আমার বাংলা ব্লগে সকলকে স্বাগতম
কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি ভিডিও পোস্ট উপস্থাপন করার জন্য। আজকে আমি আপনাদের দেখাতে চলেছি আমাদের বাড়ির পানি শুন্য পুকুরে একটি ডাউক পাখি চরাই করছে এমন একটি ভিডিও। আশা করি, আমার এই ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন পাখিটার ভিডিও টি দেখি।
আমি ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। হোক সেটা প্রাকৃতিক পরিবেশ অথবা পশু-পাখি। যখনই যেটা ভালো লাগে তখনই সেটা ফটো ধারণ করার চেষ্টা করি এবং আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এই ডাক পাখিটা বেশ অনেকদিন খেয়াল করছি পুকুরের মধ্যে এসে চরাই করে। ঠিক এমনই একটা মুহূর্তে আমার হঠাৎ মাথায় আসলো এটা যদি ভিডিও ধারণ করতে পারি তাহলে আপনাদের দেখাতে পারব কারণ এই পাখিটা অনেকে পছন্দ করে থাকে। ছোটবেলায় তো দেখতাম আমার ভাইয়া ডাউক পাখি ধরে আনতো খাচায় রেখে পুষতো। তবে যাই হোক ঘরে থেকে মোবাইলটা নিয়ে আসলাম পাখিটা দেখার পর। এরপর আম গাছের নিচে বসে ধীরে ধীরে জুম করে ভিডিও ধারণ করা শুরু করলাম। লক্ষ্য করে দেখলাম বারবার পাখিটা আমার পানে তাকাচ্ছে আর কাঁদার মধ্যে তার খাবার খুঁজছে। তার এমন চরাই করার দৃশ্য আমাকে মুগ্ধ করেছিল। আমি একটা জিনিস বেশি ফলো করছিলাম তার পা ফেলার স্টাইলটা এবং বারবার লেজ উঁচু করা লেজ নাড়ানো, যেন অন্যরকম ভালোলাগা। যেগুলো অন্য পাখির ভেতরে লক্ষ্য করা যায় না। তবে দোয়েল পাখিটা মাঝেমধ্যে এমন ভাব করে।

Photography device:Huawei P30 Pro-40mp
যতক্ষণ সম্ভব হয়েছিল আমি ভিডিও ধারণ করার চেষ্টা করেছিলাম। দেখে মনে হয়েছিল কাঁদার মধ্য থেকে এসে পোকা খুঁজছে। তবে আমার মোবাইল ধরে রাখা দেখে মাঝেমধ্যে আমাকে ফলো করছে। অন্যান্য পাখির থেকে তার স্টাইলটা সত্যি অন্যরকম হওয়ায় আমি বেশি মুগ্ধ ছিলাম এবং ভিডিও ধারণের প্রতি উৎসাহিত ছিলাম। জানিনা কেউ কখনো আমার মত এভাবে ফলো করেছেন কিনা। তবে অনেকদিন পাখিটাকে লক্ষ্য করছি, এরপরে বাড়িতে জানতে পেরেছিলাম রাজের আব্বু বলেছিল আমরা বুদ্ধি জ্ঞান হয়ে লক্ষ্য করছি আমাদের বাড়িতে ডাক পাখি থাকে। এর আগে নাকি এই পুকুর পাড়ে দুই তিনটা খেজুর গাছ ছিল আর বাঁশঝাড়ের ওই পাসটা বেশ ঝোপ ছিল। তখন ওখানে অনেক ডাউক পাখি থাকতো। এখন সে বন জঙ্গলগুলো নেই তাই দিন দিন এ পাখিগুলো কমে যাচ্ছে। আমাদের গ্রামের পাড়া গায়ের অনেক ছেলেরা এ পাখি ধরে পিকনিক করে বিশেষ করে ডিসেম্বর মাসের দিকে 16 ডিসেম্বর উদযাপনের জন্য। আমাদের বাড়িতে বেশ কয়েকবার এসেছিল সে সমস্ত ছেলেরা।
আপু এটা ডাহুক পাখি হবে। যাই হোক আপনি খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। যেই পরিমান গরম পড়েছে এতে পুকুর নদী নালা খাল বিলসহ সব কিছুর পানি শুকিয়ে যাচ্ছে। যদি পানি না শুকাতো তাহলে হয়তো এত সুন্দর একটি পাখির ভিডিও দেখা হতো না। ডাহুক পাখি চিড়িয়াখানায় গিয়ে দেখেছিলাম আর এই পাখি দেখতে খুবই সুন্দর। পাখিটা কত সুন্দর ভাবে তার খাবার খুঁজে বেড়াচ্ছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভিডিওগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু উনি যে নাম লিখেছে সেটা আমাদের এলাকার ক্ষেত্রে ঠিক আছে। কেননা আমাদের এলাকাতে ওই পাখিটাকে ওই নামেই ডাকা হয়ে থাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ওই পাখিটা আমাদের এলাকাতে আগে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যেত কিন্তু এখন আর দেখতে পাওয়া যায় না বললেই চলে। যাক আপনার ভিডিওগ্রাফির মাধ্যমে অনেকদিন পরে এটা দেখতে পেলাম এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ছোটবেলায় এই পাখি যে কত বেশি পরিমাণে ধরতাম আর বিক্রি করতাম তা আপনাকে বলে বোঝাতে পারবো না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গ্রাম অঞ্চলে সচরাচর এই পাখিটি খুব বেশি দেখা যায়। ডাহুক পাখি বেশিরভাগ জার্মানির মধ্যে থাকে। তবে সেগুলো বিলুপ্ত হওয়ার কারণে এখন ঝরে জঙ্গলে বেশি থাকে। ডাহুক পাখির ভিডিওটি দেখে বেশ ভালো লেগেছে ধন্যবাদ শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার ডাউক পাখির ভিডিওটা অনেক সুন্দর। গ্রামগঞ্জের দিকে এখনো এই ডাউক পাখি দেখতে পাওয়া যায়। এগুলি সাধারণত পরিত্যক্ত পুকুর খালডোবার মধ্যে বেশি দেখা যায়। অনেক দিন পর ডাউক পাখি দেখলাম। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ডাহুক পাখি আমাদের দেশের একটি জনপ্রিয় পাখি। তবে আমাদের উচিত এই পাখি গুলো কে না মারা। কেননা ইতোমধ্যে আমাদের দেশ থেকে অনেক পাখি বিলুপ্ত হয়েছে। আমরা চাই না আর কোন পাখি কে বিলুপ্ত করতে। আপনি আজকে খুবই সুন্দর করে একটি ডাহুক পাখির সুন্দর ভিডিও ক্লিপ আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো ভিডিও টি দেখে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit