আসসালামু আলাইকুম
রঙিন রঙিন ফুল দেখে ভরে উঠেছে মন।
দেখলাম কত রক্ত গোলাপ পাপড়ি মিলে আছে
তাই দেখে প্রজাপতি ছুটে চলে আসে।
ফুলের বুকে কীটপতঙ্গ নেচে নেচে খেলা করে
হৃদয় মাঝে ভালোবাসা বৃষ্টি হয়ে ঝরে।
খুঁজে পাই অনাবিল সুখ ফুলের বাগানে গিয়ে
ব্লগ দেখে মনে হচ্ছে ফুলগুলো আজ বিয়ে।
পাখির কন্ঠে দূর হয়ে যায় ঘুমের জড়তা।
জেগে ওঠে শালিক পাখি মাছরাঙ্গা আর বক
কাঠঠোকরা গাছের ডালে করে যে ঠকঠক।
ভোরের সূর্য ঘরের মধ্যে আলো দিতে আসে
পাশের বাড়ির মুরুব্বি জন খকখকিয়ে কাশে।
শুরু হয় দিনের যাত্রা ঠান্ডা পানি নেড়ে
রান্নাঘরে কাজ শুরু করি শীতের ভয় ঝেড়ে।
তুমি দেখবে কি দুই নয়নের চেয়ে?
আমি পুষ্প হয়ে ফুটে উঠবো তোমার দু নয়নে
তুমি রাখবে কি তোমার নয়ন মনি করে?
আমি ছন্দে ছন্দে মনের আনন্দে হবো গানের কথা
তুমি দেবে কি একটু সুর হয়ে আমায় ধরা?
আমি তোমারই জন্য হতে চাই ধন্য হাজার দুঃখ সয়ে
রাখবে কি কলিজায় সারা জীবন দুঃখের বৈঠা বেয়ে?
মনটাকে উজার করে আমায় ভালোবেসো।
তোমার আকাশে রংধনু হয়ে উঠবো আমি জেগে
পারবেনা আমায় লুকিয়ে রাখতে দুষ্টু কালো মেঘে।
হাসি দিও তুমি সূর্যের মত অন্ধকার দূর করে
হৃদয়ে থাকা সকল গ্লানি মুছে যাবে চিরতরে।
খুঁজে পাবো সুখ দুঃখ ভুলে কোকিল পাখির মত
গেয়ে উঠবো নূপুর পায়ে রিনিঝিনি বাজবে শত শত।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
X--promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার আজকের কাজ কমপ্লিট
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছেন আপু। প্রতি সপ্তাহে আপনার কবিতাগুলো পড়ার চেষ্টা করি। মনের অনুভূতি নিয়ে চমৎকার সব কবিতা লেখেন। আজকে শেয়ার করা সব কয়টি কবিতা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ্ দারুন হয়েছে তো অনু কবিতাগুলি।প্রিয় মানুষের প্রতি প্রেমের আকুতি, ব্লগের চলমান কনটেস্ট এর কথা,প্রকৃতি বিষয় সহ অনু কবিতার ভাব গুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা করছি,আগামীতে যেন পূর্ণাঙ্গ কবিতা লিখতে পারেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতা অনেক ভালো হয়েছে। আপনার অনুভূতি আমার কাছে ভালো লাগলো। বেশি দারুণভাবে কবিতাগুলো লিখেছেন। কন্টেস্টের জন্য অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি মূলক পোস্ট দেখার সৌভাগ্য হয়েছে। ধন্যবাদ কবিতা লেখার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতার মধ্যে শীতের বেশ কিছু কথা তুলে ধরেছেন। আসলে সময় উপযোগী একটা কবিতা আপনাদের আজকে লিখেছেন। আপনার লেখা কবিতা পরিবেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর করে বেশ কিছু অনু কবিতা লিখেছেন দেখে ভালো লাগলো। আপনার প্রতিটা অনু কবিতা সত্যি অনেক দারুন ছিল। সবগুলো কবিতা লেখার টপিক অসম্ভব সুন্দর ছিল। এরকম অনুভূতি নিয়ে কবিতা লিখলে সব সময় ভালো লাগে পড়তে। আপনার এরকম কবিতা আশা করি সব সময় শেয়ার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার এই অনু কবিতা গুলো পড়ে আমরা অনেক ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit