আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম
Photography device: Infinix Hot 11s-50mp
আমি সংক্ষেপে আলোচনা করতে চাই 'স্বদেশ প্রেম টা কী?' হয়তো এই প্রশ্নের উত্তরে অনেকেই বলতে পারেন 'দেশকে ভালোবাসায় স্বদেশ প্রেম'। এটা অতি সিম্পল একটা উত্তর। তবে এই উত্তরের পেছনে লুকিয়ে রয়েছে অনেক দায়িত্ব-কর্তব্য। আমরা সঠিকভাবে দেশকে ভালবাসতে জানি তো আবার? একটি ব্যক্তি বিশেষে রয়েছে অনেক ভূমিকা এই স্বদেশ প্রেমের প্রতি। প্রথম কথা বলতে গেলে শুধু দেশকে ভালোবেসেই স্বদেশ প্রেমিক হয়ে যাওয়া যায় না। আমি যতটা মনে করি স্বদেশ প্রেম বলতে বোঝায় দেশের সমগ্র কিছুকে ভালোবাসা, সবকিছুর মাঝে সুন্দর ব্যবহার রেখে চলা। একটা দেশকে বা নিজের মাতৃভূমিকে ভালবাসতে হলে অবশ্যই মাতৃভূমির সবকিছুর সাথে শোহাদ্দ্যপূর্ণ আচরণ থাকতে হবে। ব্যক্তি সাথে, বস্তুর সাথে, যেকোনো প্রাণীর সাথে,পরিবেশের সাথে নিজেকে এমন ভাবে মানিয়ে চলতে হবে, যেন হ্যাঁ প্রত্যেকটা জায়গায় যেন আপনার উপস্থিতি সবার জন্য বেশ আনন্দদায়ক এবং আশীর্বাদস্বরূপ হয়।
আজ সমাজে অনেক মানুষের সাথে ওঠাবসা চলাচল করতে হয় আমাদের। একজনকে ভালোবাসলাম ভালো ব্যবহার করলাম, আরেকজনের সাথে প্রতি হিংসা খারাপ আচরণ করলাম সেটাকে স্বদেশ প্রেম বলে না। তাইতো এক কথাই বলেছি সব কিছুকে ভালবাসতে জানতে হবে। অনেকে আছে ধর্মকে ভালোবাসেন কিন্তু মানুষকে ভালোবাসেন না। অনেকে আছে টাকাকে ভালবাসে, যার টাকা নেই তাকে ভালোবাসেন না। অনেকে আছে প্রতি হিংসা করে সমাজের প্রতিবেশী মানুষদের কষ্ট দিয়ে থাকে। আবার অনেকের রয়েছে খুব সুনাম, ভালো মানুষ,ভালো কাজ করেন কিন্তু তলে তলে নিজের আত্মসাৎ গোপনে খারাপ কাজে লিপ্ত, তাদেরকে স্বদেশপ্রেমিক বলে না। একজন স্বদেশপ্রেমিক সবসময় নিজের দেশের নিয়ম-শৃঙ্খলা ধর্ম আইন-কানুন সভ্যতা সবকিছুকে ভালোবাসেন এবং মনে লালন করেন। সে সব সময় চেষ্টা করে নিজের মাধ্যমে নিজের প্রচেষ্টায় নিজের পরিবার থেকে শুরু করে সমাজ গ্রাম প্রতিকূল পরিবেশ অনুকূল পরিবেশ সকল জায়গায় তার উপস্থিতি হবে সত্যবাদী এবং ন্যায় নিষ্ঠা পরায়ণ। তার মনের মধ্যে এমন একটা চিন্তাধারা থাকতে হবে 'অন্যেরা ভুল করে করুক, আমি কেন ভুল করতে যাব। বরং অন্যরা যেন ভুল পথ থেকে বের হয়ে আসতে পারে সেই চেষ্টা করব। আর এভাবেই একজন স্বদেশপ্রেমিক এর পরিচয় ফুটে ওঠে। আর তার এমন সুন্দর কর্মকাণ্ডের মাধ্যমে স্বদেশপ্রেম জাগ্রত হয়।
অনেকে মনে করেন দেশের স্বাধীনতা রক্ষা করা স্বদেশপ্রেম। অনেকে মনে করেন মানুষের সাথে ভালো ব্যবহার করাটাই স্বদেশপ্রেম। আর এমন অনেক গুণাবলী বলে রয়েছে সেগুলো স্বদেশ প্রেমের অংশবিশেষ। স্বদেশ প্রেম বলতে অনেক কিছুকে বোঝায়। আর যেগুলো বললাম এগুলো স্বদেশ প্রেমের অংশবিশেষ। উদাহরণ দিয়ে বলতে গেলে এক একটি লেটার মিলে যেমন একটি বর্ণমালা হয়, স্বদেশপ্রেম টা ঠিক তেমন একজন ব্যক্তির বিভিন্ন গুণাবলীর মাধ্যমে স্বদেশপ্রেম সৃষ্টি হয়। তাই আমাদের সবার মাঝে অবশ্যই স্বদেশপ্রেম জাগ্রত রাখতে হবে। একমাত্র স্বদেশপ্রেম পারে দেশের উন্নয়ন সাধন করতে। সুন্দর একটি রাষ্ট্র গঠন করতে। যে রাষ্ট্রের মানুষের মধ্যে স্বদেশ প্রেম বেশি থাকবে, অবশ্যই সে রাষ্ট্র দুর্নীতি মুক্ত থাকবে। আর যে রাষ্ট্রের মানুষের মুখে স্বদেশ প্রেম অন্তরে বিষ, তাদের মাধ্যমে কখনোই রাষ্ট্রের উন্নতি হয় না। তাকে কখনো স্বদেশ প্রেম বলে না স্বদেশ প্রেমিক বলেনা। একজন সত্যিকারের স্বদেশ প্রেমিক নিজেকে এমন ভাবে নিয়োজিত রাখে দেশের জন্য যেকোনো মুহূর্তে প্রাণ দ্বিতীয় প্রস্তুত।
যারা ডিফেন্সে চাকরি করেন দেখা যায় তাদেরকে স্বদেশ প্রেমের জন্য অনেক কিছু শিক্ষা দেওয়া হয়। তাদের শপথ পাঠ করানো হয় দেশের স্বার্থে জীবন দিতে যেন তারা পিছু পা না হয়। ওই সমস্ত বিষয়গুলো যারা মেনে চলে তারাই প্রকৃতপক্ষে স্বদেশপ্রেমিক। স্বদেশ প্রেমিক কিন্তু এক পেশাদারী নয়, বিভিন্ন শ্রেণীর মানুষ হতে পারে। সে নিজ নিজ অবস্থান থেকে দেশকে ভালবাসতে পারে আর দেশের মঙ্গল কামনা করতে পারে, দেশের মঙ্গলের জন্য নিজেকে নিয়োজিত রাখতে পারে। আমরা কোরবানির ঈদে মিডিয়াতে বেশ কিছু বিষয় লক্ষ্য করে দেখেছি, অনেকে গরীব দুঃখী মানুষের মাঝে কোরবানির মাংস বিলিয়ে দিয়েছিলেন। এটা পরিপূর্ণ স্বদেশ প্রেম না এটা স্বদেশ প্রেমের অংশবিশেষ, এভাবে সব সময় সব বিষয়ে গরিব অসহায়ের প্রতি যদি থাকা যায় সেটাকে পূর্ণাঙ্গ স্বদেশ প্রেম বলে। আর এভাবেই একজন মানুষ যদি দেশের বিভিন্ন বিষয় মাথায় রেখে দেশকে ভালবাসতে পারে সে প্রকৃতপক্ষে স্বদেশপ্রেমিক। আর নিজেদের মধ্যে এমন স্বদেশ প্রেমের বিশেষ বিশেষ গুণাবলী যতদূর পারা সম্ভব রাখতে হবে। আর এরই মধ্য দিয়ে প্রকৃতপক্ষে একজন স্বদেশপ্রেমিক হিসেবে নিজেকে গড়ে তোলার সম্ভব। আর সেই কৃতকর্মের মধ্যে দিয়েই প্রকাশ পাবে প্রকৃত স্বদেশ প্রেমিকের রূপ। তাই আমাদের সকলের নিজের মাতৃভূমিকে রক্ষা করতে, মাতৃভাষাকে রক্ষা করতে, মাতৃভূমির সুন্দর পরিবেশ বজায় রাখতে, মাতৃভূমির উন্নয়নের স্বার্থে অবশ্যই মনের মধ্যে স্বদেশ প্রেম অনুভূতি জাগ্রত করতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে। কারণ দুদিনের দুনিয়ায় সে সমস্ত ব্যক্তিরা বিখ্যাত হয়ে রয়েছেন যারা স্বদেশকে ভালোবেসে নিজের পথ চলাকে উদার মন-মানসিকতার মধ্য দিয়ে অতিবাহিত করেছে। উদাহরণস্বরূপ: রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশকে ভালবাসতেন বলেই, মাতৃভাষা কে মনে এমন ভাবে লালন করেছেন। মাতৃভাষায় তিনি অনেক কবিতা কাব্য গান গল্প রচনা করে বিশ্বের বুকে বাংলা ভাষাকে যেমন এগিয়ে নিয়ে গেছেন, তেমনি বিশ্বকবির খ্যাতি অর্জন করেছেন। আর এমনই খ্যাতিমান ব্যক্তিদের আমরা ফলো করতে পারি। আর মনের মধ্যে সেই সংকল্প রেখে দেশকে ভালবাসতে পারে। সমগ্র দিক থেকে দেশকে ভালোবেসে, স্বদেশপ্রেমী হয়ে জীবন পাড়ি দিতে পারলে জীবন ধন্য।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
বিষয় | জেনারেল রাইটিং |
ফটোগ্রাফি ডিভাইস | Huawei P30 Pro-40mp |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
আপু স্বদেশ প্রেম বলতে অনেক কিছুই বোঝায় তবে আমার কাছে মনে হয় নিজের দেশকে মন থেকে ভালবাসবো এতে অন্য কিছুর দরকার হয় না। আমরা আমাদের দেশকে ভালবাসি তাই নিজে থেকেই দেশের প্রতি অনেক দায়িত্ব পালন করতে হবে। এটা আমাদের দায়িত্ব না কর্তব্য। স্বদেশ প্রেম ও দেশ প্রেমিকের গুণাবলী সম্পর্কে পড়ে বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমরা যে দেশে বসবাস করি সে দেশের প্রতি আমাদের অনেকগুলো দায়িত্ব ও কর্তব্য থাকে। আর আমাদের উচিত সেই দায়িত্ব ও কর্তব্য গুলো নিজে গুরুত্ব সহকারে পূরণ করা। আপনি অনেক সুন্দর ভাবে স্বদেশ প্রেম ও দেশ প্রেমিকের গুণাবলী বর্ণনা করেছেন। খুবই ভালো লাগলো পড়ে ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার একটি পোস্ট লিখলেন আপু আপনি ভালো লেগেছে পড়ে। আসলে দেশের প্রতি ভালোবাসা কিংবা প্রেম কখনো বোঝানো সম্ভব আপু। এগুলো আসলে কখনো শেষ হয়না মন থেকে। খুব সুন্দর গুণাবলী শেয়ার করলেন ভালো লাগলো। নিজের মন থেকে অন্তর থেকে আমরা যেখানে যায় না কেন নিজের দেশের প্রতি আন্তরিকতা ভালোবাসা প্রেম কখনো কমবে না। আপনার অনুভূতিগুলো পড়ে অনেক ভালো লেগেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
দারুন একটি বিষয় নিয়ে আপনি আমাদের মাঝে আলোচনা করেছেন। স্বদেশ প্রেম ও দেশপ্রেমিকের গুণাবলী নিয়ে কিছু কথা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার পোস্টে পরে নানারকম বিষয়ে জ্ঞান অর্জন করতে পারলাম। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা স্বদেশপ্রেমী নয় কিন্তু তারা নিজেকে স্বদেশপ্রেমী হিসেবে প্রমাণ করতে চাই। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit