কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম ২৮ তম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।
নাটকের নাম | আলতা সুন্দরী |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাহউদ্দিন লাভলু |
অভিনয়ে | চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরণ | হাস্যরসাত্মক এবং সামাজিক |
মোট পর্ব | ৬২ |
রিভিউ | ২৮ তম পর্ব |
দৈর্ঘ্য | ২০ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- শামীম জামান (আলতা সুন্দরী/নছের)
- আর খ ম হাসান (নায়ক মেসের)
- চঞ্চল চৌধুরী (রহিম বাদশা) সহ আরো অনেকে
ফেলু গায়েনের গানের দলে হাসেম জোয়ারী নায়ক নায়িকা এনেছে ঢাকা থেকে। এরপর সে যেন নিজেকেই এই গানের দলের প্রধান মানিয়ে নিয়েছে। ফেলু গায়েন কে অভারটেক করে গানের দলটা সে পরিচালনা করার চেষ্টা করছে নিজের মতো করে। এই দলের একটা সুনাম রয়েছে। এখানে আলতা সুন্দরীর পাঠ হয়। আলতা সুন্দরী পাঠ করতে হলে বিশেষ পোশাক পড়া লাগে। দীর্ঘদিন দর্শকেরা সে ড্রেসে একজন পুরুষ মানুষকে মহিলা সাজতে দেখেছে এবং এতেই তারা অভ্যস্ত হয়েছে। এখন হঠাৎ করে বাইরে থেকে আগত নায়িকা যদি শার্ট প্যান্ট পড়ে সেই আলতা সুন্দরীর পাঠ করে এতে দর্শকে ভালো দৃষ্টিতে নেবে না। দলটাকে সচলভাবে সক্রিয়ভাবে পরিচালনা করার জন্য যা করা প্রয়োজন ফেলু গায়েন সেভাবেই এগিয়ে যায়। তার মাঝখানে যদি হাসেম জুয়ারী তার নিজের মত ভাবে পরিচালনা করার সুযোগ নেওয়ার চেষ্টা করে এতে তা আর হয় না। এই নিয়ে যেন গানের দলের মধ্যে নতুন করে ঝামেলা সৃষ্টি। বিউটি আর আলতা সুন্দরীর ঝামেলার জন্য দীর্ঘদিন গান বাজনা বন্ধ ছিল। নতুন করে গান বাজনা শুরু করতে গিয়ে এখন যেন হাশেম জুয়ারী ঝামেলা সৃষ্টি করেছে। গানের রিহার্সাল করার জন্য যখন সবাই অংশগ্রহণ করল। তখন একটা বিষয় এসে দাঁড়ালো নায়িকা আলতা সুন্দরীর ড্রেস পরবেনা। পুরুষ মানুষের মতো শার্ট প্যান্ট পড়ে নাচ গান করবে। এ নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয়। অবশেষে গানের দলের ভিলেন বুদ্ধি দেয়, নায়িকা শার্ট প্যান্ট পড়েই নাচ গান করবে। তবে যখন আলতা সুন্দরীর পাঠ করবে ওই মুহূর্তে কিছুটা সময়ের জন্য কৌতুক অভিনয় করবে হোসেন সেই সুযোগে নতুন নায়িকা আলতা সুন্দরের ড্রেস পড়ে নিবে। আর এভাবেই যেন একটা মীমাংসা আসে ফেলু গায়েন আর হাসেম জোয়ারীর কথার মধ্যে।
আমরা শুরু থেকে লক্ষ্য করেছি গুলজার এর রাগান্বিত চেহারা। সে যে কোন কথাই যাকে তাকে মারার জন্য দাও দিয়ে তাড়া করত। কিন্তু এখন গানের দলের নায়ক হওয়ার নেশায় আর নতুন নায়িকাকে চা পান করানোর জন্য সে খুবই ভালো মনের একজন মানুষ সাজা শুরু করেছে। সে গানের দলের নতুন নায়িকার সাথে সুসম্পর্ক তৈরি করতেই তার জন্য নিজ হাতে চা তৈরি করে দেওয়ার কথা বলেছে হাসেম জোয়ারীকে। তাই প্রথমত পরীক্ষা করতে তার হাতের চা রাধা ঠিক হচ্ছে কিনা। ছোট বোন বিউটিকে ডেকে ডেকে বলতে থাকে একটু যেন সে টেস্ট করে দেখে তার হাতের চা কেমন হয়েছে। তার হাতের চা যদি ভালো না হয় তাহলে তো নায়িকার কাছে সে ছোট হয়ে যাবে। তাই আগে থেকে বোনের কাছে পরীক্ষা করতে দিচ্ছে যেন ভালো বা মন্দ বিষয়টা জানতে পারে। আর এতেই বোঝা যাচ্ছে গানের দলে নায়ক হওয়ার জন্য তার মনটা পড়ে রয়েছে। এছাড়াও নতুন নায়িকার সাথে একটু ভাব জমানোর জন্য তার মনটাও উতোলা।
অনেকদিন পর পারুলের সাথে নসের অরূপে আলতা সুন্দরী দেখা করতে এসেছে এবং কথা বলছে। তাদের মধ্যেকার দূরত্ব আবার কমে গেছে আবার একত্রিত হওয়ার মনোভাব সৃষ্টি হয়েছে দুজনার। আর এই একত্রিত হওয়ার পথ সৃষ্টি করে দিয়েছে পারুলের আম্মা। কারণ পারদ ভুল বুঝে তাকে অনেক অপমান অপদস্ত করেছিল। তাই মেয়ের ভুলের কারণে মা ক্ষমা চেয়ে নিয়েছে এবং তাদের বাড়িতে আসতে বলেছে। এরপরে সে যেন মন মরা অবস্থায় পারুলদের বাড়িতে এসেছে। পারুল ইচ্ছে মত মনের কষ্টের কথাগুলো কান্নার সাথে খুলে বলে। তার প্রতি এখনো যে অগাধ ভালোবাসা রয়েছে সেই বিষয়টাও তুলে ধরে। শেষ পর্যন্ত দেখা যায় পারুলের আম্মা নাচের কে প্রস্তাব দিল খুব দ্রুত ফেলু গায়েনের সহযোগিতায় যেন বিয়ের কাজ সম্পন্ন করে।
গানের দলের রিহার্সাল শেষে নাচ গানের আয়োজন শুরু হয়। আর এ নাচ গানে নতুন নায়িকার জন্য বিভিন্ন স্থান থেকে প্রচুর মানুষের আগমন ঘটেছে। একদিকে নায়িকা নাচ গান করছে। আরেক দিকে দলের নায়ক ভিলেন কৌতুক অভিনেতা পদ্মার আড়ালে সাজা গুজা করছেন। নাচ গান হতে হতে এমন একটা পর্যায়ে এসে গেছে যেখানে নতুন নায়িকা আলতা সুন্দরীর ড্রেস পড়বে এজন্য পদ্মার আড়ালে আসে। কিন্তু জনগণ ফেলু গায়েনের কথা উপেক্ষা করে বারবার বলতে থাকে তারা হোসেনের অভিনয় দেখবে না, নায়িকার সাথে নাচ-গান করবে। তাই নায়িকা আর যেন আলতা সুন্দরের ড্রেস পরার সুযোগ পেল না। জনগণ পদ্মার আড়ালে ঢুকে পড়ল এবং নায়িকাকে সাথে করে নিয়ে স্টেজে চলে আসো। এতে এলো গায়েনের কথা অমান্য করা হলো এবং অপমান করা হলো। জনগণ এমনভাবে নাচা শুরু করলো যেন বেতাল অবস্থা। এতে খারাপ পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। বেশ লজ্জা জনক একটা বিষয় সৃষ্টি হয়েছে। যে বিষয়টা গ্রামের মেয়ে ছেলেরা জানলে ফেলু গায়েনের নাক কাটা যাবে। আর এভাবেই একটা মুহূর্তে জনগণ যখন হাঁপিয়ে যায় তখন নাচ গান থামে। কিন্তু দেখা ফেলু গায়েনের কথা কেউ শুনলো না। দলের প্রধানের কথা অমান্য করলে যে যার মত নাচ গান করল। এতে দলের একটা মান-সম্মান হারানোর ভয়। আবার যে কোন মুহূর্তে দলের সমস্যা সৃষ্টি হওয়ার ভয়ে তৈরি হলো।
আলতা সুন্দরী নাটকের এই পর্বে আমরা লক্ষ্য করেছি, গানের দলের প্রধান কে ওভারটেক করে গানের দলে জোয়ার আসর বসানো হাশেম পরিচালনা করার চেষ্টা করছে দলটাকে। আর একটি পর্যায়ে গ্রামের ছেলে দের সাথে নায়িকার নাচ গান করার সুযোগ তৈরি করে দেয় কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনা। গানের দলের মান-সম্মান নষ্ট হওয়ার উপক্রম সৃষ্টি হয়। আরেক দিকে লক্ষ্য করেছি আবারো পারুল ও আলতা সুন্দরীর প্রেম ভালোবাসা সৃষ্টি হওয়ার সম্ভাবনা। এদিকে গোলজার নায়িকাকে চা খাওয়ানোর জন্য নিজ হাতে চা তৈরি করা শুরু করেছে। আর এই সমস্ত দিকগুলো দর্শকের দৃষ্টিতে বেশ হাস্যরস সৃষ্টি করেছে আবার একটু খারাপ লাগার অনুভূতি সৃষ্টি করেছে। কারণ গুলজারের যে হুংকার দেওয়া স্বভাব চরিত্র ছিল সেটা যেন কোমল অনুভবে চলে এসেছে। এদিকে গানের দলের ওস্তাদের মান-সম্মান নষ্ট হওয়া বিষয়টা বেশ দুঃখজনক। তারি ফাঁকে এখনো রহিম বাদশা তার আলতা সুন্দরীকে খুঁজে চলছে। এখানে যেন তার ট্রাজেডি রয়ে গেছে। তবে সব মিলে বলতে পারি অনেক সুন্দর একটা নাচ গানের বিষয় ছিল এই পর্বে। আমরা আরো লক্ষ্য করেছি গানের জলের ভিলেনের সুচতুর বুদ্ধি, আর কথা বাত্রা। তবে সব মিলে নাটকের অভিনয়টা দারুন ছিল।
রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।
অনেক সুন্দর একটি নাটক রিভিউ করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার এই নাটক রিভিউ টা আমার ভালো লাগে। এ নাটকটা আমি বেশ কয়েক পর্ব দেখেছি অনেক আগে। আজকে আপনার মাধ্যমে একটু দেখার সুযোগ হলো। গানের দলের ওস্তাদের কথার বাইরে হাসেম জোয়ারী অনেক কিছুই করার চেষ্টা করছে। শুধুমাত্র তার টাকা অর্জনের জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ গানের দলের ওস্তাদকে অতিক্রম করে চলার চেষ্টা হাসেম জোয়ারীর
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম সুন্দর সুন্দর নাটকগুলোর রিভিউ যত পড়ি ততই খুব ভালো লাগে। আপনার শেয়ার করা এই নাটকটির রিভিউ পোস্ট পড়তে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। নাটক রিভিউর মাধ্যমে সহজে নাটকের সম্পূর্ণ কাহিনী জেনে নেওয়া যায়, এই বিষয়টা আমার কাছে বেশি ভালো লাগে। এই কাহিনীটাকে আপনি আজকে এত সুন্দর করে সবার মাঝে উপস্থাপন করেছেন, সবাই রিভিউ পড়লে আর নাটকটা দেখা লাগবেনা। সুন্দর ছিল নাটকটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন,এ নাটকটা অনেক সুন্দর তো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আলতা সুন্দরী নাটকের ২৮ তম পর্বের রিভিউ টা আমার কাছে অনেক ভালো লেগেছে পড়ে। এই নাটকের বেশিরভাগ পর্বের রিভিউ আমি পড়ার জন্য চেষ্টা করেছি। দেখতে দেখতে নাটকটার ২৮ টি পর্ব শেষ হয়ে গেল। আশা করছি অন্য পর্বগুলোর রিভিউ আপনি অতি তাড়াতাড়ি আমাদের মাঝে এরকম ভাবে ভাগ করে নিবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটা দেখার চেষ্টা করবেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit