আসসালামুআলাইকুম/আদাব
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।
আজকে হঠাৎ করেই আম্মু অসুস্থ হয়ে যায়। আব্বুর অপারেশন করায়, বাসায় অনেক মেহমানের আনাগোনা শুরু হয়েছিল কয়েকদিন ধরে। যার কারণে আম্মুর উপর অনেক চাপ যায়। অনেক রান্নাবান্না করতে হয় সাথে দৌড়াদৌড়ি তো আছেই।এমনকি রাতে ঠিকমতো ঘুমাতেও পারেনি। যার কারণে সকাল থেকে হঠাৎ করে বলছিল আমার খুব মাথা ব্যাথা করছে। আমার ঘাড় ব্যথা করছে। পরে আমি প্রেসার মেপে দেখি প্রেসার অনেক কমে গেছে। বিছানা থেকে উঠতেও পারছিল না। পরে দেখলাম আম্মু কিছুক্ষণ রেস্ট করুক সকালের এবং দুপুরের খাবার আমি বানাই। চলে গেলাম রান্না ঘরে। সব সময় আমি চেষ্টা করি কম ঝামেলার খাবার বানানোর। ডিম ভুনা তো আমরা সবাই প্রায়ই খেয়েছি। কিন্তু ডিম ভেজে, সেই ডিমভাজি দিয়ে তরকারি রান্না করে খাওয়া হয়নি। যে কথা সেই কাজ চলে, এই তরকারি রান্না করতে কি কি লাগে সব গুছিয়ে নিলাম। কিভাবে আমি সেই অন্যরকম তরকারি রান্না করেছি তা আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে।
উপাদান | পরিমাণ |
---|---|
১)পেঁয়াজ কুচি | ১কাপ পরিমাণ। |
২) মরিচের গুড়া | ২চা চামচ । |
৩) হলুদের গুঁড়া | ১চা চামচ। |
৪) রসুন বাটা | ১টেবিল চামচ । |
৫) লবণ | পরিমাণ মতো । |
৬)সয়াবিন তেল | পরিমাণ মতো । |
৭)আদা বাটা | ২চা চামচ। |
৯)জিরা বাটা | ১চা চামচ । |
১০)মরিচ কুচি | হাফ কাপ পরিমাণ । |
১১)মসলা | পরিমাণ মতো। |
১২) মিষ্টি কুমড়া | অর্ধেক পরিমাণ। |
১৩)ডিম | ৩টি |
- প্রথমে কড়াইয়ে তেল দিব। তারপর তেলের মধ্যে দুইটা দারুচিনি এবং একটা তেজপাতা দিব।
- এখন জিরা দিব তেলের মধ্যে। কয়েক সেকেন্ড নাড়তে থাকবো।
- পেয়াজ কুচি এবং মরিচ কুচিও দিয়ে দেব। পেঁয়াজ হালকা বাদামি রং ধারণ করা পর্যন্ত নাড়তে থাকবো।
- এখন ধুয়ে রাখা মিষ্টি কুমড়ার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা দিয়ে দিব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিবো। মরিচগুড়া , হলুদএবং লবণ সবকিছু এর সাথে মাখিয়ে নেবো ভালো করে। হাত দিয়ে কোন তরকারি রান্না করার আগে ভালো করে মাখিয়ে নিলে তরকারির স্বাদ অন্যরকম সুন্দর সুস্বাদু হয়। তাই আমি কিছু কিছু রান্না করার ক্ষেত্রে এই টিপস ফলো করি।
- এখন মিষ্টি কুমড়া গুলো কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। নাড়তে থাকবো মসলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত।
- এখন কড়াই এর মধ্যে হালকা পানি দিব যাতে যে মসলাগুলো দিয়েছি সেগুলো পুড়ে না যায়। ভালো করে আবার নেরে কোষিয়ে নেব। তরকারির স্বাদ নির্ভর করে এই কষানোর উপর।
- এখন ঝোল দেবার পালা। পরিমাণ মতো পানি তরকারিতে দিলাম। এবং পানি কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব।
- এর ফাঁকে আমরা যে তিনটা ডিম নিয়েছি ডিমটাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং হালকা লবণ দিয়ে ভালো করে গুলে নেব।
*এখন ডিমটা আর একটা কড়াই এ দিয়ে ভেজে নিব। আমরা যে কয়জন সদস্য আছি সেই কয়টা পিস করে ডিম কেটে নিব।
*অবশেষে ডিমের পিসগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে দিবে এভাবে যাতে ডিমের মধ্যে সবকিছু ভালোভাবে ঢুকে। এভাবে কিছুক্ষন ঢাকনা দিয়ে রেখে দিব।
- অবশেষে একটা সুন্দর বাটিতে ঢেলে নিলাম। তৈরি হয়ে গেল আমার মিষ্টি কুমড়া দিয়ে ডিমের তরকারি। ডিম আমার সব সময় খুব পছন্দের একটা খাবার। ডিম দিয়ে আমার খাবার তৈরি করতে ভালো লাগে। তাই আমি ডিম দিয়ে নানান ধরনের রেসিপি তৈরি করি। নতুন নতুন উদ্ভাবন করি। আজকের তরকারিটা অনেক মজা হয়েছিল। যে একবার খাবে এসে বারবার খেতে চাইবে।আজ এখানেই শেষ করছি। আবার অন্য কিছু নিয়ে আপনাদের মাঝে তুলে ধরব।
ধন্যবাদ সকলকে✨💖
ফোনের বিবরণ
ক্যামেরা | Redmi note 9 |
---|---|
ধরণ | রেসিপি। |
ক্যামেরা.মডেল | note9 |
ক্যাপচার | @jannat0499 |
অবস্থান | সিরাজগঞ্জ- বাংলাদেশ |
আমার পরিচয়
👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিম ভাজি দিয়ে মিষ্টি কুমড়ার সুস্বাদু তরকারি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপির পরিবেশনে আমার কাছে অনেক ভালো লেগেছে। এত সুস্বাদু ও মজাদার রেসিপি আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিম ভাজি করে মিষ্টি কুমড়া দিয়ে এভাবে রান্না করলে খেতে খুবই মজা লাগে। এটি খেতে আমি অনেক পছন্দ করি। আমার বাসায় মাঝে মাঝে ভাবে তৈরি করা হয়। আজকে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দরভাবে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা জানাই। মহান আল্লাহতায়ালা যেন আপনার আম্মুকে দ্রুত সুস্থতা দান করেন। যাইহোক ডিম ভাজি দিয়ে মিষ্টি কুমড়ার সুস্বাদু তরকারি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম একটি সুস্বাদু রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও ধন্যবাদ।আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো আমার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি সুন্দর একটি রেসিপি শেয়ার করছেন। ডিম ভাজি দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি কোনদিন খাওয়া হয়নি। তবে আপনার রেসিপির পরিবেশন ও কালার দেখে বোঝা যাচ্ছে রান্না টি সুস্বাদু হয়েছে। রান্নার সব গুলো ধাপ সুন্দর ভাবে উপস্থাপন করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বানিয়ে দেখবেন অনেক মজা হয়।যাইহোক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার রেসিপি কিন্তু দারুণ ছিল আপু। ডিম ভাজার সমন্বয়ে সবজি রেসিপি। আসলে ইউনিক হয়েছে আপনার আজকের এই রেসিপি তৈরি করা। আশা করি খেতে খুবই সুস্বাদু লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জি ভাইয়া অনেক সুস্বাদু হয়েছিল।ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিম ভাজি দিয়ে মিষ্টি কুমড়ার সুস্বাদু তরকারি না করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করার রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো। কিন্তু আপনার একাউন্টের একই অবস্থা দেখছি আপনার অ্যাকাউন্ট তো দেখছি লালে লাল হয়ে গিয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিম ভাজি দিয়ে এই কুমড়ার তরকারি আমার কাছে একটা নতুন ধরনের রেসিপি। কেননা এই রেসিপি কিন্তু আমি অন্য কোথাও আগে দেখিনি। আপনি খুব সুন্দর ভাবে ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপি তৈরীর প্রতিটা ধাপ খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ইউনিক টাইপের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার পোস্ট পড়ে আপনার বিশ্লেষণ মূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডিম ভাজি দিয়ে মিষ্টি কুমড়ো সুস্বাদু মজাদার রেসিপি তৈরি করেছেন।রেসিপিটি আমার অনেক পছন্দের। ডিম দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে। এত মজাদার রেসিপি ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit