আসসালামুয়ালাইকুম/আদাব
প্রিয় বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলা সদরে বসবাস করি।
আজকে আমি আপনাদেরকে নতুন কিছু তৈরি
করে দেখাব।আশা করি সবাই এতক্ষণে
বুঝেছেন। আজকে আমার এক প্রিয়জনকে
নিজ হাতে জন্মদিনে উপহার দিয়েছি।
জন্মদিনে উপহার দেওয়া বিশেষ এক ধরনের ভালোবাসার প্রকাশ। নিজের হাতে তৈরি কিছু দিলে সেই উপহারের মূল্য আরও বেড়ে যায়। পেপার ক্রাফট দিয়ে তৈরি চকলেট বক্স হতে পারে এমনই এক সুন্দর এবং সৃজনশীল উপহার, যা প্রিয়জনকে আনন্দিত করবে। এমন উপহার শুধু চমক নয়, এতে থাকে নিজের মনের ছোঁয়া।চলুন উপহারটি নিজ হাতে কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই👇
প্রয়োজনীয় উপকরণ :
১.একটি চকলেট বক্স
২.কাঁচি
৩.সুতা
৪.আঠা
৫.লাল এবং কালো কাগজ
৬.স্কেল
বিবরণ :
ধাপ-১
স্কেল দিয়ে সমান মাপের চারটা দাগ দিয়ে নেব। দেওয়ার পরে মোট ৬টি বর্গাকৃতি ঘর তৈরি হল।
ধাপ-২
এখন চারদিকে চারটা ঘরের মাঝখান দিয়ে ভাজ করে নিব।
ধাপ -৩
এখন লাভ এর আকারে চারদিকে কেটে নিব।
ধাপ-৪
এখন চকলেট বক্সের উপরের ঢাকনার জন্য কাগজ নিয়ে বর্গাকার আকারে কেটে নেব। সমান মাপ নিয়ে চারদিকে চারটা দাগ দিয়ে নেব।
ধাপ-৫
এখন ঢাকনার জন্য কালো কাগজ টির চার কোনা মাপ অনুযায়ী কেটে নিব। কাটা অংশগুলো আঠা দিয়ে লাগিয়ে দেবো তৈরি হয়ে গেল চকলেট বক্সের ঢাকনা।
ধাপ-৬
তৈরি হয়ে গেল চকলেট বক্স এবং বক্সের ঢাকনা। এবার চকলেট লাগানোর পালা।
ধাপ-৭
চকলেট গুলো দড়ি দিয়ে একটার সাথে একটা লাগিয়ে নিব।
ধাপ-৮
প্রথমে চারটা চকলেট বক্সের চারদিকে আঠা দিয়ে লাগিয়ে নিব। এবার দড়িলাগানো চকলেট গুলোর এক পাশ ঢাকনার সাথে আঠা দিয়ে লাগিয়ে নেব অন্য পাশ বক্সের নিচে আঠা দিয়ে লাগাবো।
ধাপ-৯
ঢাকনা আর মাপের চারটা কাগজের টুকরা নিব দুইটা চিকন এবং দুইটা মোটা আকারের।
শেষ ধাপ-
এবার বড় কাগজ দুইটা দিয়ে ঢাকনার উপরে একটার উপর একটা আঠা দিয়ে ভাজ করে লাগিয়ে সুন্দর ফুলের মত বানাবো।
এবং ছোট দুইটা কাগজ নিয়ে ঢাকনার দুই সাইডে আঠা দিয়ে লাগিয়ে দিব।
তৈরি হয়ে গেল একটা সুন্দর হ্যান্ড মেট চকলেট বক্স। বক্সটি দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি আকর্ষণীয়। আমি গভীরভাবে আশাবাদী যে এটি আপনাদের সবার হৃদয় ছুঁয়ে যাবে এবং খুব ভালো লাগবে।"
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ধরণ | ডাই পোস্ট ✨ |
মডেল | note-9 |
ক্যাপচার | @jannat0499 |
অবস্থান | সিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ। |
আমার পরিচয়
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ডাই পোস্টটি অনেক সুন্দর হয়েছে। খুবই দক্ষতার সাথে সময় নিয়ে এটি তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম চকলেট বক্স কাউকে গিফট করলে সে খুবই খুশি হবে। বেশ ভালো লাগলো আপনার তৈরি করা এই গিফট বক্স টা দেখে। অনেকগুলো চকলেট রেখেছেন বক্সে। লাল এবং কালো কালার পেপারের কম্বিনেশন খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। আপনার হাতের তৈরি করা এই বক্সটা সত্যি অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক ধন্যবাদ, এত সুন্দর মন্তব্য করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
রঙিন কাগজ দিয়ে খুব চমৎকার একটি চকলেট বক্স তৈরি করেছেন আপু।আপনার তৈরি করা চকলেট বক্স টি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। ভীষণ সুন্দরভাবে চকলেট বক্সটি তৈরি করে উপস্থাপন করেছেন। যা দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আকর্ষণীয় চকলেট বক্স তৈরি করেছেন। আপনার তৈরি করা চকলেট বক্স টি অনেক বেশি সুন্দর লাগছে আপু। আপনি ধারাবাহিক ভাবে খুবই সুন্দর করে আকর্ষণীয় চকলেট বক্স তৈরির কাজ সম্পন্ন করেছেন।সব মিলিয়ে খুবই সুন্দর হয়েছে আপনার চকলেট বক্স টি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ ডাই পোস্ট তৈরি করেছেন আপনি । আপনার রঙ্গিন কাগজ দিয়ে তৈরি চকলেট বক্স দেখে খুব ভালো লাগলো। চকলেট বক্স তৈরি করার প্রক্রিয়া ধাপে ধাপে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। চকলেট বক্স দেখতে খুবই সুন্দর লাগছে। এতো চমৎকার ডাই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের ডাই গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে।আপনার বানানো চকলেট বক্স টা অনেক দারুন হয়েছে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন । শুভ কামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit