কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম ২৬ তম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।
নাটকের নাম | আলতা সুন্দরী |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাহউদ্দিন লাভলু |
অভিনয়ে | চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরণ | হাস্যরসাত্মক এবং সামাজিক |
মোট পর্ব | ৬২ |
রিভিউ | ২৬ তম পর্ব |
দৈর্ঘ্য | ২০ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- শামীম জামান (আলতা সুন্দরী/নছের)
- আর খ ম হাসান (নায়ক মেসের)
- চঞ্চল চৌধুরী (রহিম বাদশা) সহ আরো অনেকে
আলতা সুন্দরী নাটকের ২৬ তম পর্বে আমরা লক্ষ্য করে দেখেছি গুলজার হাসেম জুয়াড়ি কে ডেকে গানের দলে সদস্য হওয়ার জন্য বিভিন্ন অজুহাত দেখেছেন। ঠিক সেভাবে গুলজার তাকে আশ্বাস দেয় নতুন নায়িকার ভালো পর্যায়ে তুলে ধরে তার মাধ্যমে গুলজারকে গানের দলের নায়কের পার্টে এনে দিবে। আর এভাবেই গুলজার আশ্বাস পেয়েও যেন সময় মত কাজ হবে কিনা সে ভরসা পাচ্ছে না। কারণ গানের দলের ওস্তাদ মোটেও গুলজার কে পছন্দ করে না। তবে হাশেম জুয়ারী তাকে খুব ভালোভাবে ভরসা দেয়। সে তাকে বুঝিয়ে বলে সে কোনদিন তার কথা তো অমান্য করে নাই, তাই কৌশল করে তাকে দলে আনতে হবে। এইজন্যই নতুন নায়িকার সহযোগিতা প্রয়োজন।
এদিকে দেখা যায় অনেকদিন আলতা সুন্দরী অর্থাৎ নছের তার প্রেমিকা পারুলের সাথে দেখা করেনা। মাঝখানে বিউটি নিজের নামে কলঙ্ক রটিয়েছিল নছেরের নাম দিয়ে। অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাদের। আজকে সেই কলঙ্ক বিষয়টা প্রকাশ পেয়েছে আলতা সুন্দরীর কোন দোষ নেই সেটাও প্রমাণিত হয়েছে। তারপরেও জানো প্রেমিক প্রেমিকার মধ্যে তফাৎ হয়ে গেছে। প্রেমিকা নিজের ভুল বুঝতে পেরেছে। সে প্রেমিকের উপর ভুল ধারণা করে দূরে সরে গেছিল। আজকের প্রেমিককে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। গানের দলের কৌতুক অভিনেতা হোসেনের মাধ্যমে তার কাছে খবর পাঠায়। তাই এই মুহূর্তে আলতা সুন্দরী কি করবে বুঝে উঠতে পারছে না।
ঢাকা থেকে আগত নায়ক নায়িকা দুজনাই একপ্রকার ফট। আসোলে তারা কোন এফডিসির নায়ক নায়িকা না। তারা মিথ্যা বলে কোন রকম গানের দলে ডাট বজায় রেখে চলে। নায়িকা নাচতে জানে এটাই তার বড় পুঁজি। কিন্তু নায়কের কোন পুঁজি নেই। সে না পারে ভালো অভিনয় করতে না পারে ভালো ডায়লগ দিতে। ছেড়ে যাবো যত মিথ্যা কথা বলে এসেছে। কিন্তু নায়িকার সহযোগিতা ছাড়া তার চলা কোনমতেই সম্ভব নয়। নায়ক বুলেট মূলত নায়িকার সাথে চলে এটাই কারণ নায়িকা কে ভালোবাসে। এছাড়া অন্য কোন আশা নিয়ে এসে নায়িকার সাথে চলে না। কিন্তু তাদের কথোপকথনে বোঝা যায় নায়িকা তাকে মোটেও ভালোবাসে না। সে সব সময় তাকে অপমান করে চলে এবং এড়িয়ে চলার চেষ্টা করে। নতুন নতুন নায়ক ভিলেন দেখে নায়িকা যেন এই ফট নায়ক কে ভুলতে বসেছে। তাই দুজনার মধ্যে সব সময় মনমালিন্য কথাবার্তা হতে থাকে। আর নায়িকা সব সময় চেষ্টা করে গানের দলের নায়ক ভিলেনের সাথে গা লাগিয়ে চলতে। তার এমন গায়ে স্পর্শ করে চলাটা নায়ক এবং ভিলেনকে অন্যরকম ভালোলাগা ও ভালোবাসার অনুভূতি জাগ্রত করে। কারণ নায়িকা জানে কোন ছলনায় তাদেরকে নিজের জালে আবদ্ধ করা যায়।
এদিকে এখনো রহিম বাদশা তার মত করে আলতা সুন্দরী কে খুঁজে বেড়াচ্ছে। সে এখনো বিশ্বাস করে আলতা সুন্দরী একজন মেয়ে মানুষ। কোনমতেই সে বিশ্বাস করতে চায় না গানের দলে কোন পুরুষ মেয়ে মানুষ সেজে আলতা সুন্দরী হয়ে নাচ গান করতো। তাই বিউটির জানালায় এসে তাকিয়ে দেখতে থাকে বিউটি রুমের মধ্যে আছে কিনা। হয়তো বিউটির সাথে দুইটা কথা বলবে আলতা সুন্দরী কোথায় আছে কেমন আছে। কারণ ইতোমধ্যে সে মিথ্যা কথা বিশ্বাস করেছে বিউটির বড় বোন আলতা সুন্দরী। কিন্তু আলতা সুন্দরী বলে বিউটির কোন বোন নেই বরঞ্চ যে আলতা সুন্দরী তাকেই ভালোবেসে মিথ্যা কলঙ্ক রটিয়েছিল বিউটি।
নতুন নায়িকা যখন পুরাতন নায়কের পছন্দ করেছে তাই হাসেম জোয়ারীর আর কিছু করার নেই। সে এখন নায়ক কে বিভিন্ন কৌশলে বোঝানোর চেষ্টা করে উল্টাপাল্টা বুঝিয়ে। নায়িকা স্পর্শে পুরাতন নায়কের মনের মধ্যে ভালো লাগা শিহরণ জেগেছে। এমনই উল্টাপাল্টা কথা যেন পুরাতন নায়ক মন থেকে মেনে নিতে পারে না। সে প্রতিবাদস্বরূপ বলে অবশ্যই হাশেম জুয়ারী নায়িকার হাত ধরেছে, নাই সে কিভাবে আমার অনুভূতি বুঝবে। এদিকে ওস্তাদ যখন পুরাতন নায়ককে সামনে রেখে নতুন নায়কের পরিচয় জানতে চাইলো। নতুন নায়ক তার নাম পরিচয় ঠিক দিতে পারেনা। এমন কিছু কথায় কথায় বলল যখন তাদের এফডিসিতে কাজ থাকে না তখন তারা যেখানে যা কাজ পায় তাই করে থাকে কোন কাজ তারা ছোট মনে করে না। এমনকি মাঝেমধ্যে যখন কাজ থাকে না সুযোগ করে বেড়ায় চুরি ছিনতাই করার। তার এমন উদ্ভট কথাবার্তা গুলো ওস্তাদকে বিস্মিত করে এবং পুরাতন নায়ক হেসে ওঠেন। কারণ এত সুনাম এত কিছু কথা এখন দেখা যায় সেই নতুন নায়ক একজন চোর।
আমরা আলতা সুন্দরী নাটকের ২৬ তম পর্ব বিশ্লেষণ করে দেখতে পাই হাসেম জোয়ারী শহর থেকে যায় নায়ক নায়িকা এনে ডাট নিয়েছিল, তারা আসলে সত্যিকারের নায়ক নায়িকা না। তারা মূলত পেটের ধান্দায় ডাট নিয়ে চলে। হয়তো আস্তে আস্তে তাদের পরিচয় মুখোশ খুলতে থাকবে। তবে ইতোমধ্যে প্রকাশ হয়ে গেছে নতুন নায়ক চুরি ছিনতাই করে বেড়ায়। এমন কি নতুন নায়ক প্রয়োজনীয় অনেক ডায়লগ গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখেনা। রহিম বাদশা তার মত এখনো আলতা সুন্দরীকে খুঁজে চলেছে। এদিকে গুলজার নায়ক হওয়ার আশায় হাসেম জোয়ারের কাছে অনুরোধ চালিয়ে যাচ্ছেন। আর সব মিলেই আমরা লক্ষ্য করে দেখি এখানে যে সমস্ত অভিনেতারা অভিনয় করেছেন তাদের অভিনয় কৌশল খুবই দারুণ। পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে তাদের অভিনয় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। গ্রামীন পরিবেশে অভিনয় হওয়াতে যেন আরো মনোমুগ্ধকর ছিল এই নাটকটা। তবে সবচেয়ে বেশি অভিনয় আমরা লক্ষ্য করি হাসেম জোয়ারী এবং নায়ক মেসের এর মধ্যে। তাদের অভিনয় গুলো সব সময় নিখুঁত এবং দর্শক নন্দিত।
বিশেষ দ্রষ্টব্য: লিংক সাপোর্ট না করলেও টাইটেল লিখে ইউটিউবে সার্চ করলে কাঙ্খিত চ্যানেলে পাওয়া যাবে।
রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।
আপনি তো দেখছি বেশ সুন্দর করে পর্ব আকারে নাটক রিভিউ শেয়ার করে যাচ্ছেন। পর্ব নাটকগুলো খুব একটা দেখা হয় না। এই নাটকের রিভিউ এর আগেও পড়েছিলাম। আবারো নতুন পর্ব শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করি ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি আজকে বেশ চমৎকার একটি নাটকের রিভিউ করেছেন। এই আলতা সুন্দরী নাটকের যেগুলো অভিনয় এবং অভিনেত্রী আছেন তারা সত্যিই অপূর্ব সুন্দরী অভিনয় করতে পারেন। তাদের অভিনয়গুলো আমার খুবই ভালো লাগে। আর এই নাটকটির অনেক দেখার মত একটা নাটক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit