আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে চারটা ছোট ছোট কবিতা শেয়ার করব। আমার কবিতাগুলো আজকের ভিন্ন অনুভূতি দিয়ে লেখা। আশা করবো আমার এই কবিতা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে আবৃত্তি করি।
জীবন চলাতে চাই আমি।
থাকবে না সেথায় মন উচাটন
আসবে না কোন পাগলামি।
মনের খবর জানবো আমি
জানবে অন্তর্যামী।
তোমার তরে সোঁপেছি মন
অমঙ্গল হবে না জানি।
সুখের পরে দুঃখ।
সবকিছুর মাঝে সৎ থাকবো
উদ্দেশ্যটা আমার মুখ্য।
মন রাখবো উদার করে
দৃষ্টিভঙ্গি থাকবে সচেতন।
মনের মাঝে মানবতা রাখবো
বেঁচে আছি যতক্ষণ।
দিয়েছো খোদা মোর।
ভাবতে তোমার বিশ্বজগত
হয়ে যায় বিভোর।
কত কিছু এই দুনিয়ায়
আমি এক ক্ষুদ্রজন।
আশা ভরসা তোমার হাতে
তবুও স্বপ্ন দেখে মন।
পরিবর্তন হয়েছে প্রাকৃতিক পরিবেশ।
সবকিছুর মাঝে মায়ের ভালোবাসা
হয়না কখনো শেষ।
দেখেছি কত জোয়ার ভাটা
উত্থান পতনের দেশ।
মা যতক্ষণ জীবিত থাকবে
ভালোবাসা হবে না নিঃশেষ।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
বেশ কয়েকটা দিন যেন ভিন্ন অনুভূতি মনের মধ্যে। আর সে অনুভূতি দিয়ে আমি কবিতাগুলো লিখেছি। যেখানে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা অনুভূতি। দুনিয়া নিয়ে ভাবনা চিন্তা। নিজের মধ্যে সজাগ দৃষ্টিভঙ্গি রাখা। পিতা-মাতা স্নেহ ভালোবাসা। এই সমস্ত বিষয়গুলো যেন আমার মধ্যে বারবার ঘুরপাক খেলছিল। তাই তেমনি চার রকমের অনুভূতি দিয়ে ভিন্ন ধরনের এই কবিতাগুলো লিখেছি। তবে কবিতাগুলো একটু সুন্দর ভাবে লেখার চেষ্টা করেছি। আপনাদের নিকট কতটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের কাজ কমপ্লিট
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। ভিন্ন অনুভূতি দিয়ে লেখা আপনার চারটা ভিন্ন রকমের কবিতা। যেন নতুন চিন্তা ধারা মনের মধ্যে আবির্ভাব হলো আমারও। যেখানে প্রেম-ভালোবাসা বাদ রেখে অন্যরকম চেতনার কবিতা লেখার অনুভূতি হল কবিতা আবৃত্তি করে। এত সুন্দর কবিতা লিখে প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার আপনার লেখা অনু কবিতা গুলো পড়ে আমার খুবই ভালো লাগে। এত সুন্দর ভাবে অনু কবিতা লিখেছেন। ভাষাগুলো অসাধারণ ছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতার এই এক সুবিধা মনের অনুভূতি গুলো খুব সুন্দর ভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করা যায়। অনেক বিষয় আছে মুখে বলা যায়না তা কবিতার মাধ্যমে লেখা যায়। সেরকমই মনে হয়েছে আমার কাছে আপনার কবিতাগুলো। শেষের অনু কবিতাটি বেশি ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি সুন্দর ভিন্ন ভিন্ন অনু কবিতা লিখেছেন। আপনার অনু কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে মায়ের ভালোবাসা অনু কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর মনের সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার অনু কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ দারুন দারুন কিছু অনু কবিতা লিখেছেন। অনু কবিতাগুলো সম্ভব সুন্দর হয়েছে। কবিতার প্রতিটি লাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। বিশেষ করে দ্বিতীয় ও তৃতীয় নম্বর অনু কবিতা অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit