জেনারেল রাইটিং পোস্ট
নিঃশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ বেঁচে থাকতে পারে না। তেমনি আত্মবিশ্বাস হারিয়ে গেলে মানুষ মানুষের পাশে থাকে না। একজন মানুষ অপর মানুষকে বিশ্বাসের মাধ্যমে আপন হয় এবং আত্মার বন্ধন সৃষ্টি করে। দুনিয়ার বুকে যত আপন জন দেখেছেন তারা বিশ্বাস স্থাপন করেই আপন হয়েছে। বিশেষ করে যে সমস্ত মানুষ বংশ গতভাবে আত্মীয়তার বন্ধনে আপন হয়েছে তার মধ্যেও একটা দৃঢ় প্রত্যয় থেকে যায় তা হচ্ছে বিশ্বাস। আর এই বিশ্বাস যখন ভঙ্গ হয় তখন মানুষ দূরে সরে যায়। লক্ষ্য করলে বুঝতে পারবেন একটি পরিবারে যদি পাঁচটা ভাই থাকে, তার মধ্যে একজন যদি চোর হয়। তাহলে আত্মীয়রা বাকি চারটা ভাইকে ভালবাসে কিন্তু জিনিস চোর বা খারাপ তাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। কারণ এই চারজনের উপর আত্মবিশ্বাস থাকতে পারে কিন্তু বাকি খারাপ ব্যক্তির উপরে মানুষের আত্মবিশ্বাস নেই।
তাই নিজের সম্মান মান মর্যাদা ধরে রাখতে হলে অবশ্যই সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যেভাবে প্রতিষ্ঠিত হলে মানুষের আত্মবিশ্বাস হারাবে না। যখন কোন ব্যক্তি প্রিয়জনের কাছে সন্দেহের কারণ হয়ে দাঁড়ায়। তখনই প্রিয় ব্যক্তি আর প্রিয় থাকে না। বর্তমান সমাজে মানুষ মানুষের উপর বিশ্বাস স্থাপন করতে পারেনা বিভিন্ন কারণে। আপন মানুষ আপন মানুষের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছে। বিভিন্ন খারাপ কার্যকলাপ দেখে অথবা সন্দেহের দৃষ্টিতে চলে এসে। তাই আমি মনে করি কখনো কারোর সন্দেহের কারণ হওয়া যাবে না। অনেকেই প্রকাশ্যে ভালো সাজে কিন্তু গোপনে খারাপ কাজে লিপ্ত হয়।
আমরা সবাই জানি খারাপ কাজ কখনো ঢাকা থাকে না। কোন না কোন এক সময় সেই খারাপ কাজ প্রকাশ পায়। যখনই প্রকাশ পায় তখনই মানুষ সে বিশ্বাসঘাতক মানুষ থেকে অনেক দূরে সরে যায়। আর এভাবে একজন মানুষ আরেকজনের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। সন্দেহের কারণে দাঁড়িয়ে পড়ে তখন। আর তখনই আত্মবিশ্বাস হারিয়ে একে অপরের প্রতিপক্ষ রূপ ধারণ করে। তাই ছোট্ট এই দুনিয়ায় আমাদের বেঁচে থাকতে হলে অবশ্যই নিজেদের সেই মন-মানসিকতা তৈরি করতে হবে যেটা সুশীল সমাজ পছন্দ করেন। যেটা একজন মানুষের ব্যক্তিত্ববান রুপে প্রতিষ্ঠিত করতে পারে।
তাই আমাদের জীবনে সেভাবে পথ চলার সৃষ্টি করতে হবে যেন কোন মানুষ তার উপরে আত্মবিশ্বাস না হারায়। কখনো যেন কারোর দৃষ্টিতে সন্দেহের কারণ না হয়ে দাঁড়ায়। কারণ সন্দেহের কারণ হলেই মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। তখন তাকে প্রতারক ভাববে। আপনজন প্রিয় মানুষ সবাই তার থেকে দূরে সরে না গেলেও মন থেকে অনেক দূরে সরে যাবে। তাই আমাদের আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব প্রিয়জন যারা রয়েছে তাদের ভেতরে সেই সজাগ দৃষ্টিভঙ্গি এনে দিতে হবে যেন তারা কখনো আত্মবিশ্বাস হারানো কাজ না করে। একে অপরের দৃষ্টিতে সন্দেহের কারণ হয়ে যেন না দাঁড়ায়।
পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ
বিষয় | জেনারেল রাইটিং |
---|---|
ফটোগ্রাফি ডিভাইস | Huawei P30 Pro-40mp |
ক্রেডিট | @jannatul01 |
দেশ | বাংলাদেশ |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
একে অপরের উপর সন্দেহের কারণে আজকে আমাদের পরিবারের মানুষের সাথে সম্পর্কের অবনতির বিষয়টা চোখে পড়ছে। আসলে সঠিক ভাবে কোন কিছু যাচাই বাছাই না করে দোষ দেওয়াটা অনেক বড় একটি ভুল কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি বিষয় নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন হতে নিয়মিতভাবে প্রতিদিন এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এবং কমেন্টে স্ক্রিনশট শেয়ার করতে হবে।
https://steemit.com/hive-129948/@rex-sumon/very-important
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আচ্ছা ঠিক আছে,এখন থেকে পারব।আমার টুইটার ছিল না, খুলে ফেলেছি। বুঝি কম, একটু দেরি হচ্ছে। আস্তে আস্তে সব পেরে যাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit