কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সুন্দর একটি বনফুল এবং তার উপরে উড়ে আসা বিভিন্ন রকমের প্রজাপতির ভিডিও। আশা করব এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং ফসলের মাঠে ফুটে থাকা এমন বনফুল এর সৌন্দর্য খুঁজে পাবেন।
হলুদ ফুল ও প্রজাপতির ভিডিওগ্রাফি
আমি একদিন পুকুরপাড় থেকে সবজির উত্তোলন করে বাড়ি ফিরছিলাম। তখন ফসলের মাঠে কোন ধান ছিল না। কয়েকটা ফসলের জমি পার হয়ে বাগান তারপরে রাস্তা। তাই শর্ট পথ দিয়ে বাড়ি ফিরতেই হঠাৎ লক্ষ্য করে দেখলাম ফসলের জমিতে বনফুল ফুটেছে অনেক। আমি অবশ্য এই বোনের নাম তেমন একটা জানিনা। অনেকেই গুমরা ফল বলে থাকে। আবার অনেকেই নালিম ফল বলে থাকে। তবে যাই হোক এই ফল হওয়ার আগে খুব সুন্দর সুন্দর হলুদ ফুল ফুটে রয়েছে সারা ফসলের জমি জুড়ে। এর আগে কোনদিন এভাবে আমি লক্ষ্য করিনি। পুকুরের পাড় দিয়ে যখন চলছিলাম তখন হলুদ ফুলের উপর হলুদ হলুদ প্রজাপতি উড়ে উড়ে বসছে এমনটা লক্ষ্য করেই নেমে এসেছিলাম দেখার জন্য। কিছুটা নিকোটে এসে দেখলাম কত সুন্দর লাগছে। ক্যামেরাতে হয়তো সেভাবে ধারণা করলেও স্বচক্ষে অনেক ভালো লাগছিল দেখতে। আমি তো প্রথমে অবাক হয়ে গেছিলাম বিভিন্ন রকমের প্রজাপতি দেখি কিন্তু হলুদ ফুলের উপর হলুদ প্রজাপতি এসে বসছে এমনটা কোনদিন স্বচক্ষে দেখি নাই। তাই আমার হাতে থাকা মোবাইলটা আর হাতে রাখলাম না। কাজে লাগিয়ে দিলাম ভিডিও ধারণ করার। যেন আপনাদের দেখাতে পারি।
এরপর আমি ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হলাম যেখানে বেশি ফুল ফুটে রয়েছে সেই দিকে। আর ভিডিও ধারণ করতে থাকলাম। তবে খেয়াল করে দেখলাম আমার উপস্থিতি দেখে প্রজাপতি বেশিরভাগ আমার কাছ থেকে দূরে সরে গেল এবং আগের মত লাফালাফি করছিল না। খুব কম সংখ্যক লাফালাফি করছিল এবং বেশিরভাগ এই বোনের মধ্যে লুকিয়ে পড়তে থাকলো। তাই কিছুটা সময়ের জন্য আমি নিরবে দাঁড়িয়ে থাকলাম আমার হাতের ব্যাগটা মাটিতে রেখে। যখন আমি উপস্থিত হয়েছি ভিডিও করেই ছাড়বো এমন অনুভূতি নিয়ে দাঁড়িয়ে থাকলাম। কিন্তু রোদ গরমে সূর্যের আলো কপালে লাগতে থাকলো পূর্ব দিগন্ত হতে। তবুও আমি থেমে থাকলাম। একদিকে মোবাইল হাতে এভাবে দাঁড়িয়ে থাকা কেমন কেমন লাগছিল তার পরেও ভিডিও করে ছাড়বো এমন আশা নিয়েছিলাম। যাই হোক সামনের দিকে একটু এগিয়ে যেতে থাকলাম যেখানে বেশি প্রজাপতি উড়তে দেখলাম।
ঘন সবুজ পাতার মধ্যে এমন সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে সত্যি দেখে খুবই ভালো লাগছিল। আর তাই ভিডিওগ্রাফির পাশাপাশি কিছু ফটো ধারণ করে ফেললাম। আমার কাছে সবচেয়ে বেশি আশ্চর্য এমনটাই হয়েছিল আমি শুধু লক্ষ্য করে দেখলাম প্রজাপতিগুলো সব ফুলের মত হলুদ। অন্য কোনদিন কোন সময় এমন হলুদ প্রজাপতি আমি দেখিনি। আবার আরেকটা বিষয় খেয়াল করলাম অন্যান্য কালারের প্রজাপতি এর মধ্যে নেই। হয়তো এ ফুল ফুটেছে বলেই এই ফুলের সাথে সম্পর্ক রয়েছে এই প্রজাপতির তাই এই প্রজাপতির দেখা মিলেছে এই জায়গায়। এরপরেও আমি দীর্ঘদিন লক্ষ্য করেছি এদিকে ওদিকে কোথাও হলুদ রংয়ের প্রজাপতি এতগুলো দেখি নাই। সত্যি ওই মুহূর্তটা প্রচন্ড গরমের হলেও আমার কাছে খুব ভালো লাগার ছিল। হয়তো প্রচণ্ড গা ঘেমে যাচ্ছিল তারপরেও আমি ভিডিওটা ধারণ করেছিলাম শুধুমাত্র আপনাদের দেখানোর উদ্দেশ্যে। আশা করি ভিডিওটা প্লে করেছেন এবং সম্পূর্ণ ভালোভাবে দেখার চেষ্টা করেছেন।
ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ
ফটোগ্রাফি ও ভিডিও | হলুদ ফুল ও প্রজাপতি |
---|---|
স্থান | গাংনী |
লোকেশন | Location |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
youtube চ্যানেল | @Allblog10 |
ক্রেডিট | @jannatul |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
অনেক অনেক ভালো লাগলো সুন্দর একটি ভিডিও দেখে। বেশি দারুন একটা ভিডিও ধারণ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। এমন চমৎকার একটা ভিডিও দেখতে পেরে আমি মুগ্ধ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার ভিডিওগ্রাফি দেখে আমার খুবই ভালো লেগেছে। এ ধরনের বন্য ফুলের ভিডিওগ্রাফি দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লেগেছে জেনে অনেক খুশি হয়েছি আমি
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর এবং আনকমন একটি ভিডিও চিত্র দেখলাম। দেখে অনেক ভালো লাগলো। এরকম ভিডিও দেখলে সত্যিই মনটা ভালো লাগে। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লেগেছে জেনে খুশি হলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি বন ফুল এবং প্রজাপতির চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। আসলে সবুজ ফুল এবং পাতার উপর প্রজাপতির চমৎকার ভিডিওগ্রাফি করেছেন। ভিডিওগ্রাফি করতে হলে ধৈর্য ধরে করতে হয়। সুন্দরভাবে ভিডিওগ্রাফিটি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তা অবশ্য ঠিক বলেছেন অনেক ধৈর্য লাগে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই হলুদ প্রজাপতিগুলো খুব একটা বড় সাইজের হয় না৷ কিন্তু যেখানে থাকে অনেকগুলো একসাথে থাকে৷ আর দেখতেও খুব ভালো লাগে৷ মাঝে মাঝে ফুলে বসে যায় আবার মাঝে মাঝে ওড়ে৷ ফুলের রঙের সাথে মিল আছে বলে আরও দেখতে ভালো লাগছে৷ চমৎকার ভিডিও করেছেন আপনি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আপু একদম ঠিক কথা বলেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit