ভালোলাগার কিছু মুহূর্তে তোলা ফটোগ্রাফি

in hive-129948 •  6 months ago 

আসসালামু আলাইকুম


কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে।

IMG_20231121_153440_045.jpg

বেশ কিছুদিন রাজের আব্বু মোটরসাইকেল কিনবে বলছিল। তবে আমি কখনো নিশ্চিত হয়েছিলাম না মোটরসাইকেল কিনবে বলে। আজ থেকে দুই বছর আগেই মোটরসাইকেল কেনার ঝুল তুলেছিল। মাঝেমধ্যে এমন ঝুল তুলেই থাকে। কিছুদিন লাফালাফি করে আবার থেমে যায়। এবার ভোট সামনে করে মোটরসাইকেল কিনবে এমন কথাই বলছিল বারবার। আমি ভেবেছিলাম ভোট উপলক্ষে মনের মধ্যে মোটরসাইকেলের চিন্তাধারা উদয় হয়েছে। তাই এই বিষয়ে তেমন একটা আমি মাথা ঘামাতাম না। এরপর দেখা গেল সত্যি সত্যি মোটরসাইকেল কেনার জন্য উঠেপড়ে লেগেছে। হঠাৎ একদিন তারা তিনজন মিলে বামন্দির বাজারে চলে গেল। সন্ধ্যার মুহূর্তে মোটরসাইকেল নিয়ে বাসায় উপস্থিত হল। এতদিনের সাধনা বুঝি পূরণ হলো আজ। ঐদিন আমার ছোট ভাই আর চাচাতো ছোট বোন বাড়িতে উপস্থিত ছিল। তারা দুইজনসহ আমার ছেলে এতটাই আনন্দিত গাড়ি দেখে, ফটোগুলো দেখলে বুঝতে পারছেন।

IMG_20231130_182602_658.jpg

IMG_20231130_182601_415.jpg

আমাদের পুকুর পাড়ে সবজি চাষ করা হয়ে থাকে। আমাদের ছোট ভাইয়া এই কাজে বেশ এক্সপার্ট। তারা দুই ভাই মোটামুটি চেষ্টা করে থাকে পুকুর পাড়ে বিভিন্ন শাকসবজি উৎপাদন করতে। মাঝেমধ্যে আমরা সবাই মিলে যখন পুকুরপাড়ে যাই সবজি উঠাতে তখন চেষ্টা করি বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি করতে। আপনারা এখানে যে ফটোগুলো দেখছেন এগুলা পুকুরপাড় থেকে তোলা। আমাদের পুকুর পাড়ে মরিচ গাছ থেকে শুরু করে বিভিন্ন শাকসবজি রয়েছে। এবার অনেক মরিচ হয়েছিল পুকুরে। দীর্ঘদিন পুকুরপাড়ের মরিচ গাছ থেকে মরিচ তুলে এনে রান্না করা হয়েছে। এদিকে পুইশাকের বান ধরেছে দুইটা। অনেকদিন শাক এবং তার বিচি খাওয়া হয়েছে। মোটামুটি নিজেরা যদি পরিশ্রম করা যায় তাহলে অবশ্যই অনেক কিছু তৈরি করা বা উৎপাদন করা সম্ভব।

IMG_20231201_105559_923.jpg

IMG_20231208_164252_627.jpg

IMG_20231208_164220_389.jpg

কিছুদিন আগে আমাদের ফ্যামিলির সবাই মিলে গ্রাম্য পার্ক ঘুরতে গেছিলাম। আমাদের এই গ্রামে একটি পুকুর পার্ক রয়েছে। সে পুকুর পার্কে বিভিন্ন প্রকার ফুল গাছ রয়েছে রয়েছে ফুলগাছের চারা। বেশ কিছুটা ফটোগ্রাফি করেছিলাম ওখানে। তবে এখানে জয়েন্ট না করাই বেশি ফটো উঠানো হয়নি। আবার চেষ্টা করব কিছুদিনের মধ্যে ঘুরতে যেতে। পার্কের পরিবেশটা বেশ সুন্দর ছিল। বিকেল মুহুর্তে মানুষের আনাগোনা খুব কম। আশেপাশের পুকুর গুলোতে মানুষের মাছের খাবার দিচ্ছে দেখলাম। পুকুরের দুই পাড় দিয়ে অনেক ফুল গাছ রয়েছে আর এই ফুল গাছগুলোতে বেশ ফুল ধরে রয়েছে। সুন্দর এই পরিবেশ আমার কাছে বেশ ভালো লেগেছিল।

IMG_20231121_153447_436.jpg

IMG_20231121_154104_621.jpg

IMG_20231121_154144_814.jpg


ধন্যবাদ সকলকে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন যেখানে স্মৃতি স্মরণমূলক ফটো লক্ষ্য করলাম। বিশেষ করে মোটরসাইকেল কিনে আনার দিনের ফটোগুলা। এদিকে আমাদের সবজি বাগানের দৃশ্য। আর গ্রামের সেই সুন্দর পার্কে ভ্রমন করতে যাওয়ার কয়েকটা ফটো। আশা করি এভাবেই দারুণ দারুণ পোস্ট আমাদের মাঝে শেয়ার করবেন।

ভাইয়া আপনার মন্তব্য দেখে খুবই খুশি হলাম।