কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আমি আপনাদের মাঝে সরিষা ফুলের ফটোগ্রাফি শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।
সরিষা ফুলের ফটোগ্রাফি
শীতের সময়টা আমাদের দেশে বিভিন্ন পরিবর্তন দেখা যায়। তার মধ্যে ফসলের মাঠের সৌন্দর্যটা একটু ভিন্ন রকমের সাজিয়ে উঠতে দেখা যায় সরিষা ফুলের জন্য। আমি সরিষা ফুল অনেক বেশি পছন্দ করি। জন্ম বেড়ে ওঠা সবকিছুই গ্রামীন পরিবেশে,তাই ছোট থেকেই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করে এসেছি প্রত্যেক বছর। গত বছর আমি আপনাদের মাঝে ছিলাম না। তবে ইচ্ছে ছিল স্টিমিটে কাজ করব। আর সে ইচ্ছেটা আরো এক বছর আগে থেকে। শুধুমাত্র বাবু ছোট ছিল এই জন্য জয়েন করতে দেরি হয়েছিল। তবে বাড়ির অন্যান্য ইউজারদের মত আমি যখন পুকুর পাড়ে সবজি তুলতে উপস্থিত হতাম, তখন সবজি বাগান থেকে বেশ অনেক ফটো ধারণ করতাম। ফটো ধারণ করা গুলো ছিল আমার এমনিতে ভালোলাগা। সে জায়গায় সরিষা ফুল দেখলে কার না ফটো ধারণ করতে ভালো লাগে। সে যে ফটো ধারণ করেছি। এদিকে ভেরিফাইড হওয়া ৬ মাস পার হয়ে গেছে কিন্তু সরিষা ফুলের ফটোগুলো মোবাইলের ফোল্ডারে পড়েই রয়েছে।
বেশ কিছুদিন পর আবারো আজকে যখন পুকুরপাড়ে সবজি তুলতে গিয়েছিলাম। তখন আমাদের পাশের একটি পুকুরে দেখলাম সরিষা বুনেছে এবং সেখানে ফুল ফুটেছে। ফুলগুলো দেখে খুব ইচ্ছে হয়েছিল ফটো ধারণ করব। তবে সেখানে যাওয়াটা সম্ভব হয়ে উঠল না। বেশি বন জঙ্গল রয়েছে। এদিকে আমারও সবজি তোলা, দ্রুত বাড়িতে যেতে হবে, রান্নাবান্নার বিষয় রয়েছে। এদিকে ছেলের আব্বু বেশি ব্যস্ত ছিল আর একটা পুকুরে। তাই সাহস করে আর সেই পুকুরটাতে যেতে পারলাম না। তাই ভাবলাম আজকে সরিষা ফুলের ফটো আপনাদের মাঝে শেয়ার করব। পরবর্তীতে চেষ্টা করব নতুন সরিষা ফুলের ফটো ধারণ করে শেয়ার করতে। তবে গত বছরে যে সমস্ত ফুলগুলো ধারণ করেছিলাম সেগুলো কিন্তু মন্দ নয়। এবার তো ব্লগ প্ল্যাটফর্মে সদস্য হয়ে গেছি। সুযোগ পেলে চেষ্টা করব আরো সুন্দর রূপে সরিষা ফুলের ফটো ধারণ করতে। তবে দুঃখের বিষয় আমাদের পুকুরপাড়ে এখনো সরিষা ফুল হয়নি। এবার সরিষা বুনবে কিনা সেটাও জানিনা।
সরিষা ফুলের বুকে প্রজাপতি মৌমাছি সহ নাম না জানা অনেক কীটপতঙ্গ দেখতে পাওয়া যায়। এই সমস্ত কীটপতঙ্গ গুলো কেউ মধু আহরণ করতে আসে। আবার অন্যান্য পতঙ্গ গুলো পরাগায়নের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এভাবেই একটার পর একটা জিনিস মিলে সৌন্দর্য সৃষ্টি হয়। সরিষা ফুলের মধু আমার কাছে খুবই ভালো লাগে। এই সময় দেশের বিভিন্ন জায়গাতে সরিষা ফুলের মধু সংরক্ষণ করতে দেখা যায়। আবার বাজারে বিক্রয় হয়। সুযোগ পেলে আপনারা চেষ্টা করবেন সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে। বিভিন্ন ব্যস্ততায় যখন মন মানসিকতা একঘেয়েমি হয়ে যাবে, তখন প্রাকৃতিক পরিবেশের এই সৌন্দর্য কিছুটা হলেও মনকে চাঙ্গা করে তুলবে। আমার অবশ্য প্রত্যেক বছর শীতকালে বাবার বাড়িতে গিয়ে ফসলের মাঠে যাওয়ার অভ্যাস রয়েছে। কারণ ছোট থেকে ফসলের মাঠে যাওয়া আসা করেছি অনেক। এই সময় আমাদের অনেক ফসল হয়ে থাকে। তাই যেন ফসলের প্রতি অন্যরকম ভালোলাগা সব সময়। আর সেই জায়গায় সরিষা ফুল দেখতে যাওয়ার আনন্দটা অন্যরকম। সময় পেলে এবার চেষ্টা করব অনেক বেশি সরিষা ফুলের ফটো ধারণ করার। এরই সাথে সরিষা ফুলের মধু সংরক্ষণ করার চেষ্টা করব স্টিমের টাকা দিয়ে। কারণ মধুর শরীর ভালো রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর মধু খাওয়াও সংরক্ষণ করার উপযুক্ত সময় শীতকাল। আর আমি মনে করি সরিষা ফুলের সময় আসলে অনেক মানুষ মধু খাওয়ার কথাটা স্মরণ করে এবং খাওয়ার সুযোগ করে নেয়।
ডিভাইস | Huawei P30 Pro-40mp |
---|---|
বিষয় | সরিষা ফুলের ফটোগ্রাফি |
লোকেশন | গাংনী- মেহেরপুর |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
শীতের সময় এই সরিষা ফুলের সৌন্দর্য দেখলে সত্যিই মুগ্ধ হয়ে যাই। আপনার ফটোগ্রাফিতে এবছর প্রথমবারের মতো সরিষা ফুল দেখলাম। খুবই ভালো লাগলো প্রতিটা ফটোগ্রাফি দেখে। দারুন সব ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপনি। বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন এগুলো। আপনাকে ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
X-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের কাজ কমপ্লিট
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওয়াও অনেক দিন পর এতো সুন্দর সুন্দর সরিষা ফুলের ফটোগ্রাফি দেখতে পারলাম। বিশেষ করে সরিষা ফুলের ঘ্রান টা দারুণ লাগে আমার। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু পোস্ট টি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গত বছর আমাদের পুকুরপাড়ে আমাদের সরিষা ফুল হয়েছিল। তবে এবার যেন সরিষা বোনা হয়নি। তবুও পুকুর পাড়ে অনেক ফুল ছিল তো। যাই হোক আশা করব আবারও ফুলে ফুলে ভরে উঠবে আমাদের পুকুরপাড়। আর সরিষা ফুলের মধু আমিও খুব পছন্দ করে থাকি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সরিষা ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। শরীরের ফুল আমি খুবই পছন্দ করি। গ্রাম অঞ্চলে গেলেই সরিষা ফুলের দৃশ্য গুলো ভালোভাবে উপভোগ করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সরিষা ফুলের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। এই মৌসুমে সবাই সরিষা চাষ করবে। সরিষা গাছে যখন ফুল ফোটে তখন দেখতে অসম্ভব সুন্দর লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit