আমাদের পুকুরে জেলে ভাইদের মাছধরা দেখার আনন্দ

in hive-129948 •  4 months ago 


আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। মাছ ধরা দেখতে পছন্দ করে না এমন মানুষ সুখ কম রয়েছে। মাছ ধরা দেখার আনন্দটা একটু ব্যতিক্রম এবং সর্ব শ্রেণীর মানুষের জন্য বেশ আনন্দদায়ক। আর তাই আজকে আমি আপনাদের দেখাতে চলেছি জেলে ভাইদের মাছ ধরা দেখার আনন্দ ঘন মুহূর্ত।

IMG_20240419_133214.jpg


যেদিন শুনতে পাই আজকে জেলেরা পুকুরে মাছ ধরতে আসবে। সে মুহূর্তে মনের মধ্যে শুরু হয়ে যায় যেন কখন জেলেরা পুকুরের মাছ ধরতে আসবে কখন মাছ ধরা দেখব এমন একটা অনুভূতি। কারণ মাছ ধরা দেখতে আমি অনেকদিন থেকে পছন্দ করি। ছোটবেলায় আমাদের বাড়ির পাশের খালে মাছ ধরতে দেখতাম অনেক মানুষকে। আর সেই থেকে মাছধরা দেখার প্রতি অন্যরকম ভালোলাগা। এখন যখন ভাগ্যক্রমে নিজের বাড়িতে জেলেরা এসে মাছ ধরে, নিজের মাঠের পুকুরে মাছ ধরে দেখতে খুবই ভালো লাগে। যাই হোক যেমনটা শুনেছিলাম যে এরা আসবে ঠিক তেমনি বারোটার পর থেকে আসা শুরু হয়ে গেল। এদিকে আমিও রেডি হলাম বাড়ির লোকজনের সাথে আমিও পুকুরপাড়ে উপস্থিত হব, মাছ ধরার দেখব,মাছ আনবো। পুকুরে যেতে বাগানের মধ্যে দেখলাম জেলেরা এসেছে এবং তাদের গাড়িগুলো রেখে দিয়েছে।

IMG_20240419_131815.jpg

IMG_20240419_132924.jpg

IMG_20240419_133047.jpg


যাই হোক একটা মুহূর্তে পুকুরে উপস্থিত হয়ে গেলাম। দেখলাম পুকুরের মধ্যে জেলে ভাইয়েরা ডাল কুঞ্চি তুলে জাল নামিয়ে ফেলেছে। আমিও আমার মত একটি স্থান তৈরি করে নিলাম যেখানে বসে ফটো যেন ধারণ করা যায়। কিন্তু লক্ষ্য করে দেখলাম প্রচন্ড রোদ গরম। রোদ গরমের মুহূর্তে কোথাও বসে ফটো ধারণ করাটা বেশ কঠিন। তাই এদিকে ওদিকে কলা গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো ধারণ করার চেষ্টা করছিলাম। বুঝতে পারছেন জেলেদের কার্যক্রম তো এক জায়গায় দাঁড়িয়ে নয়। সুন্দরভাবে ফটো ধারণ করতে হলে অবশ্যই স্থানান্তর হতে হয়। তাই যেভাবে সম্ভব হয়েছিল সেভাবেই ফটো ধারণ করার চেষ্টা করছিলাম। আর এভাবে জেলে ভাইদের কার্যক্রম দেখার মধ্য দিয়ে বেশ অনেকগুলো ফটো ধারণ করেছি। জেলেরা জাল সারা পুকুর টেনে নির্দিষ্ট একটি জায়গায় এসে উপস্থিত হয়েছে।

IMG_20240419_133147.jpg

IMG_20240419_133213.jpg

IMG_20240419_133231.jpg


তাদের জালের মধ্যে পুকুরে যথেষ্ট মাছ ঘেরাও করা হয়ে গেছে। আর এজন্য মাছগুলো বেশ ছটফট করে লাফাচ্ছিল। কিছু কিছু মাছ কে লক্ষ্য করে দেখলাম জালের উপর দিয়ে লাফ দিয়ে বারিয়ে চলে যেতে। আর এভাবে মাছ লাফানোর মুহূর্তটা বেশ ভালো লাগছিল দেখতে। কিছু কিছু ভিডিও ধারণ করেছি চেষ্টা করব সেই সমস্ত ভিডিও গুলো আপনাদের দেখানোর। এই মুহূর্তটা যে কতটা আনন্দদায়ক তা বলে বোঝানো সম্ভব। যারাই আমাদের মত উপভোগ করেছে এ সমস্ত মাছ ধরা তারাই জানে এর আনন্দ কেমন।

IMG_20240419_133232.jpg

IMG_20240419_133401.jpg


আর এভাবে অনেকটা সময় ধরে আমরা মাছ ধরা উপভোগ করলাম। জেলেরা যে যার মত করে মাছ ধরল এবং তাদের হাড়ি-বোঝাই করল। মাঝে মাঝে লক্ষ্য করে দেখেছি তারা তাড়াহুড়ো করে মাছ ধরেছিল বড় বড় মাছগুলো যে যার মত ধরে নিতে পারে এই জন্য। এরপর একের পর এক জেলে ভাইয়েরা মাছ উপরের দিকে উঠে আনতে লাগলো এবং ডালির মধ্যে ঢেলে রাখতে লাগলো যেন মাছের গায়ের পানি বের হয়ে যায়। এই মুহূর্তে বেশি সুযোগ সুবিধা হয়েছিল মাছগুলো কাছ থেকে ফটো ভিডিও ধারণ করার। তবে এর মধ্যে বেশিরভাগ মাছ ছিল পাঙ্গাস ও তেলাপিয়া। অনেকে জানেন পাঙ্গাস মাছের মধ্যে একমাত্র তেলাপিয়া মাছ বেশি চাষ করা হয়। এছাড়া অন্যান্য যে সমস্ত মাছগুলো দিয়ে থাকে সে সমস্ত মাছগুলো নষ্ট হয়ে যায় একটা সময়। অন্য মাছ খুব কম দেয়। শুধু আমাদের খাওয়ার জন্য বড় সাইজের গ্লাস কাপ, কাতলা,ব্লাক কাপ এই সমস্ত মাছ রাখে। যাই হোক চেষ্টা করব আগামীতে আপনাদের এই সমস্ত পর্যায়ের ভিডিও ফটোগুলো আবারো শেয়ার করার জন্য। যতক্ষণ ভালো থাকবেন সবাই।

IMG_20240419_133426.jpg

IMG_20240419_135409.jpg


ধন্যবাদ সকলকে


পোস্ট এর বিবরণ


বিষয়জেলে ভাইদের মাছ ধরা
লোকেশনজুগীরগোফা,গাংনী-মেহেরপুর
মোবাইলHuawei P30 Pro-40mp
ক্রেডিট@jannatul01
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি
দেশবাংলাদেশ


আমার পরিচয়


আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপু আপনার মত আমাকে কাছেও জেলেদের মাছ ধরে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি পুকুরে গিয়ে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন। সত্যি এই মাছ ধরার যে কি আনন্দ সেটা একমাত্র মাছ ধরার সময় বোঝা যায়। তবে এটা জানতে পেরে আরো বেশি ভালো লাগলো যে আপনাদের বাড়ির পাশে খালে মাছ ধরতে অনেকবার দেখেছেন। মাছ ধরা দেখার এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

হ্যাঁ এই আনন্দঘন মুহূর্তটা সবার মাঝে শেয়ার করার প্রয়োজন যেন সবাই দেখতে পারে

জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে আসলেই অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি গ্রাম অঞ্চলে থাকি এবং আমার অনেকগুলো পুকুর রয়েছে তাই এমন দৃশ্য দেখার জন্য দূরে কোথাও যাবার প্রয়োজন হয় না চাইলেই দেখতে পারি। মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হ্যাঁ আমাদের কাছে কমন হয়ে গেছে কিন্তু অনেকে এগুলো দেখার জন্য আফসোস করে

বাহ খুব সুন্দর একটি মুহূর্ত আপনি শেয়ার করলেন আপু পুকুরের মধ্যে জেলেদের মাছ ধরার দৃশ্য। আপনি সরাসরি দেখতে পাচ্ছেন আর আমরা আপনার ফটোগ্রাফির মাধ্যমে দেখতে পাচ্ছি। এই ধরনের দৃশ্যগুলো ছোটবেলায় গ্রামে দেখতাম তবে এখন তেমন একটা দেখা যায় না। আবার আপনার ফটোগ্রাফির মাধ্যমে প্রতিনিয়ত দেখতে পাই অনেক ভালো লাগে।

হ্যাঁ আপু আমি এখন প্রত্যেক সপ্তাহে এগুলো দেখাবো

খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপু আসলে আমরা যারা শহরে বেড়ে ওঠা গ্রামের সাথে কোন সম্পৃক্ততা নেই তারা এই দৃশ্যগুলো দেখা থেকে বঞ্চিত। কখনো পুকুর থেকে জেলেদের জ্বাল দিয়ে তাজা মাছ ধরা এই ধরনের দৃশ্য সামনাসামনি দেখা হয়নি। আজ আপনার পোস্টের মাধ্যমে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। ধন্যবাদ আপু আপনাকে অনেক। আপনার মাধ্যমে জেলেদের মাছ ধরার সুন্দর কিছু মুহূর্ত দেখতে পেলাম।

হ্যাঁ আপু, অনেকে রয়েছে এগুলো দেখতে পাই না।দেখার জন্য বেশ হয়রানির শিকার হতে হয়, খরচ করতে হয়। তারপরে ও মন ভরে উপভোগ করতে পারেনা এমন দৃশ্য।

আসলে মাছ ধরার মুহূর্তগুলো বেশ অন্যরকম হয়ে থাকে। মাছ খাওয়ার চেয়ে মাছ ধরার আনন্দটাই অন্যরকম। মাছ ধরতে দেখলে খুব ভালো লাগে। আপনার মাছধরা দেখার আনন্দে অনুভূতি পড়ে ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে আপু জেলেদের মাছ ধরার দৃশ্য শেয়ার করার জন্য ‌ ।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

অনেকেই মাছ খেতে পছন্দ করে না কিন্তু মাছ ধরা দেখতে বা ধরতে পছন্দ করে। আমাদের এলাকায় প্রচুর পরিমাণে মাছের চাষ হয় আর মাছ ধরা দেখাটা এটা আমাদের প্রতিদিনের কাজ। মাছ ধরা দেখার অভিজ্ঞতাটা আমাদের মাঝে শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ভাইয়া আমরা দেখতে পাই কিন্তু অনেক জায়গায় তো অনেকে আছে যেখানে মাছ ধরা দেখা ইচ্ছে থাকলেও দেখতে পারেনা।

আসলে পুকুরে জেলে ভাইয়েরা যখন মাছ ধরার জন্য জাল ফেলে তখন পুকুর পাড়ে অনেক মানুষ জমায়েত হয়। এই দৃশ্য গুলো আমরা অনেক দেখেছি। আজকে আপনার অনুভূতি পড়েও অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম