অর্থ বিভিন্ন হতে পারে। আর সে জন্যই এর নামকরণের কারণও বিভিন্ন যেমনঃ
১। কদর অর্থ তকদীর। সুতরাং লাইলাতুল কদর বা শবে কদরের মানে তকদীরের রাত বা ভাগ্য-রজনী। মহান আল্লাহ আগামী এক বছরের জন্য সৃষ্টির রুযী, মৃত্যু ও ঘটনা ঘটনের কথা লিপিবদ্ধ করে থাকেন।
২। কদরের আর একটি অর্থ হল, মাহাত্ম্য, শান, মর্যাদা, ইত্যাদি। এ অর্থে শবে কদরের মানে হবে মহিয়সী রজনী।
৩। ক্বদরের আর এক মানে হল সংকীর্ণতা; এ রাতে আসমান থেকে জমিনে এত বেশি সংখ্যক মালাইকাহ বা ফেরেশতা অবতরণ করেন যে, পৃথিবীতে তাদের জায়গা হয় না; বরং তাদের সমাবেশের জন্য পৃথিবী সংকীর্ণ হয়; তাই এ রাতকে শবেকদর বা সংকীর্ণতার রাত বলা হয়।
https://www.islamicinfoblog.com/2023/03/The-rules-of-Shab-Qadr-prayer.html
সঠিক নিয়মকানুন না জেনে যেকোনো কমিউনিটিতে পোস্ট করা উচিত নয়। এই প্লাটফর্ম সম্পর্কে এবং কমিউনিটি সম্পর্কে আগে জানুন তারপর ধীরে ধীরে পোস্ট করুন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit