কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি বাংলা নাটক রিভিউ নিয়ে। বৃন্দাবন দাস রচিত জনপ্রিয় এই নাটকের নাম আলতা সুন্দরী। এই নাটকে মোট ৬২ পর্ব। আজকে আমি উপস্থিত হলাম ২৩ তম পর্ব রিভিউ করে শেয়ার করতে। চলুন তাহলে শুরু করি।
নাটকের নাম | আলতা সুন্দরী |
---|---|
রচনা | বৃন্দাবন দাস |
পরিচালক | সালাহউদ্দিন লাভলু |
অভিনয়ে | চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, রহমত আলী, ম ম মোরশেদ, জয় রাজ, রাশেদা চৌধুরী, মনিরা মিঠু, সাইকা আহমেদ, লারা লোটাস, পুতুল, ডায়না সহ আরো অনেকে। |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
ধরণ | হাস্যরসাত্মক এবং সামাজিক |
মোট পর্ব | ৬২ |
রিভিউ | ২৩ তম পর্ব |
দৈর্ঘ্য | ২০ মিনিট |
প্ল্যাটফর্ম | ইউটিউব @cdchoicedrama চ্যানেল |
চরিত্রেঃ
- শামীম জামান (আলতা সুন্দরী/নছের)
- আর খ ম হাসান (নায়ক মেসের)
- চঞ্চল চৌধুরী (রহিম বাদশা) সহ আরো অনেকে
হাসেম জোয়ারী তার জুয়া খেলা ধরে রাখার জন্য সব সময় চেষ্টা করে যেন গানের দল সচল থাকে। এজন্য যখনই আলতা সুন্দরীর নিয়ে মিথ্যা কলঙ্ক উঠেছে সমাজে তখনই সে চেষ্টা চালিয়ে গেছে কিভাবে একটি নায়িকা ম্যানেজ করা যায় গানের দলের জন্য। একদিকে গোলজার গানের দল বন্ধ ঘোষণা করেছে আরেক দিকে আতঙ্কে রেখেছে গানের দলের লোকজনকে। কিন্তু সবকিছু উপেক্ষা করে হাসেম জোয়ারী শহরে গেছে নায়ক নায়িকার সন্ধানে এবং সে সেখান থেকে ম্যানেজ করে এনেছে নায়ক নায়িকা। কিন্তু শহরের এই নায়ক নায়িকার ডিমান্ড অনেক বেশি। গানের দলের ওস্তাদ যে গানের দল পরিচালনা করে তাকে না বলে হাসেম জোয়ারী এমন একটা কাজ করে বসেছে এটা সত্যি অন্যায়। ডিউটি যখন নিজের নামে কলঙ্ক রটিয়েছিল দীর্ঘদিন গানের দল বন্ধ ছিল এখন সে সত্যতা প্রকাশ করেছে এটা মূলত আলতা সুন্দরীকে নিজের স্বামী হিসেবে পাওয়ার আশায় মিথ্যা কলঙ্ক কথা রটিয়েছিল সে। এখন দেখা যাচ্ছে আবারো গানের দলের ওস্তাদ দলটাকে সচল করার চিন্তা কিন্তু তারই মধ্যে হাসেন জুয়ারী আবার আরেকটা ঝামেলা পাকিয়ে বসেছে। তারা গানের দলে নাচ গান করে সামান্য কিছু টাকা পায় এতে তাদের নিজেদেরই হয় না কিন্তু বাইরে থেকে নায়ক-নায়িকা হায়ার করে আনলে তাদের খরচ কে চালাবে। ঠিক এমনই প্রশ্ন উঠে আসে সবার মুখে।এদিকে শহরের নায়ক নায়িকার ভাবভঙ্গি হাতের খরচ বিলাসিতা দেখলে হয়ে যাচ্ছে। তাই বেশ ঝামেলার মধ্যে পড়ে গেল গানের দলের সর্দার। একদিকে গানের দলের নায়কটা নায়িকাকে বউ হিসেবে দাবি করছে কিন্তু নায়িকা বললেন তেমন কিছু নয় এখানে যেন আরো সমস্যা হওয়ার সম্ভাবনা অনুভব করছেন গানের দলের ওস্তাদ। কারণ তারা যুবক ছেলে-মেয়ে কখন কি না কি করে বসে আর সে সমস্যার সম্মুখীন হয়ে গুলজার এর মত কেউ এসে আবার হুমকি দেয় ওস্তাদকে। তবে যাই হোক রাতে খাওয়া-দাওয়া থাকার ব্যবস্থা ওস্তাদের বাড়িতেই হল নায়ক থাকবে ভিলেনের বাড়িতে এবং নতুন নায়িকা থাকবে ওস্তাদের মেয়ের সাথে এমনটাই মীমাংসা হলো রাতের জন্য।
এদিকে বিউটি তার নিজের নামে কলঙ্ক রটিয়েছিল তাই গানের দলের নায়ক তার প্রতি বেশ ঘৃণার আবেগ প্রকাশ করেছিল। কারণ ভালোবাসার মানুষ যদি তলে তলে খারাপ কাজ করে ফেলে অবশ্যই ঘৃণার পাত্রী হয়ে যাবে কারণ বিশ্বাস বলে একটা কথা রয়েছে। তাই গানের দলের নায়ক তাকে বিভিন্নভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলেছিল। যখনই সত্য কথা প্রকাশ পেল তখনই গানের দলের নায়ক তার প্রেম নিবেদন করলো আবারও। কিন্তু নায়িকা এখন তাকে উল্টো অপমান শুরু করলো তাকে বলে ঘিন্না হয় মুখ দেখতে ইচ্ছে করে না, কেন তার কাছে সে প্রেম নিবেদন করতে এসেছে। নায়ক বারবার ভুল স্বীকার করে তারপরেও বিউটি বুঝতে চায় না। আসলে কোন পুরুষ মেনে নেবে না তার প্রেমিকার এমন জঘন্য কর্মকান্ড। এজন্য নায়ক বোঝাতে পারলো না বিউটিকে তবুও প্রেম নিবেদন করছে কারণ সে সত্যিই তাকে ভালবাসে।
এদিকে গানের দলের নতুন নায়ক নায়িকার আবির্ভাব হওয়ায় ওস্তাদের স্ত্রী বেশ বিরক্ত বোধ করছেন। একদিকে বিউটি নিয়ে বেশ অনেক কিছু রটে গেল ঘটে গেল এদিকে নিজের বাড়িতে রয়েছে যুবতী মেয়ে তার কোন বিয়ের নামগণ তো মুখে নেয় না ওস্তাদ। আবার শহর থেকে গানের দলের নায়ক নায়িকা এনে হাজির করা হয়েছে তার বাড়িতে। নিজের চাল জোটে না, শহরের এই নাচনেওয়ালিদের কিভাবে তারা ভরণ পোষণ করবে। বিষয়টা হয়ে গেছে যেন বেশ কষ্টসাধ্য। তাই ওস্তাদের স্ত্রী বলেছে এবার হয় সে নিজেই বাড়ি থেকে বিদায় হয়ে যাবে, তার স্বামী থাক গানের দল নিয়ে। এদিকে শহরের নায়িকা তো ঘুম থেকে উঠে ১১ টার সময় তার জন্য কতক্ষণ খাবার রেডি করে রাখবে ওস্তাদের স্ত্রী। মহিলাটা আবার সিগারেট টানে এটা বড় দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো পরিবারের লোকজনের জন্য। শহরের নায়িকার নাম রানী। শেখ মাসুমা কে বলে তুই তুকারি করে কথা বলতে। কারণ তাদের বয়স এর তফাৎ বেশি নয়। তবে মাসুমা মেয়েটার ভঙ্গি চলন বলন সাজা গুজা দেখে সত্যি অবাক।
শহর থেকে আগত নায়কের নাম বুলেট। বুলেটকে কাছে পেয়ে গানের দলের নসু ভিলেন খুবই আনন্দিত। সে ইচ্ছে মত অপমান করে চলেছে তাদের দলের নায়ক মেসের কে। আর তারই সুযোগে শহরের নায়ক বুলেট গানের দলের নায়ক কে অপমান স্বরূপ কথা বলা শুরু করেছে। প্রথম দেখাতে এই দুইজনার মধ্যে যখন মনতন্ত্র শুরু হলো না জানি এর পরিণতি কোথায় গিয়ে থামে।
শহরের নায়ক নায়িকাদের জন্য কি ব্যবস্থা করতে হবে এই নিয়ে আলাপ-আলোচনা করছিলেন হাসেম জোয়ারী আর গানের দলের ওস্তাদ। তাদের এত টাকা পয়সা দিয়ে পুষবে কে। এই গানের দলের নায়ক নায়িকারা শুধুমাত্র নিজেদের দুই পয়সা ইনকামের আশায় দল চালায় তাদের তো সাধ্য নেই বাইরে থেকে নায়ক নায়িকা ভাড়া করে এনে তাদের পুষার। ঠিক এমনই যখন কথাবার্তা চলছিল হঠাৎ গানের দলের নায়ক ভিলেন এবং নতুন নায়ক বুলেট এসে উপস্থিত হল তাদের সামনে। বুলেট দাঁতের সাথে বলতে থাকলো খাওয়া দাওয়া ঘুম যেমন হোক না কেন তাদের যে ঘন্টায় ঘন্টায় এক কাপ করে চা প্রয়োজন হয় এখানে তো চায়ের ব্যবস্থা নেই তারা থাকবে কি করে। ঠিক এমনই কথা শুনে বেশ হাসি পেল নায়কের। কারণ এ নায়করা নিজেদের গানের দল খুব যত্ন সহকারে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা সেখানে ভাড়াটিয়া নায়কেরা এসেছে নিজেদের সুবিধামতো চলার জন্য। এদিকে হাসান জোয়ারী বলে বসে আলতা সুন্দরী অরূপে নসেরের নায়িকার পাঠ বন্ধ হওয়ার পথে, হয়তো গ্রামে সেই একটা চায়ের দোকান দিবে এরপর থেকে চায়ের ব্যবস্থা হয়ে যাবে। তাই একটু সুযোগ পেয়ে হাসি মশকরা করে নায়ক মেসের বলে বসলো, আপাতত চায়ের ব্যবস্থা না হয় গুলজার ভাই করে দিবে। কারণ গুলজার এর কাছে আবোলতাবোল কেউ কিছু বললেই সে দাও দিয়ে তাড়া করে কাটার জন্য। সে দীর্ঘদিন ধরে গানের দলে যোগদান করার চেষ্টা করছে কিন্তু আজ গানের দলের নতুন নায়ক নায়িকা আনা হয়েছে শহর থেকে যদি একটু উল্টাপাল্টা বলে তার মেজাজ চড়িয়ে দেওয়া হয় অবশ্যই সে ক্ষেপে যাবে এবং গানের দলের কাউকে ছাড়বে না। তাই এখন গানের দলের পুরাতন নায়ক মেসের আশা ভরসা করছে গুলজার এর মাধ্যমে কিছু একটা করতে হবে, যেন নতুন নায়ক নায়িকাকে পানিশমেন্ট করা যায়।
গুলজারের হাত থেকে গানের দলের সদস্যরা পরিত্রাণ পেলেও, হাসেম জোয়ারী যেন আবারও ঝামেলা সৃষ্টি করেছে এই গানের দলের মধ্যে। শহর থেকে নায়ক নায়িকা এনেছে গানের দলের ওস্তাদকে না জানিয়ে। কিন্তু গানের দলেরই তো কোন ক্যাশ নেই তাদেরকে ভাড়া দিয়ে রাখবে কে। এদিকে দেখা যায় গানের দলের নায়ক আর নায়িকার জন্য বেশ ঝামেলা সৃষ্টি হয়েছে। তাই বলতে পারি এই নাটকের অভিনয়ের বিশেষ বিশেষ পর্বে বিশেষ বিশেষ পাঠ যেন দর্শকের মনোরঞ্জন করেন। আমরা লক্ষ্য করে থাকি এমন কিছু অভিনয় আমাদের সামনে এনে তুলে ধরা হয় যে নতুন কিছু হবে বা দেখব এমন প্রত্যাশা থেকে থাকে সবসময়। ঠিক তেমনি দেখার পালা রয়েছে এখন নতুন নায়ক নায়িকার নিয়ে গানের দল কেমন সামনের দিকে এগিয়ে যাই বা কি হতে চলেছে। আর এদিকে গুলজার এর প্রতিক্রিয়া কেমন হবে সেটাও বেশ ভাবনার বিষয়। গানের দলের নায়ক আবারও বিউটি র নিকটে উপস্থিত হয়েছেন ভালোবাসা পাওয়ার আশায়। আর এভাবেই চলছে আলতা সুন্দরী নাটকের দৃশ্যপট। তবে এই স্থানে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে গানের দলের নায়কের অভিনয় দেখে। গানের দলের নায়ক আছে বলেই নাটকের হাসি আনন্দ বিরাজমান। কারণ ইতোমধ্যে সে দুইটা বিরহে জ্বলছে। একদিকে বিউটির ভালোবাসা পাওয়ার আশা,আর একদিকে দলের নায়কপদ থেকে সদস্যপদ হারিয়ে যাওয়ার ভয়। তাই দেখা যাক আগামী পর্বে কেমন অভিনয় নিয়ে আসবে তারা।
রিভিউটি পড়ার জন্য ধন্যবাদ।
আমি মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের bidyut01 এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। এক পরিবার থেকে "আমার বাংলা ব্লগ কমিউনিটিতে" চারজন সদস্য রয়েছি। এইচএসসি পাশ করার পর বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ভালোলাগা রেসিপি তৈরি, নাটক রিভিউ, ভিডিও ও ফটোগ্রাফি করা সহ ভ্রমণ করতে পছন্দ করি। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে সদস্য হয়ে পোস্ট শেয়ার করার।
বাহ, আপু আপনি আজকের পর্ব টা দারুন ভাবে রিভিউ করেছেন। আপনার রিভিউ পড়ে পরবর্তী পর্বে কি ঘটেছিল সেটা জানার কৌতূহল আরো বেড়ে যাচ্ছে। আশা করছি পরবর্তী সপ্তাহে এর আরেকটি পর্ব আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অবশ্যই চেষ্টা করব।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে একটি নাটক রিভিউ করে শেয়ার করেছেন। আসলে আপনার শেয়ার করা নাটকটি দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে এখন আমি বেশিরভাগ বর্তমান সময়ের নাটকগুলোই বেশি দেখে থাকি। তবে নাটকের জগতে আমার কাছে আ খ ম হাসান এর অভিনয় বেশ ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর একটি নাটক শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চেষ্টা করবেন এই নাটক সম্পূর্ণ দেখার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সালাউদ্দিন লাভলুর পরিচালিত নাটক গুলো সব সময় আমার কাছে অনেক ভালো লাগে। আলতা সুন্দরী নাটক নামি পুরোটা দেখেছি খুবই ভালো লেগেছিল আমার কাছে। এই নাটকের অভিনেতা গুলো খুবই সুন্দর ভাবে নাটকটাকে ফুটিয়ে তুলেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
তাহলে তো বেশ ভালো
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজ আপনি আলতা সুন্দরী নাটকটার ২৩ তম পর্বের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। এই নাটকটার কয়েকটা পর্বের রিভিউ আমি পড়েছি। আর আমার কাছে তো অনেক ভালো লাগে নাটকটার রিভিউ পোস্ট পড়তে। আর আজকে আপনি নাটকের ২৩ তম পর্বের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই পর্বের কাহিনীটাকে রিভিউর মাধ্যমে সবার মাঝে তুলে ধরার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভালো লাগলো সুন্দর মন্তব্য করেছেন দেখে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আলতা সুন্দরী নাটকটা অনেক সুন্দর হচ্ছে। এই নাটকের বেশিরভাগ পর্বের রিভিউ আমি পড়েছি। সব সময়ের মতো আপনি আজকেও অনেক সুন্দর করে ২৩ তম পর্বের রিভিউটা শেয়ার করেছেন। পুরো রিভিউ টা পড়ে এই পর্বের কাহিনী জানতে পেরে ভালো লাগছে। অপেক্ষায় থাকলাম পরবর্তী পর্বগুলোর রিভিউ পড়ার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আশা করি সম্পূর্ণ দেখবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit