আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ? আশা করি আমার বাংলা ব্লগের বন্ধুরা সবাই ভাল আছেন | আমি আজকে ফ্রিল্যান্সিং সম্পর্কে আমার দ্বিতীয় আর্টিকেল লিখছি | এর আগে আমি যে আর্টিকেলটি লিখেছি তা ছিল ফ্রিল্যান্সিং কাকে বলে | আর আজকে আমি ফ্রিল্যান্সিংয়ের অনলাইনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব | ফ্রিল্যান্সিংয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি | তবে এরমধ্যে কিছু কিছু কাজ আছে যা খুবই জনপ্রিয় এবং এসব কাজের চাহিদা ও মার্কেটপ্লেসে প্রচুর রয়েছে | কাজগুলো হলো__
ছবি এডিট@jannatulfardous, সফটওয়্যার ক্যানভা
ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট
আমরা যারা ফ্রিল্যান্সিং সম্পর্কে জানি বা শুনেছি তারা অবশ্যই ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট এর কথা শুনেছি | ওয়েব ডিজাইন হচ্ছে কোন একটি প্রতিষ্ঠান বা ব্যক্তিগত ব্যবহারের জন্য তাদের নিস রিলেটেড ওয়েবসাইটের টেম্পলেট তৈরি করে দেওয়া | এবং ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে সেই ওয়েবসাইটের বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা এবং প্রয়োজন হলে ওয়েব ডিজাইনের বিভিন্ন সাইট আপডেট করা | ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট শিখার জন্য আমাদেরকে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে হয় | যেমন__ এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকোয়েরি ইত্যাদি | এছাড়া ওয়েব ডিজাইন শিখতে হলে আমাদেরকে বিভিন্ন কোড লেখার নিয়মাবলী খুব ভালোভাবে মনে রাখতে হয় | ওয়েব ডিজাইন ও ডেভলপমেন্ট কাজের রেট খুবই হাই হয়ে থাকে |
গ্রাফিক্স ডিজাইন
বর্তমান সময়ের প্রেক্ষাপটে ফ্রিল্যান্সিং এর কাজের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন | গ্রাফিক্স ডিজাইন হচ্ছে এক ধরনের আর্ট বা নিজের সৃজনশীলতা প্রকাশ করার মাধ্যম | ফ্রিল্যান্সিংয়ে বেশিরভাগ মানুষ গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন | অন্যান্য কাজের তুলনায় গ্রাফিক্স ডিজাইন শিখা তুলনামূলকভাবে একটু সহজ | গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে আমাদেরকে বিভিন্ন সফটওয়্যার যেমন অ্যাডোব ফটোশপ, ইলাস্ট্রেটর, ফটোশপ সিসি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে হয় | এসব সফটওয়্যার এর ভিতর যে সমস্ত টুলস রয়েছে তার ব্যবহার খুব ভালোভাবে শিখতে হয় |
ডিজিটাল মার্কেটিং
বর্তমান সময় ডিজিটাল এর সময় | এখনকার সময় মানুষ তার ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রচারের জন্য ডিজিটাল মার্কেটিং কে বেশি গুরুত্ব দিয়ে থাকেন | এবং ফ্রিল্যান্সিং-এ ও ডিজিটাল মার্কেটিং এর চাহিদা অনেক বেশি | ডিজিটাল মার্কেটিং আমাদের যে সমস্ত বিষয় গুলো শিখতে হয় তা হল এসইও, কনটেন্ট রাইটিং, ফেসবুক মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি | আমরা যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তাহলে ফ্রিল্যান্সিংয়ে আমরা খুব ভালো ভাবে সফল হতে পারব |
ডাটা এন্ট্রি
ডাটা এন্ট্রির কাজ হল কোন একটি লেখাকে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল বা পাওয়ার পয়েন্টের মাধ্যমে অনলাইনে টাইপ করা | বর্তমানে বিভিন্ন কাজে ডাটা এন্ট্রি ব্যবহার করা হয় | আমরা যারা ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতে চাই তাদেরকে অবশ্যই ভালো টাইপিং এবং ইংলিশ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে | এবং এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে পারদর্শী হতে হবে | এছাড়া অনলাইনের মাধ্যমে রিসার্চ করে যেকোনো কিছু বের করার অভিজ্ঞতা থাকতে হবে |
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে, আমরা যখন ভার্চুয়ালি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিভিন্ন বড় বড় কর্মকর্তাদের হয়ে তাদের বিভিন্ন কাজে সাহায্য করে থাকি | ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এর কাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে | যেমন আপনি যদি একজন লেখক এর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন তাহলে আপনাকে তার লেখার বিভিন্ন কাজে হেল্প করতে হবে | অনেক সময় তার জন্য তার লেখা রিলেটেড ইনফর্মেশন কালেক্ট করতে হবে | তাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে হলে বিভিন্ন ধরনের কাজ সম্পর্কে ধারণা থাকতে হবে | বর্তমানে প্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানই তাদের কাজের সহজলভ্যতার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়ে থাকেন |
আমার উপরে বর্ণিত ফ্রিল্যান্সিং এর কাজগুলো ছাড়াও আরো অনেক কাজ রয়েছে যা আমরা করে থাকি | কিন্তু উপরের কাজগুলো মানুষ একটু বেশি করে থাকে ফ্রিল্যান্সিংয়ে | তাই আমার লেখা নিয়ে যদি কারো কোন মতামত বা পরামর্শ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন|
ধন্যবাদ
@jannatulfardous
আমার বাংলা ব্লগ
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন। আমাদের মাঝে অনেকেই আছে, যারা ফ্রিল্যান্সিং করতে স্বাচ্ছন্দ্যবোধ করে বা পছন্দ করে। কিন্তু সঠিক গাইডলাইন বা আর্থিক এর অভাবে সেই ফ্রিল্যান্সিং কোর্স ঠিকমতো করতে পারছে না। আপনি খুব সুন্দর ভাবে একটি ব্লগের মাধ্যমে তা সাজিয়ে তুলেছেন। সত্যি এটি প্রশংসনীয় কাজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ
ক্যানভা থেকে ডিজাইন করলে এটি কপিরাইট ছবির আওতায় পড়ে, যেটা কয়েকদিন আগে এডমিন সুমন ভাই আমাদের সবাইকে অবগত করেছে। আর আপনার পোস্টে টেক্সট জাস্টিফাই ইউজ করলে লেখাগুলো অনেক সুন্দর হবে।
আশা করি, এখন থেকে পোষ্ট লিখলে এই কোড ব্যবহার করবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ধন্যবাদ ভাইয়া। আমার একটু জানার ছিল তা হলো, আমিতো canva থেকে নিজে এডিট করি তারপর এখানে দেই এবং canva মেনশন করে দেই তবুও কি কপিরাইট আসবে? আর এটাতো ফ্রি সবার জন্য তাহলে কেন কপিরাইট আসবে? আর যদি কপিরাইট আসে তাহলে আমি আমার ছবির জন্য কি সফটওয়্যার ব্যবহার করতে পারি?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপু আপনি বেশ সুন্দর ভাবে গুছিয়ে ফ্রিল্যাঞ্চিং সম্পর্কে দারুন তথ্য উপস্থাপন করেছেন।অনেক অজানা বিষয় জানতে পারলাম।ধন্যবাদ বিষয় গুলো শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit