বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি

in hive-129948 •  15 days ago 


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ফটোগুলো দেখে আসি।

InShot_20241207_120816421.jpg

Photo Editing by Inshot college maker GridArt


আলোকচিত্র: ১


এটা মোরকা জাগরণ কলেজ। শুনেছি অনেক বছর আগে এই কলেজ টা নির্মিত। কিন্তু কলেজটির অবস্থা নাজেহাল। আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান থাকায় এটা আর উন্নতি হয়নি। এখন চলে কি ঠিক নাই। তবে কলেজ টা অন্য কোন প্রতিষ্ঠানের কাজে লাগালে হয়তো ভালো হয়। গাছগুলো সব বড় হয়ে গেছে কিন্তু কলেজের উন্নতি হয়নি। একদিন গাংনী বাজারে যাওয়ার পথে কলেজ টা দেখে কলেজের অনেক কিছু জানলাম।

IMG_20240821_144903_096.jpg

Photography device: Infinix hot 11s

Gangni-Meherpur



আলোকচিত্র: ২


এখানে ফটোগ্রাফি কে দেখতে পাচ্ছেন পাটের খড়ি। বাংলাদেশের অর্থকারী ফসল, সোনালী আঁশ বলে চিনে থাকি পাটকে। আর সেই পাটের খড়ি এগুলো। এই খড়ি দিয়ে বিভিন্ন কাজ হয়ে থাকে। চুলায় জাল দেওয়ার জন্য ব্যবহার করে। আবার অনেকেই বেড়া তৈরি কাজে ব্যবহার করে। বিভিন্ন প্রয়োজনে এগুলো ব্যবহার হয় তাই এর চাহিদা অনেক।

IMG_20240908_060710_491.jpg

Photography device: Infinix hot 11s

Gangni-Meherpur



আলোকচিত্র: ৩


এখানে দেখতে পাচ্ছেন সবজি বাগানের মধ্যে সাদা সাদা ফুল ফুটে রয়েছে। ফটোটা ভালো ধারণ করার চেষ্টা করেছিলাম কিন্তু ফুলগুলো কেন জানি অস্পষ্ট হয়ে গেছে। আর সবজি বাগানের অংশ বিশেষ। এখন এই সবজি বাগানটা আরো সুন্দরভাবে পরিপাটি করা হচ্ছে বিভিন্ন শাকসবজি চাষ করার জন্য।

IMG_20241109_160125_134.jpg

Photography device: Infinix hot 11s

Gangni-Meherpur



আলোকচিত্র: ৪


এ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডিম বিক্রেতা। ডিম বিক্রয়ের জন্য দোকানের সামনে উপস্থিত হয়ে গেছেন। দোকানে রেখে যাচ্ছেন ডিম। ঠিক এমনই মুহূর্তে দোকানের পাশ থেকে ধারণ করা এই ফটোটা। বর্তমানে ডিমের ব্যাপক দাম বেড়ে যাওয়ায় বাজারে তেমন আগের মত ডিম সরবরাহ ছিল না। ইদানিং আবার ডিম পাওয়া যাচ্ছে।

IMG_20241102_082730_434.jpg

Photography device: Infinix hot 11s

Gangni-Meherpur



আলোকচিত্র: ৫


এখানে দেখতে পাচ্ছেন ধানের পাতায় জমে থাকা শিশির কণা। ধানের পাতায় যখন এভাবে ফোটা ফোটা শিশির কনা জমে থাকে দেখতেও খুব ভালো লাগে। অন্যরকম এক ভালোলাগা খুঁজে পাওয়া যায় এর মধ্যে।

IMG_20241104_081117_957.jpg

Photography device: Infinix hot 11s

Gangni-Meherpur



আলোকচিত্র: ৬


ঘরের চালের উপর বিড়ালটা বসেছিল। হঠাৎ কেন জানি উঠে দাঁড়ালো এবং এর পর এভাবে হা করছিল। ওই মুহূর্তে আমিও ভিডিও ধারণ করার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু ভিডিও ধারণ না হলে ফটো ধারণ করতে পেরেছিলাম। বিড়ালটা আমাদের বাড়িতেই থাকে। বেশ ভালো লাগে বিড়ালটার অবস্থান দেখে।

IMG_20241105_073057_925.jpg

Photography device: Infinix hot 11s

Gangni-Meherpur



আলোকচিত্র: ৭


এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেবুর ফুল। আমরা সকলে জানি লেবু গাছের ফুল সাদা হয়ে থাকে। আমাদের দুইটা লেবু গাছ রয়েছে। বছরের যখন তখন এই গাছগুলোতে লেবু হয়।

IMG_20241101_081800_838.jpg

Photography device: Infinix hot 11s

Gangni-Meherpur



আলোকচিত্র: ৮


এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আকন্দ ফুলের ফটোগ্রাফি। বেশ চমৎকার আকন্দ ফুল ফুটে রয়েছে। অসংখ্য ফুল ফুটে থাকায় ফটোটা ধারণ করেছিলাম। আমার কাছে অনেক ভালো লাগে এই ফুল গুলো দেখলে। গাছের বিভিন্ন স্থানে এমনভাবে ফুটে থাকে এই ফুলগুলো। সাদা সাদা ফুল গুলো খুবই ভালো লাগে যখন ক্যামেরা বন্দী করি।

IMG_20240103_170727_024.jpg

Photography device: Infinix hot 11s

Gangni-Meherpur



আলোকচিত্র: ৯


এবারের ফটোতে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টিক লাইট। লাইটটা আকাশের পান উচু হয়ে দাঁড়িয়ে রয়েছে। রাত হলেই জ্বলে ওঠে। আধুনিক প্রযুক্তির এই লাইটগুলো আমার কাছে খুব ভালো লাগে। যেখানে অফ অন করার কোন প্রয়োজন হয় না। দিন হলেই বন্ধ হয়ে যায় রাত হলেই জ্বলে ওঠে। এটা আধুনিক বিজ্ঞানের এক অন্যরকম আবিষ্কার।

IMG_20240222_165441_5.jpg

Photography device: Infinix hot 11s

Gangni-Meherpur


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


পোস্ট বিবরণী


ডিভাইসInfinix Hot 11s
বিষয়রেনডম ফটোগ্রাফি
লোকেশনজুগীরগোফা,গাংনী-মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png



WpSyRE71TegN5C7LSS5xje6yiK2w5Ko3karC1Nk8PnNZHecPaGsrcZj94Nw29S4xTf4kzCoZ5ytZavUxhnNixMxA8LLRZ4bFQtKxAZhf5Y...TUKZgaUGkUMJNsWoH8yGfaBGW1ApPkEwP3idACDjsZzUT6Q35EJqkjooW1etwTTm5FKGGsVZP6YNB3CAdg5J9VP6NWbr8hB3648PwWUuFBKb9L76zihmpoUiAa.png


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ওয়াও বেশ চমৎকার ফটোগ্রাফি দেখলাম আপনার আজকের শেয়ার করা পোস্টটিতে।ফটোগ্রাফি আমি অনেক ভালোবাসি। আজ কিন্তু আপনার দুর্দান্ত ফটোগ্রাফিগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটি ফটোগ্রাফি অনেক অসাধারন ছিল। ৬ এবং ৭ নাম্বার ফটোগ্রাফি গুলো বেশি ভালো লেগেছে।ধন্যবাদ এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

ভালো লাগলো জেনে ৬ নম্বর ৭ নম্বর ফটো আপনার ভালো লেগেছে

বিভিন্ন ক্যাটাগোরির আপনি ফটোগ্রাফি গুলো শেয়ার করলেন। এত সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লেগেছে। বিশেষ করে সোনালী ধানের দৃশ্যটি আমার খুবই ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো খুবই চমৎকার হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে।

আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা চালের উপর বিড়াল বসে থাকার দৃশ্য টি দেখে একটু বেশি ভালো লেগেছে। এছাড়াও বাকি সব ফটোগ্রাফী বেশ দারুন ভাবে ধারণ করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

হ্যাঁ ওটা ঘরের চালের উপরে বসেছিল

পাট খড়ির ছবিটা সবথেকে ভালো লেগেছে। কলেজের জন্য তৈরি হওয়া বাড়িটি অন্য কাজে ব্যবহার হলে সত্যিই ভালো হয়। কারণ কোন কিছু ফেলে রেখে দিয়ে তো আর কোন লাভ হয় না।
ঘাসের উপর শিশিরের ছবিটি ও খুব সুন্দর লেগেছে আপু। বাকি ছবিগুলো বেশ ভালো তবে দুটো ছবি আমার বেশি ভালো লেগেছে।

হ্যাঁ কলেজটা পড়ে আছে তো

আজ আপনি রেনডম কয়েকটি ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। ফটোগ্রাফি গুলো বেশ ভালো লেগেছে। তবে আমার কাছে বিশেষ করে ঘাসের উপর শিশির ফোঁটা এই ছবিটি বেশি ভালো লেগেছে। সুন্দর ছবিগুলো সহ চমৎকার বর্ণনা করে পোস্টটি আমাদের সামনে তুলে ধরেছেন। সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

চেষ্টা করেছি বর্ণনার সাথে তুলে ধরতে

বেশকিছু আলাদা আলাদা ফটোগ্রাফি দিয়ে আপনি আপনার ব্লগ টি সাজিয়েছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে আপু।গ্রামীণ চিত্রগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে আপনার ফটোগ্রাফিতে। অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

গ্রামে থাকি তাই গ্রামীণ চিত্র দেখাতে সক্ষম হয়েছে

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20241207_221447.jpg

Screenshot_20241207_221357.jpg

Screenshot_20241207_221317.jpg

বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি ধারণ করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো আপু। আমাদের পরিবেশের থেকেই এই ফটোগ্রাফি গুলো ধারণ করেছেন। এই জায়গাগুলো আমি প্রায় সময়ই দেখে থাকি তাই ফটোগ্রাফির মাধ্যমে দেখে আরো ভালো লাগলো।

হ্যাঁ এলাকার মধ্যে ফটো ধারণ করেছি তো।

বাহ্ আজকে দেখছি আপনি আমাদের মাঝে বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। আসলে সত্যি বলতে আমার কাছে রেনডম ফটোগ্রাফি পোস্ট করতে এবং দেখতে অনেক বেশি ভালো লাগে। এতো সুন্দর সুন্দর ফটোগ্ৰাফি আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

হ্যাঁ ভাইয়া অনেক রকমের ফটো থাকে তো।

আপু আপনার এলোমেলো ফটোগ্রাফিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। একেবারে কিছু কিছু গ্রাম বাংলার ঐতিহ্য পাওয়া গিয়েছে। যেমন অনেকদিন পর পাটকাঠি দেখলাম এরকম সাজিয়ে রাখা। তাছাড়া কলেজটির ছবিও খুব সুন্দর তুলেছেন। শিশির ভেজা ঘাসের ছবি অসম্ভব ভালো লাগছে দেখতে।

এত সুন্দর প্রশংসা করার জন্য ধন্যবাদ।

আপনি খুবই চমৎকারভাবে আমাদের মাঝে বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। মাঝে মাঝে এরকম রেনডম ফটোগ্রাফি করতে আমার অনেক বেশি ভালো লাগে। সুন্দর ফটোগ্রাফির পাশাপাশি আপনি দারুণ বর্ণনা করেছেন দেখছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা ফটোগ্রাফিক পোস্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য।

অনেক সুন্দর মন্তব্য করেছেন ভাইয়া

একেবারে অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। আপনার কাছ থেকে এতো অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে সবগুলো ফটোগ্রাফি অত্যন্ত দক্ষতার সাথে আপনি শেয়ার করেছেন৷ এর মধ্যে লেবু ফুলের ফটোগ্রাফি আমার অনেক ভালো লেগেছে৷

আপনি মুগ্ধ হয়েছেন জেনে খুশি হলাম