আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম
ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। বাঁশ বাগানে বসে থাকা পাশাপাশি দুইটা ঘুঘুর সুন্দর একটি ভিডিও। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে।
Photography device: Huawei P30 Pro-40mp
বেশ অনেকদিন ধরে আমি একটা বিষয় লক্ষ্য করে যাচ্ছি। রান্নাবান্না শেষ করে যখন আম গাছের নিচে চেয়ারে বসে থাকি ওই মুহূর্তে দেখা যায় একটি স্থানে প্রত্যেক দিন দুইটা ঘুঘু বসে থাকে। আমি প্রায় ফলো করি আর বলাবলি করি এই ঘুঘু পাখি দুইটা প্রতিদিনই একই জায়গায় বসে থাকে। আর তারা বসে থাকে তো বসেই থাকে ঘন্টার পর ঘন্টা। হঠাৎ একদিন মাথায় আইডিয়া আসলো। বাঁশ বাগানের নিচে রয়েছে পুকুর। আর পুকুরটা প্রচন্ড গরমের শুকিয়ে মাটি ফেটেছিল। আমরা সবাই যখন চেয়ারে বসে রয়েছি,তখন তাদের ওই উপস্থিতি দেখে ভাবলাম আস্তে আস্তে পুকুরে নেমে যাব এবং পুকুরপাড় থেকে জুম করে তাদের ভিডিও ধারণ করব। তবে প্রথম মনে হয়েছিল আমার যাওয়া হয়তো সম্পূর্ণ বৃথা হবে। প্রথম অলসতা বোধ করলাম। তবে পরিবারের কয়েকজন ইয়ার্কি আকারে আমাকে উৎসাহ দিয়ে বলল চেষ্টা করে দেখি না কেন। তখন বারবার শুধু মনের মধ্যে আপনাদের কথা মনে আসলো। যদি সুন্দর একটা ভিডিও ধারণ করতে পারি তাহলে অবশ্যই আপনাদের দেখাতে পারবো। ঘুঘু পাখি আমার আপনার মত সব মানুষ কম বেশি পছন্দ করে থাকে। যাইহোক আমি নিরবে একটু একটু করে পুকুরের দিকে এগিয়ে গেলাম আর চুপ করে থাকলাম। এরপর আবার এগিয়ে গেলাম আনমনা হয় থাকলাম। এভাবেই কিছুটা পুকুরের মধ্যে অর্থাৎ বাঁশঝাড়ের নিচ করে একটি জায়গায় বসলাম।
Photography device: Huawei P30 Pro-40mp
এরপর আমি মনোযোগ সহকারে তাদের ভিডিও ধারণ করতে থাকলাম। পাখি দুইটা আমাকে দেখে বারবার শুধু নড়াচড়া করতে থাকলো। এদিকে আমি মোবাইলে জুম করে ভিডিও ধারণ করার চেষ্টা করছিলাম। আর ওই মুহূর্তে আমি একটা বিষয় লক্ষ্য করলাম। বিষয় হচ্ছে আমার আর চেয়ারে বসে রয়েছি গল্পের মেতে রয়েছি কিন্তু আশেপাশে কোন পাখির ডাক ফলো করি নাই। যখন ভিডিও ধারণ করছি সেই মুহূর্তে আমি তো নীরব হয়ে রয়েছি শুধু কানে আসতে আশেপাশ থেকে শালিক পাখির ডাক, কোকিল পাখির ডাক, এদিকে রাজহাঁসের ডাক, এছাড়া অন্যান্য পাখির ডাক। কোথায় বাঁশ বাগানের আশেপাশে যেন পাখির গানে মুখরিত। তখন আমি সত্যিই খুব ভালোলাগা অনুভব করতে পারলাম। তবে প্রচন্ড গরমে এদিকে আমি ঘেমে যাচ্ছিলাম। এটা কি আমাদের মত মানুষের কাজ ভিডিও ধারণ করা। তারপরেও আমি আমার মত চেষ্টা করছিলাম শুধু আপনাদের প্রতি তো অন্যরকম ভালোলাগা রয়েছে তাই। শুধু মনে হচ্ছিল আমার বাংলা ব্লগের সবাইকে দেখাতে পারবো ভিডিওটা। যাহোক ভিডিও ধারণ করতে করতে আবার নিরবে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলাম। এদিকে লক্ষ্য করলাম একটি বাঁশের উপরে শালিক পাখি বাসা বেধেছে। সত্যি কতটা প্রাকৃতিক পরিবেশের মাঝে যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম ভিডিও ধারণ করার মুহূর্তে এই ভিডিও সম্পূর্ণ না দেখলে বুঝবেন না।
বাহ্ আপু ঘুঘু পাখি দুইটি অনেক কিউট লাগছে।আপনি জুম করে বেশ সুন্দর ভিডিওগ্রাফি করেছেন।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঘুঘু পাখি আমার পছন্দের একটি পাখি।আমি ছোট বেলায় ঘুঘু পাখি খাঁচায় বন্দী করে পুষে ছিলাম। আপনি দেখছি আজকে পাশাপাশি বসে থাকা দুইটা ঘুঘু পাখির জুম করে ভিডিও ধারন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ধারণ করা ভিডিও ক্লিপ এর মাধ্যমে আমরা ঘুঘু পাখির সৌন্দর্য দেখতে পারলাম। বেশ ভালো লাগলো আপনার তোলা ভিডিও ক্লিপ টি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit