বিষয় টমেটো উত্তোলন স্থান জুগীরগোফা লোকেশন জুগীরগোফা,গাংনী-মেহেরপুর মোবাইল Infinix Hot 11s ক্রেডিট @jannatul01 ব্লগার আমার বাংলা ব্লগ কমিউনিটি দেশ বাংলাদেশ
পুকুর পাড়ের সবজি বাগান থেকে টমেটো উত্তোলন
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। অনেকদিন পর আবারো আপনাদের মাঝে উপস্থিত হলাম পুকুর পাড়ের সবজি বাগান থেকে সবজি উত্তোলনের সুন্দর মুহূর্ত নিয়ে। আজকে আপনারা দেখবেন পুকুর পাড়ে টমেটো উত্তোলনের সুন্দর মুহূর্তর অনুভূতি।
প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবজি বাগানের সুন্দর ফটোগ্রাফি। এটা আমাদের তিন নম্বর নতুন সবজি বাগান ছিল। শীতকালে এই সবজি বাগানের মধ্যে পেঁয়াজ লাগানোর পাশাপাশি টমেটো লাগানো হয়েছিল। তবে অনেকগুলো টমেটো গাছের ভিতর মাত্র দশটা মত টমেটো গাছে টমেটো হয়েছে। আর শেই টমেটো উঠাতে গিয়ে একদিন আমি খুব সুন্দর সুন্দর ফটো ধারণ করার চেষ্টা করেছিলাম। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন টমেটো গাছের ফুলের সুন্দর ফটো ধারণ করেছি পেঁয়াজ গাছের মধ্যে থেকে। এ মুহূর্তে পেঁয়াজ গাছগুলো দেখতে বেশ তরতাজা ছিল। পাশাপাশি টমেটো গাছ গুলো দেখতে খুবই ভালো লাগছিল। যেহেতু সুস্থ সবল ও সতেজ ভাবে বেড়ে উঠেছিল আমাদের এই বাগানের মধ্যে। যে সময় আমি টমেটোর উঠানোর জন্য পুকুরে উপস্থিত হয়েছিলাম। লক্ষ্য করে দেখেছিলাম বেশ কয়েকটা গাছে টমেটো ধরা শুরু হয়ে গেছে। আর বেশকিছু কাছে শুধু ফুল এসেছে টমেটো এখনো ধরে নেই।
শীতের সময় অনেক কিছু ফসল উৎপাদন করা যায় পাশাপাশি শাকসবজি উৎপাদন করা যায় যে কোন জায়গাতে। আমাদের মাঠের পুকুর পাড়ে রাজের আব্বু আর তার ভাই দুজন মিলে খুব সুন্দর সবজি উৎপাদন করে থাকে। আর মাঝেমধ্যে তাদের সাথে সবজি বাগানে উপস্থিত হয়ে সবজি উত্তোলন করতে খুবই ভালো লাগে আমার। তবে এই বাগানটার মধ্যে সবচেয়ে লাভজনক হিসাবে টমেটো আমি লক্ষ্য করেছিলাম। কারণ পেঁয়াজে সার ও পানি দিলে টমেটো গাছের হয়ে যেত। তাই আলাদাভাবে চাষ করতে হতো না শুধুমাত্র গাছ লাগিয়ে দিয়েছিল এর মধ্যে।
কিছু কিছু গাছে এত সুন্দর টমেটো ধরেছিল আমি বাড়ি থেকে একটি মাত্র পলিথিন ব্যাগ নিয়ে যেতাম আর প্রত্যেকটা গাছের দিকে লক্ষ্য করে ডাকরো হয়েছে, খাওয়ার মত এমন টমেটো উত্তোলনের চেষ্টা করতাম। আর এভাবেই খুব সহজেই হাফ কেজি থেকে ১ কেজি টমেটো হয়ে যেত। মাঝেমধ্যে যখন তারা পেঁয়াজের সার দিত আমি একটু বেশি করে টমেটো গাছগুলোতে দেয়ার চেষ্টা করে দিতাম। হয়তো এই সমস্ত কারণে পেঁয়াজ গাছগুলোর পাশাপাশি টমেটো গাছ গুলো দেখতে আরো সুন্দরভাবে বেড়ে উঠেছিল।
আমার একটা বিষয় খুব ভালো মনে আছে ছোটবেলায় যখন আমার আব্বার টমেটোর জমিতে টমেটো ছুড়ানোর জন্য যেতাম, তখন আমি খুঁজে খুঁজে পাকা টমেটোগুলো বের করতাম। তবে কেন জানি আমি এখানে উপস্থিত হয়ে সেই ভাবে পাকা টমেটো খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু প্রত্যেকটা গাছেই টমেটো কাঁচা ছিল।
যাইহোক এভাবে টমেটো উত্তোলন করতে করতে একটি মুহূর্তে আমার টমেটো উত্তোলন সম্পন্ন হয়। টমেটোর গাছের সুন্দর একটা ঘ্রাণ নাকে এসে লাগে। বেশ ভালো লাগে, যেন ফিরে পায় ছোটবেলায় আমাদের সেই ফসলের মাঠের সুন্দর অনুভূতি। এদিকে রাজ্যের আব্বুর মাছের খাবার দেওয়া শেষ হয়ে যায়,আর ঠিক টমেটোগুলো গুছিয়ে ব্যাগে পুরে এদিকে কিছু মোবাইলে ফটো ধারণ করে মাছের খাবার দেওয়া দেখে আবারও যেন বাড়ির দিকে ফিরে আসি। আর এভাবে সুন্দর টমেটো উত্তোলনের মুহূর্ত অতিবাহিত হয়েছিল। তবে এক দুই দিন নয় বেশ দীর্ঘদিন এভাবে এবার শীতে পুকুর পাড় থেকে টমেটো উত্তোলন করেছি।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
একই জায়গায় পিয়াজ এবং টমেটো লাগানো হয়েছিলো আর পেঁয়াজের মধ্যে সার দিলে টমেটো গাছেরও হয়ে যেত বিষয়টা বেশ ভালো। অর্থাৎ বলতে পারেন এক ঢিলে দুই পাখি। টমেটো গাছের ফটো গুলো দেখে বেশ ভালো লাগলো। আর ফটোর পাশাপাশি বেশ সুন্দর কিছু ইনফরমেশন আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সব মিলিয়ে এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন একই জায়গায় দুইটা জিনিস
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার টমেটো উত্তোলনের মুহূর্ত দেখে খুবই ভালো লাগলো। আসলে এবার পুকুরপাড়ে অনেক টমেটো হয়েছিল আমাদের। তবে যে জায়গায় টমেটোর আশা করেছিলাম সেখানে হয়নি। শুধুমাত্র হয়েছিল ছোট বাগানটার মধ্যে। যেখানে পেঁয়াজ লাগানো হয়েছিল। যাহোক অনেক ভালো লাগলো সুন্দর এই অনুভূতি গুলো দেখে। যেখানে গাছগুলো কবেই নষ্ট হয়ে গেছে। শুধু ফটো ধারণ করার জন্য সেই অসাধারণ চিত্রটা রয়ে গেছে আপনার মোবাইলে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আমার ভীষণ ভালো লেগেছে আপনার ব্লগটি পড়ে। আমি সবজি বাগান করতে অনেক বেশি পছন্দ করি। যখন গ্রামে থাকতাম তখন মায়ের সাথে সবজি বাগান করতাম বেশ ভালো লাগতো তখন। এখনো ইচ্ছে আছে কিন্তু জায়গার অভাব। আপনার বেশ সুন্দর একটি মুহূর্ত দেখে অনেক ভালো লেগেছে। টমেটো গাছ এবং টমেটো খুবই সুন্দর দেখাচ্ছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এই সবজি বাগানটা রাজের আব্বু আর তার ভাইয়া করে থাকে, আমি শুধু সবজি উঠাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজেদের গাছের কোন সবজি খাওয়ার মজাই আলাদা। পুকুর পাড়ে আপনাদের প্রায় দশটার মত টমেটোর গাছ রয়েছে জেনে ভালো লাগলো। গাছ থেকে টমেটো উঠাতে গিয়ে খুব সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের মাঝে। ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। ভালো লাগলো আপনার পোস্ট দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একদম ঠিক কথা বলেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit