জুম করে ধারণ করা ঘুঘু পাখির ভিডিও

in hive-129948 •  3 months ago 


আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি ঘুঘু পাখির ভিডিওগ্রাফি। আশা করবো আমার এই ভিডিওটা ওপেন করার মধ্য দিয়ে আপনারা অনেকগুলো ঘুঘু পাখির সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

IMG_20240907_173340.jpg

Photography device: Huawei P30 Pro-40mp



পাখির ভিডিওগ্রাফি


পাখির সৌন্দর্য উপভোগ করতে পছন্দ করে না এমন মানুষ খুবই কম রয়েছে। আমরা যেখানেই যাই না কেন সেখানেই বিভিন্ন প্রকার পাখির দেখা মেলে। তবে সে সমস্ত জায়গায় কয়েকটা করে পাখি দেখে যেন মনের সাধ মেটেনা। কিন্তু একত্র স্থানে যদি অনেকগুলো পাখি দেখতে পাওয়া যায় তাহলে সত্যি অনেক ভালো লাগে। ঠিক তেমনি আমাদের পুকুর পাড়ে বেশ কিছুদিন ধরে লক্ষ্য করে দেখছি কারেন্টের তারের উপরে ঘুঘু শালিক পাখি বসে থাকে। প্রতিদিন তো আর সেখানে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তবে মাঝেমধ্যে পুকুর পাড়ে শাকসবজি উত্তোলন করতে গেলে লক্ষ্য করে দেখি বিকেল মুহূর্তে এই সমস্ত পাখিগুলো এসে ভিড় জমায়। তবে যেদিন একটু আগে উপস্থিত হয় সেদিন কিন্তু এই সমস্ত পাখিগুলোর দেখা যায় না। তাই মাঝেমধ্যে রান্না বান্নার কাজ সম্পন্ন করে একটু সময় করেই পুকুর পাড়ে উপস্থিত হওয়ার চেষ্টা করে এই সমস্ত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য।

IMG_20240907_173323_2.jpg

Photography device:Huawei P30 Pro-40mp


মাঝে মাঝে লক্ষ্য করে দেখি। পাখিগুলো তারের উপর বসার জন্য ভীড়ি তোমায়। এই ভিডিওটা প্লে করলে আপনারা দেখতে পারবেন। দূর দূরান্ত থেকে পাখি উড়ে আসছে এবং পাখির মাঝখানে বসছেন। এক দিকে বসে থাকা আর একদিকে উড়ে আসা পাখির সুন্দর দৃশ্য যেন মন কেড়ে নেয়। তোর সবচেয়ে ভালো লাগে ঘুঘু পাখির মাঝখানে শালিক পাখি এসে বসে। শালিক পাখির মাঝখানে ঘুঘু পাখি এসে বসে। মাঝে মাঝে তারের এক প্রান্তে মানুষ আসলে পাখিগুলো উড়ে আরেক প্রান্তে চলে যায়। আমরা যে জায়গায় অবস্থান করি ঠিক সেই জায়গাতে পাখিগুলো একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করে। তবে খুব সাবধানতার সাথে আমরা অবস্থান করিপুকুর পাড়ের বাগানের মধ্যে। যেন পাখিগুলো উড়ে চলে না যায় এবং আমরা ফটো ভিডিও ধারণ করতে পারি। এই ভিডিওটা ধারণ করার মুহূর্তে কতটা সাবধানতা অবলম্বন করতে হয়েছে তা হয়তো আপনারা জানেন না। তবুও পাশের কারেন্টের লাইন থেকে চলে গেছিল। ভিডিওটা জুম করে ধারণ করেছি। কাছ থেকে দূরের অংশ টেনে দেখানোর চেষ্টা করেছি যেন আপনারা বিস্তারিত বুঝতে পারেন। তবে এই মুহূর্তে বিভিন্ন পাখির ডাক খুবই ভালো লাগে। প্রাকৃতিক পরিবেশের সুন্দর দৃশ্যের মাঝখানে পাখির এমন উপস্থিতি যেন নজর কেড়ে নেয়। পরিবেশের ভারসাম্য অন্যরকম ভাবে ফুটিয়ে তোলে এরা।

Video source

Videography device: Huawei P30 Pro-40mp


আমাদের এলাকায় অনেক পাখি রয়েছে। তবে গাছে গাছে পাখি থাকলে আমরা বুঝতে পারি না পাখি কত রয়েছে। তবে এভাবে যদি বাইরে এসে তারা বসে থাকে তখনই বুঝতে পারি। একটা সময় ছিল ঘুঘু পাখি অনেকেই ধরার চেষ্টা করত। অনেকেই বিভিন্ন জিনিসের মাধ্যমে পাখিগুলোকে ধ্বংস করত, শিকার করত। তবে এখন কিন্তু কোন মানুষকে পাখি শিকার করতে দেখা যায় না তেমন একটা। এজন্যই পাখিগুলো মুক্ত মনে এভাবে বসে থাকতে পারে। আসলে আমাদের উচিত এই সমস্ত বন্য প্রাণীর, পশু-পাখি সবাইকে বসার সুযোগ দেওয়ার। আজ পাখিগুলো ছিল বলেই এত সুন্দর ভিডিও ধারণ করতে পেরেছি এবং আপনাদের দেখাতে পেরেছি। যদি পাখি শিকার করা মানুষেরা এর পেছনে লেগে থাকত তাহলে কখনোই এরা এভাবে বসে থাকত না এখানে। যাই হোক আমি আবার উপস্থিত হব সুন্দর কিছু ভিডিও নিয়ে। কারণ এই সমস্ত প্রাকৃতিক পরিবেশের ভিডিও ধারণ করতে, পশু পাখির ভিডিও ধারণ করতে ফটো ধারণ করতে আমি খুব পছন্দ করি।

IMG_20240907_173202.jpg

IMG_20240907_173135.jpg

Photography device: Huawei P30 Pro-40mp


ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ

ij42VfeLLLL7WCxzYedv2KU7aUqHk3RNyfwHxuumhaYnHGG1dsqAWnhgxDavkADTEGBJEwSdb572op7FjANMqWxnMxgRucn6JYEH18dx32zBsGYg8oAuC5Quz1do2uNbdFiF3z6Lk1Hw8qJ8jcr6SQ85SbvCaLy5VUwHxx3SRmPnXqteex2eVHV2cAzT5iwMRSwwYpQBkt5B8W7bPzGLjyAxm.gif


পোস্ট এর বিবরণ


ফটোগ্রাফি ও ভিডিওঘুঘু পাখির ভিডিও
স্থানগাংনী
লোকেশনLocation
মোবাইলHuawei P30 Pro-40mp
youtube চ্যানেল@Allblog10
ক্রেডিট@jannatul
ব্লগারআমার বাংলা ব্লগ কমিউনিটি


আমার পরিচয়



আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।



2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

অনেক ভালো লাগলো সুন্দর এই পাখির ভিডিওটা দেখে। হ্যাঁ এটা সত্য আমাদের পুকুরপাড়ের ওখানে গেলে পারে অনেক প্রাকৃতির দেখা মেলে। আর এখন পাখি ধরার মতো কাউকে দেখা যায় না। তবে আমাদের সময় সবাই পাখি ধরে তো।

এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি ক্যাপচার করেছেন আপু। এতগুলো ঘুঘু পাখি একসাথে দেখে সত্যিই ভালো লাগলো। এ ধরনের দৃশ্য গুলো সামনাসামনি দেখতে আরো বেশি ভালো লাগে। আপনি খুব সুন্দর ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

ভিডিওটি দেখেছেন যেনে খুশি হলাম

আপু ঘুঘু পাখির এত সুন্দর ভিডিওগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। কারেন্টের তারের উপরে এভাবে সিরিয়ালে বসে থাকি ঘুঘু পাখি দেখে খুব ভালো লাগলো। গ্ৰামে গেলে আমাদের দিকেও এই দৃশ্য দেখা যায়। আপনি জুম করে খুব সুন্দর ভাবে ঘুঘু পাখির ভিডিও করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ভিডিও শেয়ার করার জন্য।

ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য

আপু আজ আপনি অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি ক্যাপচার করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ঘুঘু পাখি আমার অনেক পছন্দের। এতগুলো ঘুঘু পাখি একসাথে দেখতে পেয়ে সত্যি অনেক ভালো লাগলো। আপনি জুম করে অনেক সুন্দর করে ঘুঘু পাখির ভিডিও করেছেন। আপনার ভিডিওগ্রাফিটা সত্যিই অসাধারণ ছিল। ধন্যবাদ সুন্দর একটি পোষ্ট শেয়ার করার জন্য।

চেষ্টা করেছি একটু ভালোভাবে ধারণ করতে