একদিন সকালে, হসপিটালে যেতে বৃষ্টির সম্মুখীন

in hive-129948 •  yesterday 


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। একদিন সকালে নিকটস্থ গাংনী হসপিটালে যাওয়ার মুহূর্তে বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম। আজকের সেই বিষয়টা আপনাদের মাঝে উপস্থাপন করব।

IMG_20240924_073619.jpg

photography device: Huawei 30 pro-40mp

[What 3 word's location](https://w3w.co/assigned.rocketed.flies)



গত ২৪ সালের সেপ্টেম্বর মাস। শরীরটা বেশ অসুস্থ থাকতো। এইজন্য প্রায় ডাক্তারের কাছে যাওয়া আশা করতে হয়েছে। একটা দিন খুব সকাল করেই ডাক্তারের কাছে যাওয়ার জন্য বাসার সকল কাজকর্ম সংক্ষেপে করেই রেডি হয়ে পড়লাম। সকালের আকাশটা বেশ ফ্রেশ ছিল। ভোরে ঘুম থেকে উঠেই বুঝতে পারলাম আস্তে আস্তে অন্ধকার কেটে যাচ্ছে। খুব সুন্দর সকাল হয়ে উঠলো। সূর্য উঠবে উঠবে। এদিকে আমিও রেডি হয়ে ঘর থেকে বের হয়ে আকাশের দিকে তাকালাম। হঠাৎ মনে হচ্ছে মেঘ মেঘ হবে, কিছু মনে করলাম না। হসপিটালে সিরিয়াল দেয়ার বিষয় রয়েছে। এদিকে বাবুর আব্বার স্কুল ও প্রাইভেট। সকাল করে যেতে পারলে বাসায় ফিরতে সুবিধা হবে তার। ডাক্তার দেখানো হয়ে গেলে ফোন দিলে সে এসে নিয়ে যেতে পারবে সহজে। কোন কিছু না ভেবে বের হয়ে পড়লাম।

IMG_20240924_073504.jpg

IMG_20240924_073620.jpg

IMG_20240924_073550.jpg


বাসা থেকে যখন বের হলাম তখন মনে হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে আকাশে মেঘ ঘনিয়ে আসছে। এত সকালে আকাশে মেঘ। মোটরসাইকেলের পথ বেশি দূরে নয়। তাই সে সাহস করে টেনে নিয়ে চলে গেল। কিন্তু যেতে যেতে মরকা বাজার নামক স্থান রয়েছে। সে বাজারে উপস্থিত হতে শুরু হয়ে গেল প্রচন্ড গতিতে বৃষ্টি। দ্রুত মোটরসাইকেল থেকে নেমে যেন দোকানের টিনের চালের নিচে আশ্রয় নিতে হবে। কিন্তু সামান্য কয় হাত পথ গাড়ি থেকে নেমে যাওয়া কঠিন হয়ে যাচ্ছিল। যতক্ষণ দোকানের ছাপড়ার নিচে, ততক্ষণে গা ভিজে গেল। এরপর আমরা সবাই একটি মোটরসাইকেল মেরামতের দোকানে আশ্রয় নিলাম। প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হল। বৃষ্টি যেন আর থামাথামি নেই।

IMG_20240924_073551.jpg

IMG_20240924_073557.jpg

IMG_20240924_073631.jpg

IMG_20240924_073634.jpg


মনে করতে থাকলাম একটা সময় বৃষ্টির জন্য কত অপেক্ষা করলাম। কিন্তু কিছুতেই বৃষ্টি হলো না কয়েক মাস ধরে। বর্ষার সময় পার হয়ে গেল। বৃষ্টি হলো না। আর এখন একটু প্রয়োজনে বাইরে বের হলাম কিনা বৃষ্টিতে পথ চেয়ে যেতেই দিচ্ছে না। সকালবেলা দোকানপাট সবই বন্ধ। রাস্তা দিয়ে মাত্র কয়েকটা ভ্যান গাড়ি বা লেগুনা গাড়ি চলাচল করছে। খেয়াল করে দেখলাম অনেক মানুষ স্কুল কলেজে যাওয়ার জন্য বা নিজ প্রয়োজনের বাইরে যাওয়ার জন্য বিভিন্ন দোকানগুলোর পাশে দাঁড়িয়ে। বৃষ্টির জন্য গাড়িতে উঠতে সাহস পাচ্ছে না। তবে ভাগ্য ভালো এই মুহূর্তে দোকানপাট গুলো সব বন্ধ রয়েছে। আশেপাশে কয়েকটা দোকান সবে মাত্র খুলেছে। কি আর করার। যতক্ষণ বৃষ্টি হলো ততক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম। এরই মধ্যে মাথায় বুদ্ধি আসলো কিছু ফটো ধারণ করতে থাকি। ফটো ধারণ ঠিকই করেছিলাম। কিন্তু অনেক দিন পার হয়ে গেছে সে মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। পরবর্তীতে আর স্মরণও ছিল না। হঠাৎ কালকে আকাশ মেঘলা দেখে মনে হচ্ছিল বৃষ্টি হবে। তাই তখন মনে পড়লো বৃষ্টির সম্মুখীন হওয়ার মুহূর্তের কথা।

IMG_20240924_073519.jpg

IMG_20240924_073516.jpg

IMG_20240924_073709.jpg

IMG_20240924_073721.jpg


আর এভাবে অনেকটা সময় আমরা দাঁড়িয়ে থাকলাম বৃষ্টি বন্ধের অপেক্ষায়। হাই রোড দিয়ে চলাচল করা গাড়িগুলো লক্ষ্য করলাম। জীবন জীবিকার জন্য অনেক মানুষ ছুটে চলেছে গাড়ি নিয়ে। ভেবেছিলাম হালকা বৃষ্টি হবে কিন্তু এভাবে বৃষ্টি প্রায় আধা ঘন্টা ধরে প্রচন্ড বেগে হচ্ছিল। আমি লক্ষ্য করে দেখলাম পাশের ফসলের জমিগুলো পানিতে ভরে উঠেছে। মোটরসাইকেল থেকে যখন নামলাম তখনও ফসলের জমিতে মাটি দেখা গেছিল। আর ইতোমধ্যে এত বৃষ্টি হয়ে গেল যে কয়েকটা ফটোতে লক্ষ্য করলে বুঝতে পারবেন। ২০২৪ সালে সেপ্টেম্বর মাসে প্রথম সকাল সকাল এত বৃষ্টি উপভোগ করলাম। দিনটা যেন অনেক স্মরণীয় হয়ে থাকবে। এরপর যখন বৃষ্টি থেমে গেল তখন আমরা আবার দোকানের ছাউনি থেকে বের হয়ে গন্তব্যের দিকে রওনা দিলাম।

IMG_20240924_073810.jpg

IMG_20240924_074013.jpg

IMG_20240924_074017.jpg

IMG_20240924_074501.jpg


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif


পোস্ট এর বিবরণ


বিষয়বৃষ্টি ভেজা সকাল
What3words LocationGangni-Meherpur
মোবাইলHuawei 30 pro-40mp
ক্রেডিট@jannatul01
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif



Twitter_Banner_24.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20250131_184102.jpg

Screenshot_20250131_183902_com.twitter.android.jpg

Screenshot_20250131_182755.jpg

আমি আমার চাকরির জীবনে অনেক বৃষ্টির সম্মুখীন হয়েছি। বৃষ্টি কখনো আশীর্বাদ স্বরূপ আমাদের মাঝে উপস্থিত হয় আবার কখনো অভিশাপের মত মনে হতে পারে। তবে একটু ধৈর্য ধরে সবুর করলে নিজেদের জন্য ভালো। কারণ বৃষ্টির মুহূর্তে বাজ পরতে পারে। আপনারা আশ্রয়স্থলে উপস্থিত হয়েছিলেন জেনে ভালো লেগেছে।

আমি হাই স্কুল জীবনে অনেক বৃষ্টির সম্মুখীন হয়েছি।