লেভেল ৪ হতে আমার অর্জন - By @jannatul01

in hive-129948 •  9 months ago 


আসসালামু আলাইকুম


IMG_20240401_150237_703.jpg



কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির এবিবি স্কুল কর্তৃক লেভেল ফোর এর ক্লাসে অংশগ্রহণ করেছি এবং @rupok মডারেটর ভাইয়ার লেকচার শুনেছি। এরপর ক্লাসের লেকচার শীট পড়ে মোটামুটি এক্সচেঞ্জ সম্পর্কে অনেক ধারণা পেয়েছি। বেশ কিছুদিন প্র্যাকটিস করা ও শীট লেখার পর মৌখিক ক্লাসে অংশগ্রহণ করি। বেশ ভয়-ভীতির মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছি। কেমন জানি একটু বোঝাশোনা বিষয়গুলো গুলিয়ে যাচ্ছিল, তাই শীট দেখে দেখেও বলতে পারছিলাম না। হার্টবিট বেড়েই চলেছিলা, আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছি তাই আজকে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য উপস্থিত হলাম। আমি এই ক্লাসে যে সমস্ত বিষয়গুলো বুঝেছি প্রশ্ন অনুসারে সেভাবে উত্তর দেয়ার চেষ্টা করব।


প্রশ্ন: 👉 p2p কি?

উত্তর: P2P হচ্ছে পার্সন টু পার্সন। এক ব্যক্তির Steemit একাউন্ট হতে আরেক জনের Steemit একাউন্টে STEEM, SBD, TRX ট্রান্সফার করাকেই P2P বলে। তবে এই কাজ 'আমার বাংলা ব্লগ' এ সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ কোন প্রয়োজনে মডারেটরদের অনুমতি নিয়ে তারপর P2P করা যাবে। তবে অবশ্যই বিশেষ কারণ থাকতে হবে।


প্রশ্ন: 👉 P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 SBD সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


উত্তর: P2P এর মাধ্যমে @level4test এ SBD সেন্ট করতে যা করণীয় তা পর্যায়ক্রমে দেখানো হলো।

(i) প্রথমে active key দিয়ে Steemit ID Wallet লগইন করে নিব।
(ii) এরপর ওয়ালেটর STEEM DOLLARS লেখার পাশের থাকা ড্রপডাউন মেনুতে ক্লিক করব।

Screenshot_20240331-173406.jpg

(iii) সামনে ট্রান্সফার অপশন আসবে সেখানে ক্লিক করব। এরপর ট্রান্সফার টু একাউন্ট নামের অপশনে To এর জায়গায় level4test অ্যাড্রেস লিখব। এবার অ্যামাউন্ট ঘরে 0.001 SBD বাসাবো। এবার ম্যামোর ঘরে সঠিক ম্যামো বাসাবো। এরপর next বাটনে ক্লিক করবো।

Screenshot_20240331-173654.jpg

(iv) এবার নিশ্চিত হওয়ার জন্য একটি অপশন আসবে। সব দেখে নেব ঠিকঠাক আছে কিনা, এরপর ok ক্লিক করব। Active key দিয়ে ওয়ালেট লগইন করা থাকায় ট্রান্সফার হয়ে যাবে। এরপর আমরা নিশ্চিত হতে ওয়ালেটের নিচে History চেক করতে পারি।

Screenshot_20240331-174059.jpgScreenshot_20240331-174113.jpg



প্রশ্ন: 👉 P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.001 Steem সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।


উত্তর: P2P এর মাধ্যমে Steemit অ্যাকাউন্ট হতে level4test অ্যাকাউন্ট 0.001 steem পাঠানোর প্রসেস পর্যায়ক্রমে দেখানো হলো।

(i) প্রথমে আমার Steemit আইডির ওয়ালেট active key দিয়ে লগইন করব।
(ii) এরপর লিকুইড স্টিমের পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করব। সেখানে Transfer অপশন পাবো।

Screenshot_20240331-180224.jpg

(iii) ট্রান্সফার অপশন এ ক্লিক করব। ট্রান্সফার টু একাউন্ট নামের একটি লিস্ট ওপেন হবে। এখানে To এর বক্সে level4test লিখব এবং অ্যামাউন্ট এর জায়গায় 0.001 steem লিখব। ম্যামোর জায়গায় ম্যামো বাসাবো, তারপর next বাটন ক্লিক করব।

Screenshot_20240331-180655.jpg

(iv) এরপর নিশ্চিত হওয়ার জন্য কনফার্ম ট্রান্সফার অপশন দেখব, তারপর ok করব। Active key দিয়ে ওয়ালেট লগইন থাকায় ট্রান্সফার হয়ে যাবে। এরপর আমরা চাইলে খুব সহজে History ট্রান্সফার দেখতে পারি।

Screenshot_20240331-180727.jpgScreenshot_20240331-180748.jpg


প্রশ্ন: 👉 P2P এর মাধ্যমে আপনার Steemit অ্যাকাউন্ট হতে @level4test অ্যাকাউন্ট এ 0.01 TRX সেন্ড করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর: P2P এর মাধ্যমে আমার Steemit অ্যাকাউন্ট হতে level4test অ্যাকাউন্ট 0.01 TRX ট্রান্সফার করার প্রসেস দেখানো হলো।

(i) প্রথমে আমি আমার আইডির ওয়ালেট Active key দিয়ে লগইন করে নিব। এবার আমি TRX এর কাছে ড্রপ ডাউন মেনু এর উপর ক্লিক করব। এরপর Transfer এ ক্লিক করব।

Screenshot_20240331-192847.jpg



(ii) এবার ট্রান্সফার টু একাউন্ট ওপেন হবে। সেখানে
To এর স্থানে level4test অ্যাকাউন্টটা বসাবো। এরপর নিচে থাকা বক্সের মধ্যে switch to tron account সিলেক্ট করে নেব। এবার অ্যামাউন্ট এর ঘরে 0.01 TRX অ্যামাউন্ট বসাবো। ম্যামোটি স্থানে ম্যামো না বসালেও চলে। Next বাটনে ক্লিক করব।

Screenshot_20240331-193459.jpg

(iii) এবার সব ঠিকঠাক আছে কিনা ভালো করে দেখে নেব। তারপর confirm হব,ok করব। এরপরে Tron private key দিয়ে TRX ট্রান্সফার ক্লিক করে দেব। আর এভাবেই TRX P2P হয়ে যাবে।

Screenshot_20240331-193906.jpgScreenshot_20240331-194510.jpg


প্রশ্ন: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করুন। এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর: Internal Market এ 0.1 SBD কে Steem এ Convert করার কার্যক্রম পর্যায়ক্রমে দেখানো হলো।

(i) Steemit ID এর ওয়ালেট Active key দিয়ে লগইন করবো। এবার প্রোফাইল পিকচারের ডান পাশে থাকা থ্রি-বার চিহ্নতে ক্লিক করব। সেখানে currency market লেখা দেখতে পারবো।

Picsart_24-03-31_20-07-49-362.jpg



(ii) এবার কারেন্সি মার্কেটে ক্লিক করব। সেখানে দুটো অপশন দেখতে পারব Buy steem আর Sell steem নামে। 0.1 SBD কে কনভার্ট করে স্টিম এ রূপান্তর করতে হলে অবশ্যই Buy steem সিলেক্ট করব। এবার টোটাল এমাউন্টের ঘরে 0.1 SBD লিখব। এরপর lowest ask অনুসারের এসবিডি/স্টিম প্রাইস নির্ধারণ করব বা ওকে করব। এবার আমি BUY STEEM এর উপর ক্লিক করব। এরপর কনফার্ম অর্ডারে ওকে করব। আর এভাবেই ইন্টারনাল মার্কেটে SBD কনভার্ট হয়ে স্টিমে রূপান্তর করা যাবে।

Screenshot_20240331-202043.jpgScreenshot_20240331-202129.jpg


প্রশ্ন: 👉 Poloniex Exchange site এ একটি Account Create করুন।

Poloniex অ্যাকাউন্ট আমরা দুই দিক থেকে খুলতে পারি, এক google-ব্রাউজার এর মাধ্যমে আর এক অ্যাপস এর মাধ্যমে। ব্রাউজারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হলে অবশ্যই google এ poloniex.com লিখে সার্চ করতে হবে। আর এপস এর মাধ্যমে খুলতে হলে গুগল প্লে স্টোর থেকে Poloniex অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। আমি প্রথমেই Chrome ব্রাউজারে Poloniex.com লিখে সার্চ করলাম। এখানে Poloniex লোগো এর থ্রি-বারে ক্লিক করব। যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতে হবে, তাই সাইন আপে ক্লিক করলাম। এরপর ক্রিয়েট একাউন্ট অপশনে ক্লিক করে ইমেইলের জায়গায় জিমেইল বসালাম এবং পাসওয়ার্ড এর জায়গায় স্ট্রং পাসওয়ার্ড বসলাম। পাসওয়ার্ড গ্রহণ করার পর ক্যাপচার পূরণ করলাম। এরপর জিমেইলে একটি ছয় অক্ষরের কোড গেল। কোড এনে ফিলাপ করলাম। সাথে সাথে সাকসেস হয়ে গেল। আর এভাবেই একটি Poloniex exchanger site এ একাউন্ট খোলা হল। এরপর Poloniex অ্যাপস এ gmail ও password দিয়ে লগইন করলাম।


IMG-20240331-WA0001.jpgIMG-20240331-WA0002.jpgIMG-20240331-WA0003.jpg
IMG-20240331-WA0000.jpgIMG-20240331-WA0004(1).jpg


প্রশ্ন:👉 আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ Steem Transfer করুন।

উত্তর: প্রথমে গুগল প্লে স্টোর থেকে poloniex অ্যাপসটি ইনস্টল করে নিলাম। এরপর জিমেইল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট লগইন করলাম। এবার ডিপোজিট এর কার্যক্রম পর্যায়ক্রমে দেখানো হলো।

(i) যেহেতু আমার স্টিমিট একাউন্ট থেকে Poloniex একাউন্টে steem ডিপোজিট করতে হবে। তাই প্রথমে আমার প্রয়োজন Poloniex এর এড্রেস ও মেমো। তাই Poloniex এর ওয়ালেটে গেলাম এরপর ডিপোজিট অপশনে গেলাম।

IMG-20240401-WA0002.jpgIMG-20240401-WA0001.jpg


(ii) এবার সার্চ অপশনে Steem লিখে সার্চ করলাম। নিচে আসা Steem লেখার উপর ক্লিক করলাম। Select a network এ Steem লেখার উপর ক্লিক করলাম। এবার Poloniex এর ডিপোজিট এড্রেস ও ম্যামো কপি করলাম এবং নিজ সুবিধার্থে সেগুলো keep note এ রাখলাম।

IMG-20240401-WA0003.jpgIMG-20240401-WA0004.jpgIMG-20240401-WA0000.jpg



(iii) এখন আমি আমার Steemit আইডির wallet এ গেলাম। Active key দিয়ে ওয়ালেট লগইন করলাম। ওয়ালেটে লিকুইড স্টিমের পাশের ড্রপ ডাউন মেনু রয়েছে, সেখানে ক্লিক করলাম। সামনে transfer অপশন আসলো, সেখানে ক্লিক করলাম। To লেখা বক্স এর মধ্যে Poloniex এড্রেস বসালাম। এমাউন্টের ঘরে এমাউন্ট বসলাম। ম্যামোর ঘরে Poloniex থেকে কপি করে আনা ম্যামো পেস্ট করলাম। এরপর নেক্সট বাটনে ক্লিক করে কনফার্ম অপশনে আসলাম। সবকিছু যাচাই-বাছাই করে কনফার্ম ওকে করলাম। পূর্বেই active key দিয়ে ওয়ালেট লগইন করা ছিল, তাই ট্রান্সফার হয়ে গেল।

Screenshot_20240401-080958.jpgScreenshot_20240401-081059.jpgScreenshot_20240401-081320.jpg
Screenshot_20240401-081335.jpgScreenshot_20240401-081347.jpg


(iv) এবার আমি Poloniex এর ওয়ালেটে গেলাম। সেখানে Spot চেক করলাম। ট্রান্সফারের কাজ সম্পন্ন হয়েছে।

IMG-20240401-WA0005.jpg

প্রশ্ন: 👉 আপনার Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করুন।

উত্তর: Steemit অ্যাকাউন্ট হতে Poloniex Exchange site এ TRX Transfer করার প্রসেস সমূহ স্ক্রিনশট এর মাধ্যমে দেখা হল।

(i)আমার স্টিমিট একাউন্ট থেকে Poloniex এ TRX ডিপোজিট করার জন্য প্রথমে আমাকে Poloniex ওয়ালেটে যেতে হবে। এবার deposit অপশনে ক্লিক করব। সেখানে একটি সার্চ অপশন থাকবে। সার্চ অপশনে TRX লিখব। সার্চ অপশনের নিচে আসা trx এ ক্লিক করব। এবার সেখানে থাকা Select a network অপশনের TRX TRON লেখা দেখতে পারবো, TRX Tron লেখাই ক্লিক করব। TRX Tron address কপি করে নিব, নিজের সুবিধার্থে কপি করা এড্রেস keep notes এ রাখবো।

IMG-20240401-WA0007.jpgIMG-20240401-WA0008.jpgIMG-20240401-WA0006.jpg

IMG-20240401-WA0009.jpg

(ii) এখন আমি আমার steemit আইডির ওয়ালেট active key দিয়ে লগইন করবো। ওয়ালেটে থাকা TRX এর পাশের ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। সামনে transfer অপশন আসবে, সেখানে ক্লিক করব। সামনে একটি পেজ ওপেন হবে। এই পেজের To এর ডানপাশে একটি বক্সে SWITCH TO TRON ACCOUNT লেখার জায়গায় SWITCH TO STEEM ACCOUNT লেখাটি সিলেক্ট করে নেব। এবার To এর স্থানে Poloniex থেকে কপি করে আনা TRX ডিপোজিট এড্রেসটি বসাবো। এরপর অ্যামাউন্ট এর ঘরে অ্যামাউন্ট বসাবো। ম্যামোর স্থানে ম্যামো বসালেও চলে না বসলেও চলে। এবার নেক্সট বাটনে ক্লিক করব।

Screenshot_20240401-085058.jpgScreenshot_20240401-085144.jpgScreenshot_20240401-085159.jpg

Screenshot_20240401-085252.jpg

(iii) নেক্সট বাটন প্রেস করার পর নিশ্চিত হওয়ার জন্য confirm transfer অপশন আসবে। সেখানে সবকিছু দেখে নিশ্চিত হয়ে ওকে বাটন ক্লিক করব। এবার transfer to account অপশনে Tron private key বসিয়ে ট্রান্সফার ওকে করে দেব। তাহলেই আমার স্টিমিট ওয়ালেট থেকে Poloniex এ TRX ডিপোজিট হয়ে যাবে। Poloniex এর spot এ এসে তা দেখতে পারবো।

Screenshot_20240401-085307.jpgScreenshot_20240401-085524.jpgIMG-20240401-WA0010.jpg


প্রশ্ন: 👉Poloniex Exchange site এ আপনার Steemit Account হতে প্রেরিত Steem এবং TRX কে USDT তে Exchange করুন এবং এটার স্ক্রিনশট শেয়ার করুন।

উত্তর: আমার Steemit একাউন্ট থেকে Poloniex এ পাঠানো Steem ও TRX কে USDT তে রূপান্তর করতে হবে। USDT করার ফুল প্রসেস স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলো।

(i)প্রথমে জিমেইল ও পাসওয়ার্ড দিয়ে poloniex অ্যাপসে একাউন্ট লগইন করে নিলাম। এরপর trade অপশনে ক্লিক করব। এখানে আমরা Buy ও Sell বলে দুইটা অপশন দেখতে পারব। প্রথমে steem কে USDT তে রূপান্তর করবো। ট্রেড অপশনের উপরে বাম পাশে থ্রি-বার রয়েছে। সেখানে ক্লিক করব। Spot এর নিচে সার্চ অপশন আসবে। সার্চ অপশনে Steem লিখলে নিচে বেশ কিছু অপশন আসবে। সেখান থেকে STEEM/USDT এই পেয়ার সিলেক্ট করব। এরপর steem sell করতে, sell অপশন সিলেক্ট করব।

IMG-20240401-WA0012.jpgIMG-20240401-WA0013.jpgIMG-20240401-WA0014.jpg
IMG-20240401-WA0015.jpgIMG-20240401-WA0011.jpg


(ii) Sell অপশন সিলেক্ট করার পর স্টিমের ঘরে আমি যেই স্টিম এমাউন্ট USDT তে রূপান্তর করব তা বসাবো। আমি 2 Steem কে USDT তে এক্সচেঞ্জ করব তাই 2 লিখলাম। 2 স্টিম থেকে বর্তমান রেট অনুসারে কত USDT হয় তা টোটাল ইউএসডিটির ঘরে দেখা যাচ্ছে। এবার আমি sell steem লেখায় ক্লিক করে দিলাম। স্টিম এক্সচেঞ্জ হয়ে ইউএসডিটি হয়ে গেল। এবার আমি তা Poloniex এর ওয়ালেট Spot এ দেখতে পারবো।

IMG-20240401-WA0017.jpgIMG-20240401-WA0016.jpg



TRX কে USDT তে Exchange করার প্রসেস নিচে স্ক্রিনশট এর মাধ্যমে দেখানো হলো।

(i) আবারো Poloniex এর Trade অপশনে যাব। আগের মত উপরের বাম সাইডের থ্রি-বারে ক্লিক করব। Spot এর সার্চ অপশনে TRX লিখব এবং নিচ থেকে TRX/USDT পেয়ার টি সিলেক্ট করব। এবার Buy ও Sell অপশনের মধ্য থেকে Sell অপশনটি সিলেক্ট করে নিব। এখন TRX অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট, আর এ অ্যামাউন্ট অনুযায়ী প্রাইস অনুসারে টোটাল এর ঘরে যা ইউএসডিটি হয় তা আসবে। আমি 2 TRX বসালাম, অ্যামাউন্ট এর ঘরে টোটাল ইউএসডিটি 0.24288 হল। এবার sell TRX লেখায় ক্লিক করলাম। আর সাথে সাথে অর্ডার ওকে হয়ে গেল। এখন 2 TRX এক্সচেঞ্জ হয়ে USDT তে রুপান্তর হয়েছে। সেটা দেখতে পারবো Poloniex এর ওয়ালেটের Spot অপশনে। আর এভাবেই Poloniex এর মাধ্যমে খুব সহজেই TRX ও Steem গুলো USDT তে রুপান্তর করা সম্ভব।

IMG-20240401-WA0019.jpgIMG-20240401-WA0018.jpgIMG-20240401-WA0022.jpg
IMG-20240401-WA0020.jpgIMG-20240401-WA0021.jpg


পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

লেভেল ফোর আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। লেভেল ফোর হতে অনেক কিছু শিখেছেন দেখছি। পি টুপি সম্পর্কে অনেক ধারণা লাভ করে করেছেন এটা জানতে পেরে অনেক ভালো লাগলো। পোস্টটি সুন্দর করে উপস্থাপন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

একদম ঠিক বলেছেন ভাইয়া

চমৎকার একটি পরীক্ষা দিলেন আপনি দেখতে দেখতে লেভেল ফোর অতিক্রম করলেন। আশা করি এভাবেই সব লেভেল শেষ করে আপনি একজন ভেরিফাইড মেম্বার হয়ে আমাদের কমিউনিটিতে ভালোভাবে কাজ করবেন। অনেক ভালো লেগেছে আপনার লেখা গুলো বিস্তারিত পড়ে। আপনার জন্য শুভকামনা রইল।

আমার জন্য দোয়া করবেন আপু।

আপনার পোস্ট দেখে বোঝা যাচ্ছে বিষয়গুলো আপনি মোটামুটি বুঝতে পেরেছেন। তবে কখনো এই ধরনের পোস্টে আপনার কোন ধরনের কি বা এড্রেস এগুলো শো করবেন না। তাহলে আপনার একাউন্ট ঝুঁকির সম্মুখীন হতে পারে। ধন্যবাদ আপনাকে।

আচ্ছা ধন্যবাদ ভাইয়া, এগুলা মনে আছে কিন্তু দ্রুত পরীক্ষা কভার করতে গিয়ে স্ক্রিনশট গুলোর পতি খেয়াল ছিল না।

লেভেল চার থেকে তোমার অর্জন গুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা করি এগুলো তুমি আরো মনোযোগ দিয়ে পড়ে ভালোভাবে মনে রাখতে সক্ষম হবে এবং লেভেল ফাইভ এর মৌখিক পরীক্ষায় চমৎকার ভাবে উত্তীর্ণ হতে সক্ষম হবে।

Posted using SteemPro Mobile

পড়ার চেষ্টা করি কিন্তু তোমার ছেলের জন্য শান্তিতে হয়ে ওঠেনা।

প্রত্যেক নেভেলের লেকচার সিট এবং ক্লাস গুলো করবেন তাহলে আপনি প্রশ্নগুলো ভালোভাবে উত্তর দিতে পারবেন ।আপনি দেখছি লেভেল ৪ এর প্রতিটি প্রশ্ন অনেক সুন্দর ভাবে উত্তর দিয়েছেন। দোয়া করি আপনি খুব শীঘ্রই নেভোল এগুলো পাশ করে ভেরিফাইড মেম্বার হয়ে যান। আমার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ছোট বোন।