নাটক রিভিউ "আলতা সুন্দরী" ৪০ তম পর্ব

in hive-129948 •  16 days ago 


আসসালামু আলাইকুম

আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম ৪০ তম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।

Screenshot_20250128-115551.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺



নাটক বিবরণী


নাটকের নামআলতা সুন্দরী
রচনাবৃন্দাবন দাস
পরিচালকসালাহউদ্দিন লাভলু
অভিনয়েচঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে।
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
ধরণহাস্যরসাত্মক এবং সামাজিক
মোট পর্ব৬২
রিভিউ৪০ তম পর্ব
দৈর্ঘ্য১৬ মিনিট
প্ল্যাটফর্মইউটিউব @cdchoicedrama চ্যানেল


চরিত্রেঃ

  • শামীম জামান (আলতা সুন্দরী/নছের)
  • আর খ ম হাসান (নায়ক মেসের)
  • চঞ্চল চৌধুরী (রহিম বাদশা) সহ আরো অনেকে


নাটক রিভিউ

আলতা সুন্দরী গানের দলটা প্রায়ই ভেঙে যাওয়ার পথে। গানের দলের ওস্তাদ ফেলু গায়েন খুবই চিন্তিত। তার সামান্য একটা ভুলের কারণে আজ এতদূর চলে এসেছে বিষয়টা। সে প্রথমে যদি রহিম বাদশার কাছে সত্য কথা বলত তাহলে আর এত কাহিনী হত না। সে আলতা সুন্দরী যে একজন ছেলে মানুষ, এটা গোপন করে রহিম বাদশার সরলতা গ্রহণ করে। সহজ সরল পেয়ে একটু সিগারেট, টাকা ধার পাওয়ার আশা এগুলো করেছিল ফেলু গায়েন। আর সেই ভুলের খেসারত দিতে হচ্ছে এখন। এদিকে রহিম বাদশা আলতা সুন্দরী কে পাওয়ার আশায় পাগলপারা হয়ে রয়েছে। মাসুম আর কোন কথা সে বিশ্বাস করে না। মাসুমা যতই প্রেম নিবেদন করে ততই সে বোকার মত তার মায়ের কাছে বলে ফেলে। ভালো কিছু বললেও মাসুমার কথাগুলো দৌড়ে বলতে চলে যায় মাসুমার মায়ের কাছে। ঠিক এভাবে যাওয়ার মুহূর্তে মাসুমার বাবার সাথে অর্থাৎ ফেলু গায়েনের সাথে রহিম বাদশা দেখা হয়। ফেলু গায়ের আচ্ছা রকম বুঝিয়ে বলে রহিম বাদশা কে। রহিম বাদশা আর কোন কথা মাসুমার মা অথবা বাবার কাছে বলে না।

Screenshot_20250128-115150.jpg

Screenshot_20250128-115209.jpg

Screenshot_20250128-115232.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


গুলজারের ওয়াইফ মেট্রিক পাশ মহিলা। এটাই তার বড় অহংকার। গুলজার খুন্তার বংশের ছাওয়াল হলেও তার বউয়ের কাছে মূর্খ হিসেবে চিহ্নিত। সে যতই উচ্চ বংশের ছাওয়ালের পরিচয় দিক না কেন, শিক্ষিত মানুষের কাছে মূর্খের কোন মান মর্যাদা নেই। তাইতো অনেক দিন পর স্বামীর বাড়িতে এসেও নিজের লেখাপড়ার অহংকার দেখাচ্ছেন গুজারের স্ত্রী। স্বামীকে শাসন করার জন্য সবার ঘর তালাবদ্ধ করে রেখেছে। এদিকে তার ননদ কেন তাকে আনতে গিয়েছিল সেটা জানতে চাই। বুদ্ধিমতী বিউটি ভাবির প্রশ্নের জবাব দেয়, সে কোন এক কারণে বিষ খেয়ে আত্মহত্যা করবে। কিন্তু আত্মহত্যা করলে তার ভাইয়ের ভাত রান্না করে খাওয়াবে কে। তাই সে ভাবিকে আনতে গিয়েছিল। এতে ভাবির অহংকারের কথা আরো বাড়ে। সে তার ভাইকে শাসন করার জন্য থানায় জিডি করেছে। বাড়িতে এসে ঘর তালা করে রেখেছে। তার ভাই কি করতে পারে দেখার জন্য। এখানে তার অহংকার আর বাড়াবাড়ি একটু বেশি হয়ে যাচ্ছে। বিষয়টা সে বুঝতে না পারলে বুদ্ধিমতী বিউটি চুপ করে থাকে। সে চাই ভাই ভাবীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি হোক। কিন্তু গুলজার রাগী আর যেমনই মানুষ হোক না কেন সে রাত হলে বাড়িতে থাকে। তার মনের মধ্যে দাপট রয়েছে কিন্তু সে খারাপ মানুষ নয়। সে এক প্রকার বোকা তাই যার তার সাথে বংশের গৌরব করে। তবে মানুষটা অনেক ভালো। এটা তার বোন বিউটি ভাল করে জানে। কিন্তু ভাবীর অহংকার টা সীমা ছাড়িয়ে যাচ্ছে।

Screenshot_20250128-115250.jpg

Screenshot_20250128-115336.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


ভালোবেসে আলতা সুন্দরী অরূপে নছের মিয়া পারুল কে পেয়েছে। তাই বলে পারুলের জন্য যে নিজের গানের আসর বন্ধ করতে হবে এটা কখনো মেনে নেওয়ার মত নয়। বাসের তার প্রিয় মানুষটার রাগ ভাঙ্গিয়ে রাখতে এবং মনে কষ্ট না দিতে গানের দল ছেড়ে চুপ রয়েছে। কিন্তু মনের মধ্যে সব সময় তার মন চায় আলতা সুন্দরী সেজে আবার গানের দলে অংশগ্রহণ করি। তার মনের মধ্যে এক প্রকার ফাপর লেগে আছে। সে পারুলকে বলতে পারেনা গানের দলে যুক্ত হব। কারণ গানের দলে গেলেই পারুলের সাথে সম্পর্ক নষ্ট হবে রাগারাগি সৃষ্টি হবে। সে চাইনা ভালোবাসার মানুষের সাথে রাগারাগি হোক। কিন্তু এটাও বোঝাতে পারে না গানের দল ছাড়া তো আর চলেনা। তাই মানসিক কষ্ট মনের মধ্যে চাপা রাখতে হয় যেটা বিউটি বুঝতে পারে কিন্তু প্রাণপ্রিয় স্ত্রী বুঝতে পারে না। তাই স্বপ্ন এসে দেখে আগের মতো গানের দলে নাচ গান করছে। রহিম বাদশা এখনো ভুল বুঝে তাকে মেয়েমানুষ ভেবে প্রেম নিবেদনের জন্য বসে রয়েছে। ঘুমের মধ্যে হঠাৎ থমকে উঠে এবং বসে পড়ে। পাশে থাকা পারুল প্রশ্ন করলে সে বলে, স্বপ্নে দেখেছে সে গানের দলে নাচ গান করছে। কিন্তু পারুল স্বামীর মনের কথা বুঝতে পারেনা। সে হেয় প্রতিপন্ন করে আবার ঘুমিয়ে যায়। কিন্তু গানের দলে গান করতে না পাওয়ার বেদনা দিন দিন নসের মিয়াকে কষ্টের সাগরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এখানে পারুলের স্বামীর উপর চাপ সৃষ্টি করাটা নিত্যান্ত বোকামি।

Screenshot_20250128-115416.jpg

Screenshot_20250128-115433.jpg

📺স্ক্রিনশট: ইউটিউব📺


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


আমার মতামত:

আলতা সুন্দরী নাটকের ৪০ তম পর্বে আমরা তিনটা বিষয় লক্ষ্য করেছি। যেখানে একটা বিষয় ছিল ফেলু গাইনের ভুলের জন্য গানের দল নষ্টের দিকে। আর একটা ছিল গোলজার এর বউ এর মেট্রিক পাস অর্থাৎ শিক্ষিতের অহংকার। যেখানে লেখাপড়ার অহংকার বংশ অহংকারকে পতনের দিকে নিয়ে যাচ্ছে। আরেক দিকে লক্ষ্য করে দেখেছি প্রেমিকাকে বিয়ে করতে হয়েছে গানের দল পরিত্যাগ করে। কিন্তু নছের মিয়া মনে মনে কষ্ট বহন করে চলছে গানের দলে অংশগ্রহণ করতে না পেরে। এই নাটকটা আমাদের অনেক শিক্ষা প্রদান করে থাকে। যদি আমরা মন থেকে উপলব্ধি করতে পারি। তাহলে বুঝতে পারি। নিজের ভুলের জন্য নিজের পায়ে কুড়াল মারা হয়। যেমনটা আজ ফেলু গাইনের হয়েছে। এদিকে বংশের অহংকার করে কেউ কখনো বড় হতে পারে না যদি নিজে বড় না হওয়া চাই। তাই গুলজার বারবার বউয়ের লেখাপড়ার কাছে মাথা নিচু করতে হয়। আর এদিকে পারুল ভালোবাসাকে পুঁজি করে প্রেমিকের কাজকে থামিয়ে দিয়েছে এটা নিতান্তই খারাপ একটা বিষয়। কারণ ভালোবাসার জন্য আরেকজনের ভালো লাগা তো নষ্ট করা কখনোই উচিত নয়। তবে এই তিন বিষয়কে কেন্দ্র করে অসাধারন অভিনয় ছিল নাট্যকারদের। এখানে সাইডে থাকা নাট্যকার হিসেবে বিউটির অভিনয় আর বুদ্ধিমত্তা অনেক সুন্দর লক্ষ্য করি। এদিকে দিন দিন গুলজার এর হুংকার কমে যাচ্ছে। সব মিলে বলতে পারে অনেক সুন্দর অভিনয় এ নাটকের মধ্যে। যারা নাটক প্রিয় মানুষ তারা উপলব্ধি করতে পারবে এ নাটকের অভিনয় এবং শিক্ষার বিষয়গুলো। তাই আমি বলতে পারি, সামাজিক নাটক ও হাস্যকর নাটক হিসেবে এই নাটকের মধ্যে অনেক শিক্ষার বিষয় রয়েছে।

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


ব্যক্তিগত রেটিং:

৯/১০

নাটকটির লিংক


রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।

received_434859771523295.gif

আমার পরিচয়

আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpQii6mQVp5A4gDGCDR68W9RxwfgYXDkuSdrT6M7Y7xaaSUX484gjnbdCNf4usUnqiHpgSG4y2v9nUyHY.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

সমাজে তথাকথিত কিছু লোক পাওয়া যায় যারা অল্প শিক্ষা অর্জন করেই নানাবিধ অহংকার করে বসে। ঠিক তেমনি প্রতিরূপ লক্ষ্য করা যাচ্ছে এই পর্বটিতে গুলজারের স্ত্রীর মধ্যে। প্রেমিক প্রেমিকার জন্য সবকিছু করতে পারে তার উদাহরণ এই পর্বের নছের মিয়া। আর এটাও শিক্ষা দেয় যে সামান্যতম ভুলের কারণে পুরো একটি দল নষ্ট হয়ে যেতে পারে। বেশ কয়েকটি দিক নিয়ে এই পর্বটি অভিনীত হয়েছে। আপনার রিভিউ এর কথা কি বলবো, একেবারে অসাধারণ হয়েছে। খুবই গুছিয়ে প্রত্যেকটা বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করেছেন।

হ্যাঁ একদম ঠিক কথা

আপনার নাটকের ৪০ তম পর্বের রিভিউ মধ্যে গভীরতা ও বিশ্লেষণ বেশ ভালোভাবে উঠে এসেছে। নাটকটি সত্যিই জীবনের নানা দিক তুলে ধরে এবং আমাদের কিছু গুরুত্বপূর্ণ শিক্ষাও দেয়।চরিত্রগুলোর গভীরতা, সম্পর্কের জটিলতা এবং প্রতিটি পরিস্থিতির মধ্যে যে আবেগের পরিবর্তন ঘটছে, তা অত্যন্ত প্রভাবশালী। যদি ও আগে পর্ব দেখিনি, তবে এই ৪০ তম পর্ব আপনার পোস্টে মাধ্যমে পড়তে পেরে ভালো লাগলো ধন্যবাদ আপু।

হ্যাঁ একদম বাস্তব সমাজের চিত্র ফুটে উঠেছে

আজকের কাজ সম্পন্ন

Screenshot_20250128_135547.jpg

Screenshot_20250128_135508.jpg

Screenshot_20250128_123512.jpg

দেখতে দেখতে প্রায় নাটকটির ৪০ পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে সবার সব নাটক দেখা সম্ভব হয় না। তবে যে নাটকগুলো বেশি দর্শকের কাছে ভালো লাগে। সেই নাটকগুলো বেশী দর্শক দেখে। আপনার এই রিভিউ করা নাটকটি দেখে বুঝা যাচ্ছে অনেক সুন্দর নাটকটি। নাটকটি না দেখলেও আপনার রিভিউ পড়ে অনেক ভালো লেগেছে।

হ্যাঁ আপু আর মাত্র ১২ টি পর্ব আছে

সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। আলতা সুন্দরী নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ আলতা সুন্দরী নাটকের এই পর্বের রিভিউ শেয়ার করার জন্য।

একটু সময় করে দেখবেন ভালো লাগবে

অনেকদিন আগে এই নাটকটি আমি দেখেছি। আজকে আপনার রিভিউ পড়ে আরো ভালো লাগলো। জনপ্রিয় এই নাটকের পর্বটি আপনি রিভিউ খুবই সুন্দরভাবে করেছেন।

ধন্যবাদ ভাইয়া

আপনি আজকে আলতা সুন্দরী নাটকের ৪০ তম পর্ব শেয়ার করেছেন। আপনার প্রতিটি পর্ব আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার নাটকটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি। আপনার পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম আপু।

ভালো লাগলো ভাইয়া, আপনার কথা শুনে

আপু আপনি আজ আলতা সুন্দরী নাটকের ৪০ তম পর্ব শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। এই নাটকটি এখনো দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে নাটকের অনেকটা অংশ দেখা হয়ে গিয়েছে। কিছু কিছু নাটক থাকে যেগুলো থেকে অনেক কিছু শেখা যায় আর সেগুলো পর্ব আকারে থাকলেও দেখতে খুব ভালো লাগে। আপনি সম্পূর্ণ রিভিউ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ আপু সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।

নাটকটা দেখার চেষ্টা করবেন