কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম ২৪ তম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।
নাটকের নাম | আলতা সুন্দরী |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাহউদ্দিন লাভলু |
অভিনয়ে | চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরণ | হাস্যরসাত্মক এবং সামাজিক |
মোট পর্ব | ৬২ |
রিভিউ | ২৪ তম পর্ব |
দৈর্ঘ্য | ২০ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- শামীম জামান (আলতা সুন্দরী/নছের)
- আর খ ম হাসান (নায়ক মেসের)
- চঞ্চল চৌধুরী (রহিম বাদশা) সহ আরো অনেকে
নতুন নায়কের আগমনের পর থেকে গানের দলের ভিলেন আর হাসেম জোয়ারী গানের দলের নায়ক নায়িকাদের বেশ অপমান করে চলছে। অপমানের একটা লিমিট থাকে কিন্তু তারা দিন দিন যেন লিমিট ক্রস করছে। সাথে চলতে যে কোন মুহূর্তে শহর থেকে আনা নায়ক নায়িকাদের প্রশংসা আর গানের দলের নায়ক নায়িকাদের অপমানজনক কথা। এমন কথাবার্তা যেন সহ্যের বাইরে চলে গেছে গানের দলের সকল সদস্যদের কাছে। শুধুমাত্র ভিলেন তাদের সাথে হাত রেখে অপমান করে চলছে। কিন্তু কথায় কথায় যখন নতুন নায়ককে একটা বিষয়ে প্রশ্ন করা হয় তখন সে সেই বিষয়ে কিছু বলতে পারেনা। যেগুলো গানের দলের সব মানুষেই ভালো জানে। আবার দেখা যায় পথ চলতে চলতে হাসেম জোয়ারে নায়কের কাছে মিষ্টি খাওয়ার দাবী করে কারণ সে শহর থেকে নতুন নায়িকা এনে দিয়েছে এতে গানের দলের নায়কের জন্য খুশির খবর। যেন কথায় কথায় এমন ভাবে মনে আঘাত দিতে শুরু করলো হাসেম জোয়ারে আর নসু ভিলেন, নায়ক নায়িকার এ দলে টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে।
এদিকে গানের দলে নতুন নায়ক নায়িকা এসেছে শহর থেকে, বিষয়টা গুলজার এর কানে এসেছে। গুলজার বিষয়টা শুনে একটু আনন্দ পেয়েছি আবার হতাশা হয়েছে। কারণ গুলজার চাই সে গানের দলের নায়ক হওয়ার। কিন্তু গানের দলের ওস্তাদ তাকে পাত্তা দেয় না। হয় তাকে নায়ক অথবা ভিলেনের পাট দেওয়া হোক। কিন্তু কেউ তাকে গানের দলে নিতে চায় না। এখানেই তার মনের কষ্ট বেশি। এদিকে তার বোন তার কোন কথা শুনে না। সে বোনের কাছে বিষের বোতল রেখেছিল। বিষের বোতলটা খোঁজ করছিল। কিন্তু গুলজারের বোন বিউটি বলল আগে ভাবিকে নিয়ে আসুক তারপরে সে বিষ খেয়ে মরে যাবে, নাই তার ভাইয়ের রান্না বাড়া করে দেবে কে। কিন্তু গুলজার দেখা যায় কথা উল্টা ঘুরালো সে নিজেই বিষ খেয়ে মরতে চায়। কারণ তার মনের মধ্যে অনেক দুঃখ। অনেকদিন হয়ে গেল বউ বাপের বাড়িতে গেছে আসে না। ছোট বোন তার কোন কথা শোনে না। গানের দল তাকে গ্রহণ করে না। এখানে গুলজারের মনে কষ্ট খুব বেশি।
এদিকে শহর থেকে আগত গানের দলের নতুন নায়িকা যদি জলে নাচ গান করে, তাহলে গানের দলের ওস্তাদ বাড়ি ছেড়ে চলে যাবে। কারণ এতদিন গানের দলে মেয়ে মানুষ না থাকা সত্ত্বেও ভালো চলেছে আজ কেন সে শহর থেকে বাজে মেয়ে নিয়ে এসে নাচ গান করাবে। যে মেয়ে সিগারেট খায়,প্যান্ট শার্ট পড়ে থাকে, স্বভাব চরিত্র ভালো মনে হয় না,আবার তার সাথে আসা নায়ক তাকে বউ দাবি করে। নিশ্চয়ই মেয়েটা খারাপ হতে পারে আর তার কারণে ওস্তাদের মেয়ে মাসুমাও নষ্ট হয়ে যেতে পারে। এমনটা ভয় করে স্বামীকে সাবধান করার চেষ্টা করছিলেন।
গানের দলে আসা নতুন নায়িকা সিগারেট খাচ্ছিল মাসুমার সাথে বসে। এমন দৃশ্য দেখে ফেলল রহিম বাদশা। রহিম বাদশা মেয়ে মানুষের সিগারেট টানা দেখে তো মোটেও বিশ্বাস করতে পারছিল না। তার কাছে খুবই খারাপ লাগছিল একজন মেয়ে মানুষ কিভাবে ওপেনলি সিগারেট টানছে। এদিকে আবার গানের দলের নতুন নায়কের ভাব ভঙ্গি কথাবাত্রা সুবিধাজনক নয়। তাই গানের দলের নায়ক নায়িকা উভয়কেই ঘৃণার চোখে দেখতে থাকলো রহিম বাদশা। তাদের কীর্তিকলাপ গানের দলের ওস্তাদ কে বলে দিবে রহিম বাদশা,এমনটাই মাথায় নিয়ে ওস্তাদের সন্ধানে গেল।
এদিকে পারুলের মনের ভুল ভেঙেছে। সে এতদিন ভুল ধারণা করেছিল তার প্রেমিক আলতা সুন্দরী ওরূপে নসের মিয়া একজন খারাপ ছেলে। কিন্তু বিউটি নিজের নামে যে কলঙ্ক রটিয়েছিল সেটা মিথ্যা ছিল বিষয়টা প্রকাশ পাওয়ার পর পারুল তার ভুল বুঝতে পারল এবং তার প্রেমিক আলতা সুন্দরীকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়ল। কিন্তু আলতা সুন্দরী আর আগের মত তাদের বাড়িতে এসে দেখা করে না। আলতা সুন্দরীর উপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। একদিকে প্রেমিকা মিথ্যে ভুল ভেবেছে। আরেক দিকে গানের দেয়ালের লোকজন তাকে ঘৃণার চোখে দেখেছে। এদিকে গোলজার তাকে দাও নিয়ে তাড়া করছে অনেকবার কেটে ফেলার জন্য। তাই এখন সে মানুষের চক্ষুর অন্তরালে বেশি থাকে। আর কখনো এদিকে আসে না। কিন্তু প্রিয়জনকে দেখার জন্য ব্যাকুল পারুল গানের দলের কৌতুক অভিনেতাকে অনুরোধ করে বলে যেন সে একবারের জন্য হলো পারুলের সাথে দেখা করে। কিন্তু দেখা গেল আলতা সুন্দরী অর্থাৎ নচের সমাজের বাইরে চলাচল করে। পথের মধ্যে দেখা হয় হাসেম জোয়ারের সাথে। হাসেম জোয়ারী তাকে আচ্ছা অপমান করে দেয়। শহর থেকে নায়ক নায়িকা এনেছে। আলতা সুন্দরীর আর প্রয়োজন নেই। শহরের নায়িকা এখন আলতা সুন্দরী সাজবে। এই কথাটা শুনে নসেরের মনটা আরো খারাপ হয়ে গেল। আর এভাবেই এ পর্বের সমাপ্তি ঘটে।
আলতা সুন্দরী নাটকের এই পর্বে আমরা লক্ষ্য করে দেখতে পারি নতুন নায়ক নায়িকার আগমনে পুরাতন নায়ক নায়িকার যেন অপমান করা শুরু হয়েছে। গানের দলের যিনি ওস্তাদ তাকে ওভারটেক করে গানের দল ভাঙ্গিয়ে ব্যবসা করা হাসেম জোয়ারে যেন বড় বড় লেকচার দাতা হয়ে গেছে। মূলত হাসেম জোয়ারী তার জুয়া খেলা ধরে রাখার জন্য শহর থেকে নায়ক নায়িকা এনেছে। আর এদিকে গানের দল কে সে তার ইচ্ছেমতো যেভাবে পরিচালনা করা যায় সে চিন্তায় ব্যতিব্যস্ত। আরেক দিকে লক্ষ্য করা যায় গুলজার জানতে পেরেছে শহর থেকে নায়ক নায়িকা আনা হয়েছে কিন্তু তাকে গানের দলে নেওয়া হয়নি। হয়তো পরবর্তীতে গুলজার এর রিএকশন সৃষ্টি হতে পারে এই গানের দলকে কেন্দ্র করে। এদিকে পারুল ভুল বুঝতে পেরে আলতা সুন্দরীর জন্য পাগল হয়ে পড়েছে কিন্তু আলতা সুন্দরী আর তার সাথে দেখা করতে আসে না। নাটকের এই পর্বে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে গানের দলের নায়কের অভিনয়। সে নিখুঁত অভিনয় করে থাকেন সব সময়। এদিকে হাসান জুয়ারী অনেক সুন্দর ভাবে অভিনয়ের সাথে কথা বলে থাকেন। তাদের এই অভিনয়গুলো সত্যি দর্শক নন্দিত। এছাড়াও রহিম বাদশা সাদাসিধা মনের পরিচয় দিয়ে থাকেন। এখানে একজন সরল সোজা ভালো মানুষের অভিনয়ে আমরা লক্ষ্য করি। সব মিলিয়ে বলতে পারি অনেক সুন্দর একটি নাটক। মন ভালো রাখতে এমন বিনোদন আমাদের সকলের জন্য কাম্য।
রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।
I really enjoy your writing. I hope you get the right results here. Wishing you the best and continued success. Your job is really beautiful.
![1000031251.jpg](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmYmm55NirRBEn5dXGkyvm56AdYt4HzT2FeQCYvfBk2Vym/1000031251.jpg)
https://steemit.com/hive-183959/@digitalworlds/journey-through-avle-moments-that-inspire-reflections-from-the-heart
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ ভালো লাগলো চমৎকার একটি নাটক আমাদের মাঝে রিভিউ করে দেখিয়েছেন দেখে। অনেক সুন্দর হয়েছে আপনার নাটক রিভিউটা। এই নাটকটা আমি বেশ কয়েকবার দেখেছি। অনেক অনেক সুন্দর একটি নাটক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নাটকটা দেখার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি আজ আলতা সুন্দরী নাটকের ২৪ তম পর্ব শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। যদিও এখনও এই নাটক এখনও দেখা হয়নি।তবে আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর করে সম্পূর্ণ রিভিউ তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুযোগ করে দেখে নিবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত মিনিটের একটা নাটক মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই পড়ে নেওয়া যায়। আমি তো মনে করি দেখার থেকে রিভিউ পড়ে নেওয়াই ভালো। তাহলে নাটকের সম্পূর্ণ কাহিনীটা মাত্র ২ মিনিটেই জেনে নেওয়া যায়। বেশি সময় আর অপচয় করা লাগে না দেখে। আমি তো এখন সব সময় চেষ্টা করি নাটকের রিভিউর মাধ্যমেই কাহিনীটা জেনে নেওয়ার জন্য। আর ঠিক তেমনি এখনো চেষ্টা করলাম। ভালো লাগলো আলতা সুন্দরী নাটকটার 24 তম পর্বের রিভিউ টা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি নাটকটা দেখবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit