আমার ধারণ করা বিভিন্ন পর্যায়ে রেনডম ফটোগ্রাফি

in hive-129948 •  7 months ago 


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন বিভিন্ন পর্যায়ের রেনডম ফটোগ্রাফি দেখে আসি।


img_1713632248904.jpg
Photo editing by Set all gallery


আলোকচিত্র: ১

পোস্টের প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটা গামলার মধ্যে টিশার্ট পাউডার দিয়ে মাখানো রয়েছে। এখানে মোট পাঁচটি টি-শার্ট রয়েছে। টি-শার্টগুলো আমার ছোট ভাইয়ের। উনি আপনাদের সুপরিচিত @sumon09 ভাইয়া। ভাইয়াকে দেখলাম টি-শার্টগুলো কাচার জন্য টিউবয়েল পাড়ে এনেছে। বেশ কয়েকটা প্যান্ট ওয়াশ করছিলেন। পরবর্তীতে আমি উনাকে দেখে, ওনাকে বললাম ভাইয়া আপনি পাউডার দিয়ে ভিজিয়ে রাখুন, আমি কেচে দিবো। আমার কথা শুনে অনেক খুশি হলেন, তার বেশ কয়েকটা নিজে নিজেই কেচে বাকিগুলো রেখে গেলেন। এরপর টি-শার্ট পাঁচটি আমি নিজে কেচে দিলাম। আর এটাকে বলা হয় যৌথ ফ্যামিলির মিল বন্ধন।


IMG_20240420_101016_067.jpg


আলোকচিত্র: ২

এখন আপনারা দেখতে পাচ্ছেন বেথ দিয়ে তৈরি মাদুর বা দোলনা। এই সমস্ত জিনিসগুলো কুষ্টিয়া রেল স্টেশনের পাশে বেশ তৈরী করতে দেখা যায়। আমি যখন ম্যাচে থাকতাম তখন এগুলো বেশ দেখেছি সেখানে। প্রয়োজনীয় অনেক জিনিস এখান থেকে কেনাকাটা করেছি। তবে অনেকদিন পর এই জায়গায় উপস্থিত হয়ে অনেক কিছু দেখার সুযোগ মিলে ছিল, তার মধ্যে এটা অন্যতম।


IMG_20240418_130432_606.jpg


আলোকচিত্র: ৩

এটা আমার নাম না জানা একটি টবের মধ্যে লাগানো পাতাবাহার গাছ। গাছের ফটো উঠাতে গিয়ে লক্ষ্য করে দেখলাম বেশ অনেকদিন হয়তো টবের মধ্যে পানি দেওয়া নেই। সরকারি প্রতিষ্ঠানগুলোতে গাছ বা যে কোন জিনিস এভাবেই যত্ন নেওয়া হয়। জানিনা কবে পানি পাবে গাছগুলো।


IMG_20240418_111417_382.jpg


আলোকচিত্র: ৪

প্রচন্ড রোদ গরমের কারণে আমরা যখন রুমের মধ্য থেকে বের হতে পারছি না, ঠিক এই সময় দিন আয় দিন খায় এমন মানুষগুলো তাদের বিভিন্ন কাজকর্মে রোদ গরমে নিয়োজিত রয়েছে। হাই রোডের পাশে বসে তরমুজ বিক্রেতার এই ফটো ধারণ করতে গিয়ে অনুভব করতে পারলাম জীবন কত কঠিন।


IMG_20240418_093656_2.jpg


আলোকচিত্র: ৫

ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য বামুন্দি বাজারে উপস্থিত হয়েছিলাম। বেশ অনেক কিছু কেনাকাটার শেষে বাড়ি ফিরতে পথে দেখলাম এই সুন্দর সুন্দর মাছ ঘুড়িগুলো। ছেলের জন্য একটি মাছ কেনার খুব ইচ্ছে হলো তখন। এরপর এখান থেকে চয়েস করে একটি ৫০ টাকা দিয়ে কিনে নিলাম। সারা রাস্তা হাতে ধরে মোটরসাইকেলে বসে বাড়ি ফিরছিলাম। মাঝেমধ্যে বাতাসের কারণে মনে হচ্ছিল হাত থেকে ছেড়ে যাবে।


IMG_20240401_141317_140.jpg


আলোকচিত্র: ৬

চলছে এখন প্রচন্ড গরম। এই গরমে প্রয়োজন শীতল বাতাস। কিন্তু লোডশেডিং এর জন্য মাঝেমধ্যে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাই বিকল্প উপায় হিসেবে সৌর প্যানেলের ফ্যান কেনা হয়েছে। আমাদের বাড়িতে বেশ কয়টার সৌর সেট রয়েছে। তাই কিছুটা হলেও স্বস্তি পাওয়া যায় এর জন্য।


IMG_20240120_155548_987.jpg


আলোকচিত্র: ৭

এটি একটি বাঁশ বাগানের চিত্র। পুকুর পাড়ে সবজি উত্তোলন করতে যাওয়ার মুহূর্তে ধারণ করেছিলাম বাগানের সুন্দর এই দৃশ্য। বেশ ভালো লাগছিল গাছের নিচে কিছু সময় বাতাসে অবস্থান করে ফটো ধারণ করতে।


IMG_20240114_101857_818.jpg


আলোকচিত্র: ৮

এটা চাঁদনী রাতে ধারণ করা ফটো। আকাশে যখন কিছুটা মেঘ থাকে এই মুহূর্তে চাঁদ আলো দিয়ে আধার দূর করে, ঐ মুহূর্তে চিত্রগুলো আমার খুবই ভালো লাগে। আর এমন সুন্দর চাঁদনী রাতে বাইরে বসে থাকতে গল্প করতে বেশি ভালোবাসি।


IMG_20231226_232817_013.jpg


আলোকচিত্র: ৯

এই ফটোটা একদিন পুকুরে মাছ বিক্রয়ের মুহূর্তে ধারণ করেছিলাম। আমাদের পুকুরে বেশ অনেক প্রকার মাত্র এসে। তবে তার মধ্যে তেলাপিয়া ও পেট মোটা জাপানিগুলা আমার খুবই ভালো লাগে। এখানে জাপানি আর তেলাপিয়া মাছ দেখতে পাচ্ছেন। অনেকের সরপুটি বলে ভুল করে থাকেন জাপানি মাছকে।


IMG_20231130_144127_8.jpg


ব্লগ বিষয়ে তথ্য


ডিভাইসInfinix Hot 11s
বিষয়রেনডম ফটোগ্রাফি
লোকেশনগাংনী- মেহেরপুর
ক্রেডিট@jannatul01


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ভাই আপনি আজকে বিভিন্ন ধরনের বেশ কয়েকটি ফটোগ্রাফ আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলোর মধ্যে তেলাপিয়া মাছ দোলনা আরো অনেক কিছু দেখতে দেখতে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

আমার গুলো যে আপনার ভালো লেগেছে সেটা বুঝতে পেরে আমি অনেক খুশি হয়েছি ।

খুবই চমৎকার কয়েকটি রেনডম ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। ফটোগ্রাফি গুলো দারুন হয়েছে আপু।দুর্দান্ত কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আপনি আজ আমাদের মাঝে অনেক চমৎকার একটি পোস্ট শেয়ার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো।প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ভাবে আপনি আপনার ক্যামেরা বন্দী করে আমাদের মাঝে শেয়ার করেছেন শুভকামনা রইল এ ধরনের পোস্ট উপহারস্বরূপ পাওয়ার জন্য। এর মধ্যে মাছের ফটোগ্রাফি ভালো লেগেছে।

হ্যাঁ ভাই এগুলো আমাদের উপরের মাছ সময় পেলে ফটোগ্রাফি করে ফেলি।

আপনি আজকে বেশ চমৎকার কিছু ভিন্ন ধরনের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিন্ন ভিন্ন ভক্ত গুলো দেখতে বেশ ভালো লাগে। আপনার শেয়ার করা ফটোগ্রাফির মধ্যে সবথেকে বেশি ভালো লেগেছে আকাশের মধ্যে একটু আলোর যে ঝলকানি দেখা যাচ্ছে এই ফটোগ্রাফিটা। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

আমার ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে ভালো লেগেছে এবং গঠনমূলক মন্তব্য করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আজকে আপনি বেশ সুন্দর কিছু রেনডম ফটোগ্রাফি করছেন। রেনডম ফটোগ্রাফি মধ্যে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখা যায়। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে খুব ভালো লাগলো সুমন ভাইয়ের টি শার্ট ভিজানো ফটোগ্রাফি এবং বাঁশ বাগানের চিত্র ফটোগ্রাফি ও নাম না জানা পাতাবাহারের ফটোগ্রাফি। সবগুলোতে অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।

আপনি দেখতেছি পছন্দের কিছু রেনডম ফটোগ্রাফি করেছেন। ফটোগ্রাফি করায় হচ্ছে এক ধরনের শিল্প। তবে আপনার ফটোগ্রাফির মধ্যে আমার কাছে বেশি ভালো লাগলো বেথের দোলনা। এরকম একটি দোলা আমাদের বাড়িতে আছে বাচ্চার জন্য নিয়েছিলাম। এবং ফ্যান এর ফটোগ্রাফিটি অসাধারণ হয়েছে। বর্তমান সময়ে লোডশেডিং এর কারণে মানুষের জীবন অতিষ্ঠ। সত্যি বলতে আপনি চমৎকার ভাবে ফটোগ্রাফি করে থাকেন। এবং ফটোগ্রাফি গুলো সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

হ্যাঁ এই দোলনাটা দেখতে আমারও অনেক ভালো লেগেছিল তাই ফটোগ্রাফি করে ফেলেছি।

আপনি দেখছি বেশ অনেকগুলো ফটোগ্রাফি একসাথে শেয়ার করেছেন আপু । তার মধ্য থেকে তপ্ত রোদে হাই রোডের পাশে বসে থাকা তরমুজ বিক্রেতার ফটোটি দেখে বেশ খারাপ লাগলো তার জন্য। প্রচন্ড গরমে কারেন্ট না থাকলে তার বিকল্প হিসেবে যে একটি সৌর প্যানেলের ফ্যান কেনা হয়েছে , সেটি বর্তমানে খুবই প্রয়োজনীয় একটি জিনিস।

হ্যাঁ আমাদের বাসায় অবশ্যই সব ঘরে এবং সৌর প্যানেলের লাইট ও ফ্যান রয়েছে। কারেন্ট না থাকলেও খুব বেশি ঝামেলা হয় না।