আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি মাছ ধরা ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি পাশের পুকুরে আঙ্কেলদের মাছ ধরার মুহুর্তের ভিডিও। আশা করি আমার এই ভিডিওগ্রাফি আপনাদের ভালো লাগবে।
![IMG_20240213_125500_1.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmVDDhFtJE21ngcUHF815bqdDzVTpXD26cmYQUTfp9USZx/IMG_20240213_125500_1.jpg)
Photography device: Infinix Hot 11s-50mp
সবজি তোলার জন্য একদিন পুকুর পাড়ে যাচ্ছিলাম। যেতে পথে দেখলাম আমাদের পাশের পুকুরের চাচারা মাছ ধরছে। আমাদের পুকুরপাড় চারপাশে বাগান করা আর ঘেরা এই জন্য রান্না খাওয়া কলা উত্তোলন করতে চাচাদের ওই পুকুর অতিক্রম করে যেতে হয়। ঠিক এই দিন এভাবেই যখন যাচ্ছিলাম আমরা, তখন দেখলাম যে পুকুরে মাছ ধরার জন্য জাল নামাচ্ছে। ঠিক ওই মুহূর্তে আমি আমার কাজ সেরে চাচাদের পুকুরের পাড় দিয়ে আমাদের আর একটা পুকুরে অবস্থান করবো, ওই মুহূর্তে দেখলাম তারা পুকুরের মধ্যে জাল টেনে মাছ ধরার কাজ শুরু করে দিয়েছে। ঠিক ওই মুহূর্তে আমার জন্য সুযোগ হয়ে গেল সুন্দর ভিডিও ধারণ করার। কারণ আমরা সবাই জানি মাছ ধরতে দেখলে, দেখতে কার না ভালো লাগে। তাই পাশে থাকা কুল গাছের ছায়ায় দাঁড়িয়ে আমি তাদের মাছ ধরা দেখছিলাম এবং পাশাপাশি ভিডিও ধারণ করছিলাম। ওই মুহূর্তে আমাদের আঙ্কেল আন্টি উপস্থিত ছিলেন। আঙ্কেল আন্টিদের সাথে বেশ অনেক বিষয়ে কথা হয়েছিল। তারা এ পুকুরের পানি সম্পূর্ণ তুলে ফেলবে। এরপর পুকুরটা একটু শুকাবে। এরপর এই পুকুরে অনেক পাঙ্গাস মাছের ছোট বাচ্চা দিবে।
![IMG_20240213_125550_9.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbdUbL1C6eNDRPgKAyn91bPFGtxVp2zPtP7JwW4QcSs1h/IMG_20240213_125550_9.jpg)
Photography device: Infinix Hot 11s-50mp
তবে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জেলেরা মাছ ধরছে, এই মাছ কিন্তু বিক্রয়ের জন্য না। জেলেদের লেবার মত নিয়ে আসা হয়েছে। আঙ্কেল তাদের এক পুকুর থেকে আরেক পুকুরে মাছ তুলে দিয়েছিলেন। কারণ এই মাছগুলো আর একটা পুকুরের দেয়া থাকলে খুব দ্রুত বড় হয়ে যাবে এবং সময়মতো বিক্রয় করতে পারবে। শুধুমাত্র এর মধ্য থেকে বিক্রয় করা যাবে এমন কিছু তেলাপিয়া উনাদের কাছে বিক্রয় করেছিলেন। তবে মাছধরা দেখতে বেশ ভালো লাগছিল আমার। মাছ ধরা মানুষগুলো সব আমাদের গ্রামের, কয়েকজন বাইরে থেকে এসেছে।
পুকুরে এভাবে জাল দিয়ে চারিদিকে ঘিরে মাছ ধরার দৃশ্য উপভোগ করতে আমার কাছে খুবই ভালো লাগে। যেটা অনেকদিন হলো উপভোগ করা হয় না । আপনাদের অঞ্চলে অনেক মাছ চাষ হয়। প্রায়ই পোস্টের মাধ্যমে দেখতে পাই। মাছ ধরার দৃশ্য আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে ভালোই উপভোগ করলাম । আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঠিক বলেছেন ভাইয়া, আমারও খুব ভালো লাগে দেখতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই ধরনের দৃশ্য সামনাসামনি দেখার অনুভূতিটাই আলাদা। আমি কখনো এরকম দৃশ্য সামনাসামনি দেখিনি। বেশ ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফি টা দেখে। ভালোই মাছ পেয়েছেন দেখছি। আপনাদের ওখানে বিভিন্ন ধরনের সবজি এবং মাছ চাষ হয় যেগুলো ফটোগ্রাফির মাধ্যমে দেখি। বেশ ভালই লাগে এই জিনিসগুলো। মুহূর্তগুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করবেন আপু কোথাউ এসে দেখার জন্য। এতে অনেক ভালো লাগার সৃষ্টি হয়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit