আসসালামু আলাইকুম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম একগুচ্ছ অনু কবিতা নিয়ে। কিছু কিছু মনের অনুভূতি থেকে থাকে যা প্রকাশ করা যায় না। তবে সেই সুন্দর অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। হ্যাঁ বন্ধুরা ঠিক তেমনি উপস্থিত হয়েছি কবিতা নিয়ে। আশা করি আমার এই কবিতা আবৃত্তি করতে আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই আসুন ছোট ছোট কবিতাগুলো আবৃত্তি করি।
আবার এনেছি শীতের সকাল বাংলার কলিজায়।
মেতে উঠেছে সোনার রবি কুয়াশা ভেদ করে
একফালি আলো দিয়ে যায় আমার ছোট্ট ঘরে।
যখন শীতে গরম চাদর খুঁজেই হই বিভোর
সূর্য মামা ডেকে বলে চিন্তা কিরে তোর।
ভালো থেকো প্রতিটা খনে
মনে পড়লে আমায়
থেকো আনমনে।
কষ্ট হতে পারে থাকলে নির্জনে
একা থেকো না ঘরের কোণে।
হাসি আনন্দে মেতো
তোমার প্রতিটা ক্ষণে।
তুমি আমার আমি তোমার চির আপনজন।
হাতটি ধরেছি যখনই তোমার বুঝে নাও এই মন
মরণ এলেও ছাড়বো না থাকব সারা জীবন।
চলে যায় প্রতিটা রাত।
ধরেছি অনেক শক্ত বাঁধনে
তোমার দুটি হাত।
ফিরে আসে না ফেলে আসা দিন
স্মৃতির পাতায় হয়ে ওঠে রঙিন।
তবুও ভাবি জীবনগাড়িকে
এভাবেই ফুরিয়ে যাবে দিন।
কবিতাগুলো আবৃত্তি করার জন্য অসংখ্য ধন্যবাদ।
মনে যখন যেমন অনুভূতি এসেছে তখন তেমন কবিতা লিখেছি। একদিকে শীতকাল আসার আবির্ভাবে শীতের কবিতা। আরেক দিকে ভালোবাসার অনুভবের ভালোলাগার কবিতা। আবার খেয়াল করে দেখলাম ফেসবুকে বেশ প্রেম বিরহের কয়েকটা পোস্ট। সেই পোস্ট মনের মধ্যে নিয়ে একটু বিরহের কবিতা। আর এভাবে সুন্দর কয়েকটা কবিতা লিখে আপনাদের মাঝে শেয়ার করলাম। জানিনা কতটা সুন্দরভাবে উপস্থাপন করেছি তবে নিজের মতো করে লেখার চেষ্টা করেছি আমি।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
x-promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি কয়েকটি অনু কবিতা একসাথে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। এরকম ছোট ছোট লেখা কবিতাগুলো আমার কাছে পড়তে বেশ ভালো লাগে। কারণ বিভিন্ন রকম ছন্দ মিলিয়ে এ ধরনের কবিতা গুলো লেখা হয়। প্রত্যেকটি কবিতার লাইনগুলো পড়ে দারুন লাগলো। পরবর্তীতে আরো ভালো কবিতা আপনার কাছ থেকে আশা করব। আপনার জন্য শুভেচ্ছা রইল অনেক অনেক।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
উৎসাহ পেলে আরো সুন্দর লিখতে পারবো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কাজ করেছি সম্পন্ন। ১০০% প্রমাণিত
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ দারুণ কিছু অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন।অনু কবিতাগুলো ছোট হলেও ব্যাপক অর্থ বহন করে। খুব সুন্দর ভাবে ছন্দ মিলিয়ে কবিতার লাইনগুলো লিখেছেন। আপনার কবিতা গুলো পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য দেখে ভালো লাগলো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা কবিতাগুলি ভালো। তবে অণুকবিতা একে বলে না। বাংলা আকাদেমি প্রদত্ত সংজ্ঞায় বলা হয় অণুকবিতা ৬ চরণ অথবা ৩২ শব্দের মধ্যে রাখতে হয়। অণুকবিতায় ভাবের পূর্ণাঙ্গ অবয়ব প্রকাশ হবে না। সেখানে বেশিরভাগটাই থাকবে পাঠকের হাতে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করব এভাবে পাশে থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। আপনার লেখা অনু কবিতাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো।বিশেষ করে তিন নম্বর ও চার নম্বর অনু কবিতা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।পরবর্তীতে আরো অনেক সুন্দর সুন্দর অনু কবিতা পড়ার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
কবিতা পড়ে সুন্দর মন্তব্য করেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit