আমার ধারণা করা বিভিন্ন পর্যায়ের ফটোগ্রাফি

in hive-129948 •  3 days ago 


আসসালামু আলাইকুম

কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। বিভিন্ন প্রকার রেনডম ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করব। মনে করি, আমার এই ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন ফটোগুলো দেখে আসি।


img_1719989940103.jpg

Photo Editing by mobile gallery


আলোকচিত্র: ১



প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাসা বাড়ির দোকান পাশাপাশি রয়েছে মসজিদ ঘর। একদিন হঠাৎ এই জায়গা থেকে আজানের ধ্বনি শুনতে পেলাম। তবে আমি একটু কর্নারে থাকায় মসজিদ খুঁজে পাচ্ছিলাম না। এরপর জানতে পারলাম এই ঘরটার পরে রয়েছে মসজিদঘর। কিন্তু হঠাৎ একদিন এখানে ব্যাংকে এক প্রয়োজনে এসে লক্ষ্য করে দেখলাম ঘরটা আর মসজিদ ঘরটা বেশ নিকটে।


IMG_20240515_103219_046.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী



আলোকচিত্র: ২



সবুজ শ্যামল ফসলের মাঠ দেখতে কার না ভালো লাগে। ঠিক তেমনি এমন ফসলের মাঠ দেখলে প্রাণ জুড়িয়ে যায়। প্রত্যেকটা ধানের গাছের উপরে ধানের শীষ বের হয়েছে। হালকা বাতাসে যখন শীষগুলো দোল খায় দেখে মন জুড়িয়ে যায়। এমনই একটা সুন্দর মুহূর্তে ফটোটা ধারণ করা হয়েছিল ধানের ক্ষেত থেকে।


IMG_20240414_181811_667.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী



আলোকচিত্র: ৩



এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু মাছের ফটোগ্রাফি। এগুলো আমাদের পুকুরের জাপানি আর তেলাপিয়া মাছ। এই সমস্ত মাছগুলো নিজেদের পুকুরে আছে তাই যে কোন মুহূর্তে ধরে রান্না করে খাওয়া সম্ভব হয়। হয়তো যাদের পুকুর নেই তারাই বোঝে এর মূল্য। তবে আমি টাটকা এই সমস্ত মাছগুলো খেতে বেশি পছন্দ করি। ফ্রিজে রাখা মাছগুলো এই মাছের মত সাদের হয় না।


IMG_20240309_144952_4.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী



আলোকচিত্র: ৪



এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মৃৎশিল্প। এ জাতীয় শিল্প গুলো আমি খুবই পছন্দ করে থাকি। পূর্বের দিনে এই সমস্ত শিল্প গুলো আমাদের দেশে বিদ্যমান ছিল কিন্তু এখন দিন দিন কমে যাচ্ছে। তাই আমাদের উচিত এই সমস্ত শিল্প গুলোকে ধরে রাখার।


IMG_20240405_174105_491.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৫



এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লাউ সাজানো রয়েছে। লাউ সব্জিটা আমি খুবই পছন্দ করে থাকি। আমাদের পুকুর পাড়ে এই সবজি হয়ে থাকে। আলু অথবা অন্যান্য সবজির সাথে রান্না করে খেতে খুবই ভালো লাগে।


IMG_20240319_074130_499.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৬



এটা মাটি কাটা গাড়ি। আমাদের এলাকায় এই গাড়িটা বেশ অনেক দেখা যায়। কারণ আমাদের এখানে শুধু কুকুর আর পুকুর। পুকুর খনন থেকে শুরু করে বিভিন্ন কাজে এই গাড়িটা ব্যবহার করতে দেখা যায় আমাদের এলাকায়। তাই আমাদের পুকুর গুলোর আশেপাশে প্রায় দেখা যায় এই গাড়ি।


IMG_20240513_183815_311.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৭



ধান কাটার পরে তার খড়গুলো এভাবে রেখে দেয়া হয়েছিল আমাদের পুকুরপাড়ের পাশে একটি জমিতে। সেখান থেকেই ধারণ করেছিলাম কোন এক বিকেল মুহূর্তে এই ফটোটা। এগুলো গরুর খাবার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


IMG_20240507_184040_473.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী



আলোকচিত্র: ৮



এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সাজানো রয়েছে দই। হয়তো কোন অর্ডার পেয়ে তারা এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। হোটেলে খাবার খাওয়ার মুহূর্তে এমন সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হয়েছিলাম।


IMG_20230323_122516_704.jpg

Photography device: Infinix hot 11s

জুগীরগোফা,গাংনী-মেহেরপুর



আলোকচিত্র: ৯



এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন চারুর মধ্যে চাল কুমড়ার বড়ি লেগে রয়েছে। যখন চাল কুমড়ার বড়ি তৈরি করা হয় চারুর উপরে তখন কাঁচা থাকে। আর রোদে একটু শুকিয়ে গেলে তার সাথে লেগে যায়। বিকেল মুহূর্তে তোলার সময় একসাথে জড়িয়ে তুলে রাখে সবাই। ঠিক তেমনি একটা মুহূর্তের ফটো ছিল এটা।


IMG_20231221_203919_856.jpg

Photography device: Infinix hot 11s

গাংনী


2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn9g1JDeoTfLth3BC.png


পোস্ট বিবরণী


ডিভাইসInfinix Hot 11s
বিষয়রেনডম ফটোগ্রাফি
লোকেশনজুগীরগোফা,গাংনী-মেহেরপুর
ক্রেডিট@jannatul01
দেশবাংলাদেশ


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


আমার পরিচয়

আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।


2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1NfxyQcRUrHnbvGAuDxuMioMRjoG74XpZyTRDsUp566Bu2ZZHRsryAWmeAqnTe9T6zT4X1bZ8DTXHHYrr.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

ফটোগ্রাফি গুলো বেশ ভালো লাগলো কারণ প্রতিটা ফটোগ্রাফিতে আলাদা আলাদা সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে। সুন্দর এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

ফটোগ্রাফি দেখলে অন্যরকম ভালো লাগে। আজকে আপনি দেখতেছি চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। তবে আপনার ধান ক্ষেতের ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এবং লাউ এর ফটোগ্রাফি ও দইয়ের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনি অসাধারণ ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ফটোগ্রাফি গুলো বারবার দেখতে মন চায়।