পুকুর থেকে মাছ বিক্রয় করার মুহূর্ত ফটোগ্রাফি

in hive-129948 •  7 months ago 


আসসালামু আলাইকুম



কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি পুকুরের জেলে ভাইদের মাছ ধরার মুহূর্ত দেখানোর জন্য। যেখানে দেখতে পারবেন ছেলেরা খুব সুন্দরভাবে জাল টেনে পুকুরে মাছ ধরে মেপে নিয়ে যাচ্ছে। চলুন তাহলে বিস্তারিত ফটো এবং বর্ণনার মাধ্যমে জানা ও দেখার চেষ্টা করি।


IMG_20240419_135016.jpg





আজ আবার আপনাদের মাঝে জেলে ভাইদের মাছ ধরার সুন্দর মুহূর্ত উপস্থাপন করতে চলেছি। দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদের মধ্যেও তারা খুব সুন্দর ভাবে মাছ ধরার চেষ্টা করছে পুকুরের মধ্যে। জেলে ভাইদের মাছ ধরা দেখার মধ্যে অন্যরকম ভালো লাগা রয়েছে। সারা পুকুর যখন জাল টেনে মাছ ঘেরাউ করা হয়। তখন জালের মধ্যে আবদ্ধ মাছ গুলো খুব চেষ্টা করে বের হওয়ার জন্য। এদিকে তারাও তাদের চেষ্টা মত মাছগুলোকে জালের মধ্যে আটকে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু মাছ ভাগ্যক্রমে লাফ দিয়ে চলে যেতে পারে। আর মাছের লাফালাফি করার মুহূর্তটা খুবই ভালো লাগে উপর থেকে দেখতে। লক্ষ্য করে দেখা যায় সিলভার কাপ, কাতলা সহ বিভিন্ন প্রকার মাছ খুব জোরে লাফ দিতে পারে। জালের মধ্য থেকে দূরে লাফ দিয়ে পড়ে।


IMG_20240419_132350.jpg

IMG_20240419_132922.jpg

IMG_20240419_133016.jpg



জালে মাছ ঘেরাও করে যখন তারা একটি নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়, এরপর তারা জাল ভাগ করে নেয় একাধিক ভাবে কোচ করে আলাদা আলাদা করে মাছ ধরে নেওয়ার জন্য। আলাদা আলাদা ভাবে মাছ কোচ করলে পারে ভেতরে থাকা ছোট মাছগুলো নষ্ট হয় না। এতে তারা খুব শান্তিতে বড় মাছগুলো ধরে নিতে পারে। বিভিন্ন মাছের মধ্যে হাতে কাটা লাগার ভয় থাকে তাই একাধিক ভাগে বিভক্ত করলে সেই ভয়টা কমে যায়। আর এভাবে চলতে থাকে জেলেদের মাছ ধরার কার্যক্রম। উপরে আমাদের মত যারা দাঁড়িয়ে থাকে দেখে তারাও বেশ উপভোগ করে এই মুহূর্তটা। এখানে ছোট থেকে বড় সাইজের বিভিন্ন প্রকার মাছের দেখা মেলে।


IMG_20240419_133145.jpg

IMG_20240419_133158.jpg

IMG_20240419_133220.jpg



এরপর জেলেদের মাছ ধরা হয়ে গেলে তারা তাদের মত করে মাছগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পানি বদলায়। ছোট ছোট মাছ যদি হাঁড়ের মধ্যে চলে আসে সেগুলো ফেলে দেয়। অর্থাৎ মাছ ধরা সম্পন্ন হলে শেষের দিকে পানির মধ্যে তারা তাদের মত করে মাছগুলোকে পরিপাটি করে। এরপর তারা তাদের মত করে জালটা পানির মধ্যে থেকে উপরে তোলার চেষ্টা করে। তিন মাথায় তিনজন ধরে জালটা উপরে টেনে তোলে এবং ঝাড়া মেরে পরিষ্কার করে। এমন সুন্দর দৃশ্যগুলো যেন মন ছুঁয়ে যায় মনে করে দেয় গ্রাম বাংলার সুন্দর কিছু অনুভূতির কথা। পুকুর বিল নদী নালা থেকে বিভিন্ন ভাবে মাছ সংরক্ষণ করতে দেখা যায়। তবে এক এক জায়গায় মাছ সংরক্ষণের কার্যক্রম গুলো এক এক রকম হয়ে থাকে। এখানেও ঠিক তেমন, বড় জালের মাছ সংরক্ষণ করা ও জাল পুকুর থেকে তোলা একটু ভিন্ন ধরনের।


IMG_20240419_133345.jpg

IMG_20240419_133519.jpg

IMG_20240419_134500.jpg



এরপর শুরু হয় ডিজিটাল স্কেলের মাধ্যমে মাছগুলো মেপে দেওয়ার পালা। যে কয়জন জেলে মাছ ধরতে এসেছে তাদের আলাদা আলাদা হাঁড়ি থাকে। আর সেই ব্যক্তি অনুসারে মাছগুলো মেপে দেওয়া হয় এবং খাতায় তালিকা করা হয়। এভাবে একজন ব্যক্তির মাছ মাপা হয়ে গেলে আবার আরেকজন ব্যক্তির মাছ মেপে দেওয়া হয়। যার মাছ মাপা হয়ে যায় সে ওই জায়গা থেকে মাছ নিয়ে চলে যায়। অনেকেই টাকা পরিশোধ করে যায় আবার অনেকে টাকা পরিশোধ করে না তবে এখানে জালের প্রধান যে রয়েছেন সে টাকা গুলো পরবর্তীতে সংরক্ষণ করে দেন। আর এভাবেই জেলে ভাইদের মাছ ধরা ও তার কার্যক্রম চলতে থাকে।


IMG_20240419_134947.jpg

IMG_20240419_135109.jpg

IMG_20240419_135118.jpg

IMG_20240419_135223.jpg

Kr46w9bCovvQgnn4p1L5GP59DU1X6DTbnPPA7mu47hNJ8eM1vxCGwpzLFdUADHMvug5wJForktSN61TvG1ekLahfDyAJVnRqPnP7Uz7j74b6kDtcK947Vx3vBbQJoP...nnkvHaippgddbRCsk6KVuao8eNGDw1yKPV6fnjJdu2G34BnKnaQkMNsGTodbGy51YB1zjn1feB14TKaBiVB3CTxgUwwwSXfnP8i2oDrWCnEWTPqTeJ2pHAT1Vo.gif


ধন্যবাদ সকলকে


পোস্ট এর বিবরণ


বিষয়জেলে ভাইদের মাছ ধরা
স্থানজুগীরগোফা
লোকেশনজুগীরগোফা,গাংনী-মেহেরপুর
মোবাইলInfinix Hot 11s
ক্রেডিট@jannatul01
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি
দেশবাংলাদেশ


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


3W72119s5BjVs3Hye1oHX44R9EcpQD5C9xXzj68nJaq3CeJJwaZsefPk1zN6fEAs7MdkdJfudjGmTTgEGoGzxsz4JfVM6eKjD5LC9K3xQyuVYFwkWACxsp.png

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আগে যখন বড় বড় পুকুর ছিল গ্রামে, তখন এরকম দৃশ্য হরহামেশাই দেখা যেত। তবে সকালের দিকেই জেলেরা বেশী আসত মাছ ধরতে। কনকনে ঠান্ডাতেও তারা আসত। এখন আর সে রকম বড় পুকুর দেখা যায় না। প্রয়োজনের তাগিদে ভরাট হয়ে যাচ্ছে ধীরে ধীরে!

যাহোক, আপনার ফটোগ্রাফীর মাধ্যমে পরিচিত এই দৃশ্য আবারও দেখে ভাল লাগল।

বেশি গঠনমূলক মন্তব্য করেছেন ভাইয়া।

আপু আপনি পুকুর থেকে মাছ ধরার পূর্ব প্রচেষ্টায় আমাদের মাঝে বেশ দারুন ভাবে উল্লেখ করেছেন। প্রতিটি ফটোগ্রাফির সাথে সাথে উপস্থাপন অনেক ভালো লেগেছে আমার কাছে। এখন অবশ্য গ্রামে এসে মাছ ধরা খুব একটা দেখতে পারি না কিন্তু যখন আগে গ্রামে থাকতাম তখন আমাদের পুকুরেও এভাবে জেলেরা এসে মাছ ধরত দেখতে ভীষণ ভালো লাগতো। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত ভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।

সাবলীল ভাষার মন্তব্য করার জন্য ধন্যবাদ।

আপু আপনাদের পুকুর থেকে তোলা মাছ গুলো দেখে অনেক ভালো লাগলো। আর মাছ ধরার দৃশ্য গুলো দেখেও ভালো লাগলো। এরকম দৃশ্য দেখলে অনেক ভালো লাগে। আপনার ফটোগ্রাফি দেখে খুবই ভালো লেগেছে আপু।

ভালো লেগেছে যেন খুশি হয়েছি।

খুবই চমৎকার ভাবে আপনি আমাদের মাঝে পুকুর থেকে মাছ বিক্রি করার মুহূর্তে দারুন কিছু ফটোগ্রাফি করে তুলে ধরেছেন। মাছ বিক্রি করার ফটোগ্রাফির পাশাপাশি চমৎকার ভাবে আমাদের মাঝে পুরো ব্যাপারটা তুলে ধরেছেন। সত্যি বলতে জেলেদের মাছ ধরার এরকম দৃশ্য দেখতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে মাছ যখন জালে আটকে যায় তখন কার দৃশ্যটা অনেক বেশি ভালো লাগে আমার। ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

খুশি হলাম আপনার মন্তব্য দেখে।

আপু আপনার পোস্ট দেখে খুবই ভালো লাগলো। আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন পুকুরে মাছ বিক্রি করার দারুন একটি মুহূর্ত। আসলে আপু পুকুর পাড়ে যখন মাছ বিক্রি করা হয় তখন এই দৃশ্যগুলো দেখা যায়। আপনার পোষ্টের মাধ্যমে এই দৃশ্যগুলো আবারো দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। আপনি দেখছি খুব সুন্দর করে বিভিন্ন স্টেপের ক্যাপচার করেছেন। এছাড়াও আপনাদের পুকুরের তেলাপিয়া মাছ গুলো দেখতে খুবই ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য।

অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

আপু, আপনার মাধ্যমে আজকে বেশ সুন্দর মাছ ধরার দৃশ্য দেখতে পেলাম। আপনাদের অনেক বড় বড় পুকুর রয়েছে এটা আমি শুনেছি। তবে আপনার মাধ্যমে খুব সুন্দর মাছ ধরার দৃশ্যটা দেখতে পেলাম। অনেকজন মিলে দেখছি ঘেরাও করে মাছ ধরেছে। এভাবে মাছ ধরলে কিন্তু অনেকগুলো মাছ পাওয়া যায়। এরকম অনেক আগে দেখেছিলাম। তবে এখন আর এইরকম দৃশ্যগুলো চোখে পড়ে না। আপনার মাধ্যমে দেখতে পেয়ে ভালো লাগলো।

বেশ ভালো লাগলো আপু আপনার মন্তব্য।

অনেক ভালো লাগলো আপনার এই সুন্দর মাছের ফটোগ্রাফি মূলক পোস্ট দেখে। জেলে ভাইয়েরা সেদিন মাছ ধরেছিল আমাদের পুকুরে। আবারো খুব শীঘ্রই মাছ ধরার জন্য জেলেদের ডাকতে হবে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক সুন্দর মন্তব্য করেছেন আপনি।

আপু আপনাদের বাড়ির পুকুরের মাছ তোলার দৃশ্য দেখে আমিতো মুগ্ধ হয়ে গেলামগো। এত সুন্দর দৃশ্য দেখা আর নিজের পুকুরের তাজা মাছ খাওয়ার অনুভূতিই আলাদা। যেটা থেকে আমরা সব সময় বঞ্চিত। আর তাই এই দৃ্শ্যগুলো দেখলে অনেক ভালোও লাগে আবার আফসোসও হয়।ধন্যবাদ আপু। আপনাদের পুকুরের মাছ বিক্রয়ের কিছু দৃশ্য আর তার বর্ণনা সুন্দর করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

আপনার মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো।

বাহ, এবার তো দেখছি বেশ বড় বড় মাছ হয়েছে তবে খারাপ লাগছে এটা ভেবে একা একাই মাছ খেলেন আমাকে দাওয়াত দিতে পারতেন 🤭। যাই হোক ধন্যবাদ আপনাকে আপনাদের মাছ বিক্রি করার মুহূর্তের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।