কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাওয়ার মুহূর্তে ভিডিও ধারণ

in hive-129948 •  6 months ago  (edited)


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম



কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাওয়ার মুহূর্তে ধারণ করা ভিডিও। আশা করবো আমার এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে।


IMG_20240418_094027_0.jpg

Photography device: Infinix Hot 11s-50mp



ভিডিওগ্রাফি



আমার সুপরিচিত শহর কুষ্টিয়া। কুষ্টিয়া শহরে বেশ কয়েক বছর আমি লেখাপড়া করেছি, তাই এই শহরটা আমার খুবই পরিচিত এবং আমার খুবই ভালোলাগার একটি স্থান। তাই বিশেষ কোন প্রয়োজন হলেই কুষ্টিয়া শহরে উপস্থিত হতে হয় বিশেষ করে পরিবারের লোকজন অথবা আত্মীয়-স্বজন অসুস্থ হলেই তাদেরকে ডাক্তার দেখাতে কুষ্টিয়া শহরে জেনারেল হাসপাতাল অথবা কোন ক্লিনিকে বা ডায়াগনেস্টিক সেন্টারে নিয়ে আসতে হয়। ঠিক তেমনি একদিন আমার আম্মা অসুস্থ থাকার কারণে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। আর এ যাওয়ার মুহূর্তে অটো গাড়ির মধ্য থেকে জায়গায় জায়গায় ভিডিও ধারণ করেছিলাম আমি। আমি আগে যখন এই শহরে চলাচল করতাম তখন কিন্তু এত পরিবর্তন লক্ষ্য করা যেত না। এখন যত দিন যাচ্ছে তত যেন দালানকোটা বৃদ্ধি পেয়েছে রাস্তার সংস্কারের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। আর এই সমস্ত জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে আমার। দিন দিন ব্যাপক পরিবর্তন হয়েছে কুষ্টিয়া শহরের। কিছু কিছু ঘরবাড়ি দেখলে মন ভরে যায়। আবার পথে চলতে বিভিন্ন ছাত্র-ছাত্রীদের দেখলে ভালো লাগে।


IMG_20240418_093445_7.jpg

IMG_20240418_093507_1.jpg

Photography device: Infinix Hot 11s-50mp

Kushtia




আমরা বেশ কয়েকজন বান্ধবী মিলে বাজারের দিকে আসা যাওয়া করতাম কেনাকাটা করার জন্য। সেই সমস্ত দিনগুলো আজ থেকে সাত আট বছর পার হয়ে গেছে। তাই শুধু স্মৃতি রয়েছে মনের মধ্যে পূবের ফেলে আসা দিনগুলোর। যখনই কুষ্টিয়া শহরে উপস্থিত হই তখনই যেন এই সমস্ত বিষয়গুলো মনে পড়ে যায়। প্রিয় বান্ধবীদের সাথে যে পথে চলাচল করেছি মনে পড়ে যায় সেই স্মৃতিগুলো। এইজন্য ভিডিও ধারণ করে কিছুটা হলেও মনের মধ্যে ভালোলাগা খুঁজে পায়। তাই অটো গাড়ির মধ্য থেকে কুষ্টিয়া শহরের বিশেষ বিশেষ কিছু জায়গার ভিডিও ধারণ করেছিলাম। আগে কুষ্টিয়ার চোড়হাস মোড় থেকে মজমপুর পর্যন্ত এতটা পরিবর্তন ছিল না কিন্তু এখন যেন আরো ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। কিছুদিন আগে তো লক্ষ্য করে দেখলাম রাস্তার মাঝখান দিয়ে লাইটিং এর ব্যবস্থা করা হচ্ছে। আশা করব এভাবেই খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলবে কুষ্টিয়া শহর।



Video source

Videography device: Infinix hot 11s
Location



আর এভাবেই চলতে চলতে একটি মুহূর্তে পৌঁছে গেলাম কুষ্টিয়া জেনারেল হসপিটালে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের রূপ কিন্তু পরিবর্তন হয়নি। এখনো সে আগের মতই দালানগুলো এবং সেভাবেই অসুস্থ মানুষের চলাচল। আসলে সুস্থতা কতটা নেয়ামত তখনই বোঝা যায় যখন অসুস্থ হওয়া যায় আর হসপিটালে অসুস্থ মানুষগুলোকে দেখা যায়। সবার জন্য দোয়া করি যেন আমরা যারা এখানে কাজ করি সবার পরিবারের লোকজন সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আর এভাবেই কুষ্টিয়া শহরের দিকে চলতে ভিডিও ধারণ করে সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম এবং সেটা এডিট করে আপনাদের মাঝে প্রকাশ করলাম।


IMG_20240418_110424_7.jpg

Photography device: Infinix Hot 11s-50mp

Kushtia


ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif


পোস্ট এর বিবরণ


ফটোগ্রাফি ও ভিডিওকুষ্টিয়া শহর
আমার স্থানগাংনী
লোকেশনLocation
মোবাইলInfinix Hot 11s
youtube চ্যানেল@Allblog10
ক্রেডিট@jannatul
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভালো লাগলো, আপু আপনার প্রিয় একটি জায়গার ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন । আসলে প্রয়োজনে আমাদের কখন কোথায় যেতে হয় তার কোন ঠিক নেই। স্থানগুলো দেখে আমার খুব ভালো লাগলো। সুন্দর সুন্দর কিছু জায়গার ছবি এবং ভিডিও আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

হ্যাঁ অবশ্যই ঠিক বলেছেন।

আপু আপনার ভিডিওগ্রাফিটি দুর্দান্ত হয়েছে। এত সাধারণ একটা জিনিসকে আপনি দারুণ করে ভিডিওতে উপস্থাপন করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনাকে ধন্যবাদ

দারুন একটি ভিডিওগ্রাফি আপনি শেয়ার করেছেন।এই হাসপাতালে আমার একবার যাওয়া হয়েছিল।আমাদের কখন কার দরকার হয়ে যায় হাসপাতালে যাওয়া সেটা আসলেই বলা যায় না।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

ঠিক বলেছেন আপু।

আপু আপনার আম্মুকে নিয়ে হসপিটালে গিয়েছেন আর যাওয়ার সময় এত সুন্দর করে ভিডিওগ্রাফি করেছেন দেখে ভালো লাগলো। প্রিয় জায়গাটির ভিডিওগ্রাফি অনেক সুন্দর করে উপস্থাপন করছেন আপু। দারুন ছিল আপনার ভিডিওগ্রাফি।

হ্যাঁ আমার অতি পরিচিত এবং প্রিয় জায়গা।

আপু আজ আপনার পোষ্টের মাধ্যমে কুষ্টিয়া শহরের কিছু অংশ দেখতে পেলাম। কুষ্টিয়া শহর আপনার খুব পছন্দ কারণ সেখানে আপনি লেখাপড়া করেছেন। আজ আপনার আম্মা অসুস্থ হওয়াতে কুষ্টিয়ায় যাচ্ছেন মায়ের চিকিৎসার জন্য। এটা ঠিক বলেছেন আপু সুস্থতা অনেক বড় নেয়ামত। কেউ অসুস্থ না হলে সুস্থতার মর্ম বুঝে না। দোয়া করি আপনার আম্মা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পোষ্টের মাধ্যমে কুষ্টিয়া শহরকে দেখানোর জন্য।

চেষ্টা করব আরো কিছু দেখানোর।