কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের দেখাতে চলেছি, গাছি ভাইয়ের ডাব গাছ থেকে ডাব সংরক্ষণের মুহূর্তের সুন্দর ভিডিও। আশা করব আমার এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং যারা এখনো দেখেননি কিভাবে গাছী ভাইয়েরা ডাব গাছে উঠে সংরক্ষণ করে থাকে তার বাস্তব ভিডিও।
ডাব সংরক্ষণের ভিডিওগ্রাফি
আমাদের বাড়িতে মোট সাতটি নারিকেল গাছ রয়েছে। তবে আগের মত এই গাছগুলোতে আর তেমন ডাব ধরে না। আগে লক্ষ্য করে দেখেছি এক দিকে গাছে নারিকেল থাকতো ডাব থাকতো আবার বিক্রেতার কাছে বিক্রয় করা হতো। বিভিন্ন গ্রাম থেকে ডাব কেনার জন্য গাছি ভাই আসতো এবং নির্দিষ্ট দামদর হলে পারে গাছে উঠে ডাব পেড়ে নিয়ে যেত। তবে ইদানিং খুবই কম হয় যার জন্য তেমন বেশি আর ডাব বিক্রয় করা হয় না। যাইহোক একদিন আমি রুমের মধ্যে শুকনা খাবার খাওয়া-দাওয়া করছি। ঠিক এমন একটা মুহূর্তের জানালা দিয়ে লক্ষ্য করে দেখলাম আমাদের তেঁতুল গাছের পাশে থাকা ডাব গাছটাতে একজন গাছি ভাই উঠছেন। ওই মুহূর্তে আমার সামনে মোবাইলটা ছিল। আমার হাতের এই মোবাইলটা দিয়ে জুম করে ভিডিও ধারণ করতে ফটো ধারণ করতে খুবই পছন্দ করি আমি। কারণ বেশি দূরের জায়গার জিনিস ভালোভাবে জুম করে ফটো তোলা যায়। যাইহোক হঠাৎ ওই মুহূর্তে মাথায় আসলো গাছি ভাইয়ের ডাব পাড়ার একটি ভিডিও ধারণ করলে কেমন হয়। তখন মনে হল আইডিয়াটা মন্দ নয়।
এরপর আমি দ্রুত মোবাইলে ভিডিও ধারণ শুরু করলাম এবং জানালার গ্রিলের সাথে মোবাইলটা ধরে রাখলাম। এই গাছটা আমাদের বাড়ির পাঁচিলের ওই পাশে। তাই একটু দ্রুত থাকায় বেশি জুম করতে হয়েছে। গাছি ভাই গাছের মধ্যে উঠে গেলেন এরপর সে তার নিজের পূর্ব অভিজ্ঞতার মত করেই একটি ডাবের কাইন রশি দিয়ে বাঁধলেন অতঃপর কাটারই দিয়ে কাটলেন। এরপর ধীরে ধীরে গাছ থেকে কাইনটা নামালেন। এ সমস্ত কাজগুলো অনেক রিস্কের কাজ। যারা এ কাজগুলো করে তারাই জানে এর খাটনি কেমন। কারণ গাছে ওঠা বেশ কঠিন আর সেই জায়গায় গাছে উঠে এভাবে ডাব সংরক্ষণ করা আরো কঠিন কাজ। হয়তো আমরা স্বচক্ষে দেখে অভ্যস্ত হয়ে গেছি এই সমস্ত কার্যকলাপ গুলো। কিন্তু এগুলো কতটা কঠিন যারা জানেনা বা পারে না তারপরও চেষ্টা করতে যায় তারাই বেশি বুঝে। হয়তো গাছে ভাইয়ের কাছে অনেকটা সহজ হয়ে গেছে কিন্তু স্বাভাবিক মানুষের কাছে অতটা সহজ নয়। তবে একটা বিষয় আমি সবচেয়ে বেশি মূল্যায়ন করে থাকি যে সমস্ত মানুষ নিজের পরিশ্রমে গায়ের ঘাম ঝরিয়ে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকে তাদেরকে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি। এরা প্রকৃতপক্ষে সংগ্রামী। কিন্তু এই সমস্ত শ্রেণীর মানুষদেরকে আমরা মূল্যায়ন করি না। আমরা বাজারে যখন দুই একটা ফল কিনে খাই তখন এদেরকে মনে করি একেবারেই নিম্ন শ্রেণীর। কিন্তু এরা যে বড় সংগ্রামী মানুষ সংগ্রাম করে টিকে থাকে আমাদের মুখে ফল সংরক্ষণ করে এনে দেয় সেটা আমরা কয়জন গভীরভাবে ভাবার চেষ্টা করি?
দিনকে দিন যদি গাছের দিকে চেয়ে থাকতাম তা কিন্তু সম্ভব হতো না ডাব গাছের ফল পেড়ে খাওয়া। হয়তো পরিবারের ছেলে সদস্যদের মুখাপেক্ষী হতে হবে অথবা তারা অন্যদের মাধ্যমে পেরে আমাদের সামনে এনে দিবে। কিন্তু এই সমস্ত ভাইয়েরা এভাবেই ফল সংরক্ষণ করেন এবং বাজারে বিক্রয় করেন নিজেদের জীবিকা অর্জনের জন্য। তবে আমাদের সব পেশাকে মূল্যায়ন করা প্রয়োজন এবং সেই পেশার মানুষদেরকে সম্মান করা প্রয়োজন। কারণ মানুষের সাথে ভালো ব্যবহার করতে পয়সা লাগে না। ভাইয়াটা যখন গাছ থেকে ডাব পেড়ে নিয়ে আসলো আমি কিন্তু খুব সহজে তার কাছ থেকে দুইটা ডাব নিয়ে নিলাম। তখন আমি লক্ষ্য করে দেখেছিলাম তার সমস্ত শরীর ঘামে ভেজা। বেশি জোরে জোরে শ্বাস নিচ্ছেন। হয়তো ভিডিওটা যখন ধারণ করলাম তখন আপনাদের দেখানোর জন্য, আনন্দ পাওয়ার জন্য কিন্তু এর পিছনে একজন ব্যক্তির কতটা পরিশ্রম লুকিয়ে রয়েছে সেটা শুধু উপলব্ধি করার বিষয়। যাইহোক আমাদের এই সমস্ত মানুষদেরকে শ্রদ্ধার চোখে দেখতে হবে, সম্মান করতে হবে এবং বেশি বেশি গাছ লাগাতে হবে, ফলের গাছ। এ জাতীয় ফলের গাছগুলো আমাদের লাগানো প্রয়োজন, কারণ বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তারের ডাব খেতে বলেন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | ডাব সংরক্ষণ |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
youtube চ্যানেল | @Allblog10 |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
ডাব সংরক্ষণের ভিডিও দেখে অনেক ভালো লাগলো। একজন ডাব সংগ্রহ করছেন আর আপনি জুম করে সেই মুহূর্তটা ভিডিও করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে। ভিন্ন রকমের একটি ভিডিও পোস্ট দেখলাম আপু। দারুন হয়েছে আপনার ভিডিওটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি ভিন্ন ধরনের জিনিসই শেয়ার করব এখন থেকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খুব সুন্দর একটি ভিডিও আজকে আপনি আমাদের মাঝে প্রকাশ করেছেন। আমরা গ্রামের মানুষ এই জাতীয় কাজকর্মগুলো দেখে অভ্যস্ত তাই হয়তো ততটা গুরুত্ব দেয় না। তবে আপনার লেখা কথাগুলো সত্যি আমার মনে লেগেছে। বেশি দারুণ বিষয় আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছেন ভিডিওগ্রাফির মাধ্যমে। অবশ্য আমিও গাছে উঠে ডাব পাড়তে পারি। কিন্তু অনেকদিন আর উঠি না। এটা খুবই রিক্সার ব্যাপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি গাছে উঠতে জানেন সেটা আমি জানি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ডাভ সংরক্ষণের ভিডিওগ্রাফি টা দেখে অনেক ভালো লাগলো। একজন গাছ থেকে ডাব সংগ্রহ করছে আর আপনি সেই মুহূর্তে ভিডিও করেছেন দেখে বিষয়টা বেশ ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ হঠাৎ মনে পড়েছিল তাই ভিডিও করেছি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি ইউনিক ভিডিও পোস্ট দেখতে পেলাম। গাছি ভাই ডাব সংরক্ষণ করছেন আর আপনি সেই মুহূর্ত জুম করে ভিডিও করলেন।ভালো লাগলো,ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হঠাৎ মাথায় এসেছিল তাই ভিডিওটা ধারণ করতে পেরেছি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জানালা দিয়ে জুম করে বেশ ভালোই ফটোগ্রাফি ও ভিডিও করেছেন আপু।ডাব খেতে খুব ভালো লাগে আমার। আপনি গাছি ভাইয়ের কাছে থেকে দুটো ডাব নিয়েছেন জেনে ভালো লাগলো।গাছি গাছ থেকে নামার পর হাপিয়ে গেছে এবং জোরে জোরে শ্বাস নিচ্ছে ও ঘেমে গেছে কারণ গাছে ওঠা অতোটাও সহজ কাজ নয়।গাছে উঠতে অনেক সাহস শক্তিও মনোবলের দরকার হয়।ধন্যবাদ আপনু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি করে বিস্তারিত বর্ণনা করে ডাব পাড়ার পোস্ট টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এগুলো কঠিন কাজ কিন্তু আমরা মূল্যায়ন করি না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাব সংরক্ষণ করার খুবই সুন্দর একটি পোস্ট আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপু যারা এভাবে গাছ থেকে ডাব সংরক্ষণ করে ওদের কাছে গাছে ওঠা কোন ব্যাপারই না। আর আপনি এই পদ্ধতিটি দেখে খুবই সুন্দর করে ভিডিও ধারণ করেছেন। সেই সাথে আমাদের মাঝে শেয়ার করেছেন। তারপরে সে যখন ডাব পেড়ে নিয়ে আসলো আপনি দুইটা ডাব নিয়ে নিলেন। তাছাড়া মানুষের সাথে ভালো ব্যবহার করলে সে খুবই খুশি হয়। অসংখ্য ধন্যবাদ আপু পোস্টটি খুব সুন্দর ভাবে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাই সবার সাথে ভালো আচরণ করা প্রয়োজন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit