ফটোগ্রাফি ডিভাইস Infinix Hot 11s লোকেশন গাংনী-মেহেরপুর ব্লগার @jannatul01 পোস্টের ধরন লাইফ স্টাইল ক্যামেরা Infinix Hot 11s -50mp
পুকুরের পানি ছ্যাকা ও মাছ ধরার মুহূর্ত
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। এই পোস্টের মাধ্যমে দেখতে পারবেন আমাদের পুকুর থেকে মাছ ধরার কার্যক্রম। তাই আসুন মাছ ধরার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি ও অনেক কিছু জানার চেষ্টা করি।
আমাদের বাড়িতে দুইটা পুকুর রয়েছে। একটা পুকুর বাড়ির সামনে আরেকটা বাড়ির পিছনে। পুকুরগুলো বেশ ছোট ছোট। তবে এখানে অনেক পাঙ্গাস মাছ চাষ হয়ে থাকে। কিছুদিন ধরে বাড়ির সামনের পুকুরটা ছ্যাকার জন্য কার্যক্রম চলছে। রাজের আব্বু আর ছোট ভাইয়া এর পিছনে বেশ পরিশ্রম করছিল। মাঝেমধ্যে তাদের বিশেষ প্রয়োজনে আমিও সহায়তা প্রদান করছিলাম। পুকুরে পরিপূর্ণ পানি। পাশে জাহাঙ্গীর আঙ্কেলদের পুকুরটা ছ্যাকা হয়ে গেছে। তাই দ্রুত আমাদেরটাও ছ্যেকতে হবে।
এরপর ছেলের আব্বুরা দুই ভাই মিলে খুব সুন্দর করে পাইপ সেট করল। কারেন্টের মোটরের মাধ্যমে পুকুর ছ্যাকা হবে। এটা আমার কাছে বেশ ভালো লাগে। কারণ বিয়ের আগে কোনদিন এমন মটর দিয়ে পুকুর ছ্যেকতে দেখি নাই। বিয়ের পর থেকে এখানে এমন দেখি। সবকিছু ঠিকঠাক করে মোটর অন করে দিল। এরপর তারা বসে দেখতে থাকলো। কিন্তু আমার ছেলেটা খুবই চঞ্চল,ফটো দেখে বুঝতে পারছেন কখন কি করে না করে।
পারিবারিক সমস্যার কারণে আর মাছ ধরার জেলে না পাওয়ায় বেশ কয়েকটা দিন পুকুর ছ্যাকার কাজ বন্ধ থাকলো। প্রথম অবস্থায় পুকুরের অর্ধেক পানি কমিয়ে ফেলা হয়ে গেছিল। এরপর আবারো মোটর চালু করা হয়েছে।
এদিকে আমার ছোট দুই ভাই বোন এসে উপস্থিত। তারা পুকুরে মাছ ধরতে নামার জন্য প্রস্তুত কিন্তু আমি রাজি নই। কারণ তারা খুবই ছোট আর আত্মীয় বাড়িতে এসে পুকুরে নামাটা দেখতে কেমন মনে হয়। এরপরেও তারা দুইজন পুকুরে নামার জন্য খুবই আগ্রহী। এদিকে আমাদের ছোট ভাইয়া আপনাদের প্রিয় সুমন তাদের দুই জনাকে উৎসাহ দিল নামার জন্য। তাই আমি আর বারণ করলাম না।
পুকুরের পানি একটি মুহূর্তে প্রায় কমে আসলো। আর এই মুহূর্তে পাইপে পানি উঠতে বেশ সমস্যা হয়েছিল। এমন অবস্থা দেখে মোটর অফ করা হলো।
এরপর রাজের আব্বু পুকুরের মধ্যে নেমে পড়ল। দেখল পাইপের মুখে অনেক বাঁশের পাতা। সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করে দিল। এরপর আবারো মটোর অন করা হল। আর সে পুকুরের কাঁদার মধ্যে দাঁড়িয়ে ম্যানেজ করতে থাকলো যেন ঠিকভাবে পানি ওঠে। আর এভাবে একটি সময় কাজ সম্পন্ন হল।
এরপর জেলে ভাইয়েরা আসলো মাছ ধরতে। তারা ইচ্ছেমতো মাছ ধরল। তাদের প্রয়োজনীয় বড় বড় মাছ ধরে চলে গেল। এরপর আমার ছেলের আব্বু আর ছোট ভাইয়া পুকুরে নেমে মাছ ধরতে থাকলো। তাদের সাথে সহায়তা করলে আমার ছোট দুই ভাই বোন। এভাবে মাছ ধরা চলল অনেকক্ষণ। তেলাপিয়া দেশি জাতীয় মাছ গুলো ধরার পর বড় গুলো রান্নার জন্য দেওয়া হলো আর ছোট গুলো পুকুরে ছাড়া হলো। এরপর তারা কাঁদার মধ্য থেকে প্রায় ৪০ টা চ্যাং মাছ ধরল। এভাবেই সম্পূর্ণ হলো মাছ ধরার কার্যক্রম।
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
ছেলের আব্বুরা দুই ভাই দেখছে অনেক কষ্ট করেছে। আসলে এই কাজটাতে কষ্ট হলেও করতে কিন্তু অনেক মজা লাগে। কিছুদিন আগে আমিও আমার একটা পুকুর এভাবে ছেঁকেছিলাম আর সেখান থেকে অনেক মাছ সংগ্রহ করেছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ এখন তো পুকুর ছ্যেঁকে দেওয়ার সময়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার শেয়ার করা পুকুরের পানি ছ্যাকা ও মাছ ধরার মুহূর্ত গুলো দেখে সত্যিই ছোটবেলায় ফিরে গেলাম। ছোটবেলায় এরকম দৃশ্যগুলো অনেক দেখেছি। এমন দৃশ্যগুলো উপভোগ করতে খুবই মজা লাগে। খুব ভালো লাগলো আপনার পোস্টটি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এগুলো দেখতে আমারও ভালো লাগে কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু তাদের কার্যক্রম দেখেছিলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুকুরের পানি সেচ দিয়ে মাছ ধরার মজাটাই অন্যরকম। আপনার পোস্ট দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। এরকম অনেক মাছ ধরেছি ছোটবেলায় বেশ মজা লাগে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
হ্যাঁ আমাদের এ পুকুর ছ্যাকা দেখে আমারও ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম ভাবে গা হাত পা কেঁদে মেখে মাছ ধরতে আমার অনেক ভালো লাগে।
নদী পুকুরে এরকম ভাবে বেশ কয়েকবার মাছ ধরেছি বন্ধুদের সাথে।
আপনার মাছ ধরা এবং ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
মাছ ধরতে গেলে কাদা তো লাগবেই আর এটাতেই মাছ ধরার মজা। গায়ে কাদা না লাগলে মাছ ধরার মজা নেই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ছোটবেলায় এভাবে কত মাছ ধরতাম পুকুরের, সেটাই মনে পড়ে গেল আপনার পোস্ট পড়তে পড়তে। তবে চ্যাং মাছ ধরার ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগল। কারণ আমি কখনোই ছোটবেলায় এই মাছ ভালো করে ধরতে পারতাম না।
তাহলে তো অনেকগুলো চ্যাং মাছ পেয়েছে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চ্যাং মাছ ধরা বেশ কঠিন খুব পিছলা
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit