মোবাইলে ধারণ করা বিভিন্ন ফলের রেনডম ফটোগ্রাফি

in hive-129948 •  2 months ago 


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার ফলের রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। বিভিন্ন সময়ে হাতে পাওয়া ফলের ফটো ধারণ করেছিলাম তা আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

IMG_20240517_094359_5.jpg



রেনডম ফলের ফটোগ্রাফি


আমাদের জাতীয় ফল কাঁঠাল। কাঁঠাল আমি অনেক পছন্দ করে থাকি। রান্না খেতে যেমন ভালো লাগে। পাকা খেতেও তেমন ভালো লাগে আমার। এবার আমাদের বাড়ির কাছে অনেকগুলো কাঁঠাল হয়েছিল। আমার বাবার বাড়িতে কাঁঠাল বাগানে অনেক কাঁঠাল হয়েছে। তাই উভয় জায়গা থেকে বেশ অনেক কাঁঠাল খাওয়ার সুযোগ হয়েছিল এবার। এখানে কাঁঠাল খাওয়ার আগ মুহূর্তে ধারণ করা ফটো।

IMG_20240801_172235_439.jpg


পাকা পেঁপে আমি অনেক পছন্দ করি। অন্যান্য ফলের মধ্যে পাকা পেঁপে শরীরের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি যতটা জানি গ্যাস দূর করতে এবং সুস্থ রাখতে পাকা পেঁপে আমাদের খাওয়া অনেক প্রয়োজন। এই ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন পাকা পেঁপের একটা ফালি।

IMG_20240506_130754_310.jpg


আমড়া খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। আর সেই ফলটা যদি হয় নিজের গাছের ফল তাহলে তো আরো ভালো লাগার। মাঝে মধ্যে আমাদের কাছ থেকে এই ফল পাড়া হয়। আর আমড়া গুলো ছুঁলে ঝাল লবণ মাখিয়ে খেতে ভালো লাগে। সি ভিটামিন সমৃদ্ধ এই ফলটা আমাদের খাওয়া প্রয়োজন দাঁত ও হাড়ের গঠনের জন্য।

IMG_20240811_111531_532.jpg


এই মুহূর্তে আপনারা যে ফটোগ্রাফি দেখতে পাচ্ছেন এটা নারিকেলের সাস। আধোপাকা নারিকেল গুলো আমি অনেক পছন্দ করি। কাঁচা খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনি এই জাতীয় নারী কল দিয়ে বিভিন্ন পিঠা তৈরি করে খেতে ভালো লাগে। আমাদের গাছ থেকে যখনই পড়া হয় তখনই খাওয়ার সুযোগ হয়।

IMG_20240831_201144_058.jpg


বিভিন্ন ফলের মধ্যে আতা ফলটা আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে বেশ অনেকগুলো গাছ রয়েছে এই ফলের। এবার অনেকগুলো সংরক্ষণ করেছিলাম গাছ থেকে। এই ফল পাকলে খাওয়ার সময় ভেতরে একটু বালি বালি অনুভব হয়। ফলটা কালো কালো ছোট বিচি সমৃদ্ধ। শীতের সময় এই ফলটা আমাদের গাছগুলোতে পাওয়া যায়।

IMG_20240327_121117_993.jpg


জাম্বুরা মাখা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কম রয়েছে। জাম্বুরা আমি অনেক পছন্দ করি। এবার বেশ কয়েকবার এই ফল খাওয়ার সুযোগ হয়েছিল আমার। আর সেই জাম্বুরা মাখা খাওয়ার মুহূর্তে ফটো ধারণ করেছিলাম। এই ফলটাও ভিটামিন সি সমৃদ্ধ।

IMG_20240830_101726.jpg


এবার আমাদের সকল আম গাছে কমবেশি আম ধরেছিল। রাস্তার পাশে থাকা ছোট আমগাছটাতেও অনেক আম ধরেছিল এবার। এই মুহূর্তে আপনারা যে আম দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির গাছের। আমাদের বাড়িতে বিভিন্ন রকমের আম গাছের মধ্যে এ জাতের আম গাছ একাধিকটা রয়েছে।

IMG_20240511_101617.jpg


এতক্ষণ যে সমস্ত ফলগুলো আপনাদের মাঝে শেয়ার করেছি তার মধ্যে লিচু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এ বছর আলহামদুলিল্লাহ অনেক লিচু খাওয়ার সুযোগ হয়েছিল আমাদের। নিজের গাছে যেমন অনেক লিচু ধরেছিল, তেমন বাজার থেকেও অনেক কিনে খাওয়া হয়েছিল। আর ঠিক তেমনি লিচু খাওয়ার মুহূর্তে ধারণ করা এই একটি ফটোগ্রাফির।

IMG_20240617_002643.jpg


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


ডিভাইসHuawei P30 Pro-40mp
বিষয়বিভিন্ন ফলের ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ ‌


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

আপু আজ আপনি অনেক সুন্দর সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করে সবগুলো ফটোগ্রাফি দেখতে অসাধারণ হয়েছে। বিশেষ করে অসময়ে লিচু ও কাঁঠালের ফটোগ্রাফিটি দেখতে পেয়ে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

এটা বাজার থেকে কেনা লিচু

মোবাইলে ধারণ করা অনেকগুলো ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। বর্ধমান সময়ে মোবাইল দিয়েও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি ধারণ করা সম্ভব। বিশেষ করে কাঁঠালের ফটোগ্রাফি এবং জাম্বুরার ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

আপনি কিন্তু ঠিক কথা বলেছেন

বিভিন্ন রকম ফলের খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। গাছে থাকা কাঁচা আম আর জাম্বুরা মাখা দেখে আমার লোভ লেগে গেল। ইচ্ছে করছে এখনই একটু খেয়ে দেখি। আপনি চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

জাম্বুরা আমার খুব ভালো লাগে

ওটা আতা? দেখে তো মনে হচ্ছে রামফল। আতারই বুনো পাহাড়ি জাত৷ কাঁঠাল গুলো কিন্তু বেশ ভালো খাজা কাঁঠাল। সবথেকে প্রিয় হচ্ছে নারকেলের শাস। মজার কথা কি শুনবেন এখানে সবার জলপাই এর রেসিপি দেখে আমার মাঝেমধ্যে মনে হচ্ছে আমড়া আর জলপাই বোধহয় একই জিনিস। আমি আবার গুগুল করে দেখলাম। যাইহোক স্বাস্থ্যকর ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি।

আমাদের বাড়িতে এই ফলের গাছ আছে সবাই আতা ফল নামে জানে

আপনি দেখতেছি প্রিয় এবং মজার কিছু ফলের ফটোগ্রাফি করেছেন। তবে নিজেদের ফল গাছ থাকলে ভালো। আমাদের বাড়িতেও অনেক ধরনের ফল গাছ আছে। তবে আপনার ফলের ফটোগ্রাফি গুলো আমার কাছে সব ভালো লাগলো। এটা ঠিক বলেছেন জাম্বুরা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। সবগুলো ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

হ্যাঁ আমাদের বাড়িতে অনেক গুলা ফুলের গাছ আছে

বিভিন্ন ধরনের ফলের ফটোগ্রাফি গুলো দারুণ হয়েছে আপু। আতাফল আমার খুব পছন্দ। আমাদের একটা আতাফল গাছ ছিলো এবং সেই গাছে প্রচুর আতাফল হতো। কিন্তু গাছটা মরে গিয়েছে বেশ কিছুদিন আগে। যাইহোক ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আমাদের বাড়িতে বেশ কয়েকটা আতা ফল গাছ আছে

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার শেয়ার করার ফটোগ্রাফি গুলো দেখতে বেশ চমৎকার লাগছে। অনেক দক্ষতা ও ধৈর্যের সাথে ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ আপু