||লেভেল -২ থেকে আমার অর্জন -by@jannat0499||

in hive-129948 •  3 months ago 

আসসালামুআলাইকুম/আদাব

প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভাল আছি। আমি @jannat0499
বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে অবস্থান করছি ।

IMG_20241013_192439.jpg

লেভেল-২ আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি স্টেজ। আমরা যে কাজই করিনা কেন, সেই কাজের সিকিউরিটি সম্পর্কে আমাদের সর্ব প্রথম জানতে হবে।বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের সেফটি বিষয়টিকে সবার প্রথমে গুরুত্ব দিয়ে চলতে হবে।লেভেল-২ এ আমরা শিখেছি কী নিরাপত্তা, ডেলিগেশন, পাওয়ার আপ,ওয়ালেট নিয়ন্ত্রণ সম্পর্কে। আজকে আমি লেভেল-২ এর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করছি।
লেভেল ২পরীক্ষার প্রশ্নোত্তর নিচে দেওয়া হল👇-

যেহেতু এই প্লাটফর্ম এ ব্লকচেইন টেকনোলজি এবং ব্যাপারটা ডিসেন্ত্রালাইজ করে দেওয়ার কারণে, এখানে কোন কেন্দ্রীয় অথরিটি নেই। যার ফলে, নিজের এক্যাউন্ট এর মালিকানা নিজের তাই, নিজ এক্যাউন্ট এর নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ।

১.পোস্টিং কি এর কাজ কি?

উত্তর: প্রাইভেট কী-গুলোর মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কী হচ্ছে পোস্টিং কি। এই কী শুধু মাত্র সোশ্যাল একটিভিটির জন্য ব্যাবহার করা হয়।ওয়ালেট এর কাজ গুলো এই কী দিয়ে করা সম্ভব।চলুন দেখা যাক, পোস্টিং কী এর কাজ গুলো হলো :

➡️ আমরা পোস্ট ও কমেন্ট করতে পারি।
➡️ পোস্ট ও কমেন্ট এডিট করতে পারি।
➡️আপডেট ও ডাউনভোট দিতে পারি।
➡️কোনো পোস্ট রিস্টিম করতে পারি।
➡️ কাউকে ফলো ও আনফলো করতে পারি।
➡️অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট মিউট করতে পারি পোস্টিং কী এর মাধ্যমে।

২.অ্যাক্টিভ কী এর কাজ কি?

উত্তর: যেহেতু আমরা আর্থিক কাজগুলো করতে পারি এই কী দিয়ে তাই এই কী খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত ট্রাস্টেড কোন ওয়েবসাইট ছাড়া অন্য জায়গায়তে লগইন না করা বা ব্যাবহার না করা। খুব সহজেই যদি কেউ অ্যাক্টিভ কি পেয়ে যায় তাহলে ওয়ালেটে থাকা স্টিম খুব সহজে ট্রান্সফার করতে পারবে এবং ওয়ালেট ফাঁকা করতে সক্ষম হবে। তাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ সহকারে অ্যাক্টিভ কী ব্যবহার করতে হবে। তাহলে কোন কোন কাজে অ্যাক্টিভ কী ব্যবহার করতে পারি তা নিচে দেখে আসি-

➡️অ্যাক্টিভ কী দিয়ে সহজেই ট্রান্সফারের করতে পারি।
➡️ পাওয়ার আপ ও পাওয়ার ডাউন করা যায় এই অ্যাক্টিভ কী দিয়ে।
➡️ এর সাহায্যে SBD STEEM কনভার্সন করতে পারব।
➡️ উইটনেস ভোট দিতে পারব।
➡️অ্যাক্টিভ কী দিয়ে তাছাড়া প্রোফাইলে তথ্য পরিবর্তন করতে পারি।
➡️এই কী দিয়েই আমরা কোন এক্সচেঞ্জে ক্রয় বিক্রয় অর্ডার করতে পারি।
➡️এছাড়াও এই কী দিয়ে নতুন ব্যবহারকারী তৈরি করতে পারি।

৩. উনার কী এর কাজ কি?

উত্তর : উনার কি বলতে আপনারা বুঝতেই পারতেছেন,উনার এটা হচ্ছে মালিকানা সংক্রান্ত কী।বড়ির মালিকানা প্রমাণ করতে যেমন দলিল দেখালেই প্রমান হয়।এই কী বাড়ির মালিকের দলিলের মতো। যদি আমরা আমাদের একাউন্টের মালিকানা প্রমাণ করতে চাই, তাহলে উনার কী প্রয়োজন হবে। কোন কারণবশত যদি অ্যাক্টিভ কি হারিয়ে যায়, তাহলে আমরা সেটা পুনরুদ্ধার করতে পারবো এই উনার কী এর মাধ্যমে।অবশ্যই এই কী সেনসিটিভ কী।এই কী আমাদের উচিত অনেক যত্ন করে লিখা রাখা বা ভালোভাবে ব্যাকআপ নিয়ে রাখা। উনার কি দিয়ে যা যা করতে পারি তা হলো-

➡️উনার, অ্যাক্টিভ ও পোস্টিং কী রিসেট করতে পারব।
➡️একাউন্ট রিকভার করতে পারবো।
➡️ভোটিং অধিকার প্রত্যাখ্যান করতে পারবো।

৪. মেমো কী এর কাজ কি?

উত্তর: পার্সোনাল ভাবে যদি মেসেজ পাঠাতে বা পেতে চাই এবং এটাকে সংকেত পরিবর্তন করে পাঠাতে চাই, যাতে পরবর্তীতেদরকার হলে দেখতে পারি।এই সংকেত আকারের মেসেজ গুলো পরবর্তীতে দেখার জন্যই আমরা এই মেমো কী ব্যবহার করতে পারি।

➡️ এনক্রিপ্ট করা মেসেজ পাঠাতে।
➡️ কোন এনক্রিপ্ট করা মেসেজ দেখতে এই কি ব্যবহার করা হয়।

৫.মাস্টার পাসওয়ার্ডের এর কাজ কি?

উত্তর :আমাদের একাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা পেয়ে থাকি,নিজে জেনারেট করে থাকি সেটা হচ্ছে মাস্টার পাসওয়ার্ড আর মাস্টার পাসওয়ার্ড দিয়ে সব কী এর কাজ সম্পূর্ণ করা যারা । যদি কোন কারণবশত একাউন্ট হ্যাক হয়ে যায়।তাহলে অ্যাকাউন্ট রিকভার করতে চাইলে আমাদের মাস্টার পাসওয়ার্ড লাগবে।এই মাস্টার পাসওয়ার্ড হচ্ছে সব গুলো কী এর মাথা।তাই এই কী আমাদের খুবই যত্ন করে সংরক্ষণ করে রাখা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সেনসিটিভ বিষয়।

৬.মাস্টার পাসওয়ার্ড নিরাপদে সংরক্ষণ করার জন্য আপনার প্ল্যান কি?

উত্তর: আমার অ্যাকাউন্টের নিরাপদের রাখার জন্য মাস্টার পাসওয়ার্ডটা অনেক গুরুত্বে সাথে নিরাপদে রাখার জন্য আমার প্ল্যান হচ্ছে -

➡️ আমার অ্যাকাউন্ট খোলার যাবতীয় ডকুমেন্ট আমার একান্ত গুগল ড্রাইভে বা পেনড্রাইভ এর মাধ্যমে সংরক্ষণ করে রাখবো(২স্টেপ ভেরিফিকেশন অন করে)।
➡️ আমার পার্সোনাল ডাইরিতে যত্নসহকারে লিখে রাখতে পারি।
➡️ প্রিন্ট আউট করে রাখতে পারি। আবার আমার গুরুত্বপূর্ণ কাগজপত্র যেমন, আমার বাড়ি ও জমির দলিল এবং শিক্ষাজীবন এর কাগজপত্র যেখানে রাখি তার সাথে সুরক্ষিত ফাইলে রাখতে পারি।

৭.পাওয়ার আপ কেন জরুরী ?

উত্তর : আমাদের শক্তি বৃদ্ধি করতে পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা এই স্টিমিট প্ল্যাটফর্মে দীর্ঘমেয়াদি কাজ করতে চাই, তাহলে পাওয়ার আপ করে নিজেকে শক্তিশালী করতে হবে।আর যদি পাওয়ার না থাকে একদম। তাহলে দেখতে পারবো আমরা পোস্ট করলে কমেন্ট করতে পারছি না। আবার কমেন্ট করলে পোস্ট করতে পারছি না।কারণ, আমাদের নিজেদের শক্তি নেই।তাই শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের পাওয়ার আপ করা গুরুত্বপূর্ণ। পাওয়ার আপ করলে আমাদের স্টিম পাওয়ার বেশি থাকবে। এই স্টিম পাওয়ার দিয়ে আমরা ভোট দিয়ে বেশি পরিমাণ কিউরেশন রিওয়ার্ড পাবো।তাই আমাদের জন্য পাওয়ার আপ করা জরুরি ।

৮.পাওয়ার আপ করার প্রসেস সম্পর্কে আপনি কি জানেন ?

উত্তর :প্রথমে স্টিম এ ঢুকবো।এর পর ওয়ালেট এ গিয়ে অ্যাকটিভ কী দিয়ে লগ ইন করবো। তারপর আমার স্টিম ব্যালেন্সের পাশে ড্রপডাউন ম্যানুতে ক্লিক করবো, সেখানে বেশ কিছু অপশন আসবে। আমি ৩নং পাওয়ার আপ বাটনে ক্লিক করবো।তারপর এমাউন্ট ঘর আসবে।আমার ইচ্ছা অনুযায়ী এমাউন্ট বসাবো।আমি এমাউন্টের ঘরে ধরুন ১০ লিখে ওকে করলাম। তারপর আমার অ্যাক্টিভ কী দিয়ে সাইন ইন এ ক্লিক করলাম।এখন আমার স্টিম ব্যালেন্সে থাকা ১০ স্টিম, পাওয়ার হিসাবে ওয়ালেট এ বেড়ে যাবে।

৯.সেভিংসে থাকা স্টিম অথবা এসবিডি(SBD) দিয়ে উইথড্র দেওয়ার কতদিন পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয় ?

উত্তর : আমার সেভিংসে থাকা স্টিম অথবা এসবিডি(SBD) উইথড্র দেওয়ার তিনদিন (৭২ ঘণ্টা) পর ট্রান্সফারেবল ব্যালেন্সে যোগ হয়।

১০.মেমো এর ফিল্ড কাজ কি?

উত্তর : যদি কাউকে আমাদের ওয়ালেট থেকে কোন লিকুইড স্টিম পাঠাতে চাই, তখন যে সংকেত ব্যবহার করি তাকে মেমো ফিল্ড বলা হয়। আমরা খুব সহজেই মেমো ফিল্ডের মাধ্যমে কাউকে কোন মেসেজ পাঠাতে বা ট্রান্সফার করতে পারি। এটি গোপন কোড হিসেবে থাকে। যার সংখ্যা হবে আট কিংবা তার বেশি।

১১.ডেলিগেশন ক্যানসেল করার কতদিন পর উক্ত এস.পি নিজের একাউন্টে ফেরত আসে ?

উত্তর:ডেলিগেশন ক্যানসেল করার পাঁচ দিন পর উক্ত এস.পি আমাদের নিজের একাউন্টে ফেরত আসবে।

১২.ধরুন আপনি প্রোজেক্ট @Heroism এ ২০০ এস.পি ডেলিগেশন করেছেন।কিছুক্ষণ পর আরো ১০০ এস.পি ডেলিগেশন করতে চান এখন আপনাকে কত এস.পি লিখতে হবে?

উত্তর:আমি প্রথমে ২০০ এসপি ডেলিগেশন করেছি, তারপর আরও ১০০ করতে চাই। তাহলে আমার ডেলিগেশন পরিমাণ লেখার সময় ৩০০ এস.পি লিখতে হবে।কারণ আমি মোট ৩০০ এস.পি ডেলিগেশন করলাম।
(অনেকেই এইখানে ভুল করে থাকে তারা ২০০ স্টিম ডেলিগেশন করার পর,৩০০ জায়গায় ১০০ লিখে দেয়। এতে তাদের ডেলিগেশন ১০০ই যোগ হয়)

এখানেই শেষ করলাম আমি আমার লেভেল ২ এর পরীক্ষা।আমি এবিবি স্কুল এর মাধ্যমে লেভেল ২ এ আমার প্রফেসরগণ এবং লেকচার শীট এর থেকে যা যা শিখেছি, তুলে ধরেছি।ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।আল্লাহ্ হাফেয।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

আমার পরিচয়

IMG_20240928_164521.jpg
আমি মোছা: জান্নাতুল ফেরদৌস। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার সদরে বসবাস করি। আমি একজন সৃজনশীল মানুষ ।ছবি আঁকতে, নতুন কিছু বানাতে আর সময় পেলে ঘোরাফেরা করতে আমি খুবই ভালোবাসি।সুযোগ পেলেই পরিবার নিয়ে ঘুরতে বের হই।ভ্রমণ করার পাশাপাশি আমি বাগান করতে খুব ভালোবাসি।অবসর সময়ে আমি রঙ তুলি নিয়ে বসে যাই নতুন উদ্ভাবনায়।বই পড়তে আমার খুবই ভালো লাগে বিশেষ করে উপন্যাস।এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়, আপনারা সবাইআমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিয়ে উৎসাহিত করবেন, ধন্যবাদ সবাইকে।
🌼💖🌼


👉সবার প্রতি শুভেচ্ছা এবং পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক অনেক ভালো লাগলো আপনার লেভেল ২ এর পরীক্ষা দিতে দেখে। অনেক সুন্দর ভাবে আপনি লিখিত পরীক্ষা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আশা করব এভাবেই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং খুব শীঘ্রই আমাদের মাঝে ভেরিফাইড হয়ে আসবেন এবং একত্রে কাজ করার সুযোগ গ্রহণ করে নিবেন। আপনার জন্য শুভকামনা রইল।

  ·  3 months ago Reveal Comment