বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি

in hive-129948 •  7 months ago 


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি আপনাদের মাঝে ফুল গাছ প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ফটোগুলো দেখে আসি।


GridArt_20240708_225939484.jpg

Photo Editing by college maker gridArt app


আলোকচিত্র: ১



প্রথম আপনারা যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা একটি বনফুল। এই ফুলটার সঠিক নাম আমার জানা নেই এবং আমার আশেপাশে যাদের কাছে প্রশ্ন করেছিলাম তারা বলতে পারেনি, তবে সবাই একটি কথাই বলেছে এটা বনফুল। এই ফুলটা দেখতে খুবই সুন্দর এবং অতি ছোট। ফুলটা সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল।


IMG_20240614_121721.jpg


আলোকচিত্র: ২



এবার আপনারা দেখতে পাচ্ছেন মাধবীলতা ফুল। মাধবীলতা ফুল গাছ আমাদের বাড়িতে অনেকগুলো রয়েছে। তার মধ্যে একটি গাছের অনেক অনেক ফুল ধরে থাকে। মাধবীলতা ফুল টা আমার কাছে অনেক ভালো লাগে। এটা লতা জাতীয় গাছ যে কোন গাছের সাথে হয়ে যায়। ঠিক তেমনি সুন্দরভাবে এই ফুলগুলো ফুটে থাকে লতার সাথে। বছরের অধিকাংশ সময় লক্ষ্য করা যায় এই ফুল ফুটে থাকতে। আমাদের বাড়িতে এখনো এই মাধবীলতা ফুল ফুটেছে। এ যেন অন্যরকম এক সৌন্দর্য।


IMG_20240511_101301.jpg


আলোকচিত্র: ৩



এবার আপনাদের মাঝে তুলে ধরলাম আকন্দ ফুলের সৌন্দর্য। এই ফুল টাও বন জঙ্গলে হয়ে থাকে। রাস্তার পাশে এমনকি পুকুরপাড়ে বেশ লক্ষ্য করা যায় আমাদের এখানে। এই ফুলটা সৌন্দর্য বেশ অনেক কিন্তু ইচ্ছে থাকলেও হাতে নিতে পারি না। কারণ এই ফুলের গাছে রয়েছে অধিক পরিমাণ আঠা। আঠা বা কস হাতে লেগে যায়।


IMG_20240502_182645.jpg


আলোকচিত্র: ৪



এখন আপনারা দেখতে পাচ্ছেন জুম করে ফটো ধারণ করেছিলাম বেশ কিছু আমের। আমাদের আম গাছে একটি থোকায় অনেকগুলো আম ধরেছিল। তবে এটা পুকুরপাড়ে বেশ দূরে। তাই একটু জুম করে আমি এই ফটোটা ধারণ করার চেষ্টা করেছিলাম। হয়তো আমগুলো এখন আর গাছে নেই, তবে তার সুন্দর স্মৃতি হয়ে গেছে আমাদের মাঝে।



IMG_20240511_101540.jpg


আলোকচিত্র: ৫



এটা একটি বাঁশ বাগানের সুন্দর চিত্র। অতি ঘনসম্পন্ন বাঁশি গুলো বাগানে। আসলে প্রাকৃতিক পরিবেশের মাঝেও বেশ সৌন্দর্য থেকে থাকে যদি আমরা তা ভালোভাবে উপলব্ধি করতে পারি তখনই বুঝি। হয়তো এই চিত্রের মাধ্যমে আপনারা অন্যরকম সুন্দর্য খুঁজে পাবেন। এই বাসগুলো বিভিন্ন কাজে ব্যবহার করা যায় আবার অনেকেই বাঁশ বাগান তৈরি করে প্রতিনিয়ত বাঁশ বিক্রয় করে আর্থিক লাভবান হয়ে থাকে।


IMG_20240419_140851.jpg


আলোকচিত্র: ৬



এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে ভাসমান একটি পাতিহাঁসের চিত্র। আমাদের এখানে অনেক কুকুর রয়েছে আর গ্রামে কম বেশি মানুষ পাতি হাঁস পালে। তাই রাত পোহালে পুকুরের দিকে তাকালেই দেখতে পাওয়া যায় এমন পাতি হাঁস গুলো।


IMG_20240505_132004.jpg


আলোকচিত্র: ৭



এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি কলা গাছের সুন্দর চিত্র। কি সুন্দরভাবে গাছটা খাড়া অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মাঝে মধ্যে গাছপালার ফটো ধারণ করছি আমার খুবই ভালো লাগে। ঠিক তেমনি এই ফটোটা ভালোলাগার অনুভূতি থেকে ধারণ করেছিলাম।


IMG_20240419_140540.jpg


আলোকচিত্র: ৮



মোবাইলের গ্যালারির দিকে তাকালে হঠাৎ যদি এই জাতীয় ফটোগুলো খেয়াল করি তাহলে মনে পড়ে যায় সে প্রচণ্ড গরমের দিনের কথাগুলো। আসলে একটু স্বস্তির জন্য মনের প্রশান্তির জন্য কত নাই এক জায়গা থেকে আরেক জায়গায় বসেছি পাখা দিয়ে অথবা চার্জার ফ্যান দিয়ে গা শীতল করে নিজেদের ভালো রাখার চেষ্টা করেছি। প্রচন্ড রোদ গরমে উপরের মাটি যেমন ফেটে গেছিল ঠিক তেমনি পুকুরের পানি শুকিয়ে মাটি এভাবেই ফেটে গেছিল। এখন আলহামদুলিল্লাহ পুকুরের পানি কানায় কানায় পরিপূর্ণ।


IMG_20240501_153646.jpg



2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


পোস্ট বিবরণী


ডিভাইসInfinix Hot 11s
বিষয়রেনডম ফটোগ্রাফি
লোকেশনজুগীরগোফা,গাংনী-মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।



6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার পোস্টটি পড়ে মনে হলো যেন প্রকৃতির সৌন্দর্যের এক অনন্য সংগ্রহশালা। আপনার ফটোগ্রাফির মাধ্যমে বনফুল, মাধবীলতা, আকন্দ ফুল এবং বাঁশ বাগানের সৌন্দর্য যেভাবে তুলে ধরেছেন, তা সত্যিই অসাধারণ। প্রতিটি ছবি যেন নিজের মধ্যে এক একটি গল্প বহন করে। আপনার এই সৃজনশীল প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়। ধন্যবাদ আপনাকে।

একদম গ্রামীণ পরিবেশ থেকে ধারণ করা

আপনি খুব চমৎকার ফটোগ্রাফি করতে পারেন। আজকে আপনি বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি পোস্ট উপহার দিলেন। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর করে ক্যাপচার করেছেন। বিশেষ করে বনফুল ও মাধবীলতা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর পোস্ট উপহার দেওয়া জন্য।

চেষ্টা করেছি ভাইয়া।

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ফটোগ্রাফি করার দক্ষতা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে মাধবীলতা ফুলের ফটোগ্রাফি এবং হাঁসের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

আপনার মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো

সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। গ্রামের দৃশ্যগুলো যেন ফুটিয়ে তুলেছেন।

হ্যাঁ ভাইয়া

আপনার ফটোগ্রাফি গুলো প্রতিবারের ন্যায় এবারও অনেক সুন্দর ছিল। ফটোগ্রাফি করতে এবং দেখতে দূরে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর আপনি আজ আমাদের মাঝে অসাধারণ সব ফটোগ্রাফি শেয়ার করেছেন সবথেকে ভালো লেগেছিল পানির মধ্যে পাতিহাঁস ভেসে ছিল এই ফটোগ্রাফিটি। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর ছিল বিশেষ করে দুই নং ফটোগ্রাফিতে শেয়ার করা মাধবীলতা ফুলের সৌন্দর্যটা বেশি আকর্ষণীয় ছিল। যাইহোক স্বচ্ছ সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

অসাধারণ একটি রেনডম ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রতিটি ফটোগ্রাফি আমার কাছে দারুন লেগেছে। খুবই সুন্দর অ্যাঙ্গেল থেকে এই ফটোগ্রাফিগুলো করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।