বিভিন্ন রকম ফুলের ফটোগ্রাফি

in hive-129948 •  21 days ago 


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

Collage_20250105_142529.jpg

photo editing by mobile gallery app



রেনডম ফটোগ্রাফি


শীতের সময় ফসলের মাঠগুলো, সরিষা ফুলের জন্য সুন্দর সাজে সেজে ওঠে। সবুজের মাঝে হলুদ ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে। তাই শীতের সময়টা ফসলের মাঠ সরিষা ফুলের জন্য বিখ্যাত। তাই মন চায় সরিষা ফুলের সুন্দর গন্ধ আর প্রাকৃতিক পরিবেশের মাঝে কিছুটা সময় অতিবাহিত করি। আজকের যেই সরিষা ফুলের ফটোটা দেখতে পাচ্ছেন এটা আমাদের পুকুর থেকে ধারণ করেছিলাম। গতবছর আমাদের পুকুরটা বেশ নতুন সাজে সেজে উঠেছিল সরিষা ফুলের জন্য।

IMG_20240129_174030_4.jpg


এ মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে ভাসমান শাপলা ফুলের সুন্দর পাতা। পাতার মাঝে মাঝে কয়েকটা করে শাপলা ফুলের কলি মাথা উঁচু করে রয়েছে। এগুলো বিদেশি শাপলা ফুল। আমরা ছোট থেকে যে শাপলা ফুলের সাথে বেশি পরিচিত ছিলাম তা হচ্ছে দেশীয় সাদা শাপলা। তবে এখন বিভিন্ন পার্কের কৃত্রিম পুকুর গুলো অথবা পার্কের মধ্যে থাকা পুকুরগুলো এই সুন্দর শাপলা ফুল গাছ দিয়ে সাজানো থাকে।

IMG_20231121_161015_544.jpg


এখন আপনারা যেই ফুলের ফটোগ্রাফি দেখছেন এটা কাঠ গোলাপ ফুলের ফটোগ্রাফি। কাঠ গোলাপ ফুল আমার কাছে খুবই ভালো লাগে। আমি প্রায় মাঝেমধ্যে এই সমস্ত ফুল গুলো দেখে থাকি, যখন কোন পার্কে, বাজারে অথবা গেস্টের বাসায় যাই। যখনই চোখে বাধে চেষ্টা করি এ সমস্ত ফুলগুলো ক্যামেরাবন্দি করে রাখতে।

IMG_20240517_093225_282.jpg


এখন আপনারা দেখতে পাচ্ছেন কেশি ফুল। এই গাছটার নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে। তবে আমাদের কাছে কেশি ফুল নামে পরিচিত। চুলের যত্নে এই গাছের পাতা ও পাতার রস ব্যবহার করেছি। সেই থেকে এই গাছটা আমার কাছে পরিচিত বেশি। বন জঙ্গলে মাঠে পুকুর পাড়ে বিভিন্ন জায়গায় এর দেখা মেলে।

IMG_20241103_145224.jpg


এখন আপনারা দেখছেন অনেক সুন্দর গাঁদা ফুলের ফটোগ্রাফি। পাশাপাশি অনেক সুন্দর গাঁদা ফুলগুলো ফুটে রয়েছে। শীতের সময় আমরা বিভিন্ন রকমের গাঁদা ফুল দেখতে পাই। তবে সেই সমস্ত ফুল গুলোর মধ্যে এটা আমার কাছে বেশ ভালো লাগার।

IMG_20240528_184252_843.jpg


এখন আমি আপনাদের মাঝে যে ফুলটা শেয়ার করলাম এটা আমাদের সবজি গাছ থেকে ধারণ করা ঝিঙে ফুল। সবজি বাগানে অন্যান্য সবজি ফুলের মধ্যে এই সবজি ফুলটা অনেক আকর্ষণীয় হয়ে ওঠে। যদি সবজির বান নির্ণয় করা হয়। সারা বান জুড়ে অসংখ্য ফুল ফুটে থাকে। মনে হয় যেন এটা ফুলের চাষ করার জন্য নির্মিত।

IMG_20240928_175720.jpg


এখন আমি আপনাদের মাঝে যে ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করলাম এটা ধনিয়া পাতার সাদা ফুল। ধনিয়া পাতার ফুল গুলো দেখতে বেশ চমৎকার। অতি ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো ক্ষুদ্র ক্ষুদ্র ফুলের পাপড়ি। ফুলের এই কাপড় গুলো ফুলের চারিপাশে সুন্দর ভাবে সেজে ওঠে। আর একটি কুশিতে অসংখ্য ফুল ফোটে। এই জন্য এই ফুলগুলো বেশি ভালো লাগে।

IMG_20240306_175337_2.jpg


এখন আপনারা দেখছেন শরতের কাশফুল। এবছর পুকুরপাড় থেকে অনেক শরতের কাশফুল উপভোগ করেছিলাম। শরতের কাশফুলের কথা মনে পড়লে আকাশের কথা মনে আসে। ওই মুহূর্তে আকাশে বেশ দারুণ মেঘ দেখতে পারতাম। মোবাইলের গ্যালারিতে খোঁজ করলে হয়তো আকাশের সুন্দর চিত্র পাওয়া যেত। শরতের সুন্দর আকাশ না হয় পরবর্তীতে দেখানোর চেষ্টা করব।

IMG_20240928_181124.jpg


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


ডিভাইসHuawei P30 Pro-40mp
বিষয়ফুলের ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ ‌


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif


IMG-20241121-WA0011.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনি আজকে খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন।কাঠ‌ গোলাপ এবং ধনিয়া পাতার সাদা ফুলের ফটোগ্রাফি টা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফি দেখলে আসলেই মন ভালো হয়ে যায়। আপনি বেশ দক্ষতার সাথে সবগুলো ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। আপনাকে ধন্যবাদ আপু

একদম ঠিক বলেছেন আপনি।

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20250111_202659.jpg

Screenshot_20250111_202401.jpg

Screenshot_20250111_202258.jpg

আপু আপনি বেশ চমৎকার সব ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। গ্ৰামীণ প্রকৃতি থেকে তোলা প্রতিটা ফুলের ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। ফটোগ্ৰাফি করতে যেমন ভালো লাগে তেমনি ফটোগ্রাফি দেখতেও খুব ভালো লাগে। কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়া ধনিয়া পাতা ফুলের ফটোগ্রাফিও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

কাঠগোলাপ আমার খুবই ভালো লাগে

অনেক সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। একই পোষ্টের মাঝে বেশ ভিন্ন রকমের ফুল দেখতে পারলাম। অনেক সুন্দর সুন্দর ফুল ছিল এগুলো।

হ্যাঁ ভাইয়া আগামীতে আরো দেখবেন।

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। আপনার পোস্ট এর মাধ্যমে বেশ কিছু ফুলের ফটোগ্রাফি দেখলাম। কাঠগোলাপ এবং শাপলা ফুলের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি তো বেশ সুন্দর ফটোগ্রাফি করেন ধন্যবাদ আপনাকে।

শাপলা ফুল আমারও ভালো লাগে।

বেশ কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আজ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আপু। প্রতিটি ফুলের ফটোগ্রাফি চমৎকার ছিল। ফুল মানেই ভালোবাসা। এতগুলো ফুল একসাথে দেখতে অনেক ভালো লাগলো আপু। সব থেকে চমৎকার লেগেছে শাপলা ফুল এবং কাশফুলের ফটোগ্রাফি। ফুলের ফটোগ্রাফি সহ চমৎকার বর্ণনা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

এটা কিন্তু আপনি ঠিক বলেছেন।

ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে আপু। বিশেষ করে কাশফুলের ফটোগ্রাফি দেখতে বেশি সুন্দর লাগছে। এছাড়া অন্যান্য ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে। অনেক ভালো লাগলো এই ফটোগ্রাফি দেখে।

প্রশংসা করার জন্য ধন্যবাদ।

আপনি আজকে চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। আসলে ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনার প্রতিটি ফটোগ্ৰাফি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বিশেষ করে ভাসমান পানিতে শাপলা ফুলের ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। বাকি ফটোগ্ৰাফি গুলো বেশ দারুন হয়েছে।

ভাসমান শাপলা ফুল আর তার পাতা আমার খুবই ভালো লাগে।

প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। একই সাথে প্রত্যেকটি ফুলের চমৎকার বর্ণনা গুলো পড়ে খুবই ভালো লেগেছে আমার। আশা করি আগামী দিনে তোমার নিকট থেকে আরও সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি দেখতে পারবো।

আশা করব এভাবে পাশে থাকবেন।

ফটোগ্রাফি মানেই ভিন্ন ভিন্ন দৃশ্যের আগমন। বেশ কয়েকটি এলোমেলো দৃশ্যের ফটোগ্রাফী দিয়ে একটি ফটোগ্রাফি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী একদম মনোমুগ্ধকর। বিশেষ করে আপনার শেয়ার করা সরিষা ফুল এবং কাশফুলের ফটোগ্রাফি টি একটু বেশি ভালো লেগেছে।

মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

সব গুলো ফুলের ফটোগ্রাফি অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে সরিষা ও ধনিয়ার ফুল গুলো বেশি ভালো লেগেছে। তাছাড়া বাকি গুলোও সুন্দর ছিল। ধন্যবাদ।

অনেক সুন্দর মন্তব্য করেছেন।

আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করছেন। তবে এইরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো আমার কাছে ভীষণ ভালো লাগে।ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা উপস্থাপন করছেন আপু।ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

ভালো লেগেছে যেন খুশি হলাম।

আপু আজ আপনি বিভিন্ন রকমের অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অনেক দারুন লাগছে। এখনকার যুগে ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া অনেক কঠিন। ফটোগ্রাফির পাশাপাশি অনেক সুন্দর করে বর্ণনা উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

হ্যাঁ ফুল আমার তাই অনেক ভালো লাগে

আজকে আপনি সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফির সত্যি চমৎকার হয়েছে। বিশেষ করে কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি ও কাশফুলের ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। আপনি এমনিতে চমৎকার ফটোগ্রাফি করেন। তবে ফটোগ্রাফি গুলো সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন।

গোলাপটা আমার কাছে অনেক ভালো লেগেছিল।

একেবারে ভিন্ন ভিন্ন কিছু ফটোগ্রাফির মাধ্যমে আজকে আপনি আপনার এই পোস্ট সাজিয়ে তুলেছেন৷ খুব সুন্দর ভাবে আজকে আপনি এই সুন্দর ফটোগ্রাফিগুলো শেয়ার করেছেন৷ একের পর এক এত ভিন্ন কিছু ফটোগ্রাফি দেখে একেবারে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম৷ এর মধ্যে সরিষা ফুল এবং কেশি ফুল আমার কাছে অনেক ভালো লেগেছে৷ আর এখনকার সময়ের এই ফুলগুলো দেখার মধ্যে সবারই অনেকটা ভালো লাগা কাজ করে৷

মুগ্ধ করাতে পেরে খুশি হলাম।

আপনি সব সময় মুগ্ধ করে থাকেন।