কেমন আছেন আপনারা? আশা করি মহান সৃষ্টিকর্তার সহায়তায় ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবেসে উপস্থিত হলাম সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য। অনেকদিন পর আজকে আবারো আপনাদের মাঝে মাছ ধরা দেখার অনুভূতি শেয়ার করতে এসেছি। আশা করব জেলে ভাইদের মাছ ধরার এমন সুন্দর মুহূর্ত আপনাদের ভালো লাগবে দেখে।
আমরা জানি আমাদের দেশ কৃষি প্রধান দেশ। কৃষিকাজের পাশাপাশি মাছ চাষ আমাদের দেশে বিভিন্ন স্থানে কম বেশি হয়ে থাকে। ঠিক অন্যান্য স্থানের মত আমাদের এলাকা মাছে স্বয়ংসম্পূর্ণ। এখানে যেমন মাছ চাষ করা হয় ঠিক তেমনি অনেক জেলে রয়েছে। বেশিরভাগ মানুষ মাছ চাষের সাথে সম্পৃক্ত থাকায় লেবার শ্রেণীর অনেক মানুষ জেলে পর্যায়ে জীবন জীবিকা শুরু করেছে। তাই প্রত্যেকদিন রাত পোহালেই বিভিন্ন গ্রাম থেকে এমন জেলেরা উপস্থিত হয় আমাদের গ্রামে মাছ ধরার জন্য। শুধু যে দিনের বেলায় মাছ ধরে তা কিন্তু নয় রাতের বেলাতেও গাড়ি লোড হয় বিভিন্ন আড়তে যাওয়ার জন্য। রাতে যখন ঘরের মধ্যে শুয়ে থাকি তখনও মাছের গাড়ির আওয়াজ শুনতে পায়। তাহলে বুঝতে পারছেন সারাদিন রাত এখানে মাছ ধরার কার্যক্রম চলতেই থাকে পুকুরগুলোতে।
আমাদের এই গ্রামে চার-পাঁচটা হলদার রয়েছে। হলদার বলতে তাদেরকে জানি যারা জাল প্রধান। জাল মালিক হিসাবে বিভিন্ন মানুষের পুকুরে মাছ ঠিকঠাক করে অন্যান্য জেলে ভাইদের সাথে নিয়ে মাছ ধরে। আমাদের পুকুরের মাছগুলো আমাদের গ্রামের জেলে ভাইরা যেমন মাছ ধরে তেমন পাশের গ্রামের হলদার লোক নিয়ে এসে মাছ ধরে। অর্থাৎ যখন দামে ধরে যেখানে যেমন সুবিধা হয় আর কে। ঠিক তেমনি একদিন জানতে পারলাম আমাদের পুকুরে মাছ ধরবে। শুনেছিলাম আমাদের পাড়ার হালদারের লোকজন মাছ ধরার জন্য আসবেন। তাই আমিও আমার মত কাজকর্ম সকাল থেকে ম্যানেজ করতে থাকলাম মাছ ধরা দেখার জন্য। আর এভাবেই ঠিক দুপুর বেলা হয়ে আসলো। জেলেরা মাছ ধরে দুপুরবেলায়। সকলের বিষন্ন ব্যস্ততার পর মুহূর্ত একটু ঘুমানোর চেষ্টা করে থাকি। কিন্তু জেলেরা যদি মাছ ধরতে আসে সেই দিন আর ঘুমটা হয় না। একদিকে পুকুর পাড়ে উপস্থিত হওয়া আরেকদিকে মাছ কোটা ধোয়া রান্না। যাইহোক পুকুর পাড়ে উপস্থিত হয়ে দেখলাম কত সুন্দর ভাবে তারা মাছ ধরায় ব্যতিব্যস্ত। প্রচন্ড রোদ গরম আকাশে সূর্যের তাপ। হালকা হালকা বাতাস বইছে ওই মুহূর্তে। আর বুঝতে পারছেন পুকুরপাড় মানে চারিপাশে কলা গাছ। আমিও কলা গাছের পাশে দাঁড়িয়ে ফটো ধারণ শুরু করলাম।
জেলেদের মাছ ধরার মুহূর্তে আকাশে সাদা সাদা মেঘ ছিল। আসলে শরৎকাল আমাদের মাঝে আসলো এবং চলে গেল মনে হচ্ছে যেন শরৎকাল আমরা বেশি উপভোগ করতে পারলাম না। আমি প্রত্যেক বছর শরৎকাল টা একটু অন্যরকম ভাবে উপভোগ করি বাইরে ঘোরাঘুরি করতে যাই। আত্মীয় স্বজনের বাসায় যাই এমন কি বিভিন্ন স্থানে ঘুরতে যাই। তবে এবার যেন কোনটাই হয়ে ওঠেনি আমার। যাই হোক জেলেরা যখন মাছ ধরছিল তখন আমরা উপর থেকে দেখছিলাম এবং অনেক বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এভাবেই তাদের কার্যক্রম আমরা দেখতে থাকলাম। একদিকে মাছ ধরল আর একদিকে হাঁড়ি লোড করে ডাঙ্গায় উঠে আসছে তারা। আর আমরা যেন শুধু দর্শকের মত দেখছি আর গল্প করছি। কিন্তু মাছ ধরার বিষয় বললে কথা। যদি মাছ ধরার বিষয় না হতো তাহলে কে রোদ গরমে মাঠে দাঁড়িয়ে থাকতো। এরপর জেলেরা পর্যায়ক্রমে মাছগুলো আমাদের সামনে তুলে আনলো। এরা নিজেদের মতো করে ডিজিটাল স্কেলে মাছগুলো মেপে নিতে থাকল। আর এভাবেই পুকুরে জাল টেনে মাছ ধরা মাছ উপরে টেনে আনা, হাঁড়ি লোড করা,এরপর মেপে নিয়ে চলে যাওয়া সমস্ত কিছু উপভোগ করলাম আমরা সবাই মিলে। আর এভাবেই জেলেদের মাছ ধরার কার্যক্রম সম্পন্ন হয়।
সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ
বিষয় | মাছ ধরা দেখার অনুভূতি |
---|---|
What3words Location | Gangni-Meherpur |
মোবাইল | Huawei P30 Pro-40mp |
ক্রেডিট | @jannatul01 |
ব্লগার | আমার বাংলা ব্লগ কমিউনিটি |
আমার পরিচয়
আমার নাম মোছাঃ জান্নাতুল ফেরদৌস শশী। আমার বাসা গাংনী মেহেরপুর, বাংলাদেশ। আমি আপনাদের সুপ্রিয় বিদ্যুৎ জিরো ওয়ান এর পরিবার। আমি একজন গৃহিণী। স্বামী সন্তান সহ আমাদের যৌথ পরিবার। আমার বাংলা ব্লগ কমিউনিটির চারজন সদস্য রয়েছে আমাদের পরিবারে, তার মধ্যে আমি একজন। এইচএসসি পাশ করার পর নার্সিং কোর্স করে বিয়ে হওয়ার মধ্য দিয়ে আমার লেখাপড়া স্থগিত হয়। আমার ইচ্ছে আমি এই কমিউনিটিতে দীর্ঘদিন ব্লগ করব। পাশাপাশি আমার নিকটস্থ প্রিয়জনদের সহায়তা করব এই কমিউনিটিতে কাজ করার জন্য।
পুকুরের মাছ ধরার থেকে মাছ ধরা দেখতে আমার বেশি ভালো লাগে। আপনার পুকুরে দেখছি মাছ গুলো দেখছি বিশাল বড় হয়েছে।আর পুকুর টি ও বেশ বড়। আপনার পুকুরের চারদিক কলাগাছ লাগানোর কারণে পুকুর টি দেখতে একটু বেশি সুন্দর লাগছে।মাছ গুলো দেখে বেশ ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাদের পুকুরের মাছ ধরার দৃশ্য গুলো দেখে খুবই ভালো লাগলো। এরকম দৃশ্যগুলো গ্রামের বাড়িতে গেলে দেখা যায়। অনেক ধন্যবাদ আপু চমৎকারভাবে নিজের এই পোস্ট সবার মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার মন্তব্য দেখে খুশি হলাম
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এরকম সুন্দর দৃশ্য সামনে থেকে যদিও আমার দেখার সুযোগ হয়ে ওঠেনা। আপনার ফটোগ্রাফি গুলার মাধ্যমে দেখতে পেলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আসলে এই টাটকা মাছগুলো দেখে আমার খুব লোভ হচ্ছে। কেননা এই টাটকা মাছগুলো এখন আমাদের এখানে প্রায় পাওয়াই যায়না। আসলে আপনার এই অভিজ্ঞতা দেখে আমার কিন্তু হিংসা হচ্ছিল। কেননা আপনার জায়গায় যদি আমি থাকতাম তাহলে খুব মজা করতাম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমাদের এদিকে গ্রাম তো সবসময় পাওয়া যায়
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
পুকুরে মাছ ধরার দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আসলে নিজেও মাছ ধরার অনুভূতি বেশ দারুন হয়ে থাকে। বেশ বড় পাঙ্গাস মাছ পাওয়া গেলো। আপনাদের পুকুরে মাছ গুলো দেখছি অনেক বড় হয়েছে। পুকুরে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুণ। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনি একদম ঠিক বলেছেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit