আসসালামু আলাইকুম
জেনারেল রাইটিং পোস্ট
আমরা সকলে সুন্দর একটি সমাজ প্রত্যাশী। সবাই চাই সুন্দর সমাজ সৃষ্টি করে সেখানে বসবাস করি। কিন্তু আমাদের লোভ লালসা আমাদের সুন্দর সমাজ সৃষ্টি করতে দেয় না। আমরা যতই ভালো কিছু প্রত্যাশা করি না কেন আমাদের লোভ-লালসা আমাদের খারাপ কিছুতে ধাবিত করবে। সমাজে আমরা অনেক মানুষ একত্রে দলবদ্ধভাবে বসবাস করি। কিন্তু সে দলবদ্ধতার মাঝে লোভ লালসা যেন অন্যতম এক অন্তরায় হয়ে দাঁড়ায়। মানুষ মাত্র ভুল করবে এটা স্বাভাবিক। মানুষ ভুল করে ফেলেছে, ভুল বুঝতে পারবে সে ভুল স্বীকার করবে সেটাও কিন্তু স্বাভাবিক। কিন্তু এমন কিছু মানুষ দেখতে পাওয়া যায় যারা ভুল করেও ভুল স্বীকার করতে চায় না। ভুল করে লোভ লালসার স্বার্থ হাসিল করার জন্য। তবে যেই সমস্ত মানুষগুলো রয়েছে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিজের ভুল স্বীকার করতে চাই না তারা কিন্তু সমাজের বড় ক্ষতিকারক ব্যক্তি।
এই সমস্ত ব্যক্তিদের থেকে আমাদের নিজেদের দূরে রাখতে হবে। কারণ তারা যে কোন মুহূর্তে সমাজে যেকোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং নিজের ভুল কখনোই স্বীকার করতে চাবে না। তার সেই খারাপ কাজের জন্য সমস্যার সম্মুখীন হতে হবে সমাজের অন্যান্য মানুষদের। একটা সমাজ সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে হলে সেই সমাজে অবশ্যই ভালো মণ্ডল মাতবত থাকা প্রয়োজন। কিন্তু মন্ডল মাতব্বর যদি হয় খারাপ মাইন্ডের তাহলে তাকে দিয়ে ভালো কিছু আশা করা যায় না। একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। ভালো কিছু পাওয়ার প্রত্যাশা করতে হলে নিজেকে সে ভালো কিছু পাওয়ার যোগ্যতা তৈরি করা দরকার। যখন একজন মানুষ নেতৃত্ব দেবে অবশ্যই সেই নেতৃত্বের গুণাবলী এবং সে যোগ্যতা থাকতে হবে। অন্যথায় নেতৃত্ব দিতে গিয়ে কোন লাভ নেই। খারাপ ব্যক্তি যতই সমাজে নেতৃত্ব দিক না কেন সমাজের অন্যান্য মানুষেরা তার আচার ব্যবহার সবকিছু জানে তার খারাপ কার্যকলাপের জন্য নেতৃত্ব মানতে চাইবে না।
হয়তো ক্ষমতার দাপট দেখিয়ে নেতৃত্ব করা যায় কিন্তু সেই নেতৃত্বও দীর্ঘস্থায়ী হবে না। মানুষের দৃষ্টিতে কখনো ভালো পাত্র হওয়া সম্ভব নয়। তাই আমাদের যে কোন মূল্যে ভুল ত্রুটি হলে অবশ্যই সে ভুল ত্রুটি স্বীকার করতে শিখতে হবে। যে যত বেশি সত্য কথা বলে ভুল ত্রুটি প্রকাশ করবে এবং ভুল কাজ থেকে বিরত থাকবে মানুষ তাকে বেশি সম্মান করবে এবং বিশ্বাস করতে শিখবে। কিছু মানুষ রয়েছে স্বেচ্ছায় ভুল করে লোভে পড়ে। ধরা পড়ে গেলে বলে যে আমার ভুল হয়েছে। সেই সমস্ত কাজগুলো কখনো শুধুমাত্র ভুলের কাজ নয়, সেই সমস্ত কাজগুলো লোভের কাজ। কারণ মানুষ ভুল করে সেটা এক জিনিস আর স্বেচ্ছায় ভুল করে সেটা আরেক জিনিস।
উদাহরণ দিয়ে আমি বলতে পারি। মনে করুন আমি পথ চলছি অন্ধকারে। পথ চলার মুহূর্তে আমার পায়ে কাঁটা ফুটতে পারে। সঠিক পথ ছেড়ে একটু এদিকে সেদিকে পা চলে যেতে পারে। কারণ আমি তো অন্ধকারে পথ চলছি সোজা রাস্তায় সব সময় যে পা চলবে এটা সম্ভব নয়। কিন্তু আমি দিনের আলো য় পথ দেখে চলতে গিয়ে যদি পথের কাঁটাযুক্ত স্থানের উপর দিয়ে চলতে চায় তাহলে সেটা আমার ভুল হবে। কারণ আমি তো দিনের আলোয় স্বচক্ষে দেখতে পারছি পথ কোন জায়গায় পরিষ্কার আর কোন জায়গায় কাটা পড়ে আছে। ঠিক সেভাবে বলা যায় যে সমস্ত মানুষেরা জেনেশুনে ভুল কাজ করবে, সেটা শুধু তার ভুল নয়; সেটা তার লোভ-লালসা আর বিশেষ স্বার্থ হাসিলের কারণ। আমাদের সমাজের দৃষ্টি মিলে তাকাতে গেলে দেখা যায় এমন খারাপ পথে চলা মানুষের অভাব নেই।
অনেক মানুষ রয়েছে অর্থের লোভে ভুল পথে পরিচালিত হচ্ছে। অনেকে রয়েছে নিজের যৌবনের টানে ভুল পথে পরিচালিত হচ্ছে। আবার অনেকেই রয়েছে অতি লোভের তাঁতি নষ্ট করে ভুল পথে চলছে। তবে আমি মনে করি এই সমস্ত ভুল পথে চলাটা কখনোই অন্ধকারে চলার মত নয়। জেনেশুনে দিনের আলোয় ভুল পথে পা বাড়ানোর মত কাজ। তাই আমাদের এমন পাপ কাজ থেকে নিজেদের বিরত রাখতে হবে। যে পাপ কাজগুলো শুধু নিজের ক্ষতি নয় সমাজের ক্ষতি বয়ে আনে। সমাজের অন্যান্য মানুষের ক্ষতি সৃষ্টি করে। হাম জানার পরেও আমি যেই ভুল কাজে লিপ্ত হব অবশ্যই সেটা আমার জন্য বড় ক্ষতির কারণ অথবা অন্যের জন্য বড় ক্ষতির কারণ। তাই আমাদের নিজের ভুল শুধরে চলতে হবে। নিজের ভুল স্বীকার করতে হবে। নিজে নিজেকে শুধরাতে না পারলেও, সমাজের ও পরিবারের অন্য মানুষ আপনাকে সঠিক পথ দেখিয়ে সঠিক পথে পরিচালনা করার সুযোগ এনে দিবে। তাই প্রথম অবস্থায় সব সময় মাথায় রাখতে হবে সত্য কথা বলে নিজের ভুলটাকে স্বীকার করা। কারণ নিজে যদি নিজেকে সঠিক পথে পরিচালনা করতে না পারা যায় তাহলে অবশ্যই ভালো কোন ব্যক্তির সহযোগিতা নিতে হবে।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
বিষয় | জেনারেল রাইটিং |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Huawei P30 Pro-40mp |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
X--promotion
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকের কাজ সম্পন্ন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভুল করেও ভুল স্বীকার করতে চায় না আমাদের সমাজে বর্তমান সময়ে এরকম লোক গুলোই সব থেকে বেশি। আবার ভুল ধরিয়ে দিলে উল্টো আপনাকেই বিভিন্নভাবে অপমান করে। ঐ সকল লোক গুলো যদিও বা ক্ষমতার দাপটে নেতৃত্ব গ্রহণ করতে পারে আসলেই সেই নেতৃত্ব বেশিদিন স্থায়ী হয় না। সেই সাথে সুন্দর একটি উদাহরণ ও ব্যক্ত করেছেন। সব মিলিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির বাস্তবধর্মী কথাগুলো আমাদের মাঝে তুলে ধরেছেন ,ভালো লাগলো আমার কাছে,ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে মানুষ মাত্র ভুল করবে এটাই স্বাভাবিক। তবে নিজের যে ভুল হয়েছে সেটা স্বীকার করে নেওয়া এটা মহৎ গুণ। ভুল স্বীকার করা, ভুল কাজ থেকে সুদৃয়ে চলা একজন ব্যক্তির জন্য একান্ত প্রয়োজন। যে ভুল স্বীকার করে না সে নিজের শুধরাতে জানেনা।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু সুন্দর একটি পোস্ট আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। মানুষ মাত্রই ভুল করে। তবে সেই ভুলটাকে যদি সকল মানুষ শুধরে নিতে পারে তাহলে জীবনটা আরো সুন্দর করে গড়ে তুলতে পারে। কিন্তু আমরা যখন ভুল করি তখন স্বীকার করি না যে আমরা ভুল করেছি। আমি মনে করি আমি যা করেছি সেটাই রাইট। আর ভুল করে ভুল স্বীকার না করে অনেক মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
নিজের ভুল স্বীকার করা এবং তা শুধরে নেওয়া একজন মানুষের বড় গুণ। এটি শুধু ব্যক্তিগত উন্নতির জন্য নয়, সমাজের মঙ্গলেও ভূমিকা রাখে। সঠিক পথে পরিচালনার জন্য ভালো মানুষের সহযোগিতা নেওয়া প্রয়োজন। সত্য কথা বলার সাহসই সঠিক পরিবর্তনের প্রথম ধাপ।আজকে আপনি চমৎকার আলোচনা করেছেন আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit